দৈনিক মজলুমের কন্ঠ

দৈনিক মজলুমের কন্ঠ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দৈনিক মজলুমের কন্ঠ, Publisher, Tangail.

03/08/2021
স্টাব রিপোটারঃটাঙ্গাইল ডিসি লেকে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৫টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ ...
13/04/2019

স্টাব রিপোটারঃ

টাঙ্গাইল ডিসি লেকে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ, আটক ৫

টাঙ্গাইলে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাতে টাঙ্গাইল শহরের ডিসি লেকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, রাতে তার স্বামীকে নিয়ে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এলে কয়েক যুবক তাদের ধরে নিয়ে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন যুবক তাকে ধর্ষণ করেন।

পরে তার স্বামী ছুটে গিয়ে নতুন ডিসি লেকের কাছে সদর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষণের কাজে সহযোগিতা করা আরও দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ভোর ৫টার ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডাক্তারি পরীক্ষা চলছে।

স্টাব রির্পোটার দৈনিক মজলুমের কন্ঠঃ  কবর স্থান কে কেন্দ্র করে  বিভিন্ন  প্রকার কবিরাজি করছে মোঃসুরু মিয়া ৩৫  টাঙ্গাইল জে...
12/06/2018

স্টাব রির্পোটার দৈনিক মজলুমের কন্ঠঃ কবর স্থান কে কেন্দ্র করে বিভিন্ন প্রকার কবিরাজি করছে মোঃসুরু মিয়া ৩৫ টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা ধলাপাড়া ইউনিয়নে শহর গোপীন পুর বাজারে উওর পাশে। আজ সকাল ৭টা দিগে এই গঠনা গঠে গঠনাস্থলে লোক জনদের কাছে জানা যায় গতঃ৩-০৪-১৬ইং ফজল হক মিস্টার নামের এক জন ও গত ০৫-০২-১৮ শামছুল হক মারা তাদের দাফন কাপন করা পর থেকে কবর স্থানে কম যাতাইয়েত করে এবং কিছু দিন পর থেকে কবরে পাশে আগর বার্তি মোম বার্তি জালিয়ে রাখতো এবং কি মাঝে মাঝে কবর স্থানে ঘোরা ঘোরি করত আবার ওই বাড়ি লোকের কাছে অনেক ধরনের জিনিস চাইত তারা এতটা বুঝতে পারতোনা গত কাল সকাল সাতটার দিগে মোঃসুরু মিয়া কবর মাঝখানে কুদাল দিয়ে খোদ ছে এমন অবস্থা ওই বাড়ি লোক জন দেখে ফেলে তাকে জিগাসা করলে সে বলে কবরে একটু মাটি নিবে তাকে আর কিছু না বল চলে যায় বাড়ী লোক জন তার কিছু খন পর এসে দুই কবরে মাঝখানে অনেক সিরিকি জিনিস মাটি নিজে রেখে চলে যায়। তার পর বাড়ী লোক জন পরে দিন সেই অসামাজি জিনিস মাটির নিছ থেকে তুলে এলাকার জন সহ দেখে অভাগ হয়ে যায়। তার পর তাকে এলাকার লোক জন খিপ্ত হয়ে গাছের সাথে বেধে রাখে। সেখানে ছিলেন ওই ওয়ার্ডের মেম্বার আবুল কাসেম তাকে দশটা জুতার বারি দিয়ে সেখান ছেয়ে দেয়।কিন্তুু এলাকা বাসি দাবি এই কাজ গুলো কিসের জন্য করলো এবং কার কথায় করলো। এবং কি অতি তারা তারি পুলিশে দেওয়ার জন্য। নিদের্শ দেয়। এমন কি এই সব কাজ করে রাতা রাতি অনেক টাকার মালিক হয়ে যায়। কবিরাজি করে অনেক ভালো মানুষকে অনেক কষ্টের মাঝে রাগছে আবার অনেক মহিলাদের সাথে পরোকিয়া করে প্রবাসীদের বউ এর কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেই।

স্টাব রির্পোটারঃঘাটাইলে পরকিয়ার জেরে গৃবধূর আত্মহত্যাটাংগাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে নিজ পিতার বাড়িতে  সাজেদা আক্তার...
11/06/2018

স্টাব রির্পোটারঃঘাটাইলে পরকিয়ার জেরে গৃবধূর আত্মহত্যা

টাংগাইলের ঘাটাইল উপজেলার গারোবাজারে নিজ পিতার বাড়িতে সাজেদা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে গারোবাজার মধুপুরচালা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী,সে গত রবিবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।সাজেদা গারোবাজার এলাকার শাহজাহান মিয়ার মেয়ে,এলাকাবাসীর সূত্রে জানা যায় সাজেদার পার্শ্ববর্তী মুরাইদ গ্রামের জব্বার তরফদারের ছেলে জাহিদ মিয়ার সাথে দীর্ঘ পরকিয়ার সম্পর্ক ছিলো, সম্প্রতি সাজেদা জাহিদের সাথে পরকিয়া সম্পর্ক রাখতে চাচ্ছিলনা ফলে জাহিদ ক্ষিপ্ত হয়ে সম্পর্ক চলাকালীন সময়ে তুলা বেশ কিছু অন্তরঙ্গ আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে।সাজেদা কে প্রতিনিয়ত কল করে শারীরিকসম্পর্ক করতে এবং মোটা অংকের টাকা চেয়ে হুমকি দিতো বলে জানিয়েছে প্রতিবেশীরা।পারিবারিক সূত্রে আরো জানা যায় জাহিদ আপত্তিকর ছবি সাজেদার প্রবাসী স্বামীর কাছে মোবাইলের মাধ্যমে পাঠিয়ে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতো পারিবারিক অশান্তি সৃষ্ট্রি করার উদ্দেশ্যে।এতে করে সাজেদা স্বামী-সন্তান পরিবার এবং প্রতিবেশীদের সামনে মুখ দেখাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। সাজেদার পরিবার বলেন লম্পট জাহিদের নামে থানায় মামলা করার প্রস্তুতি চলতেছে।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাকছুদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,এই ঘটনা সম্পর্কে আমি অবগত আছি, বিষয় টি অত্যন্ত দুঃখজনক, বাদী পক্ষ মামলা করলে খুব দ্রুত আসামীকে আইনের আওতায় আনা হবে।

দৈনিক মজলুমের কন্ঠঃমধুপুর   পিডিবির সাব-স্টেশনের আওতাধীন ঘাটাইল  উপজেলার ধলাপাড়া ইউনিয়নে শহর গোপিন পুর গ্রামে প্রায়  ১৪ ...
03/06/2018

দৈনিক মজলুমের কন্ঠঃমধুপুর পিডিবির সাব-স্টেশনের আওতাধীন ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নে শহর গোপিন পুর গ্রামে প্রায় ১৪ ঘন্টা খানেক ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দিন ও রাতে বিদ্যুৎ না পেয়ে চরম ভোগান্তি পড়ছে ওই এলাকার সাধারন মানুষ। রোজায় ভোগান্তি বাড়িয়েছে আরো দ্বিগুন। গ্রামগুলো হল ধলাপাড়া, গাংগাইর,রামদেপুর, আশারিয়াচালা,

স্থানীয়দের অভিযোগ উপ-সহকারি প্রকৌশলী আনোয়ার অফিসের কর্মকর্তা সুশান্ত কে ঘুষ না দেয়ায় অন্ধকারেই থাকতে হচ্ছে তাদের।

জানা গেছে, মুধুপর পিডিবির সাব-স্টেশনের অধীনে পার্শ্ববতি শহর গোপিন পর ট্রান্সফরমা অচল হয়ে পড়ে থাকায় অন্ধকারে রয়েছে এলাকার সাধারন মানুষ। এই ট্রান্সফরমারের অধীনে এক গ্রামের ১ শতাধিক গ্রাহক রয়েছে। নষ্ট হয়ে পড়ে থাকা ট্রান্সফরমারটি মেরামতের জন্য বারবার ধলাপাড়া বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হয়। কিন্তু বারবারই বলে আমাদের লোক নাই। এবং কি টাকা কথা আসে সেখানে। অন্ধকারে থাকলেও কর্মকর্তাদের ঘুষ না দেয়ায় গ্রামে বিদ্যুৎ জ্বলছে না। মেরামতের জন্য ঘুষ চাচ্ছে। তাদের দাবী পূরণ না করায় অন্ধকারেই রয়েছিল গোপীন পুর সহ আরো তিন গ্রামের বাসীরা জানা , বিদ্যুৎ অফিসে ঘুষ ছাড়া কোন কাজ হয় না। কয়েক মাস আগেও একই ট্রান্সফরমার মেরামতের জন্য বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও দালালদের অর্ধলক্ষাধিক টাকা ঘুষ দিতে হয়েছে। বর্তমানে এলাকায় কোন প্রকার বিদ্যুৎ নাই। এতে রোজায় ইফতার, তারাবি ও রাতের সেহরি খেতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটা ট্রান্সফরমারের অধীনে প্রায় ১ শতাধিক গ্রাহক।

08/05/2018

টাঙ্গাইল পৌর মেয়রসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইন ও বিচার জাতীয় টপ নিউজ টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর ব্র....

দৈনিক মজলুমের কন্ঠঃ ধলাপাড়া ইউনিয়ন পরিষদের নর্ব নির্বাচিত চেয়ারম্যান সদস্যদের সংবর্ধনা বিদায়  মিলাদ ও দোয়া মাহফিল।সভাপত্...
06/05/2018

দৈনিক মজলুমের কন্ঠঃ ধলাপাড়া ইউনিয়ন পরিষদের নর্ব নির্বাচিত চেয়ারম্যান সদস্যদের সংবর্ধনা বিদায় মিলাদ ও দোয়া মাহফিল।
সভাপত্বি করেনঃ নর্ব নির্বাচিত চেয়ারম্যান জনাব এজাহারুল ইসলাম মিঠু ভূইয়া
প্রধান অতিথিঃ জনাব ফজলুর রহমান মাষ্টার সভাপতি ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
বিশেষ অতিথিঃজনাব রফিকুল ইসলাম বুলবুল ভূইয়া ভারপাপ্ত সভাপতি ঘাটাইল থানা বি এন পি
জনাব আব্দুল বাছেদ সরকার সাধারণ সম্পাদক ধলাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ
জনাব ফরিদ আহম্মেদ আহব্বায়ক ধলাপাড়া ইউনিয়ন বি এন পি
জনাব রফিকুল ইসলাম সাবেক সহঃসভাপতি শহর গোপীন পুর ফাজিল মাদ্রাসা
নর্ব নির্বাচিত ইউ পি সদস্যদের নামের তালিকাঃ ১নং মেম্বার জনাব মোস্তফা কামাল ২নং মেম্বার মিন্টু মিয়া ৩নং মেম্বার হেকমত সিকদার ৪নংমেম্বার আরিফুল ইসলাম ৫নং মেম্বার বুলবুল ৬নং মেম্বার শফিকুল ইসলাম ৭নং মেম্বার আবুল কাশেম ৮নং মেম্বার শহিদুল ইসলাম ৯নং মেম্বার শরিফুল ইসলাম। ১,২,৩,মহিলা আসনে জনাবা বিউটি বেগম ৪,৫,৬,মাজেদা সুলতানা ৭,৮,৯,মাজেদা বেগম। এবং ধলাপাড়া ইউনিয়নের সকল স্তরের জনসাধারণ। নর্ব নির্বাচিত চেয়ারম্যান সমকোনী বক্তব্য তিনি বলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদ কে ঘাটাইল উপজেলার মধে ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবেন আরো বলেন মাদ্যকওবাল্য বিবাহ, দুরন্তি মুক্ত ইউনিয়ন গড়ার জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করবো এসব কথা জানান তিনি।

23/04/2018

নাগরপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ টপ নিউজ টাঙ্গাইল জেলা নাগরপুর ব্রেকিং নিউজ রাজনীত...

19/04/2018

কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের প্রতি কটুক্তির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন টপ নিউজ টাঙ্গাইল জেলা টাঙ্গ.....

13/04/2018
11/04/2018

টাঙ্গাইলে কোটা পদ্ধতির সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি টপ নিউজ টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর বা.....

10/04/2018

ঘাটাইলে কঙ্কাল চোর আটক আইন ও বিচার ঘাটাইল টপ নিউজ টাঙ্গাইল জেলা ১০ এপ্রিল, ২০১৮ নিউজ ডেস্ক০ ঘাটাইল প্রতিনিধি : তিন ....

09/04/2018

বৈশাখ উপলক্ষে ব্যস্ত সময় পার করছে বাসাইলের মৃৎশিল্পীরা টপ নিউজ টাঙ্গাইল জেলা বাংলাদেশ বাসাইল ব্রেকিং নিউজ রাজন.....

09/04/2018

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টপ নিউজ টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর ব্রেকিং ন...

দৈনিক মজলুমের কন্ঠঃটাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের স...
08/04/2018

দৈনিক মজলুমের কন্ঠঃটাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শরীফ(৪৫)।


শুক্রবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটেছে। একই গ্রামের লিবিয়া প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুনের (২৫) ঘরে আপত্তিকর অবস্থায় ছিলো শরীফ। প্রেমিক যুগলকে সারারাত আটকে রেখে শনিবার দুপুরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মফিজ মেম্বারের ছেলে সাইদুর রহমান শরীফ। সে ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার সংসারে তিন স্ত্রী ও তিন কন্যা রয়েছে। শরীফ দির্ঘদিন ধরে প্রবাসী মাহফুজুর রহমানের স্ত্রী এক সন্তানের জননী মাহমুদা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। মাহমুদা খাতুন একই গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

তাদের অবৈধ সম্পর্ক ও অবাধে মেলামেশা বিষয়টি এলাকাবাসীর নজরে আসলেও শরীফ প্রভাবশালী হওয়ায় লোকজন কিছু বলতে সাহস পায়নি। চলতে থাকে তাদের পরকীয়া। শুক্রবার রাত দেড়টার দিকে শরীফ মাহমুদার ঘরে প্রবেশ করলে আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করে এলাকাবাসী। আর এ ঘটনা শুনে সকালে শত শত মানুষ দেখতে আসে প্রেমিক যুগলকে। এ ঘটনায় প্রবাসী মাহফুজ তার স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানা গেছে। পরে এলাকাবাসী তাদের দুজনকেই পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, প্রেমিক যুগলকে আটকের খবর পেয়ে সকালে গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে উভয়কে পুলিশে সোপর্দ করেছি।
ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান জানান, শরীফ-মাহমুদাকে এলাকাবাসী আটক করে পুলিশকে জানায়। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক মজলুমের কন্ঠঃ স্ত্রী হত্যা কারি স্বামী গ্রেপ্তার  । টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ ফুলমতি কে হত্যার দায় আদালতে স্বীক...
01/04/2018

দৈনিক মজলুমের কন্ঠঃ স্ত্রী হত্যা কারি স্বামী গ্রেপ্তার । টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধূ ফুলমতি কে হত্যার দায় আদালতে স্বীকার করলেন স্বামী মুক্তার হোসেন ওরফে মজিদ(৩৫)।বৃহস্পতিবার রাতে জামালপুরের ইসলামপুরের মলমগঞ্জ বাজার থেকে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
শনিবার বিকেলে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালতের বিচারক নওরিন মাহবুব তার জবানবন্দি রেকর্ড করেন বলে মির্জাপুর থানার ওসি তদন্ত, শ্যামল কুমার দত্ত জানান। জবানবন্ধিতে পরকীয়ায় জড়িত থাকার অপরাধে সে তার স্ত্রীকে হত্যা করেছে বলে আদালতের বিচারককে জানিয়েছে মজিদ। গ্রেপ্তারকৃত মুক্তার হোসেন ওরফে মজিদ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনঘাতি কালিবাড়ি গ্রামের ছামাদ মিয়ার ছেলে। ফুলমতি কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উত্তর নামাজের চর গ্রামের বাসিন্দা। গত তিন মাস আগে স্বামী মজিদের সঙ্গে মির্জাপুর উপজেলার মীর দেওহাটা গ্রামের নয়া মিয়ার বাড়ি ভাড়া নিয়ে একই এলাকায় ইউসূফের ইটভাটায় দিনমজুরের কাজ করতো তারা। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা ওসি তদন্ত শ্যামল কুমার দত্ত জানান, স্ত্রী হত্যার পর ঘরে তালা দিয়ে দাড়ি কেটে, টুপি খুলে ও পোশাক পরিবর্তন করে নিজে গোপনে চলে যায়। এই সময়ের মধ্যে সে কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও জামালপুর শেরপুর জেলার বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। সর্বশেষ তথ্য প্রযুক্তির ব্যবহার করে বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুরের মলমগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার টাঙ্গাইল আদালতে হাজির করা হলে সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মুক্তার ।

দৈনিক মজলুমের কন্ঠঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের আগে ব্যালট পেপার ছিনতাইক...
29/03/2018

দৈনিক মজলুমের কন্ঠঃটাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণের আগে ব্যালট পেপার ছিনতাইকালে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ঘাটাইল উপজেলার সাগরদিঘী গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত মালেক মিয়া (৪৫) ওই ইউনিয়নের গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য কেন্দ্রে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, রাত ৩টার দিকে প্রায় ১০০ থেকে ১৫০ লোক ব্যালট পেপার ছিনতাইয়ের জন্য ওই কেন্দ্রে হামলা চালায়। এসময় প্রিজাইডিং অফিসারের নির্দেশে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজন নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

জানা যায়, গুপ্তবৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার দিবাগত রাত ৩টা দিকে সাগরদিঘী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হেকমত সিকদারের লোকজন ব্যালট পেপার ছিনতাই করে সিল দিচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে। এসময় স্বতন্ত্র প্রার্থী হাবিবুল্লাহ বাহারের সমর্থকরা সেখানে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন।

জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে ওই ভোটকেন্দ্র স্থগিত করা হয়েছে।

দৈনিক মজলুমের কন্ঠঃ গত রাত ২টা দিগে ঘাটাইল উপজেলা বি এন পি ভারপাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম বুল বুল ভূইয়া কে নিজ বাসবভন...
28/03/2018

দৈনিক মজলুমের কন্ঠঃ গত রাত ২টা দিগে ঘাটাইল উপজেলা বি এন পি ভারপাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম বুল বুল ভূইয়া কে নিজ বাসবভন থেকে গেপ্তার করে সাদা পোশাক পরিত ডিবি পুলিশ। আগামী ২৯ মার্চ ইউ পি নির্বাচন গিরে বুল বুল ভূইয়া কে গেপ্তার করেন ও নির্বাচন যেনো ভালো ভাবে না হয়। এসব কথা বলেন ধলাপাড়া ইউ পি নির্বাচনের চেয়ারম্যান পদ প্রাথী বুল বুল ভূইয়া ছোট ভাই জনাব এজাহারুল ইসলাম মিঠু ভূইয়া এবং এই ঘটনা কে নেকার জনক মনে করেন।আরো বলেন আমার সকল ভোটার যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে আমাদের জয় হবে।আমি প্রশাসনের ও নির্বাচন কমিশনারের কাছে বিনিত অনুরুদ করবো নির্বাচন যেনো শান্তি পুরনো হয়।ও ঘৃনার সাথে ধিক্কার জানাচ্ছি,,এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই..এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি....।

04/03/2018

নাগরপুর প্রতিনিধি : টাংগাইলের নাগরপুর পচাসারটিয়া মেহের আলী খাঁন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পু.....

04/03/2018

মাভাবিপ্রবি প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর ওপর বর্বরোচিত

03/03/2018

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রায় দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ট্রাকের চালক ও তার সহকারিকে

03/03/2018

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা সংলগ্ন ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকার চর এলাক.....

27/02/2018

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার তারটিয়া এলাকায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজ.....

27/02/2018

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের দক্ষিণ গয়লা হোসেন দাখিল মাদ্রাসার একটি টিনের

24/02/2018

দৈনিক মজলুমের কন্ঠ: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বনের ভিতরে লাইসেন্স ছাড়াই বনকর্মকর্তাদের মৌখিক অনুমতিক্রমে চলছে ১২০ করাত কল এবং বনের কোল ঘেষে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে গড়ে উঠেছে আরও ৬০ করাতকল।

এইসব অবৈধ করাত কলে বৈধ গাছ ছাড়াও প্রতিদিন বনের গাছ চিড়াই করে গোপনে কাঠ বাইরে পাচার করায় বনাঞ্চল ছাড়াও সংরক্ষিত বন দিন দিন উজাড় হয়ে যাচ্ছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তাদের নৈতিক দায়িত্ব পালন না করায় একদিকে যেমন হারিয়ে যাচ্ছে বন অন্যদিকে সরকার হারাচ্ছে তার রাজস্ব। সেই সাথে প্রকৃতি হারাচ্ছে তার পরিবেশ। অতিরিক্ত বন নিধনে বিপর্যস্ত হচ্ছে গোটা জাতি।

জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্চের আওতাধীন ৮৮.৪৫ বর্গকিলোমিটার বনাঞ্চলের বটতলী, ঝড়কা, চৌড়াসা, দেওপাড়া, ধলাপাড়া ও সাগরদিঘী ৬টি বিটের ৪৯টি মৌজায় বনভূমি ও সংরক্ষিত বনভূমির পরিমাণ ২৯১০৬.৭৬ একর। এই বিশাল বন ভূমিতে রয়েছে বিভিন্ন প্রজাতির আকাশমণি, মিনজিয়াম, ইউকিলিপটাস, সেগুন সহ গজারির শালবন। এই শালবনের ভিতরে ডিজেল মেশিন দিয়ে স্থাপন করা হয়েছে ১২০ করাত কল। এইসব করাতকল ও অতিরিক্ত গাছ চুরির কারণে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকার বাগান ধ্বংস হয়ে যাচ্ছে। করাতকলের বিরুদ্ধে অভিযান না থাকায় অনেক সংরক্ষিত বাগান বিরান ভূমিতে পরিণত হয়েছে।

২০১৭ সালের ২রা আগষ্ট উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মোহাম্মদ শাহীন, বটতলী বিট অফিসার মোশারফ হোসেন ও ধলাপাড়া বিট অফিসার জাহিদের উপস্থিতিতে দেউলাবাড়ী ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধ ৫টি করাত কল জব্দ করে। সে অনুযায়ী ঐসব করাতকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া কথা থাকলেও ১৪ দিন পর ঐসব করাতকল মালিকদের ফেরত দেয়।

“পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই ভূমি অফিসের প্রত্যয়ন পত্র
বনকর্মকর্তাদের মৌখিক অনুমতি দিয়েই চলছে এইসব করাত কল”

জানা যায়, বন বিভাগের বিধানে বনাঞ্চলের ১০ কিলোমিটার এলাকার মধ্যে করাতকল স্থাপন করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারপরও বন কর্মকর্তাদের এককালিন মোটা টাকা সেলামী দিয়ে মিল মালিকরা এসব মিল স্থাপন করছে । সরেজমিনে দেখা যায়, রেঞ্চ অফিস ও বিট অফিসের নাকের ডগায় মিল মালিকরা করাতকল স্থাপন করে দিনরাত চোরাই কাঠ চিড়াই করছে। সংশ্লিষ্ট রেঞ্চ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও ফরেষ্ট গার্ডদের প্রত্যক্ষ সহযোগীতায় বছরের পর বছর জুড়ে এসব মিল চালু রয়েছে।

১৮০ করাত কলের প্রায় অর্ধেক করাতকল গত দুই বছরে নতুন স্থাপন করা হয়েছে। অবস্থাদৃষ্টে মনে হয় এসব নিয়ন্ত্রনে কার্যকরী ব্যবস্থা নিতে কোন কর্তৃপক্ষ নেই ঘাটাইলে। বনাঞ্চল সহ পরিবেশ রক্ষার্থে উপজেলায় বন ও পরিবেশ কমিটি থাকলেও এ কমিটির কার্যক্রম চলছে শুধু কাগজে কলমে।

অনুসন্ধানে জানা যায়, বনের ভিতরে কুশারিয়া, মাকড়াই, দেওজানা, নলমা, গাঞ্জানা, ছনখোলা, চাপড়ি, মুন্সিগঞ্জ, মানিকপুর, বোয়ালীহাটবাড়ী, ধলাপাড়া, পেচারআটা, শহরগোপিনপুর, সাগরদিঘী, জোড়দিঘী, মুরাইদ, আবেদ আলী, লক্ষিন্দর, সিংহেরচালা, গারোবাজার, দেওপাড়া, শিবেরপাড়া, মালেঙ্গা, মমিনপুর, বগা, ফকিরচালা সহ বিভিন্ন স্থানে ডিজেল মেশিন দিয়ে গড়ে উঠেছে ১২০টি করাতকল। সেই সাথে বনের কোল ঘেষে আমতলা, দেউলাবাড়ী, পাকুটিয়া, পোড়াবাড়ী, কাইতকাই, ঝড়কা, বানিয়াপাড়া, মাইধারচালা, দেলুটিয়া লাইসেন্স ছাড়া ঘুষ দিয়ে চলছে আরও ৬০ করাতকল। রসুলপুর ইউনিয়নে মুরাইদ দক্ষিণ পাড়া বনের ভিতরে গড়ে উঠেছে কয়লা উৎপাদনের মিল। প্রতিদিন বনের গাছ কেটে এ সব কয়লা উৎপাদন করা হচ্ছে। যার ফলে যত্র তত্র করাত কল স্থাপন প্রক্রিয়া অব্যাহত থাকায় বনাঞ্চল ছাড়াও সংরক্ষিত বন আজ হুমকির মুখে দাড়িয়েছে।

এইসব অবৈধ করাত কলের বিষয়ে পৌর করাতকল মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ হালিম এর নিকট জানতে চাইলে তিনি জানান ঘাটাইল উপজেলায় ২শতাধিক করাতকল লাইসেন্স বিহীন চলছে। এ বিষয়ে কর্তৃপক্ষকে বার বার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললে ২০১৭ সালের ২ আগষ্ট যে অভিযান হয় তা ছিল নাটকীয়। পরে কর্তৃপক্ষ টাকার বিনিময়ে জব্দকৃত করাতকল মালিকদের ফেরত দেয়।

মিল মলিক ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বনের ভিতরে এসব করাতকলের ৯০ ভাগ মালিক কাঠ ব্যবসায়ী। কাঠ চোরদের সাথে মিল মালিকদের রয়েছে দহরম সর্ম্পক। যারা সর্বদা গাছ চুরি করে তাদের মধ্যেও অনেকে সঙ্গবদ্ধ হয়ে করাতকল স্থাপন করে অবাধে বনের গাছ নিধন করে যাচ্ছে।

অবৈধ করাত কল কিভাবে চলে জানতে চাইলে দেউলাবাড়ী ইউনিয়ন করাতকল মালিক সমিতির সেক্রেটারী ওমর ফারুক জানান দশজনের মতো করে কর্তৃপক্ষের সাথে মিলে মিশেই চালাই।

নতুন নতুন করাতকল স্থাপন করার বিষয়ে বটতলী বিট কর্মকর্তা সোলায়মানের নিকট জানতে চাইলে তিনি বলেন, কিভাবে স্থাপন হয় তা আমি জানিনা তবে আমি কোন টাকা পয়সা নেইনা।

অবৈধ করাত কলের বিষয়ে ধলাপাড়া রেঞ্চ কর্মকর্তা রেজাউল করিমের নিকট জানতে চাইলে তিনি বলেন এসব করাত কল কিভাবে চলে আমি নিজেও জানিনা তরে করাত স্থাপনের সাথে আমি কিংবা আমার বিট অফিসারের কোন সম্পৃক্ততা নাই, তাহলে কিভাবে এইসব মিল স্থাপিত হয় বা চলে জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে বলেন, সাক্ষাতে কথা বলব বলে মোবাইলের লাইন কেটে দেন।

করাতকল বন্ধ করার বিষয়ে উপজেলা বন ও পরিবেশ কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান এর নিকট জানতে চাইলে তিনি বলেন, উপজেলা মাসিক মিটিং চলাকালে অবৈধ করাতকল বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনেকবার বলা হয়েছে। কিন্তু কোন পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, যারাই রক্ষক তারাই ভক্ষন করে তাহলে বন রক্ষা হবে কিভাবে?

দৈনিক মজলুমের কন্ঠঃ আগামী ২৯ মার্চ আসন্ন ১১নং ধলাপাড়া ইউ পি নিবার্চনে  ৭নং ওয়ার্ড় মেম্বার  প্রার্থী সাবেক ৪নং ওয়ার্ড় বি ...
24/02/2018

দৈনিক মজলুমের কন্ঠঃ আগামী ২৯ মার্চ আসন্ন ১১নং ধলাপাড়া ইউ পি নিবার্চনে ৭নং ওয়ার্ড় মেম্বার প্রার্থী সাবেক ৪নং ওয়ার্ড় বি এন পি সাবেক সভাপতি ও থানা বি এন পি সদস্য জনাব আলহাজ্ব মোঃতোফাজ্জল হোসেন তোহা সকলের কাচ্ছে দোয়া প্রার্থী

ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে  ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
21/02/2018

ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্কুল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ডে রায় দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে টাঙ্...
14/02/2018

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদন্ডে রায় দিয়ে জেলে পাঠানোর প্রতিবাদে টাঙ্গাইলে জেলা ঘাটাইল উপজেলা বিএনপি অনশন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলে।
ঘাটাইল মেন রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে উপজেলা বিএনপির ভারপ্রাত রফিকুল ইসলাম বুলবুল ভুইয়া, সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম , সাংগঠনিক সম্পাদক ইখলাসুর রহমান শামীম ,উপজেলা যুবদল সভাপতি দুলাল, সাধারন সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক খুরুম মাসুম সিদ্দকী, যুগ্নঃআহব্বায়ক মনি, ঘাটাইল জি বি জি কলেজ ছাত্রদলের আহব্বায়ক আফজাল ও হাসানুজ্জামান তরুন, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল ও বিভিন্ন দলের নেতাকর্মীরা অংশ নেন।

ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহীধলাপাড়া শহর গোপিনপুর ফাযিল মাদ্রাসায় এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে বদলী পরীক্ষা (প্রক্সি) দিতে এসে...
10/02/2018

ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহীধলাপাড়া শহর গোপিনপুর ফাযিল মাদ্রাসায় এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে বদলী পরীক্ষা (প্রক্সি) দিতে এসে ধরা পড়েছে তিন ছাএী।এদের কে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

10/02/2018

ই-পেপার  ১০ ফেব্রুয়ারি মজলুমের কন্ঠ পত্রিকা February 9, 2018 Sumon Ray FacebookTwitterGoogle+Pinterest

10/02/2018

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই সহোদরকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।

09/02/2018

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলান রায় প্রত্যাখ্যান ও বেগম খালেদা জিয়ার মুক্তির

08/02/2018
08/02/2018

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে টাঙ্গাইলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান

07/02/2018

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬১বছর

06/02/2018

কালিহাতী প্রতিনিধি : নাশকতা বিরোধী বিশেষ অভিযানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লুৎফ...

06/02/2018

ঘাটাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর গ্রামে একরাতে ১১টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার

04/02/2018

শহিদুল ইসলাম : টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া ও চতলবাইদ গ্রামের মধ্যবর্তী এলাকায় খালের ওপরে একটি

Address

Tangail
TANGAIL

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক মজলুমের কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category