Talukder Enterprise And Equipment Care

Talukder Enterprise And Equipment Care Sale Al Kinds of Filter Spare Parts & Lubricants.
(1)

01/09/2024

Celebrating 21st Anniversary of Gulf Oil Bangladesh Ltd.

19/06/2024
04/06/2024

স্বর্ণের অক্ষরে লিখার মত কথাটা।
আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন।🔻

একবার শায়খুল হাদিস মুফতি তাকি উসমানী কে জিজ্ঞাসা করা হল, জীবনের সারকথা কী?

তিনি উত্তরে ২০টি সুক্ষ্ম বিষয়ের কথা তুলে ধরেন:

১. সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় কর।

২. চেষ্টা কর সারা জীবনে কেউ যেন তোমার অভিযোগ অন্য কারো কাছে না করে। আল্লাহর কাছে কখনই না।

৩. বংশীয় লোকদের সাথে কখনো প্রতিদ্বন্দ্বিতা করো না। ক্ষতি হলে মেনে নিও, তবে বিরোধিতা করো না। পরে ভালো ফল পাবে।

৪. কোথাও এ কথা বলো না যে, আমি আলেম। আমার সাথে অনুগ্রহ করেন। এটি কখনই কাম্য নয়। চেষ্টা কর দ্বীনদারী হয়ে চলার।

৫. সর্বোত্তম দস্তরখান হল নিজ ঘরের দস্তরখান। যে রিজিক পাবে তাই রাজার হালে খাবে।

৬. আল্লাহ ব্যতীত অন্য কারো থেকে আশা করো না।

৭. প্রত্যেক আগামী দিনে পরিশ্রম বৃদ্ধি কর।

৮. বিত্তশালী ও অহংকারী ব্যক্তি থেকে দূরে থাকাই শ্রেয়।

৯. প্রতিদিন সকালে কিছু দান খয়রাত কর। আর সন্ধ্যায় এস্তেগফার পাঠ করার অভ্যাস কর।

১০. নিজের কথার মাঝে মিষ্টতা তৈরি কর।

১১. উচ্চস্বরে কথা বলো না। এমনকি ছোট বাচ্চাদের সাথেও নয়।

১২. যে জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা হচ্ছে সে জায়গাকে মনেপ্রাণে ভালোবাসো। যেমন সম্মান করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৩. চেষ্টা কর সারা জীবনে সফল মানুষদের সাথে ওঠাবসা করবে। একদিন তুমিও তাঁদের অন্তর্ভুক্ত হবে।

১৪. প্রত্যেক সেক্টরের যোগ্য ব্যক্তিদের সম্মান কর। তার সামনে আদবের সাথে আসা উচিত। হোক সে যে কোন ময়দানের।

১৫. পিতা মাতা, শিক্ষক ও আত্মীয় স্বজনদের সাথে যেমন উত্তম আচরণ করবে তেমন রিজিক বৃদ্ধি পাবে।

১৬. সব কাজে মধ্যমপন্থা গ্রহণ কর।

১৭. জন সাধারণের সাথে সম্পর্ক রেখ। তাদের থেকে অনেক কিছু শেখা যায়।

১৮. একজনের অভিযোগ অন্যের কাছে না করা। অভিযোগকারীকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপছন্দ করতেন।

১৯. সব কথা ইতিবাচকভাবে উপস্থাপন কর। এর দ্বারা অনেক সমস্যার সমাধান হয়।

২০. বড়দের বৈঠকে চুপ থেকো।

এই বাইক টি আজকে বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে।  সবার সহযোগিতা কামনা করছি।
29/04/2024

এই বাইক টি আজকে বাসার সামনে থেকে চুরি হয়ে গেছে। সবার সহযোগিতা কামনা করছি।

14/04/2024

কোথাও কি বৈশাখি মেলা লাগছে।

আপনার এক্সকেভেটরের সব রকমের  Products  আমাদের কাছে Available পেয়ে যাবেন। যোগাযোগঃ01622586106Sale All kind of Excavator s...
21/01/2024

আপনার এক্সকেভেটরের সব রকমের Products আমাদের কাছে Available পেয়ে যাবেন।
যোগাযোগঃ01622586106
Sale All kind of Excavator spare parts & Lubricants.
Contract us: 01622586106
Address : Jamuna Shetu Bazar, Pathail Kandi, Bhuapur, Tangail.

শুভ সকাল।
19/01/2024

শুভ সকাল।

শীতের সকাল।
06/01/2024

শীতের সকাল।

06/10/2023

আজ ৫ অক্টোবর।। বিশ্ব শিক্ষক দিবস ।। সেই ইসলামিয়া প্রি-ক্যাডেট স্কুল থেকে আজ এত টুকু হবার পাঠশালা অব্ধি পৌঁছাতে যে সকল মহান শিক্ষকের সান্নিধ্য পেয়েছি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।। ভাল থাকবেন প্রিয় স্যার-ম্যাডাম ।।

আগামী ১৬/০৯/ ২০২৩ শনিবার বিকাল ৪ ঘটিকা হতে   #যমুনা_ইউনাইটেড_স্পোর্টিং_ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্...
10/09/2023

আগামী ১৬/০৯/ ২০২৩ শনিবার বিকাল ৪ ঘটিকা হতে #যমুনা_ইউনাইটেড_স্পোর্টিং_ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত_খেলায় যে দুটি দল প্রতিদ্বন্ধিতা করবে #বল্লভ_বাড়ী_ফুটবল_একাদশ বনাম #আলিপুর_ফুটবল_একাদশ।
উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত।

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Talukder Enterprise And Equipment Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category