Khadiza's untold story

Khadiza's untold story মনের ভেতরে লুকনো কষ্টগুলো😢😢যা কখনো কারও সাথে বলতে পারিনি সেই কষ্টগুলো সবার সাথে ভাগ করে নিতে চাই😢

13/11/2023

বাবা মা কে ছেড়ে দূরে থাকার যে কি কষ্ট তা শুধু একটা মেয়েই বোঝে,সারাক্ষণ শুধু মনের মধ্যে ভয় হয় সবাই ঠিক আছে তো?ভাল আছে তো?কোনও বিপদ আপদ হলে চাইলেই দৌড়ে ছুটে যাওয়া যায় না,এইজন্য আরও বেশি আতঙ্কিত থাকি যে কখন কি হয়?কারণ কিছু হলে তাদের দেখার,সেবা করার কেউ নেই।এই যে এখন আমি দূরে আছি আর আমার মা ভাঙা পা নিয়ে পরে আছে,তাকে দেখার মত কেউ নেই,এই অবস্থায় তার একা একা সব কাজ করতে হচ্ছে,এখন আমি যদি মার কাছে থাকতে পারতাম সে ও স্বস্তি পেত আর আমিও শান্তি পেতাম,কিন্তু নিরুপায় দুইজন দুই জায়গায় বসে কষ্ট পাওয়া ছাড়া উপায় নেই 😢😢😢😢😢😢
Facebook

06/11/2023

যত দুঃখ কষ্ট যন্ত্রণা থাকুক না কেন মায়ের মায়া ভরা মুখ টা দেখলে এক পলকেই সবকিছু ভূলে যাওয়া যায়

03/11/2023

কার ভাগ্য কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারে না।আমার এখন সেই অবস্থা জিবনটা কোন দিকে মোড় নেবে একমাত্র আল্লাহ্ ই ভাল জানেন,আর কত এই টানাপোড়েন?কবে একটু সুখের মুখ দেখব?একটা সাজানো গোছানো জিবনের বড্ড লোভ।কবে পাবো এমন দিন যেদিন নিজের অনেক টাকা থাকবে?? একটুখানি সুখের আশায় কারোর মুখের দিকে চেয়ে থাকতে হবে না।নিজের সুখ,বাবা মায়ের সুখ,সন্তান দের সুখ সব টাকা দিয়ে কিনতে পারব।কে বলে টাকা সুখ দিতে পারে না?টাকা সব পারে টাকা থাকলে সব সম্ভব।এই পৃথিবীতে বেচে থাকার মূল মন্ত্র হল টাকা।তাই টাকা থাকা টাই জরুরি।।।

19/10/2023

একটা ছেলে বিয়ে করলে সবাই আগে এই কথাটা কেন জিজ্ঞাসা করে যে শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে???তারা এটা কেন বোঝেনা যে বাবা মায়েরা তাদের নাড়ি ছেড়া ধন,তাদের বুকের মানিক যাকে তারা এতগুলো বছর আদর ভালবাসা দিয়ে বড় করেছে তাদের ঘরের আলো অন্য একজনের ঘর আলো করার জন্য দিয়ে দিছে।তার কোনও মূল্য নেই?সবাই শুধু টাকা টাই দেখে, এতগুলো বছরের আদর স্নেহ ভালবাসা বাবা মার আত্মত্যাগ তাদের দুঃখ কষ্ট,তাদের সুখ শান্তি বিসর্জন দেওয়া এগুলো কেউ দেখেনা,তারা তাদের জীবনের অমূল্য সম্পদ টাই অন্যের হাতে তুলে দিল সারাজীবনের জন্য তার কি কোনও মূল্য নেই??

18/10/2023

😢😢😢বাবার টাকার উপরে নির্ভর করে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে কিরকম থাকবে বা শ্বশুর বাড়ির সবাই তাকে কিভাবে জাজ করবে বাবার টাকা থাকলে সবাই তাকে মাথায় করে রাখবে তখন তার নিজের বা তার কথার দাম সবাই দেবে কিন্তু যদি বাবার টাকা না থাকে তাহলে তাকে উঠতে বসতে এটা মনে করিয়ে দেওয়া হয় যে তোমার এখানে কোন মূল্য নেই আর না আছে তোমার পরিবারের মূল্য আর সেখানে তোমার কথা বলার কোনও অধিকারই নেই 😢😢😢সবসময় এটা শুনতে হয় যে তোমাকে বিয়ে করে আমার কোনও লাভ হয়নি তোমাদের থেকে কিছু পাইনি😢😢 তাকে মনে করিয়ে দেওয়া হয় যে তোমাকে বিয়ে করে শুধু দয়া করেছি এর থেকে বেশি কিছু না😢😢😢এগুলো শোনার পর একটা মেয়ের মনের অবস্থা কেমন হয় সেকথা কেউ বোঝেনা বা বুঝতে চায় ও না...যারা এই পরিস্থিতির শিকার শুধু তারাই এই কষ্টটা বুঝবে 😢😢

17/10/2023

আচ্ছা কেউ যদি বলে যে, তুমি কাকে বেশি ভালবাসো তোমার স্বামী নাকি তোমার বাবা মা কে??তাহলে তার উওরে কি বলা উচিত?একদিকে আমার বাবা মা অন্যদিকে আমার স্বামী তারা সবাই আমার আপন সবাইকেই আমি চাই সবাইকে নিয়ে ভাল থাকতে চাই আমি কোনও একজনকে বেছে নিতে পারব না আমার ভাল সময় খারাপ সময় দুই সময়েই তাদের সবাইকেই আমার পাশে চাই।সবাইকে নিয়ে একসঙ্গে ভালভাবে বাঁচতে চাই তাই কোনও একজনকে বেছে নিতে আমি পারব না।।।😢😢😢

16/10/2023

টাকা ছাড়া মানুষ কতটা অসহায় তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এই পৃথিবীতে সবাই টাকার গোলাম যার টাকা আছে তার মূল্য আছে আর যার টাকা নাই পৃথিবীটা তার কাছে মূল্যহীন 😢😢😢

Address

Tangail

Telephone

+8801719947311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khadiza's untold story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like