অপরাধ প্রকাশ

অপরাধ প্রকাশ সাংবাদিক খোরশেদ আলম
(8)

31/08/2024

তারুণ্য সংঘের, উদ্যোগে পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে, শুকনো খাবার, ওষুধ, বিশুদ্ধ পানি, বস্ত্র উপহার ।

যারা ভিডিওটি দেখছেন সকলেই সেই বন্যার্তদের পাশে দাঁড়ান। কখন না এসে যায় আপনার আমার এলাকায় এমন প্রাকৃতিক দুর্যোগ.

টাংগাইল সদর থেকে, কুমিল্লা। ৩0/০৮/২৪

অপরাধ প্রকাশ চ্যানেল খোরশেদ আলম 01781289261,টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল.

31/08/2024

এই ঘটনায়, অর্ধেক জমি ফেরত দেবে, এবং মায়ের আত্মসাৎ করা টাকাও ফেরত দেবে,
ঘটনা ১০০% সত্য । নাতিন এবং নাতিন জামাই, মামলার তুলে নিতে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ।

29/08/2024

বন্যার্তদের পাশে দাঁড়াতে, টাঙ্গাইল থেকে যাচ্ছে শিক্ষার্থী ভাই-বোনেরা। ২৯/০৮/২৪

যে যেখান থেকে পারেন, সহযোগিতা চালিয়ে যান।
কুমিল্লা এবং ফেনীর ফলোয়ার ভাই বোনেরা আমিও আসবো দ্বিতীয় ধাপে।
অপরাধ চ্যানেল খোরশেদ আলম 01781289261 ৷ টাঙ্গালই।

29/08/2024

নিখোঁজ এই ছেলেটি সন্ধান চাই, অটো চালাতে গিয়ে আর ফেরেনি । টাঙ্গাইল সদর বড়বেলতা , মৃত নুরচান র মিয়ার ছেলে , মোঃ নাজমুল হোসেন (১৭)
গত ২৬/০৮/২৪ ইং তারিখ, বাসা থেকে অটো নিয়ে বের হয়ে আর ফেরেনি। এ টাংগাইল মডেল থানায় জিডি (নং ১৪৭২) করা হয়েছে ।
আজ ২৯/০৮/২৪

29/08/2024

লোম হস্যকর ঘটনা মধ্য যুগের কায়দায় এখনো ঘটে এমন এলাকায়।

টাঙ্গাইল পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি, RAB ১৪ , কালিহাতী থানা ইনচার্জ পরিশেষে
দায়িত্বপ্রাপ্ত টাঙ্গাইল সেনা কর্মকর্তা কর্নেল মহোদয়ের।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম :২৯/০৮/২৪
টাঙ্গাইল জেলার, কালিহাতী থানাধীন, নারিন্দা পশ্চিম পাড়া,
মৃত হাসেন আলীর ফকিরের ছেলে, মো: জাহাঙ্গীর হোসেন ও তার সন্ত্রাসী গ্রুপ এর উপরে এমন অভিযোগ।
একই এলাকার ডুলি বা বায়ান সম্প্রদায়, যাদের নিজস্ব সামাজিক মসজিদে, অন্য সমাজ থেকে জোরপূর্বক সভাপতি পদ নিয়ে, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে এরই প্রতিবাদ করায়, সমাজের শিক্ষিত যুবক, সহ বয়স্ক মুরব্বিদের মারপিট নির্যাতন, গুম করার হুমকি এবং নারীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে থাকে। জিম্বি করে আর্থিক সুবিধা নেওয়াটাই যাদের উদ্দেশ্য বলে অভিযোগ। ন্যায় বিচারের দাবিতে জাহাঙ্গীর গংদের হাত থেকে মুক্তি পেতে আজকের প্রতিবেদন।
সত্যতা প্রমাণ করবে আইন-শৃঙ্খলা বাহিনী,
বিস্তারিত ভিডিওতে দেখুন এবং পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম 01781289261 টাংগাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল ।

29/08/2024

বিশেষ অনুরোধ, শত ব্যস্ততার মধ্যে ওএই ভিডিওটি দেখুন।
যে আমাকে এই ভিডিওটি পাঠাইছে তাকে অনেক ধন্যবাদ।

27/08/2024

বাংলাদেশে পানি কেন খু #নি মোদি জবাব চাই।

ভারতীয় আগ্রাসন বিরোধী
এর বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল,
টাঙ্গাইল জেলা কওমি ওলামা পরিষদ(২৭/০৮/২৪)
স্থান : শহীদ স্মৃতি পৌর উদ্যান, টাঙ্গাইল।

অপরাধ প্রকাশ চ্যানেল খোরশেদ আলম,,01781289261 টাঙ্গাইল প্রেসক্লাবের নীচতলা, টাঙ্গাইল ।

27/08/2024

ভারতী আগ্রাসন বিরোধী, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল ।
টাঙ্গাইল পৌর উদ্যান থেকে সরাসরি, ২৭/০৮/২৪।
পুরো লাইফ টিতে সাউন্ড স্পষ্ট আসেন, তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।

27/08/2024

আলহামদুলিল্লাহ, বাংলাদেশ যেন ইসলামিক শাসনে চলে।

26/08/2024

১৬ বছরের ফেরাউনকে তাড়াতে পারলে, অন্যান্যদের তাড়ানো এক মুহূর্ত সময় লাগবে না।
দেশকে সুন্দরভাবে গড়তে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র বৃন্দ মাঠে আছে এবং থাকবে।
শিক্ষার্থীদের উপর যে সকল আন্সার গুলি চলিছে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনতে হবে,
টাংগাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ।

25/08/2024

কালিহাতী ইউনোকে বদলি প্রত্যাহার করে, পুনরায় বহলের দাবিতে।
বিক্ষোভ,, মিছিল, মানববন্ধন, এক দফা এক দাবি ।
ইউ নো মোহাম্মদ শাহাদত হোসেনকে বদলি বাতিল করে, পুনরায় বহাল করা হোক।
টাঙ্গাইল জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ,বালু মহলের দুষ্টু চক্র অসৎ উপায় অবলম্বন করে, অন্যায় ভাবে বদলি করেছে এমন অভিযোগ শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা মহল এবং সাধারণ জনগণের ।
সরাসরি দেখুন এবং পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান। ২৫/০৮/২৪
অপরাধ প্রকাশ খোরশেদ আলম, 01781289261

25/08/2024

কালিহাতী ইউনোর বদলি প্রত্যাহার দাবিতে ।
হাজার হাজার শিক্ষার্থী, সাধারণ জনগণ, উপজেলা পরিষদের রুমে তালা মেরে এক দফা দাবি। ।

একজন সৎ কর্মকর্তা, সঠিক ভাবে আইন প্রয়োগকারীর বদলি প্রত্যাহারের দাবীতে।
বিভিন্ন অপরাধ মূলক মহল গুলোতে , মোবাইল কোর্ট, অন্যায় দুর্নীতি বন্ধ করাটাই বদলির কারণ হয়ে দাঁড়িয়েছে ।
টাঙ্গাইল কালিহাতী উপজেলা দায়িত্বপ্রাপ্ত ইউনো , মোঃ শাহদত হোসেনকে বদলির আদেশ প্রত্যাহার করে পুনরায় বহাল করার জন্য একদফা এক দাবি।
২৫/০৮/২৪
অপরাধ প্রকাশ খোরশেদ আলম, 01781 289261,
টাংগাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল ।

24/08/2024

বন্যা কবলিত এলাকায় সহযোগিতা করতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা ।
যারা বাংলাদেশের ন্যায় টাঙ্গাইল জেলা ,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সাদত কলেজ শিক্ষার্থী, প্রথম আলো বন্ধু সভা, সহ অন্যান্য সংগঠন, শিকড়,ত্রায়ক,দশমিক,উই, কুমুদিনী,কেয়ার,সেভ

24/08/2024

কত মায়ের বুক খালি করেছে এরা, প্রকাশ্যে ধরে শাস্তি দেয়া হোক এদের।

22/08/2024

এডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বিশাল সমাবেশ।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যান, টাংগাইল। ২২/০৮/২৪
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বক্তব্য দিচ্ছে, জিনি টাঙ্গাইলের বিএনপি'র প্রাণ ।

ইউটিউবার tiktoker মোতালেব হত্যা মামলার এজাহার  নামের ২নং আসামি গ্রেফতার । অপরাধ প্রকাশ খোরশেদ আলম :টাঙ্গাইল সদরে টিকটকার...
20/08/2024

ইউটিউবার tiktoker মোতালেব হত্যা মামলার এজাহার নামের ২নং আসামি গ্রেফতার ।

অপরাধ প্রকাশ খোরশেদ আলম :
টাঙ্গাইল সদরে টিকটকার মোতালেব হোসেন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মোঃ আনিছ আলী (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল।*
র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় হত্যার মতো চাঞ্চল্যকর অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
ভিকটিম মৃত মোতালেব হোসেন (৪৫) পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি পরিচালক হিসাবে বিভিন্ন নাট্য শিল্পী দ্বারা নাটক ও কৌতুক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকসহ বিভিন্ন মিডিয়াতে প্রচার করে থাকেন। ভিকটিমের বাড়ি হতে ০২ কিঃ মিঃ দূরত্বে পার্শ্ববর্তী গ্রাম কোনাবাড়ী এলাকায় অবস্থিত তার নামীয় বাড়িতে গত ০৪ বছর যাবত তিনি শুটিং স্পট হিসেবে ব্যবহার করে আসছিলেন। আরো উল্লেখ্য যে, এজাহারনামীয় আসামি ১। কামাল হোসেন (৩৮), পিতা-কোহিনুর, ২। আনিছ আলী (৫০), পিতা-অজ্ঞাত, ৩। শরিফুল ইসলাম শান্ত (৪০), পিতা-মৃত শরবত আলী, সর্ব সাং-কোনাবাড়ি, ৪। ইয়াসিন আলী (৪০), পিতা-ফালু মিয়া, সাং- দুইরাবাড়ি, থানা-সদর, জেলা-টাঙ্গাইল সহ অজ্ঞাত ৪/৫ জন আসামী ভিকটিমকে এইসব কৌতুক ভিডিও তৈরি করতে নিষেধ করলে ভিকটিম এর সাথে তাদের বিরোধ দেখা দেয়। এমতাবস্থায়, গত ১৪/৮/২৪ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় প্রতিদিনের ন্যায় ভিকটিম মৃত মোতালেব হোসেন শুটিং করার উদ্দেশ্যে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি হতে রওনা হন। অতঃপর একই তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকায় ভিকটিমের স্ত্রী বাদিনী লোক মারফত সংবাদ পান যে, টাঙ্গাইল জেলার সদর থানাধীন কোনাবাড়ী সাকিনস্থ কৃষ্ণপুর নতুনপাড়া গামী রাস্তার উপর বাদিনীর স্বামী মারাত্মক জখমপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। পরে বাদিনী উক্ত স্থানে গিয়ে ভিকটিমকে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম (৩৭) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী আনিছ সহ ৪ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানায় ০১টি হত্যা মামলা দায়ের করেন, যা টাঙ্গাইল সদর থানার মামলা নং-১১, তাং-১৬/০৮/২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬ /৩০২/৩৪ পেনাল কোড -১৮৬০।
বর্ণিত বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামীরা গ্রেফতার এড়াতে ঘটনার পর পরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের অবস্থান জানার চেষ্টা করে। পরবর্তীতে উক্ত মামলার ০২নং আসামী মোঃ আনিছ আলী (৫০) এর অবস্থান নিশ্চিত হয়ে অদ্য ১৯/০৮/২০২৪ খ্রিঃ. বিকাল ১৬.২০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সদর থানাধীন ধরের বাজার এলাকা হতে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার এজাহারনামীয় ০২নং আসামী মোঃ আনিছ আলী (৫০), পিতা-মৃত সাহেব আলী, সাং- কোনাবাড়ী, থানা- টাঙ্গাইল সদর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করে। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।
উক্ত এজাহারনামীয় আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে টাঙ্গাইল সদর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।

শহীদ বীর মারুফ হত্যা মামলার আসামিদের ধরিয়ে দিন। টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে ...
19/08/2024

শহীদ বীর মারুফ হত্যা মামলার আসামিদের ধরিয়ে দিন।

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ ও গুলিতে নিহত স্কুল ছাত্র মারুফ হত্যায় এমপি-মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগের ৫৬ জন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই হত্যা মামলার প্রধান আসামী করা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে।
এছাড়া এই মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে।
রোববার (১৮ আগষ্ট) রাতে টাঙ্গাইল সদর থানায় মারুফের মা মোছা: মোর্শেদা বাদী হয়ে মামলা দায়ের করেন।
কিন্তু মামলায় ঘাটাইলের আমানুর রহমান রানা ও কালিহাতীর আব্দুল লতিফ সিদ্দিকীর নাম দেয়া হয়নি।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর টাঙ্গাইল শহরে বিজয় মিছিল বের করা হয়।
ওই মিছিলে শাহীন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মারুফ মিয়া অংশগ্রহণ করে।
মিছিলটি শহরের মদের মোড় এলাকায় গেলে আসামীরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে ছত্রভঙ্গ করে।
এসময় স্কুল শিক্ষার্থী মারুফ প্রাণ বাঁচাতে শহরের সিটি ব্যাংকের দ্বিতীয় তলায় গিয়ে আশ্রয় নিলে সেখান গিয়ে আসামী গুলি করলে সে লুটিয়ে পড়ে।
পরে তাকে মিছিলের শিক্ষার্থীরা উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুল শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, তার ভাই শহর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, সাবেক বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক এমপি হাসান ইমান খান সোহেল হাজারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, টাঙ্গাইল সদর আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, মির্জাপুর আসনের সাবেক এমপি খান আহম্মেদ শুভ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদ, সাবেক পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আনন্দ মোহন দে।
পাথরাইল স্কুলের প্রধান শিক্ষক দ্বীনবন্ধু এবং সভাপতি বড়মনির অপসারণ দাবি
এছাড়া যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সাইম বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া আরো ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, স্কুল শিক্ষার্থী মারুফের মা বাদী হয়ে সাবেক এমপি মন্ত্রীসহ ৫৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন।

আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
(নিউজ সংগৃহীত সোশ্যাল মিডিয়া থেকে)
অপরাধ প্রকাশ খোরশেদ আলম টাংগাইল প্রেস ক্লাবের নিচতলা টাঙ্গাইল । ১৯/০৮/২৪

নিখোঁজ মেয়েটির সন্ধান চাই । পোস্টটি শেয়ার করুন প্লিজ। বাক প্রতিবন্ধী এবং বধির, গত 26/07/24 তারিখ, নিজ এলাকায় তার ছোট ব...
19/08/2024

নিখোঁজ মেয়েটির সন্ধান চাই ।

পোস্টটি শেয়ার করুন প্লিজ।
বাক প্রতিবন্ধী এবং বধির,
গত 26/07/24 তারিখ, নিজ এলাকায় তার ছোট বোনকে মাদ্রাসায় দিতে গিয়ে আর বাড়ি ফেরেনি ।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় ২৭/০৭/২৪ তারিখ একটি সাধারণ ডায়েরি করেন।

বাবা প্রবাস থেকে, মায়ের ধারণা , মিন্টু নামের এক ব্যক্তি, তার মেয়েকে গুম করে রেখেছে,

(বিস্তারিত ইতিপূর্বের একটি লাইভে দেখতে পারবেন। মিন্টু ও মায়ের মুখোমুখি)

নাম : তাসলিমা আক্তার (২০), পিতাঃ মোঃ আবঃ সাত্তার, সাংসন্তোস মাদারখোলা,
দেখামাত্র , আইন-শৃঙ্খলা বাহিনী বা তার চাচাতো ভাইকে কল করতে পারেন নাম মোঃ আব্দুস সবুর 01876003619 ,
অথবা অপরাধ প্রকাশ চ্যানেল খোরশেদ আলম, 01686865784. টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।

19/08/2024

ফ্রি মেডিকেল ক্যাম্প
টাঙ্গাইল নিরালা মোড়, শহীদ মিনার । (চতুর্থ দিন চলমান)
আয়োজনে :বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সরকার ম্যাটস, টাংগাইল।
অপরাধ প্রকাশ চ্যানেল খোরশেদ আলম টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা, টাঙ্গাইল ।

18/08/2024

ক্রিকেট কোচ কে প্রাণ নাসের হুমকি ও খেলোয়ার কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কু #পিয়েছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়োজিত , টাঙ্গাইল জেলা কোচ, মোহাম্মদ আরাফাত রহমান কে প্রাণনাশের হুমকি ও তার বাসায় হামলা,
এবং অনূর্ধ্ব ১৪ টাঙ্গাইল জেলা ক্রিকেট দলের খেলোয়াড় মোহাম্মদ রিপন সরকার এর উপর হামলার প্রতিবাদে,ও বিচারে দাবিতে, টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম। ১৮/০৮/২৪

17/08/2024

বাবাকে হ #ত্যা করেছে চাচায়, ছেলেরও নিরাপত্তা নেই ।
এলাকাবাসি আতঙ্কে রয়েছে, একমাত্র ছেলে রুবেল কে বাঁচাতে।
টাঙ্গাইল সদর উপজেলা, কোরুটিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড, লতিফপুর গ্রামের, মোঃ মোস্তফা মিয়াকে তার ভাই জয়নাল ও তার দুই ছেলে রাসেল, ওয়াসেল ও লাইলী বেগম প্রকাশ্য কুপিয়ে হ #ত্যা করেছে

17/08/2024

বড় ভাইকে কু #পিয়ে হ #ত্যা করে,একমাত্র ভাতিজা কেউ হত্যার উদ্দেশ্যে আক্রমণ।

টাঙ্গাইল সদর উপজেলা, কোরুটিয়া ইউনিয়নের, ৭ নং ওয়ার্ড, লতিফপুর গ্রামের, মোঃ মোস্তফা, আনু ( ৬৫) কে তার ছোট ভাই মোহাম্মদ জয়নাল (৫০) ও ভাতিজা ১/মোঃ রাসেল( ২৮) , ২/ ওয়াছেল (২৩) পিতা : জয়নাল, ও স্ত্রী লাইলী বেগম জমিতে ঘাস কাটার সময়,গত ০৯/০৮/০২৪ অতর্কিতভাবে কুপিয়ে মৃত্যুর কোলে ঠেলে দেয়,অতঃপর উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিলে, চিকিৎসাধীন অবস্থা ১৬/০৮/২৪ ইং তারিখ মৃত্যু হয়।
এরমধ্যে মোঃ মোস্তফার মিয়ার একমাত্র ছেলে, মোহাম্মদ রুবেল মিয়াকে, হ #ত্যার উদ্দেশ্যে কয়েকবার আক্রমণ করেন। এলাকার যুব সমাজ এবং গ্রামবাসীর সহযোগিতায় বেঁচে যান।
বিস্তারিত সরাসরি দেখুন এবং পেজটাতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান। ১৭//০৮/২৪
অপরাধ প্রকাশ খোরশেদ আলম 01781289261 টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাংগাইল ।

16/08/2024

ন্যায়বিচার কি পাবে না মোতালেব এর পরিবার ।

একজন সফল ইউটিউবার কে কু #পিয়ে এবং ছুরির আঘাত করে হ #ত্যা করলে দুর্বৃত্তরা।
কিভাবে ঘটনাটি ঘটিয়েছিল দেখুন, সহকর্মীরা কি বলে?
টাঙ্গাইল সদর উপজেলা, কৃষ্ণপুর গ্রামের, মৃত আমজাদ আলীর ছেলে, মোতালেব হোসেন জয়কে গত ১৪/০৮/২৪/ রাত আনু ১১:৩০ মিনিট দুর্বৃত্তরা কুপিয়ে ও ছিরিরআঘাত করে হত্যা করে,পালিয়ে যায়, তার সাথে থাকা আনিসুর রহমান জীবিত থাকলেও, সে কাউকে চিনতে পারিনি বলে তার পরিবারকে বলেন।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম 01781289261 টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।

16/08/2024

দুই বন্ধু আক্রমণের শিকার একজনের মৃ #ত্যু আরেকজন জীবিত।
অপরাধ প্রকাশ,খোরশেদ আলম।
নি #হত মোতালেবের সাথে থাকা, আনিছুর কি বলেন হ #ত্যাকারীদের ব্যাপারে।
টাঙ্গাইল সদর উপজেলা , বাঘিল ইউনিয়ন, কৃষ্ণুপুর গ্রামের
মৃত: আমিজাত হোসেনের ছেলে, মোতালেব হোসেন জয়কে তার শুটিং স্পট থেকে বাড়ি ফেরার পথে, মোটরসাইকেল অবরোধ করে, গত ১৪/০৮/২৪ তারিখ রাত আনু ১১;৩০ মিনিটে কুপিয়ে ও ছুরীর আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা, তার মোটরসাইকেলের সাথে থাকা আনিসুর অক্ষত রয়ে যায়, এবং তার পার্সোনাল ম্যানেজার শান্ত ও সময় সাথে ছিল না।
মোতালেব এর পরিবারের দাবি, এই হত্যার বিষয় তারা সবই জানে, যে কারণে নিজ বাড়িতে আটকে রেখেছে। আমরা সরাসরি তাদের মুখোমুখি হব।
সম্পূর্ণ ভিডিও দেখুন এবং পেজটিতে লাইক দিয়ে ফলোয়ার হয়ে যান।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।

16/08/2024

Address

Beradoma
Tangail
1900

Telephone

+8801781289261

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপরাধ প্রকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপরাধ প্রকাশ:

Videos

Share