চিকেন ফ্রাই #ফেসবুক #রিলস#
চাল কুমড়া দিয়ে শিং মাছ রান্না#ফেসবুক#রিলস#
সবজির সমারোহ#সাথে মাছের ডিম #ফেসবুক #রিলস#
♦️রেসিপি ♦️
🌿লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছ 🌿
🍁উপকরণ :
♦️লাউ শাক
♦️মাছ
♦️পেঁয়াজ কাঁচামরি
♦️পরিমাণ মতো লবণ
♦️ধনিয়া গুড়া
♦️হলুদ গুঁড়া
♦️আদা রসুন পেস্ট
প্রস্তুত প্রণালী :প্যানে পরিমাণ মতো তেল দিয়ে জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, জিরার গুড়া দিয়ে ভালোভাবে ভেজে নিব।ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিব।এরপর ধনিয়ার গুড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। অল্প পরিমানে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর শাক গুলো দিয়ে দিব। নরম হয়ে আসলে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে দিব। আর কোন পানি দিব না। শুকনা শুকনো হয়ে আসলে লবন মরিচ চেক করে নিব। তৈরি হয়ে গেল। ♦️♦️♦️
🌿🌶️লাউ শাক রেসিপি 🌶️🌿
✍️উপকরণ :
লাউ শাক
আলু
পেঁয়াজ রসুন কাঁচা মরিচ
আস্ত শুকনা মরিচ
পরিমাণ মতো লবণ
সরিষার তেল
✍️প্রস্তুত প্রণালী :শাকগুলোকে ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে নিতে হবে। অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ময়লাটা বের হবে।একটা পেনে সামান্য পানিতে শাক আর আলুগুলো দিয়ে দিব। সামান্য লবন ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো। মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিব। ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ছাকনার সাহায্যে ছেকে নিব।
প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আস্ত শুকনা মরিচ গুলো দিয়ে দিব। তারপর একে একে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে ভেজে নিব। ভালোভাবে সোনালী হয়ে আসলে শাকগুলো দিয়ে দিব। মিডিয়াম আচে শাকগুলো আস্তে আস্তে ভেজে নিব। যাতে শাকের সমস্ত পানি শুকিয়ে যায়।
তৈরি হয়ে গেল আলু লাউশাক।
🥎কাঁচা কলার খোসা দিয়ে কুপ্তা🥎
♦️♦️উপকরণ :
কাঁচা কলার খোসা
বেটে পেস্ট করে নিব /অথবা ব্লেন্ড করে নিব
কাঁচামরিচ কুচি
পেঁয়াজ কুচি
অল্প পরিমাণে আদা রসুন বাটা
সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া
পরিমাণ মতো লবণ
ব্রেডক্রাম অল্প পরিমাণ
♦️♦️প্রস্তুত প্রণালী :
সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। কুপ্তার ডিজাইন করে কুপ্তা তৈরি করে নিব।
একটি পেনে তেল গরম হয়ে আসলে হালকা আচে সবগুলো কুপ্তা ভেজে নিব।
তৈরি হয়ে গেল মজাদার কুপ্তা।
🌶️খোসাসহ কাঁচা কলা ভর্তা 🌶️