NFSC - Ghatail BookZone

NFSC - Ghatail BookZone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

09/07/2022

‘মক্কায় মুহম্মদ (সা.)’
কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ); ক্লাব প্রকাশ: ৬
***

মতামত

‘মক্কায় মুহম্মদ (সা.)’ বা ‘মুহম্মদ অ্যাট মক্কা’ বইটির মূল লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্য ও ইসলামি শিক্ষা বিষয়ের সুনামধন্য অধ্যাপক ছিলেন। লেখকের জন্ম ১৯০৯ সালের ১৪ মার্চ, মৃত্যুবরণ করেন ২০০৬ সালের ২৪ অক্টোবর।

এই বইটিতে মুহম্মদ (সা.)-এর মক্কা জীবনের ইসলামের ইতিহাস নির্মোহভাবে তুলে ধরার সর্বোচ্চ প্রয়াস ঘটিয়েছেন লেখক ‘ডব্লিউ এম ওয়াট’। বইটি শিক্ষার্থীসহ ইতিহাস জানতে আগ্রহী বাংলা ভাষাভাষি সব মানুষকে ইংরেজিতে পড়তে হয়। এই প্রথমবার পাঠকের উদ্যোগে ‘নট ফর সেল ক্লাব’ বইটির বাংলা অনুবাদ করেছে। ব্যতিক্রমী এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে।

বাংলায় অনুবাদ বইটি সহজলভ্য হলে পণ্ডিত, গবেষক ও আরবি, ইসলামি স্টাডিজসহ বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের সহায়ক হিসেবে কাজে লাগবে। এই বইয়ে শিক্ষার্থীরা তাদের পাঠ্যসূচির অনেক বিষয়ের খুঁটিনাটি সমাধান খুঁজে পাবেন। শুধু শিক্ষার্থী নয়, মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস জানতে আগ্রহী সব মানুষের জন্য বইটি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই বইটি পড়ানো হয়।

‘নট ফর সেল ক্লাব’ নিজেদের উদ্যোগে বই প্রকাশ করে জ্ঞান তৃষ্ণা মেটানোর পাশাপাশি বইটি সুলভমূল্যে পাঠকের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে, জেনে আনন্দিত হলাম। গ্রন্থটি পাঠে মুহম্মদ (সা.) এর মক্কা জীবনের ইতিহাস এবং মক্কার ভূ-রাজনৈতিক ইতিহাসের খুঁটিনাটি জানার কৌতুহল মেটাবে বাঙালি পাঠকদের। নট ফর সেল ক্লাবের উদ্যোগ সফল হোক।

নূর মোহাম্মদ আলম
পরিচালক
গবেষণা বিভাগ,
ইসলামিক ফাউন্ডেশন।

27/06/2022

অনুভূতি…
পায়েল মণ্ডল

[পারফিউম এবং আউট অফ ডার্ক এর ভাবানুবাদ প্রকাশনা উপলক্ষে 'নট ফর সেল' এর ভিডিও বাণীর উত্তরে অনুবাদক পায়েল মণ্ডল তার অনুভূতি প্রকাশ করেছেন]

"প্রথমেই আন্তরিক ধন্যবাদ শিরিন শবনম এবং প্রকাশককে যাদের অক্লান্ত পরিশ্রমে অসাধারণ একটি কনজয়েন্ড ভাবানুবাদ গ্রন্থ প্রকাশিত হলো। নিঃসন্দেহে এটি একটি আভঁ-গার্দ প্রকাশনা। শুধু প্রচ্ছদ নয় গ্রন্থটির প্রতিটি পাতায় যেন যত্নের সুস্পষ্ট ছোঁয়া। নির্দ্বিধায় বলা যায় যে, প্রকাশক বইটির বিষয়বস্তুর সাথে সুবিচার করেছেন। প্রকাশক যেন শিল্পের অনবদ্য নান্দনিকতা ছড়িয়ে দিয়েছেন প্রচ্ছদ থেকে গ্রন্থটির পাতায় পাতায়। গ্রন্থটি পাঠকদের শুধু দৃশ্যমানতায় সীমাবদ্ধ রাখে না বরং যেমনটি প্রকাশক বলেছেন, এটি স্পর্শঅনুভূতিকে আবিষ্ট করে। আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত পাঠকবৃন্দ পারফিউমের মহাকাব্যিক সুগন্ধিতে হারিয়ে যাবেন, প্রতিটা মুহূর্ত হবে পাঠানান্দে পরিপূর্ণ এবং 'আউট অফ দ্যা ডার্ক' এর বোহেমিয়ানিজমের সাথে যাত্রা করে পৌঁছে যাবেন মর্ডানিস্ট মানুষের যাপিত জীবনে। এমন গ্রন্থ ভাষান্তর করা যায় না, তা করলে মূল গ্রন্থের ভাষার সৌন্দর্য, চরিত্রদের চিন্তার প্রবাহ চিত্রিত হয় না, ক্ষুন্ন হয় মূল লেখকের বার্তা! ভাষান্তরিত গ্রন্থটি হয়ে পড়ে শব্দের সমাধি। সম্মানিত পাঠকেরা বঞ্চিত হন সাহিত্যের রসাস্বাদন থেকে। আমি এটাই মনে করি।

আমার ভাবানুবাদের প্রচেষ্টা কোন পেশাদার লিখিয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার প্রয়াস থেকে নয় বরং পাঠানন্দে বিভোর হয়ে বন্ধুদের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নেয়ার ইচ্ছে থেকে। শিরিন শবনম এবং প্রকাশককে ধন্যবাদ দিলে খাটো করা হয় তবুও এটা না বললেই নয় যে, তারাও আমার মত উপন্যাসদু'টির প্রতি একাত্ম হয়েছেন আর তারই ফলশ্রুতিতে বাংলা ভাষাভাষী পাঠক হাতে পেতে যাচ্ছেন অসাধারণ দু'টি উপন্যাসের বাংলা ভাবানুবাদ।

প্লানেট আর্থের কোন ওয়ার্ক অফ আর্টই নিখুঁত নয়, এই ভাবানুবাদ গ্রন্থে কোন ত্রুটি থাকলে পাঠকরা মার্জনা করবেন, তবে পরের সংস্করণে ত্রুটিগুলো সংশোধনের দাবি রাখে! দু'টি ভিন্ন মেজাজের, ভিন্ন সময়ের পটভূমির গল্প, ভিন্ন বিষয়বস্তু এবং ভিন্ন স্তরের ভাষার উপন্যাসকে প্রকাশক একটি ফ্রেমে বন্দি করে, করেছেন বাংলাদেশে প্রথম ‘কনজয়েন্ড এডিশন'।

উপন্যাসদু'টির এতো ভিন্নতা থাকলেও দুই লেখকই তাদের কেন্দ্রীয় চরিত্রদের মাধ্যমে চিত্রিত করেন মানুষের একাকিত্বকে - যা সময়োত্তীর্ণ হয়ে ধ্রুপদী শিল্প হয়ে পাঠকদের বোধে ধরা দেয়। এ কথা অনস্বীকার্য যে, এভাবেই এই ভাবানুবাদ গ্রন্থ বাংলাদেশে এক এবং অদ্বিতীয় ‘কনজয়েন্ড প্রকাশনা'র সম্মানে সম্মানিত হবে।

সম্মানিত পাঠকেরা শুধু উপন্যাসের গল্পই পড়বেন না তারা যাত্রা করবেন চরিত্রদের বিচিত্র মনোজগতের জিগ'স পাজলে। নিঃসন্দেহে বলা যায় পাঠকেরা দ্রব হয়ে যাবেন গল্পের গতিময়তায়, চরিত্রদের বহুবর্ণময় মনোজগতে, টানটান উত্তেজনায়, পরবর্তি ঘটনা কী ঘটবে সেটা জানার জন্য। অর্থাৎ পাঠকেরা যেন পুরো বন্দি হয়ে যাবেন উপন্যাসদু'টির হিপনোটিক স্পেলে। পাঠক হিসেবে যেমনটা আমি হয়েছিলাম। কথা দেয়া যেতে পারে পাঠকেরা মূল উপন্যাসের মেজাজ থেকে কখনোই বঞ্চিত হবেন না।

উপন্যাসদু'টির ভাবানুবাদক হিসেবে নয়, বরং একজন সাধারণ পাঠক হিসেবে আমার অনুভূতি - নট ফর সেল ক্লাবের এই অসাধারণ প্রকাশনা অনবদ্য শৈল্পিক কারুকাজে মূল লিখিয়ে এবং ভাবানুবাদকের লেখাকে সম্মাননা জানিয়েছেন। একজন পাঠক হিসেবে আমার এটা নিয়ে কিছু বলার কোনো অবকাশই রাখেনি প্রকাশনা শিল্পে নবীন ‘নট ফর সেল ক্লাব’। একটি কথা না বললেই নয় - সেটা হলো, এই প্রকাশনা হাতে পেলে দেশের প্রথিতযশা প্রকাশকরা হয়তো মুহূর্তের জন্য ভাববেন একদল তরুণ প্রকাশনা শিল্পী বাংলাদেশের প্রকাশনার দিগন্তে উড়িয়ে দিয়েছেন শিল্পচ্ছটায় জ্যোতিবিদলিত পতাকা!

'পারফিউম'! সেই ১৯৯১ সালে বইটির সাথে প্রথম পরিচয়।

এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগের সিনোরিটায় আড্ডা দিতে যাওয়ার এবং ফেরার পথে পড়তো আজিজ সুপার মার্কেট। আজিজ সুপার মার্কেট তখন এতো রমরমা ছিল না। মার্কেটের শাহাবাগ প্রান্তের সর্বশেষ কোণে বইয়ের একটি দোকান ছিল। নাম ভুলে গিয়েছি সম্ভবত 'পাঠক সমাবেশ'! ফুটপাথ দিয়ে হাঁটতে গেলে ওটার কাচে মোড়া ডিসপ্লেতে 'পারফিউম' এর কপি দেখতে পেতাম। অনবদ্য প্রচ্ছদের সোনালী অক্ষরে স্পট প্রিন্টেড শিরোনাম – 'পারফিউম' আমাকে টানতো। কিনবো, কিনছি করে কেনা হয় না।

ঐ সময়টাতে আমি কবি শামসুর রহমানের সম্পাদিত বাংলা সাপ্তাহিক - 'মূলধারা' এবং ইংরেজি পত্রিকা - 'দ্যা নিউ পেপার' এ এ্যাসিসটেন্ট এডিটরের পদে কর্মরত ছিলাম। ইস্কাটনের পত্রিকা অফিসে দূর্দান্ত আড্ডা জমতো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রয়াত বেনজির ভাই, সহকারী ভারপ্রাপ্ত সম্পাদক আলী সানোয়ার মিলন, প্রতিবেদক চুন্নু ভাই এবং আরো অনেকে মিলে। পত্রিকা পেস্টিং এর রাতে আমরা সবাই সারা রাত কাজ করতাম। এমন এক রাতে চুন্নু ভাইয়ের হাতে দেখি ‘পারিফিউম’ এর সেই কপি। প্রায় ছিনিয়ে নিয়ে পড়তে শুরু করি। রাতের আড্ডা বাদ দিয়ে সারা রাত ধরে পড়ে পরের দিন দুপুরে শেষ করি। মনে পড়ে বইটি শেষ করে বাকী আধাবেলা বিষণ্ণ থাকি উপন্যাসটির প্রটাগোনিস্টের শেষ পরিণতির বেদনায়। পুরো বইটি পড়তে গিয়ে একটুও মনযোগ বিচ্ছিন্ন হতে পারিনি। তখনই চিন্তায় ঝিলিক দিয়ে যায় উপন্যাসটির ভাবানুবাদ করার ইচ্ছে। এরপরে অনেক বছর কেটে যায়।

২০১৯ সালের পুরোটা জুড়ে আমার নির্জন সময়ে 'পারফিউম' ছিল একমাত্র সঙ্গী। একটি দু'টি প্যারার ভাবানুবাদ এক, এক করে শেষ হয় আর নিজের অজান্তেই দেখি উপন্যাসটির পূর্ণ অবয়ব। আমার পারফিউম জার্নিতে উৎসাহ জুগিয়েছেন বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বন্ধুরা - যারা ধারাবাহিকভাবে আমার ফেসবুক টাইমলাইনে প্রকাশিত পর্ব পাঠ করতেন। কোনোদিন পোস্ট মিস করলে ওরা ইনবক্সে জানতে চাইত কবে আসবে পরের এপিসোড।

এর পরে কেটে যায় অনেক দিন। শিরিন শবনম এবং নট ফর সেল এর ঐকান্তিক প্রচেষ্টায় ভাবানুবাদ গ্রন্থটি আজ দেখতে পেলো পৃথিবীর আলো। 'পারফিউম' পূর্ণতা পাবে তখনই যখন এটা ছুঁয়ে দিতে পারবে পাঠকের মন। প্রকাশক এবং লিখিয়ে কেউই পেশাদার নয়, আবেগে ধারণ করে লেখা এবং আবেগে ধারণ করেই এই প্রকাশনা। আর তাই আমরা সবাই বাধিত হবো যদি আপনাদের আবেগের স্থানে এই ভাবানুবাদ গ্রন্থটি স্থান পায়।

'আউট অফ দ্যা ডার্ক'! সাল ২০১৪, বিশ্বসাহিত্যের নামকরা লিখিয়ে এবং সাহিত্য বোদ্ধারা বিস্মিত হন ফ্রান্সের লিখিয়ে প্যাট্রিক মোদিয়ানোকে নোবেল পুরস্কারে ভূষিত করায়। তারা নড়েচড়ে বসেন মোদিয়ানোকে আবিষ্কার করার জন্য। বাংলাদেশের একজন পাঠক হিসেবে আমিও কৌতুহলী হই মোদিয়ানোর লেখার সাথে পরিচিত হতে। পাঠক সমাবেশ বিদেশ থেকে বইটি এনে দেয়। খুব বড় আয়তনের বই নয়, আল বেয়ার কামুর 'দ্যা স্ট্রেঞ্জারর এর মতো ক্ষুদে উপন্যাস। এক নতুন টেকনিকের সাথে পরিচিত হই। মোদিয়ানো পুরো উপন্যাসে উপন্যাসটির প্রধান চরিত্রের নাম উল্লেখ করেন নি। উপন্যাসের একটি বড় সময় জুড়ে তিনি নির্মাণ করেন এমন সব চরিত্র যারা প্রত্যেকেই বোহেমিয়ান, হোমলেস। তার কাহিনির পটভূমি বিস্তৃত হয় প্যারিস থেকে লন্ডন অবধি। তার চরিত্ররা জানে না তারা আসলে কী চায়। মোদিয়ানো নির্মাণ করেন মর্ডানিস্ট এলিয়েনেটেড চরিত্র। ছোটো পরিসরে মোদিয়ানো লেখেন মর্ডানিস্ট ক্রাইসিসের মহাকাব্য।

উপন্যাসটি এতোই ভালো লেগে যায় যে, আমার মনে হয় বন্ধুদের নিয়ে কো-রিড করি। সেই থেকে উপন্যাসটি ভাবানুবাদের শুরু। ফেসবুকে আমার টাইম লাইনে ধারাবাহিক ভাবে প্রকাশ করি। পাই বন্ধুদের উৎসাহ এবং অনুপ্রেরণা। লেখা শেষ হলে অনেক দিন আটকে থাকে হার্ডডিস্কে। শিরিন শবনম এবং নট ফর সেল ক্লাবের নজরে আসলে এই ভাবানুবাদটি পারফিউমের জুটি হয়ে পাঠকদের হাতে পৌঁছনোর জন্য আজ সেজেছে অপরূপ সাজে।

আবারও বলতে হয় আবেগের স্থান থেকেই বইটির ভাবানুবাদ হয়েছে এবং আবেগের স্থান থেকেই বইটি প্রকাশিত হয়েছে। শিরিন শবনম এবং প্রকাশক পরম মমতায় পাঠকদের জন্য প্রস্তুত করেছেন বাংলাদেশের প্রথম কনজয়েন্ড এডিশন। সম্মানিত পাঠকবৃন্দ যদি সাদরে গ্রহণ করেন তবেই সব শ্রম হবে সার্থক।

আবারও আমার আন্তরিক শুভেচ্ছা শিরিন শবনম এবং প্রকাশককে - যাদের নিরলস শ্রমে বাংলাদেশ পেলো অসাধারণ গ্রন্থজুটি!"

22/06/2022

মক্কায় মুহাম্মদ (সঃ)
ক্লাব প্রকাশ ০৬
***

কালেক্টর'স এডিশন (৩২ পৃষ্ঠা রঙিন, সাথে ৩৬ ইঞ্চি ম্যাপ)
অংশীদারিত্ব: ১৫০০/- টাকা!

পেপারব্যাক: (৩২ পৃষ্ঠা রঙিন)
জন্মদায়: ???/- টাকা!

20/06/2022

সম্মানে সম্মান মেলে!

বাংলাদেশের প্রচলিত সৃজনশীল প্রকাশনা শিল্প প্রবল ক্ষুদ্র; একজন নবীন লেখক-গবেষক বা অনুবাদকের বই ৩০০ কপি প্রকাশ করতে কালঘাম ছুটে যায় প্রকাশকের। মধ্যস্বত্ত্বভোগী বিক্রেতা নিয়ে নেয় মুদ্রিত মূল্যের প্রায় ৫৫ ভাগ। এক বছরেও শেষ হয়না ৩০০ কপি বই বিক্রি!

ফলাফল
সৃজনশীল প্রকাশনা
ICU কেবিনে মৃতপ্রায়!

বাংলাদেশে যত বই অনুবাদ হয়, তার ৯৯ ভাগ বই মূল লেখক বা প্রকাশকের অনুমতি ছাড়াই তৈরি হতে বাধ্য হয় এই অশ্লীল বৃত্তের যাতাকলে!

Not For Sale Club শুরু থেকে বলে আসছে, সে এই প্রথা ভাঙ্গতে চায়; এমন কিছু করতে চায়, যেখানে একটি বই নির্মাণ এবং পাঠের সাথে সংযুক্ত সবাই সমানভাবে লাভবান হবে……

একথা মানি
আমরা দুধে ধোয়া
তুলসী পাতা নই!

এখনও পরিশুদ্ধ নই পুরোটা; তবে যতটুকু অশুদ্ধি বাকি আছে ক্রমশ শুদ্ধ হতে থাকবে! আমরা আমাদের যাত্রা শুরুর সময়কালীন সকল কথা রাখার চেষ্টা শুরু করছি এবং সবগুলো ভবিষ্যতে ধারাবাহিকভাবে রাখা হবে নিশ্চিত…

আজ আর বেশী কিছু বলতে চাই না; তবে এটুকু বলতে চাই, অতীতে যা বলে আসা হয়েছে সব দৃশ্যপটে মঞ্চায়ন করার আগে ক্লাবের সদস্যগণ মরবে না…… নট ফর সেল ক্লাব ইতিহাস তৈরির রাস্তায় নেমেছে এবং সেটা সে করেই ছাড়বে...

কেবল
আপনার নির্মাণের হাতটা
ছাড়িয়ে নেবেন না!

16/06/2022

তৈরি হচ্ছে হিমালয়:
জয়ের, একতার,
বিপ্লবের, আস্থার,
প্রতিবাদের, পরিবর্তনের!

Not For Sale Club
ক্রয় নয়, অর্জন করুন!

11/06/2022
17/05/2022

ভাবুন!

৪০০ পৃষ্ঠার সাধারণ মানের ৮০ গ্রাম কাগজে ছাপা একটি হার্ডবাইন্ড বইয়ের গায়ের মূল্য এবার ৮৯০ টাকা! বইটি প্রকাশিত হবে জুলাই মাসে!

আমাদের পরবর্তী ৪৫০ পৃষ্ঠার কালেক্টর’স এডিশনের অংশীদারিত্ব ১০০০ টাকা! এবং বইটির পেপারব্যাক আগ্রহীগণ সংগ্রহ করতে পারবেন মাত্র ২০০ টাকায়!

ভাবুন:
সামান্য একতার শক্তিতে কতটা পাল্টে দেয়া সম্ভব সৃজনশীল প্রকাশনা শিল্প!

সংযুক্তি:
কালেক্টর'স এডিশনের বিনিময় মূল্য দিয়ে আমাদের পুরো প্রক্রিয়াকে বিবেচনা করবেন না; আমরা নাবাবিধ কার্যক্রম পরিচালনা করি। কালেক্টর'স এডিশন কেবলমাত্র সদস্যদের জন্য লিমিটেড এডিশন, যা কিনা প্রিমিয়াম বিল্ড এবং ক্লাবের নানাবিধ প্রকল্প পরিচালন ব্যয়ের বড় একটা অংশ এখান থেকে সমন্বয় করা হয়।

যারা বই বিস্তারে ও একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের নির্মাতা হতে চায়, এটা তাদের জন্য একটি প্লাটফর্ম, একটা বহুমাত্রিক এক্সপিরিয়েন্স! আমাদের আরেকটা চমক হলো পেপারব্যাক ও আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল। যা মূলত পুরো ইন্ডাস্ট্রিকেই পালটে দিতে সক্ষম। 💚💚

একতায় স্বাগতম।
যেভাবে আপনার জন্য সুবিধা সেভাবেই অংশ নিতে পারেন। 💚💚

15/05/2022

নট ফর সেল ক্লাব-এর পরবর্তী প্রকাশিত বইতে সংযুক্ত থাকা "কার্যকরী ও অতিথি সদস্য" তালিকা। তালিকা সংক্রান্ত বিস্তারিত জানতে পূর্ববর্তী লাইভটি শোনা আবশ্যক!

কার্যকরী সদস্য:
জাফর রাজা চৌধুরী, রিক্তা মার্টিনেজ, সবুজ আহমেদ, সাগর বালা, শামিউল পল্লব, শিশির সুস্মিতা, সাখাওয়াত হোসেন বাবু, মোহাম্মদ ইসমাইল হোসেন (প্রথম), রবি হোসেন, ওয়াসিম খান, মোঃ মাসুকুর রহমান অনিক, কমল, মোঃ বদিউল আলম, আব্দুল্লাহ আল মামুন আখন্দ, হুমায়ুন কবির, বিকাশ চন্দ্র সিংহ, বর্ষণ সরকার, ছরোয়ার হোসেন আরিফ, ভাইপার-ক্রিড, মিঠু মজুমদার, ইমরোজ সোহেল (অপু), সউদ ফারহানা, সুমন পাল, মোঃ আব্দুর রব (সুমন খান), নাইমা হোসেন খান, মোফি আলম, ফারুকউজ্জামান মৌলিক, ইমন শাহরিয়ার, হাসিবুজ্জামান চৌধুরী, ইমরান রাছেল, সুমাইয়া বিনতে শওকত, মোহন গোলদার, বিপ্লব রয়, সাব্বির হাসান জয়, শাপলা পারভীন, আরাফাত হোসেন, সুশান্ত ময় চাকমা, দেবাশীষ সিংহ, উৎপল ডি চৌধুরী, সরওয়ার আব্দুল্লাহ, সাজ্জাদ রাফি, শামীমা আক্তার শিল্পী, সুজয় মৃধা, টিটু ঘোষ, সাখাওয়াত হোসেন, মোঃ সাইফুদ্দিন মামুন, বিশ্বজিৎ বড়াল, রুখসানা করিম, এডভোকেট রফিকুল ইসলাম সোহেল, রুখসানা করিম, শ্রেয়ান রফিক শ্রেয়, নবমী দাস, মোহাম্মদ রফিউল করিম, মহাজাতক শহীদ আল বুখারী, আবদুল্লাহ আবু সায়ীদ, শিরিন শবনম, আকবর তুহিন, লাজিনা জামান বনা, মোঃ রুবেল আহাম্মেদ, কৌশল দেওয়ান, উশিমং মারমা বাবলু, জাহেদুল ইসলাম মাহমুদ জামি, তাশান তাজলিয়ান, আইরিন, মাইনুল আহসান শাহীন, তানভীর খান মঈন, আজাদ হোসেন, ইব্রাহীম মাহমুদ সিয়াম, মোঃ মুক্তার আলী, বিথী সাহা, মোঃ আরিফ হোসেন, মোহাম্মদ শরীফুল ইসলাম, রিপন মল্লিক, কে এম আব্দুর রউফ, জেস-হারুন, নাজিয়া আমিন তুলি, অমিতাভ বড়ুয়া, তুসমিতা বড়ুয়া, মিলন হোসেন, মোঃ ইসতিয়াক আহমেদ, মাহমুদ হাসান ডুইট, আরভিন, আমিরুল ইসলাম, মর্তুজা রেজা ভূঞা, মমিনুর রহমান বিশ্বাস, রফিকুল হাসান, মোঃ রাসেল আলম, শুভাশীষ বড়ুয়া, ফজলে রাব্বি মোস্তফা, মনিরুল আহসান, মোঃ ইব্রাহীম হিমু, শাহনাজ সুলতানা, মোঃ শাহজাহান, মোঃ শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম, রাইসুল ইসলাম, মোঃ আমিনুর রহমান (উজ্জল), মহিরুল ইসলাম, সুমন ভৌমিক, গোপাল চন্দ্র ভৌমিক, নির্মল সরকার (পাপ্পু), কাইয়ুম রেজা, শশাঙ্ক শেখর বর্ধন, সুনয় পাল, শাওন শরিফ, নাসির উদ্দীন, শাহিদা আক্তার রিপা, মোঃ আরিফুল ইসলাম, এরশাদ হোসেন, আরিফুল ইসলাম, অন্তরা, রাশেদ, সৈয়দ মেহেরাজ আহমদ, মুহম্মদ ফয়জুল্লাহ, কল্লোল পাল, মোঃ আব্বাস উদ্দিন, বজলুল হায়দার চৌধুরী, প্রতীতি হায়দার চৌধুরী, এস এ উপল, আলী হোসেন লাভন, শামিম, পদার্থ, নাজমুল হোসেন সুমন, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান শাওন মোল্লা, ইসরাত ইহিতা, শিল্প শাকিল, মোহাম্মদ ইব্রাহীম, হাসান রায়হান, অন্তহীন নেপো, রাসেল, আরিফ, এডিসন ফকির, খালেদ মাহমুদ আকাশ, শায়ের ও সিফার, আশরাফ ডালিম, রুপন শ্রী বড়ুয়া, মোয়াজ্জেম হোসেন সুমন, নিষিক্ত’স পাপা, কল্যাণ কুমার বিশ্বাস, বাবলু কিশোর বিশ্বাস, ফাহিম মোহাম্মদ চৌধুরী, ডাঃ দেবাশীষ দেব, ইসহাক, মনিরুল ইসলাম, আয়শা আক্তার প্রমা, আসিফ মেহেদী, মোঃ ইব্রাহিম, দীপাঞ্জন দে তপু, মাহমুদুর রহমান, অর্না আমিন, শাকীর মুনঈম, শহিদ ভুইয়া, আফরোজা ইয়াসমিন, প্রবর্তনা প্রিয়া রায়, নাজিম আল-মামুন, মোহাম্মদ কামরুজ্জামান (মানিক), মোস্তফা কামাল, টিটো হালদার, সাই ফুল, খলিল মিত্র, রাফিউজ্জামান এলিপ, আল আমিন (তাহাসিন), জামাল খান, মোঃ আঃ লতিফ, এনায়েত হোসেন, মোঃ সোহেল আহম্মদ, মোঃ জাহিদুর রহমান জাহিদ, নাজারা নাজু, আব্দুল মুকিত, ডাল্টন হালদার, মামুনুর রশীদ, রাজন চন্দ্র মজুমদার, শহীদুল ইসলাম, শাহ জামাল আলম, শশাঙ্ক বিশ্বাস, সব্যসাচী রমেন, সঞ্চয়িতা সঞ্চিতা, মোঃ সাইফুল ইসলাম, অনুপমা রাহা, দেবকুমার ভদ্র, মোঃ আসাদ, সাগর মন্ডল (মহাসাগর), সাহিদা বেগম, রাকিব শাহ্ নির্ঝর, এরশাদ হোসেন, মাহমুদ হাসান, ডাঃ সাদিয়া সাঈদা খান, রাদিয়া রাদু, এহসান হাবীব, শাহরিয়ার মাহবুব খান, ফারদিন আহমেদ নিলয়, মুহাম্মদ নাজমুল হক, আলী আরফান, ডাঃ শাফেয়ী আলম তুলতুল, নূর তাজিলা, মোঃ নেছার উদ্দিন, জাভেদ নাহিয়ান রাতুল, সজীব, ইকরামুল হক, সরদার গোলাম মোস্তফা, খলিলুর রহমান, রুমানা সুলতানা, ইমরান কবীর লিখন, আইরিন আক্তার, সোহাগ মিয়া, রেজা হায়দার, হাবিব=আবু আহনাফ, রিসাদ রনি, ফরহাদ হোসেন, মৌমিতা রানী, সাঈদ হাসান মনির, মুক্তা-শেরপা, কৃষ্ণকলি, রাজু দেবনাথ (বোধ পাগলা), মীর রনেল, ডাঃ মনির হোসেন ভূঁইয়া, মাইনুল আহসান শাহীন, নাওমী হাসান, শোয়েব আহমেদ, মুরশীদ আলম (রাজ), সৃজন, মনির, মোঃ তুহিন বিশ্বাস, বিজয় দাস, সাদিক আল মাহাদী, কামাল পাশা, ডালিয়া আফরোজ, মমিনুল ইসলাম জুয়েল, মোঃ আরিফুল ইসলাম, বায়েজিদ ইনফিনিটি, মোঃ শাফায়েত হোসেন, আব্দুর রহিম, শ্রাবণ নজরুল, আব্দুল করিম, নিপা সুলতানা হ্যাপি, মশিউর রহমান সোহেল, কায়ছান মাহমুদ, আজবীয়া খান এশা, নুরুল হক, রওশন আলী, ইফতিয়ার উদ্দিন পরান, সিয়াম আলী, সোহা আলী, সাজফা আলী, সাবরিনা সুলতানা পুষ্প, মোঃ তাহাজুল ইসলাম, আমিন পাঠান আমিন, রাশেদুল ইসলাম রুবেল, আসাদুজ্জামান রুবেল (নীল পদ্ম), আল মামুন মুন্না, আতীক নূরী, মোঃ আমজাদ হোসেন, হাসানুজ্জামান রনি, আফরোজা খাতুন, আহনাফ হাসান রাফি, রেজাউল হোসেন শরীফ, মোঃ নাজিম উদ্দীন, প্রতিমা রানী সিংহ, জাহেদুল ইসলাম মাহমুদ জামি, শ্যামলী আক্তার, ইব্রাহীম শেখ, মোঃ নেছার উদ্দিন, মোঃ আদিব হোসেন, নিশাত জাহান নিশা, সাইফুল বাতেন টিটো, আরিজ আলমাস, সিফাত বিন আজিজ, আব্দুল্লাহ আল যুবায়ের, সিরাজুল ইসলাম ফাহিম, লিটন লোকমান হোসেন, সাইদুল ইসলাম সাইদ, মাশিয়াত মাহরীন আরলিন, জুম্মা খান, কে, এম, তাওহিদুল্লাহ উজ্জল, বি. অমৃতানন্দ, মানিক শিকদার, তামিম মুনতাসির, বিপুল চাকমা, শহিদুল ইসলাম, শুভানন বড়ুয়া (জিতু), অজিতাভ বড়ুয়া, লাভলী বড়ুয়া, শওকত ইমতিয়াজ, সরকার সদন, তুর্য্য শুভ্র, ওয়াহিদ সাইম, মোঃ মোবাশ্বির হাসান, গোলাম কিবরিয়া রিপন, মোঃ জিয়াউল হক, রোটারিয়ান আতাউর রহমান খান আখির (পি. এইচ. এফ), মামুন ইসলাম, সম্পা রহমান, মোঃ কাউছার আলম পলাশ, সোমেল মুৎসুদ্দী, মঞ্জু ভোজ, আসমাউল হুসনা মিশু, ওয়াহেদ মোরশেদ, সুব্রত দাশ, মোঃ রাসেল আলী, মোঃ হাবিবুর রহমান জিহাদ, নুশরাত জাহান, ইমন ইমরান, মাছউদ, মিলন মিয়া, জিম, মুন, ইয়াছিন হোসেন তুহিন (ফাদার অব আয়ান), মোঃ আব্দুল কাইয়ুম, বিপ্লব চন্দ্র দাশ (পৃথ্বীরাজ), সেলিনা আক্তার, নাজমুন নাহার, মোঃ মনোয়ার জাহিদ, মাহেদী হাসান, জিয়াউল হক, মুহাম্মদ হারুনুর রশীদ রুমী, রোটারিয়ান দীলিপ চক্রবর্তী, সুমন দাশ, হিমালয় হাফমেড হিমু, নাবিহা ইসলাম ছুটি, রাশেদুজ্জামান, নূরুন নাহার, মোর্তজা মোর্শেদ, সেলিম মাহমুদ, রাবেয়া সুলতানা, ফারুকউজ্জামান মেহেক, মোঃ রাসেল খান রনি, সুমেধা চৌধুরী, পঙ্কজ রায়, সোহান নেওয়াজ, মোঃ মিজানুর রহমান, আহসানুজ্জামান (লিমন), লিঠু রাণী মন্ডল, গৌরাঙ্গ নন্দী, রীতি চাকমা, কাজি রাশেদ আব্দাল্লাহ, মোঃ রাসেল মিয়া, মোঃ জাহিদ হোসেন, মৃনাল কান্তি ঢালী, আলমগীর কবির, হিমাদ্রী শেখর দাস, শান্তনু সাহা, ইসমাইল রাকিব, মিনা শিশু নিকেতন, স. গোলাম মাওলা, ঝুটন রায়, মোঃ মাসুম বাবুল, অম্লান রায়, শংকর সাহা, জাদু, সুদীপ্ত রায়, সৈয়দা নিঘাত ফারজানা, লালন, কায়সার হামিদ সুমন, রুতবা বিনতে আশরাফ, জি, এফ, মিল্টন, নুসাইবা মুজিব, চয়ন সরকার আবির, প্রজ্ঞা-প্রভা, মুহাম্মদ আনিসুজ্জামান সিকদার, আদিবা, আদিতা, সৈকত, মিরাজ তালুকদার, পবন চক্রবর্ত্তী, অনন্যা বিশ্বাস, সোহেল রানা, জামিল বখ্ত চৌধুরী, শাহেদ কায়সার, ভেলা ভাই, আলী আজহার, এনামুল হক, আলেয়া আক্তার রেবা, রফিকুল ইসলাম মিঠু, তাছলিমা, মোঃ ফাহাদ বাদশা, মোঃ জোবায়ের রহমান, হুসাইন মুহাম্মাদ ফারাবী, এনামুল হক, সীমান্ত আহমেদ, অপু ভৌমিক, আরাফাত আহমেদ আল সাঈদ, সৌরভ দাস, মোঃ আশফাকুল আরেফিন, সজীব খন্দকার, মোঃ আমিনুর ইসলাম, মোঃ সহিদুল ইসলাম, রিজওয়ান হোসেন, তুহিন কান্তি দাস, নাসির উদ্দীন, জাকিয়া সুলতানা মুক্তা, অহিদা আঁখি, সৌমেন ভৌমিক রুমন, মোঃ মোজাম্মেল হোসেন, রিফাত হোসাইন, অঞ্জন মল্লিক, মোঃ মনজুর, অসীম নারায়ণ সিংহ, মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, সুরমা, মনিরুল ইসলাম, প্রিয়াক্ষী ঘোষ, মোঃ জহিরুল ইসলাম খান, আরিফ রায়হান অপু, মামুন আব্দুল্লাহ, রুদ্র সরকার, দ্রিশানা রায় শ্রেষ্ঠা, মেহেদী হাসান, অমিয় চক্রবর্তী, শফিকুল ইসলাম, বিপ্লব নন্দী, জিহাদ উর রহমান, স্বাাধীন, মোঃ খবিরুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন সবুজ, আব্দুল হালিম, বাপী বিশ্বাস, মেহেদী সাবের, তৈমুর রহমান, মোঃ মোমিনুল হক, রকিব রানা, শারমিন সুলতানা বীথি, শরিফুল আলম/হাসিব, মেহেদী হাসান (পারভেজ), জাহিদুল হক অমি, নীলাদ্রী দাস, তন্ময় দাস সোহাগ, এ ডি এন অমিতাভ, জসীম উদ্দিন (রনি), আব্দুল আওয়াল, আবির ঘোষ, রিয়াজুস সালেহীন, আতাউর রহমান, মোঃ ফরসাদ দেওয়ান, কাজি আবু ইউসুফ (আজাদ), শামছুদ্দীন ফিরোজ, সাইম সামস্, অরিত্র ইসলাম শ্বাশত, সীমান্ত করিম শ্রেষ্ট, মোস্তাফিজুর রহমান রাব্বি, মেহেদী হাসান, বাদল সরকার, মোঃ জাবেদ হুসাইন, অমিত দাস, আরাফাত আমিন, জাহিদ হাসান সোহেল, কামরুজ্জামান শরীফ, ফুঁলমিয়া, সোয়াদ আহমেদ, রায়হান কবির কাল্লু, সজীবুর রহমান, হাফছা সুলতানা ঝুমা, আনোয়ার হোসাইন, সুব্রত বিশ্বাস, ফাহাদ মোহাম্মদ, সুব্রত সরকার, মৃদুল সরকার, কাজী হুমায়ুন, চন্দ্রিমা মুন্সী, রেয়াজুল ইসলাম, মাহবীরুল হক, মাসুক ইমতিয়াজ, মোঃ দেলোয়ার রহমান, শাহীনুর রহমান, মোঃ আব্দুল বাসেত, মিঠু দেব, নিলয়, জসিমউদ্দিন রিপন, জয় সিংহ, জয় দাশ, আশরাফুল ইসলাম, খঞ্জনা রায়, জাদু পাখি, লুৎফুল বারী লিংকন, এস এম আববাস, মোঃ মুজতবা আলী মাহমুদ তুষার, আবদুল হাইয়াস সিদ্দিকী রাজিব মামুন, ঋদ্ধ সংস্কৃতি, নিরঞ্জন মল্লিক, নিশাত তাসনিম, মুহাম্মদ মোজাম্মেল হক, হালিমা সুলতানা, উমারিয়া ফেরদৌস নৌমি, এনামুল হক, সমীরণ হালদার, মোঃ মনিরুজ্জামান পলাশ, রনি কাইছার জুয়েল, মোঃ সান, মোশাররফ মাতুব্বর, আফরোজা সুলতানা, এজাজুল হক চৌধুরী, তাহ্ মিনা শাহীন, শ্রাবণ ইসলাম (কাব্যিক), মোহম্মদ আলাউদ্দিন ইমন, রতন রায়, আত্মভোলা কবি, মোঃ রবিউল ইসলাম, জাভেদ মোমেন, অমিত বাড়ৈ, ওমর ফারুক, প্রত্যয় দাস, সংহতি সরণি রৌদ্রময়ী, ফাহিম শাহরিয়ার তামিম, মোঃ আরিফুর রহমান, রাসেল আহমেদ, মোঃ আল-আমীন, আফছানা আফরোজ, এইচ আর বোহেমিয়ান, মোঃ আরাফাত হোসেন হৃদয়, ইসতিয়াক আহমেদ, ওয়ালিদুন্নবী চৌধুরী (ফায়েদ), উসামা রাফিদ, মানবান নিধি, মোঃ সাজ্জাদুল হক, আল-ইমরান, পারভেজ মোশাররফ, বিকাশ দেবনাথ, মোহাম্মদ আবু সুফিয়ান, জুয়েল দাশ, মোঃ মনিরুল কবির, রুবাইয়ানা হ্যাপি, শহিদুল ইসলাম সৌরভ, নিবিড় তালুকদার, মোস্তফা কামাল, সজল কান্তি দাশ, পাগলা বাবা, মোঃ মুক্তার হোসেন মুক্ত, মোঃ নাছিম রেজা, মঞ্জুরুল ইসলাম সুমন, রাহুল আচার্য্য, ফাহাদ মাসুদ, আফরোজা আক্তার তুলি, ইসমাইল হুসাইন সত্য, পরাগ, শ্রীকান্ত পাল, স্বপন দত্ত, হিমেল মিয়া, প্রতীক্ষা রানী চন্দ, আফসানা হক আঁখি, রাজকুমার ভদ্র, অণ্বেষা-অপরাজিতা, ওয়াসিম আকরাম অনিক, সুমন ফারুক, ফাতিমা ইসলাম, হৈমন্তী-মম, ডাঃ প্রসেনজিৎ মজুমদার, সবুজ বড়ুয়া, সুমাইয়া আক্তার রুপা, সহজিয়া সবুজ, আমিনুল ইসলাম মনির, মোঃ মারুফ রেজা, সঙ্গীতা ইয়াসমিন, শিহাব কবীর, আশরাফুল ইসলাম, প্রনিতা রাহা কনা, শাইমা জারীন নাবীলাহ, এম এ রায়হান (পাগ লাহ্ হু), মোঃ জুবায়ের, আহসান হাবীব, কাজী আমিনুল ইসলাম, মোঃ আবদুল হালিম, মোস্তফা সিয়াম, এ আর এম ইশা খান, আশিকুল ইসলাম আশিক, মোঃ জিয়াউর রহমান রোমেল, এজাহার, মোঃ হাবিবুর রহমান, টুম্পা বালা, জুয়েল রানা, প্রদ্যুৎ মিত্র, রুবেল দেওয়ান (জিউস), মোঃ মাইদুল ইসলাম, ফাহিম সরকার, দ্বীনু, মোহাম্মদ আবদুল আহাদ, মেহেদী রিয়াদ, মোঃ মিনহাজুল আবেদীন, মশিউল আলম চৌধুরী, মনোয়ার হোসেন, রাকিব বাড়ৈ, সাগর কর্মকার, রিয়েল খান, সাকিবুর রনি, শেখ তারেক রহমান, সাজেদুল কবির তৌসিফ, সুমাইয়া বিনতে সাহাবুদ্দিন, নন্দ কিশোর রায়, আরোহী অমল অলকা, তুহিন উদ্দিন রনি, মেহেদী হাসান, মুহাম্মদ রিয়াদ উদ্দীন, বাবুন বড়ুয়া, শফিকুল ইসলাম টুটুল, মাহফুজ খান, শাহিন রিমা, আহমেদ রিমু, হাবিবুর রহমান তুষার, মেহেদী হাসান রুমী, আশিক প্রধান, বুদ্ধ জ্যোতি, খান জাহান, নীল চিরকুট, ফয়সাল আহমেদ রাফি, আসিফ শাদ, সৈয়দ গোলাম রাব্বী (কিশোর), মল্লিক খালিদ হাসান রুমি, সাকিব হোসেন, কনক প্রভা দাস, এইচ আর শামীম, দীপান্বিতা দীপা, এম কে সাজ্জাদ হোসাইন, পলি দেবনাথ, আসরাফ উদ্দিন, সুস্মিতা হোসেন নাতাশা, তুষার হোসেন, পাপন কুমার নাগ, সামিয়া আক্তার, তানজিম শাহরিয়ার, শারমীন আক্তার বীথি, মোঃ সবুজ মিয়া, লিটন বেপারী, হাবিবুর রহমান, মোঃ আবু ইফসুফ, নিষিক্ত, রিনাদ তৈশী, আসলাম সরকার, আনোয়ারুল ইসলাম, থাইমন শাহ্, ডাঃ প্রণব কুমার বড়ুয়া, আহনাফ আবরার (লিমা), খায়রুল, মোঃ মাজহারুল আমিন মৃধা, মোঃ আরিফুল ইসলাম, এস এম শহিদুল ইসলাম সোহেল, ভারতী সাহা, শিহাব হোসেন সীমান্ত, তানভীর ইসলাম, মনিন্দ্র নাথ রায়, পবিত্র মজুমদার, আয়েশা লাবণ্য, লগ্ন ভুঁইয়া, নাজমুল হাসান তাজ, উদয়নের বানী, জান্নাতুল ইসলাম, জাবেদ হোসেন, আয়ান আজমায়িন, স. মুহম্মদ নাহিন রহমান, শাহানাজ পারভীন, আবু ইফনুস, নুছরাত জাহান তাছনিয়া, তারিক মাহমুদ, মিঠুন ইউজিন কস্তা, বিশ্বজিৎ গুপ্ত (গৌতম), কাজী শাহরিয়ার রহমান, মুশফিক আল আমিন, সুমাইয়া আক্তার, মিঞা শোভন, এলিনা রহমান কাকলী, তুষা আক্তার, ফজলুর রহমান, জাহিদুল ইসলাম পলাশ, সেতু সরকার, মোঃ তারিকুজ্জামান, ওসমান হিমাদ্রি, মোঃ লিখন আলী, তাসনিয়া যাহরা ইউশা, শারীক মুঈদ, ডা. মোঃ মুশফিকুর রুহান, সম্যক দীপ, বায়েজিদ হাসান তুষার, মোঃ ফরহাদ হাজারী, দোলন কৃষ্ণ শীল, বি হাসান পিয়াল, বুলবুল ভট্টাচার্য্য, সাইফ আরাবী মৃধা, রহিমা খাতুন (রিমা), নিগার সুলতানা শশী, সাজ্জাদ হক, রিজাউল করিম, আলেক সাই, বর্নিতা রাহমান, সাগর আহমেদ, মোঃ এনামুল হক মনি, দ্বৈপায়ন পাল, জাফর আহমেদ খান, সুমন দেব, হাসনা আহমেদ, সজিব সিকদার ঋজু, হায়দার জাহান যশো, আহমেদ বেলাল, মিলি তালুকদার, হেলেন, মাহমুদ হাসান বুলু, মোঃ মোকতাদির, নাজমুন নাহার, শামছুদ্দীন ফিরোজ, ওমর ফারুক সাজ্জাদ, চঞ্চল বিশ্বাস, কাজী মামুনুর রশীদ, রুবেল বড়ুয়া, মিলন খান, জান্নাতুল জাহান জেবা, এরফানুর রহমান, সৃজনী মন্ডল, আ ম চৌধুরী জুয়েল, এস জেড, মোঃ শাহনুর রহমান, মোঃ শরিফুল হক রবিন, মোঃ আনোয়ারুল ইসলাম, সামিরা আক্তার, রাব্বিউল হাসান, সুকুমার দাস, অনুজ, সাজনীন স্মৃতি, কনা, আজিজুর রহমান খান, আলমগীর হায়দার, মোঃ আশরাফুল ইসলাম, ইসমাইল, রিন্টু চাকমা, এ. এফ. এম. দাউদ খান, আমিনুল ইসলাম, সোহেল মিয়া, সুরাইয়া আক্তার, আবিদুর রহমান, তাপস কান্তি রায়, এবিএম মাসুদ আল মামুন, সানিয়া সুলতানা, এস. আর. এইচ রবিন, দেবাশিস কর্মকার, সামসুন্নাহার তামান্না, অলোক, লিজা, সোমা ময়, রাকিব হাসান, আব্দুল হাই রাসেল, ফুয়াদ হাসান, বৃষ্টি বিশ্বাস, নাজমুল হাসান রুমী, দোলা ফলিয়া।

অতিথি সদস্যগণ:
তরিকুল সুজন, তানভীর রিশাত, মোঃ মাইদুল ইসলাম, Uzzal barua, অভিজিৎ, আব্দুল্লাহ আল মামুন, আবুবকর সিদ্দিক শিবলী, এস. এম. সরওয়ার কামাল, জয়িতা, শুভ, ফুয়াদ আদনান রহমান, মোঃ তৈমুর রহমান, শিপলু রহমান, জুবায়ের আহমেদ দিপু, মাঈনুল ইসলাম, মুবতাসিম ফুয়াদ অর্পণ, সাদমান সাকিব, ধীমান দেবনাথ, সাজাইমং মারমা, মোঃ মোস্তফা জামান, কামরুল হাসান, তৌহিদ, সালমান শিহাব আয়ান, টুরিমং মারমা, মোঃ রফিকুল ইসলাম মিলন, আবিদ হাসান, সাজিদুর রহমান, মিঠন চন্দ্র, মোঃ এ. বি. এম মিনহাজ উদ্দীন শান্তু, মোঃ খাইরুল ইসলাম তুহিন, ফজলে আমিন, ইমন বর্মণ, মোঃ সাজ্জাদ হোসেন, সরকার অর্দ্ধেন্দু (রিপন), সুখময় দেওয়ান, গৌতম চন্দ্র বসু, আশিক ইকবাল, আ. হ. ম. আহসানুজ্জামান (রকি), সজীব চক্রবর্তী, অমিত কান্তি বড়ুয়া, আসিফ আলাউদ্দিন, সৈয়দ সালেহ উদ্দিন আহমদ, সাবরিনা মেহেদী মিতু, ফাহিম আহমেদ, অনিক মাহমুদ Ripon Rudra, ফারিয়া হক ফারিন, মোঃ আসিফ ইকবাল, মাহবুব আলম রাসেল, আদনান সেতু, মোঃ আনিসুর রহমান, অনিক খান, শাহরিয়ার হোসেন ইমন, সুব্রত দেবনাথ, মিনহাজ উস শাহাদাত, কাজী হাসান জামিল, চৈতী মন্ডল, প্রীতম পর্ব, বাপ্পী, তুষার রাহুল, রাজন রায়, সত্যজিৎ দেবনাথ (মিথুন), জুলিয়ান জাওয়াদ আহমদ, সুমন অর্ণব আহমেদ, বাপ্পু বড়ুয়া, প্রজ্ঞা পারমিতা, মনির হোসেন, শফিউল ইসলাম, অভিক, মাজহারুল ইসলাম অসীম, মৃদুল মজুমদার, মোঃ আরাফাত হোসেন, মোঃ নুরুল ইসলাম, ওসমান গনি, আমিনুল ইসলাম, মোঃ বোরহান উদ্দিন, প্রান্ত শিহাব, কোয়েল চৌধুরী, মুহাম্মদ রাসেল, তামিম মিয়া, রাইসুল ইসলাম, নিশাত শাহরিয়ার, সুজন, রাসেল হোসেন, নাহিন ইফতেখার, জয়ীতা ইসলাম জয়ী, শাহনেওয়াজ শারমিন বিউটি, Zubair Robin, মোঃ মনজুরুল ইসলাম, মোঃ রায়হান রিফাত, চন্দন বড়ুয়া, হোসাইন আহমেদ, ইসরাত জামান ঊষা, সৌরভ জেয়শরী, সাইফুল্লাহ মুনছুর, আবু হানিফ নোমান, মোঃ নয়ন সরকার, শীর্ষেন্দু মালাকার, খায়রুল ইসলাম, আবদুল্লাহ মোহাম্মদ, মোঃ হাবিবুর রহমান, Khairul Alam Wasif, রুদ্র ফারাবী, সুকান্ত ভট্টাচার্য্য, আসিফ আহমেদ, মোঃ মতিউর রহমান শেখ, নূর মুহাম্মাদ রিদওয়ান, রাজীব কুমার পাল, তানভীর হাসান, সুযশ চৌধুরী ডাবলু, ফাতিমা আক্তার, মোঃ হারুন অর রশিদ, কাওসার হোসেন ইফতি, অনন্ত দে জিতু, প্রবাল বড়ুয়া, যোয়াশ নিটোল বাড়ৈ, মাহবুবুর রহমান লিংকন, অসীম মুহূর্ত, দেবাশীষ কুন্ডু, সোহেল মিয়া, নাজমুন নাহার, Amitab Mutsuddy, নাজমুল হুদা, মোঃ জাফর আহমেদ, মনজুর আনাম, তানিয়া কামরুন নাহার, মোহাম্মদ আনোয়ারুল কবীর, আ. জ. ম. হাছান কবির, সুবাস মিত্র, মোঃ আল-জাবের ইসলাম, ফারদিন, ফাবিহা আহমেদ হৃদিতা, এসজি কিবরিয়া দীপু, আনিকুল হক, রাজন রহমান রুমী, নুরুন নাহার, আবুল হোসেন মুরাদ, কেশব কুমার অধিকারী, এস. এম. তাওহীদ হাসান, তানভীর আহমেদ, উত্তম কুমার, গোকুল চন্দ্র রায়, মোঃ হাফিজুর রহমান, শাহীন রিমা, রবিন সরকার, এ এম এম মেহেদী হাসান, মোঃ আতিকুর রহমান, জীবন, বিপ্লব কুমার সেন, নূর মোহাম্মদ হিমেল, খাইরুল, মোঃ আব্দুর রহমান, জিন্নাত সুলতানা হীরামনী, শুভ সালাউদ্দিন, সিফাত তাসনীম, মরিয়ম ইসলাম ইতি, তাহিরা সানজিদা, মোঃ রায়হান চৌধুরী, আশরাফুল ইসলাম, শাহরিয়া ইমন, উথোয়াইচিং মারমা, খন্দকার কামরুল ইসলাম, নূর ই তাজাল্লী (জয়তী), আল কুরাইশী, ভাস্কর মন্ডল, পিয়াস কর্মকার, মোহাম্মদ আবদুলা আল রোমান খান, তোফায়েল এ. ত্বাসীন, মোঃ হোসেন কাজী, শাহনাজ জয়া, পিপেল দাস, নুসরাত জাহান রোদন, আবির, ইমরান হোসেন, তাসমিয়া, শিবদাশ চাকমা, সারোয়ার জাহান, শ্যামল কুমার মিস্ত্রি, উম্মে জুয়াইরিয়া শৈতি, তানভীর আহমদ, মাইনুল হক আসিফ, শায়লা রহমান তন্বী, মাহমুদুল আল মমিন, প্রীতম দাশ, সামছুদ্দোহা ইমরান, সাহিদুল ইসলাম অনিক, আশিকুর রহমান জনি, সানাউল হক তানবিন, আবু হেনা মোস্তফা এনাম, জয়া রানী দাস, অনন্যা ফারজানা, অভিজিৎ সরকার আকাশ, রিটু রায়, এ কে এম আজিজুল হক, জয়দেব নাসির জামিল, আমিনুল ইসলাম (প্রভা), সোহানুর রহমান, শোভন বড়ুয়া, জাওয়াদ নাদিম, রবিউল ইসলাম, মেহেদী হাসান তানভীর, নাঈম ইসলাম, অনিক সূত্রধর, হিমেল রহমান, মেহেদী হাসান সবুজ, বাঁধন দাস, আলম, মঈন Naimur Rahman Rony, রাশিদুল হাসান, মাসুদুর রহমান, আবু নাঈম, মোহাম্মদ মাহবুব-উন-নবী, প্রিয় দেব চাকমা, মোঃ রিয়াজ উদ্দিন রাশেদ, মোঃ আজিজুল হক সুমন, ওমর ফারুক মিঠুন, মাসুদ পারভেজ, তানভীর আহমেদ, মোঃ পারভেজ আলী, রহমত উল্লাহ, পিকলু নীল, সুকান্ত শেখর দেব, শরিফুল হাসান, সুমায়ের খান সাজিদ, প্রণয় সাহা, মুন্তাসির রিয়াদ, কাজল সরকার, মোঃ তৌহিদ-উল-আরিফ, এ. এস. এম. মাহফুজুল আলম, অনিল চন্দ্র সরকার, মোঃ সাজ্জাৎ শেখ, খোকন রানা, Human Rex, তানভীর রুসমত, তন্ময় রায়, রফিক, আদনান হোসেন, নাইম ইবনে মোশারেফ, সোহাগ, মাহদী হাসান শিহাব, মোঃ নুর আলম, যারিন তাসনিম সারিকা, জাহানারা আক্তার, মোঃ মেসবাহুল ইসলাম, জুনাইদ শেখ, সাজেদুল আজাদ চৌধুরী, আয়শা ছিদ্দিকা, কুলদীপ সিংহা (শুভ), নুরজাহান নুর, অপূর্ব বড়ুয়া, মোঃ আব্দুল কাদের, ফাহিমা কানিজ লাভা, গাজী রনি, মনজু বিন আফনান, রেজওয়ান কাওসার, তানভীর তমাল জিম, যায়িদ বিন রফিক, প্রণব কুমার চ্যাটার্জী, নাসিম আনোয়ার, প্রদীপ বড়ুয়া, সবুজ, মোঃ ওয়াজেদ হোসেন সিহাব, শরীফ মোহাম্মদ আল-আমিন, সাব্বির আহমেদ, আজিজুল হক পাপন, মোঃ আব্দুস সালাম, অভীক, Md Arshadur Rahman, সুমন শুভ, ঋত্বিক বিশ্বাস, এম কে ফেরদৌস আহমেদ, মোহাম্মদ হানিফ, বিদ্যুৎ তরফদার, প্রমা রানী সরকার, নজরুল ইসলাম, নয়ন দেবনাথ প্রান্ত, ওয়াহিদা জামান, মোছাঃ আবিদা ইসলাম, সাঈদা বিনতে ওয়াহেদ লুনা, মাকসুদা জামান, শাশ্বতী বিপ্লব, মুহম্মদ নাহিন রহমান, রাজিন চৌধুরী, আসিফ বিন সাব্বির, Chandana biswas, সৈয়দ আকবর হোসেন, রিফাত মাহজাবিন রিমি, মো. রেদওয়ান মাহমুদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ তারিকুল ইসলাম, মাহমুদুল আল মমিন।

সবার প্রতি আহবানঃ
তালিকা দেখুন। কোথাও কোন আপত্তি, প্রশ্ন বা ভুল থাকলে, অথবা নাম অপসারণ করতে চাইলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জানান। এরপর কোনো সংশোধন বা বিয়োজন সম্ভব হবে না। পরবর্তী যে বই পরিবেশন করতে যাচ্ছে "নট ফর সেল ক্লাব", সে সম্পর্কে জানতে পূর্ববর্তী পোস্ট/লাইভ দেখে/শুনে নিতে পারেন।

11/04/2022
09/04/2022
29/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৫
*

ক্লাবের সর্বপ্রথম দ্বিমুখী বই (Boxed out Conjoined Twins Book) হিসাবে প্রকাশিত হবে: প্যাট্রিক সাসকিন্ডের “পারফিউম: একজন খুনীর গল্প” এবং ২০১৪ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত প্যাট্রিক মোদিয়ানোর “আউট অফ দ্যা ডার্ক”। ভাবানুবাদ করেছেন পায়েল মণ্ডল।

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি!

নতুনদের অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১০০০/- টাকা; বই হাতে পৌছাবে এপ্রিল মাসেই!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৬ সংক্রান্ত তথ্য পাবেন ৯৬ ঘন্টায়!

27/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: দ্রুত জানানো হবে!

কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ৪৮ ঘন্টায়!

23/03/2022

Unstoppable Us,
Volume 1: How Humans Took Over the World

By Yuval Noah Harari
Illustrated by Ricard Zaplana Ruiz

28/01/2022

গুরুত্বপূর্ণ…
লিখেছেন: Mojaffor Hossain

***

বাংলাদেশে বইয়ের দাম হয় কাগজের মূল্য ও ছাপার খরচ হিসেব করে। কন্টেন্ট কিংবা লেখকভেবে দাম ওঠানামা করে না। প্রকাশকরা ফর্মা প্রতি খরচ হিসেব করে বইয়ের মূল্য নির্ধারণ করেন। লেখকের শ্রমের কোনো মূল্য নেই। বাজারে গত দশ বছরে অন্যান্য পণ্যের দাম যেখানে দ্বিগুণ থেকে দশগুণ পর্যন্ত হারে বৃদ্ধি পেয়েছে, সেখানে বইয়ের মূল্য বৃদ্ধি না পাওয়া খুব হতাশার বিষয়। লেখকদের টিকে থাকতে হলে বইয়ের মূল্য বাড়াতে হবে। প্রকাশকদের কেউ কেউ প্রচলিত রেটে বই বিক্রি করে ও লেখকদের প্রাপ্য রয়েলটি/সম্মানী মেরে দিয়ে ঠিকই টিকে আছে। কিন্তু লেখকদের ঠকিয়ে প্রকাশনা ব্যবসা কোনোদিনই প্রফেশনাল জায়গায় দাঁড়াবে না। বিদেশি বই বাদ দিলাম, ঢাকায় কলকাতার বই যুগযুগ ধরে দিগুণ দামে পাঠক কিনতে পারলে আমাদের বই কিনবে না কেন?

বইয়ের দাম বৃদ্ধির একমাত্র নির্ণায়ক মুদ্রণ-ব্যয় হওয়া উচিত না। সঙ্গে লেখকের সম্মানী হার, বইয়ের ধরন, চাহিদা এগুলোও আমলে নিতে হবে। চাহিদা কম হলে দাম কম হবে ব্যাপার তাও না। ক্ষেত্রবিশেষ বরঞ্চ উলটো। বিদেশে একাডেমিক বইগুলোর চড়া মূল্য রাখা হয়, সেগুলো উপন্যাসের মতো বিক্রি হয় না। সস্তায় দিলেও বেশি বিক্রি হবে না। একাডেমিক/ থিওরি বইয়ের বিক্রি কম বলেই বেশি দাম রেখে পুষিয়ে নেওয়া হয়, লেখক/গবেষক ন্যায্য সম্মানী পান। অল্প দামের বই অল্প বিক্রিতে লেখক প্রকাশক কেউ সারভাইভ করতে পারবে না।

তবে, সব কিছুর আগে যেটা দরকার সেটা হলো প্রকাশনা প্রতিষ্ঠানের সততা, প্রফেশনালিজম। না-হলে আমরা আন্দোলন করব, লিখব, নিজের খরচে বই কিনে গবেষণা করব, বইয়ের ক্রেতা ও লেখক হবো আমরাই, লাভের লাভ সেই গুটিকতক প্রকাশনা প্রতিষ্ঠানের।

Address

Ghatail
Tangail
1980

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Ghatail BookZone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NFSC - Ghatail BookZone:

Videos

Share


Other Book & Magazine Distributors in Tangail

Show All