Travel with Naim

Travel with Naim ফিনিক্স 🪶

21/08/2024

ফেনী সদর থেকে আর্মির রেস্কিউ টিম ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ: মেজর সানজিদ 01769331213

05/08/2024
05/08/2024

Authentic News:

১. শনির আখড়া থেকে ৩-৪ লাখ এবং উত্তরা থেকে ১-২ লাখ মানুষ শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে!

২. দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার। সকলকে ধৈর্য্য ধরার আহবান।

৩. মাছরাঙা টেলিভিশন এর একজন সাংবাদিক সাভারে গুলিবিদ্ধ.

৪. কুষ্টিয়া আওয়ামীলিগের সাধারণ সম্পাদকের বাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হইছে।

৫. নর্থসাউথ ইউনিভারসিটি, সাভার এবং চানখাঁরপুলে পুলিশের গুলি বর্ষণ।

৬. রামপুরা পুলিশ মুক্ত করেছে আন্দোলনকারীরা। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেফ।

৭. উত্তরা থেকে আসা জনগণ বনানী পার করতেছে এখন, সেনাপ্রধানের ২টা পর্যন্ত ধৈর্য্য ধরার আহ্বান প্রত্যাখান।

৮. আলহামদুলিল্লাহ্ দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট ফেরত আসছে।

৯. ধানমন্ডিতে আন্দোলনকারীদের পুলিশ আটকে দিচ্ছে, শহীদ মিনারের দিকে যেতে বাধা দেওয়া হচ্ছে।

১০. উত্তরা, শনির আখড়া, গাবতলী সহ ঢাকার সবগুলো প্রবেশপথ দিয়ে লাখ লাখ মানুষের ঢল শাহাবাগের দিকে। শাহাবাগে সবাই এসে জড়ো হোন।

We are posting from Abroad!
Victory is ours InShaAllah 🇧🇩❤️ ©

Good Morning সরিষাবাড়ি! "  বসতে দিতো সে শীতলপাটিতে কত যত্ন করে                    শুধাতো মৃদু হেসে আবার কবে আমি যাবো ফির...
16/04/2024

Good Morning সরিষাবাড়ি!
" বসতে দিতো সে শীতলপাটিতে কত যত্ন করে
শুধাতো মৃদু হেসে আবার কবে আমি যাবো ফিরে। "🌺

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে 🍀
15/04/2024

আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে 🍀

এমন বার্তা গুলো আমার মানুষিকতার সমৃদ্ধ করে। বই পড়া মানুষ গুলোকে কাছের মানুষ মনে হয়। আমার  বই পড়ার অভ্যাস এসেছে আম্মার হত...
19/02/2024

এমন বার্তা গুলো আমার মানুষিকতার সমৃদ্ধ করে।
বই পড়া মানুষ গুলোকে কাছের মানুষ মনে হয়। আমার বই পড়ার অভ্যাস এসেছে আম্মার হতে। এখনো রাতে বাড়ি ফিরে দেখি আম্মা বই হাতে নিয়ে বসে আছে। ইদানীং বাংলা বই তেমন একটা কেনা হয় না। সকালের খাবার খাওয়ার সময় আম্মাকে "The forty Rules of Love " এর একটা রিভিউ দিলাম। সে "40 Rules of love " এ সামস ও জালালুদ্দিন রুমির কথা শুনে জানালো তাকে যেন এটার অনুবাদ এনে দেই। এইসব ইংরেজি বই পড়া তার হবে না। আম্মার আগ্রহী মন দেখে ভালো লাগলো। তারপর একজন ফোন কলে জানতে চাইলো কি বই মেলা থেকে কিনবে? এরপর দুপুরবেলা এই বার্তা এলে এক ছাত্র হতে। সব মিলিয়ে এক দারুণ অনুভূতি হচ্ছিল। তাই আপনাদের জানাতে এলাম। সবার জীবনে সুন্দর বই আসুক। চিন্তার মুক্তি হোক। প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ওমর খৈয়ামের কবিতার ভাবানুবাদ ছিলো "রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত- যৌবনা- যদি তেমন বই হয়।" 📚

So kiss me and smile for meTell me that you'll wait for meHold me like you'll never let me go'Cause I'm leavin' on a jet...
13/02/2024

So kiss me and smile for me
Tell me that you'll wait for me
Hold me like you'll never let me go
'Cause I'm leavin' on a jet plane
Don't know when I'll be back again
Oh babe, I hate to go 🌊

My love for Linton is like the foliage in the woods: time will change it, I’m well aware, as winter changes the trees. M...
07/02/2024

My love for Linton is like the foliage in the woods: time will change it, I’m well aware, as winter changes the trees. My love for Heathcliff resembles the eternal rocks beneath: a source of little visible delight, but necessary. Nelly, I am Heathcliff! 📖


chapter 9

শুভ জন্মদিন বব মার্লে 🧡বব মার্লে একজন প্রখ্যাত জ্যামাইকান শিল্পী ও গীতিকার।  ার্লে
06/02/2024

শুভ জন্মদিন বব মার্লে 🧡
বব মার্লে একজন প্রখ্যাত জ্যামাইকান শিল্পী ও গীতিকার। ার্লে

বহুদিন ছিল আগুনখেলার দিনবহুদিন ছিল জলোৎসবের তোড়বহুদিন ছিল পথে পথে উড্ডীন বহুদিন কত রাত হয়ে গেল ভোর।শূন্যতা এসে শূন্যতে ছ...
05/02/2024

বহুদিন ছিল আগুনখেলার দিন
বহুদিন ছিল জলোৎসবের তোড়
বহুদিন ছিল পথে পথে উড্ডীন
বহুদিন কত রাত হয়ে গেল ভোর।
শূন্যতা এসে শূন্যতে ছিল মিশে
একাকার সেই পূর্ণতা থেকে কত
বহুদিনকার দিনানুদিনের বিষে
অকাতর ওই মুখ ছিল উদগত।
সে-মুখের কোনো সীমানা ছিল না যেন
এ-কালে ও-কালে ছড়ানো হাজার সাজে
মূর্ছিত হয়ে পড়ে ছিল সব জ্ঞানও
আধোরাত্রির দূরাগত পাখোয়াজে-
অশরীরী যত নাচের বিভঙ্গেরা
জ্ঞানহীন সেই শরীরে উঠেছে মেতে
ওই মুখ ছিল আমার দু-হাতে ঘেরা
মগ্ন শিশির নগ্ন ফসলক্ষেতে।
ছন্দ আমার বুকের বাঁপাশে এসে
তুলে আনে আজ সেই রাত্রির ভার-
ও যদি ঘুমোয় ঘুমোক-না অক্লেশে
ভালোবাসি ছাড়া কী-বা ছিল বলবার। 🌺
পাখোয়াজ
-শঙ্খ ঘোষ

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar har...
24/01/2024

Did you know that if you put 100 black ants and 100 red ants in a jar, nothing will happen? But if you shake the jar hard, the ants start killing each other. The red ants consider the black ants their enemies, and the black ants consider the red ants their enemies. The true enemy is the one shaking the jar. The same thing happens in human society. So, before we attack each other, we should think about who is shaking the jar! 😊
Credit: Kurt Vonnegut

The lover is always alone. even surrounded by people. 🧡
11/01/2024

The lover is always alone. even surrounded by people. 🧡

01/01/2024

কেউ ডাকেনি তবু এলাম, বলতে এলাম ভালোবাসি।

Happy new year 😃
31/12/2023

Happy new year 😃

29/11/2023

ভালোবাসার চোরাচালান ছাড়া সবকিছু নিষিদ্ধ হয়ে যাবে, প্রিয়তমা।
-শহীদ কাদেরী

27/11/2023

“নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।” - অরিন্দম চক্রবর্তী।

27/11/2023

যে নক্ষত্র মরে যায়, তাহার বুকের শীত
লাগিতেছে আমার শরীরে
— জীবনানন্দ দাশ

14/11/2023

হাসানের অসুখ সেরে গেছে। সে শুরু করেছে আনন্দময় একটা জীবন। বুড়িগঙ্গায় নৌকায় করে ঘুরতে গিয়েছে। নদীতে খুব ঢেউ উঠেছে। চিত্রলেখা ভয় পেয়ে বলছে, এ কোথায় নিয়ে এলে? আমি তো সাঁতার জানি না। নৌকা এমন দুলছে কেন? নৌকার মাঝি হাসিমুখে বলছে, টাইট হইয়া বহেন আফা আমি আছি কোনো চিন্তা নেই।

খুব সহজে কল্পনা করা যায়, তারেক ঘর গোছাতে গিয়ে হঠাৎ ড্রয়ারে খুঁজে পেয়েছে রীনার লেখা চিঠি—চিঠিটা খুব ছোট্ট। রীনা লিখেছে, “তুমি কোনোদিন জানবে না, আমি তোমাকে কতটা ভালবাসি।” চিঠি পড়েই তারেক বের হল। যে করেই হোক রাগ ভাঙিয়ে রীনাকে ফিরিয়ে আনতে হবে।

বাস্তব কখনো গল্পের মতো হয় না। বাস্তবের রীনা ফিরে আসে না। বাস্তবের হাসানদের সঙ্গে কখনো বুড়িগঙ্গার জলের উপর চিত্রলেখার দেখা হয় না। তবে বাস্তবেও সুন্দর সুন্দর কিছু ব্যাপার ঘটে। যেমন—লিটনের ফুটফুটে একটা মেয়ে হয়। লিটন তার বন্ধু হাসানের পাঠানো দুটি নাম থেকে একটি নাম তার মেয়ের জন্যে রাখে। দুটি নামের কোনোটাই তার পছন্দ না—তিতলী, চিত্রলেখা। তারপরেও সে মৃত বন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মেয়ের নাম রাখল — “চিত্রলেখা”।

জীবন বয়ে চলবে। আবার এক নতুন গল্প শুরু হবে নতুন চিত্রলেখাকে নিয়ে। কোনো এক লেখক লিখবেন নতুন গল্প, আশা ও আনন্দের অপূর্ব কোনো সঙ্গীত।
#মেঘ_বলছে_যাব_যাব
#হুমায়ুন_আহমেদ

লীলার যখন সাত বছর বয়স সে থাকত মামার বাড়িতে ,তখন তাদের অনেকগুলো রাজহাঁস  ছিল ।এদের মধ্য কোন একটা কী কি কারনে যেন অন্ধ হয়ে...
13/11/2023

লীলার যখন সাত বছর বয়স সে থাকত মামার বাড়িতে ,তখন তাদের অনেকগুলো রাজহাঁস ছিল ।এদের মধ্য কোন একটা কী কি কারনে যেন অন্ধ হয়ে গেল ।হাঁটতে পারত না ।মুখ থুবড়ে পড়ে যেত।গাছের সঙ্গে ধাক্কা খেত। শুধু যখন কেউ তাকে ধরে পুকুরের পানিতে ছেড়ে দিত , সে স্বস্তি পেত ।একা একা নিজের মনে সাঁতার কাটত । এখন লীলার মনে হয় ,সে নিজেই অন্ধ রাজহাঁস ।
অন্ধ রাজহাঁসটা একা একা দিঘীর শান্ত জলে ঘুরত, সে হয়তো অপেক্ষা করত কিছু একটা ঘটবে ,বদলে যাবে তার পৃথিবী ।লীলাও অপেক্ষা করে ।আমরা সবাই অপেক্ষা করি ।প্রকৃতি তার মানব সন্তান তৈরিই করেছে অপেক্ষা করার জন্য ।
__লীলাবতী
সপ্তম শতকের বিখ্যাত গণিতজ্ঞ ভাস্কারাচার্যের কন্যার নাম “ লীলাবতী” । তবে “লীলাবতী” চরিত্র লেখক হুমায়ুন আহমেদকে এতই অভিভূত করেছিলেন যে উনি তার উপন্যাসের নাম দিয়েছে “লীলাবতী ”।
লীলা তার চিঠিতে আনিস সাহেবকে লিখেছিল “জেলখানা থেকে একসময় না একসময় ছাড়া তো পাবেনই। চলে আসবেন আমাদের এখানে ।শেষ তিন পৃষ্ঠা লিখে আপনার চার খন্ডের বড় একটি কাজের সমাপ্তি টানবেন ।
আমি অপেক্ষা করে থাকব ।
বিনীতা
লীলাবতী ’
শুভ জন্মদিন #হুমায়ুন_আহমেদ

Address

Tangail
1980

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share