CANVAS

CANVAS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CANVAS, Digital creator, Tangail.
(27)

"টুকরো টুকরো ভালো লাগার সংগ্রহশালা''
It's not my profession, It's my addiction.🥰

যদি সুযোগ হয় পাহাড়ে একটা বাড়ি কিনবো, যেখানে রোজ সকাল হবে মেঘ সহ মিষ্টি রোদের আলতো ছোঁয়ায়। নির্জনতা আর মাঝে মাঝে পশু-পাখির মধুর ডাক হবে নিত্যসঙ্গী।।

দূখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক তবে তাই হোক।
08/06/2024

দূখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল আলোক তবে তাই হোক।

07/06/2024

I gained 789 followers, created 279 posts and received 3,932 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

04/06/2024

~মানুষের মূল্য খুবই সামান্য। 🙂
দশ হাজার টাকা হারিয়ে গেলে কুড়ি বছর পরেও সেই টাকার শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে কুড়ি দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাবার চেষ্টা করি।।.....🌷✨📖😅

📖:অপেক্ষা
✍️: হুমায়ূন আহমেদ

বই আপনার ইমাজিনেশন, চিন্তাকে, আপনার কথা বলার স্টাইলকে এবং আপনার চিন্তাভাবনা সাজানোর স্টাইল কে যেভাবে ইনফ্লুয়েন্স করবে সে...
31/05/2024

বই আপনার ইমাজিনেশন, চিন্তাকে, আপনার কথা বলার স্টাইলকে এবং আপনার চিন্তাভাবনা সাজানোর স্টাইল কে যেভাবে ইনফ্লুয়েন্স করবে সেটা আপনাকে আর অন্যকিছু করবে না।

পার্থিব জীবনের সুন্নাহ হলো, আপনাকে সবর করতে হবে, তাড়াহুড়া চলবে না। আজ চাকরি শুরু করেই যদি ভাবেন কাল প্রমোশন হয়ে যাবে, বে...
31/05/2024

পার্থিব জীবনের সুন্নাহ হলো, আপনাকে সবর করতে হবে, তাড়াহুড়া চলবে না। আজ চাকরি শুরু করেই যদি ভাবেন কাল প্রমোশন হয়ে যাবে, বেতন বাড়বে; অথবা আজ ব্যবসা শুরু করে ভাবেন, কালই প্রফিট আসবে, পরশু ঘুরতে বের হবেন দেশ-বিদেশে; কিংবা হুট করেই ভাবেন বিয়ে করবেন, বা হঠাৎ দ্বীনদার হয়ে যাবেন...

এর কোনোটাই হুট করে হবে না। আল্লাহ তায়ালা তাই বারবার সবরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সবর শুধু বিপদ-আপদে না, স্বাভাবিক অবস্থায়ও সকল ক্ষেত্রে। পরিবার, ব্যবসা, ইবাদত - সব জায়গায়।

নতুন প্রজন্ম সবরের শিক্ষা পায় না বলে হুটহাট কিছু ভালো লাগে, আবার হুটহাট হতাশ হয়ে যায়। খুব দ্রুতই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব মেলাতে থাকে। আত্মহত্যার সিদ্ধান্তও নিয়ে নেয় হুটহাট। এ অবস্থা দেখে শয়তানও যেন অবাক হয়ে যায়।

কাজেই, প্রকৃত সুখী হতে চাইলে সবর ও অল্পেতুষ্টির চর্চা করুন। হুটহাট প্রাপ্তির অবাস্তব প্রত্যাশা পরিহার করুন।

©Yousuf Sultan

গত বছর  যখন প্রচন্ড গরম পড়লো, সেই সময়ে কেনা এই কাঠগোলাপের গাছ।এই বছর ও ফুল ফুটল না তাতে কি সামনে নিশ্চয়ই ফুটবে🥰🥰 প্রতিদি...
30/05/2024

গত বছর যখন প্রচন্ড গরম পড়লো, সেই সময়ে কেনা এই কাঠগোলাপের গাছ।এই বছর ও ফুল ফুটল না তাতে কি সামনে নিশ্চয়ই ফুটবে🥰🥰

প্রতিদিন সাধনা করার মত পানি দেই আমি গাছ গুলো তে। কোন গাছের ছায়া দরকার, কোনটার রোদ বুঝে জায়গা অদল বদল করে দেই প্রতিনিয়ত ই।

বেলী ফুলের ডাল কেটে লাগানো ছোট চারাগাছ গুলো ভর্তি কলি আর ফুল- গন্ধে মাতোয়ারা অবস্থা!
জুই ফুলের ছোট্ট গাছটা ছেয়ে গেছে ফুলে,নয়ন তারায় ও নতুন নতুন কলি!

যত্নে মরুভূমিতেও বুঝি ফুল ফোটানো যায়!

'ইন্দুবালা ভাতের হোটেল' এর সেই 'আম তেল' এর কথা মনে আছে? আপনাদের সাথে আমার  স্টাইলে করা আম তেল এর রেসিপি শেয়ার করলাম। কাঁ...
29/05/2024

'ইন্দুবালা ভাতের হোটেল' এর সেই 'আম তেল' এর কথা মনে আছে?
আপনাদের সাথে আমার স্টাইলে করা আম তেল এর রেসিপি শেয়ার করলাম। কাঁচা আম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন।এই রেসিপি তে রসুনের ব্যবহার করা হয়েছে, তাই ইন্দুবালার রেসিপি থেকে ভিন্ন। যারা রসুন পছন্দ করেন না বা খান না, তারা দয়া করে ইগনোর করবেন। 🙂

"আম তেল"

উপকরণঃ
কাঁচা আম ৫০০ গ্রাম
সরিষার তেল ৩৫০ গ্রাম
আস্ত রসুন কোয়া ৫/৬ টা
মরিচ গুঁড়ো ১ চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
শুকনো মরিচ ৭/৮টা
কালো ও সাদা সর্ষে ৩ টে চামচ
মেথি ১/২ চা চামচ
আস্ত জিরা ১/২ চা চামচ
আস্ত ধনিয়া ১ চা চামচ
আস্ত মৌরী ১/২ চা চামচ
লবন ২ টে চামচ
চিনি ১ চা চামচ

যেভাবে করবেনঃ
খোসা সহ কাঁচা আম টুকরো করে ধুয়ে ভাল করে পানি ঝরিয়ে নিতে হবে।এবারে তাওয়াতে সমস্ত আস্ত মসলা ও শুকনো মরিচ ভেজে হালকা ঠান্ডা করে নিন। এরপর মশলাগুলো এবং সরিষা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমের সাথে লবণ, হলুদ ও মরিচ, সরিষা ও ব্লেন্ড করা মশলা গুলো ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে হালকা গরম করে নিতে হবে। তার পরে ৪ থেকে ৫ ঘন্টা রোদে দিন। পরের দিন আবার ২/৩ ঘন্টা রোদে দিন।

এবার একটি পাত্রে রোদে শুকানো আম ও রসুনের সাথে অর্ধেকটা সরষে তেল, অল্প চিনি ভাল করে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন।

একটি পরিষ্কার কাঁচের বোয়ামে প্রথমে আমের মিশ্রন টা রাখুন। এরপর বাকি অর্ধেকটা তেল দিয়ে ঢাকনা লাগিয়ে নিন।কয়েকটা শুকনো মরিচ ও দিতে পারেন। কয়েক দিন একাধারে রোদে দিন। এরপর সাধারণ তাপমাত্রায় ঘরে রেখে দিন।

৪/৫ দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে মজাদার আম-তেল। মাঝে মাঝে ঢাকনা খুলে রোদে দিলে এটা বছর খানেক সংরক্ষণ করতে পারবেন।

আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন?প্রায় ৭২ ঘন্টা পরে বিদ্যুৎ পেলাম। আপনাদের সবার কি অবস্থা 🥰
29/05/2024

আসসালামু আলাইকুম। শুভ সকাল।
সবাই কেমন আছেন?প্রায় ৭২ ঘন্টা পরে বিদ্যুৎ পেলাম। আপনাদের সবার কি অবস্থা 🥰

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
27/05/2024

I've received 1,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

আমি বুঝিনা কিভাবে একটা মানুষ তার আইডি তে মাসের পর মাস কোন স্ট্যাটাস না দিয়ে,ছবি আপলোড না করে, কিচ্ছু শেয়ার না করে ফেলে র...
26/05/2024

আমি বুঝিনা কিভাবে একটা মানুষ তার আইডি তে মাসের পর মাস কোন স্ট্যাটাস না দিয়ে,ছবি আপলোড না করে, কিচ্ছু শেয়ার না করে ফেলে রাখে! আমার তো স্ট্যাটাস না দিলে বা সারাদিনেও কিছু শেয়ার না দিলে 'কেমন জানি' লাগা শুরু হয়!
তোমরা কেমনে পারো?! কেমনেএএএএএ???

25/05/2024

কাচা আমের বার্মিজ আচার 🌿🌿

24/05/2024

I gained 878 followers, created 272 posts and received 4,742 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

শুভ সকাল।।
23/05/2024

শুভ সকাল।।

Actually  জীবনটা হলো এক কাপ চায়ের মতো। এটা তেমন স্বাদই দিবে যেমনটা আপনি বানাবেন!এই চা আবিষ্কার না হলে কি যে হতো!!এক কাপ...
21/05/2024

Actually জীবনটা হলো এক কাপ চায়ের মতো। এটা তেমন স্বাদই দিবে যেমনটা আপনি বানাবেন!এই চা আবিষ্কার না হলে কি যে হতো!!এক কাপ চা শুধু চা নয় একটা শান্তি!❤️
সকালে ঘুম থেকে উঠে কিংবা অফিসের ক্লান্তিতে আমাদের ভরসা এক কাপ চা। আবার বন্ধুদের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে মিষ্টি সময় কাটাতেও চায়ের জুড়ি নেই। এজন্যই হয়তো কবীর সুমন গেয়েছিলেন, 'এক কাপ চায়ে আমি তোমাকে চাই,।।
২০০৫ সালে চা উৎপাদনকারী দেশগুলো এক হয়ে আন্তর্জাতিক চা দিবস পালন করে। এই দেশগুলো হলো- শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা। পরে ২০১৯ সালে ২১ মে বিশ্ব চা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ চা দিবসকে হ্যাঁ বলে। ২০২০ সালের ২১ মে জাতিসংঘ প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস পালন করে।।
তাই আমি সহ সকল চা প্রেমীদের আজকে চা দিবস এর শুভেচ্ছা 🥰🥰🥰🥰

কি ব্যাপার, নিজেকে বদলাচ্ছেন না যে! কিন্তু সবি তো ঠিকঠাক আছে, হঠাৎ বদলাতে কেন হবে! তাইতো? হুম! বদলাতে হবে তো। আমরা তো এত...
20/05/2024

কি ব্যাপার, নিজেকে বদলাচ্ছেন না যে!

কিন্তু সবি তো ঠিকঠাক আছে, হঠাৎ বদলাতে কেন হবে!
তাইতো?
হুম! বদলাতে হবে তো। আমরা তো এতটা সরল হতে পারি না, যতটা সহজ হলে লোকে আমাদের বোকা ভাববে! আবার এতটা বিনয়ী ই বা কেন হবো , যতটা বিনয়ী হলে লোকে আমাদের নমনীয়তাকে দুর্বলতা ভাববে!

কিছু না হোক, না থাক কোন বেনিফিট! একটু নিজের কথাগুলো বলতে শিখতে হবে।

কথা কেন বলতে হবে!

হুম! কথা বলতে হবে তো!মন খুলে হাসার জন্য! আর নিজের ভেতরের আত্মাটাকে একটু প্রাণ দেওয়ার জন্য!

সবি প্রাণবন্ত হবে,কিন্তু অবশ্যই নিজের সীমা অতিক্রম করে নয়!

বয়ামের তলায় পড়ে থাকা, নেতিয়ে পড়া কুকিজের মত না থেকে, চিকেন ফ্রাই এর মতো ও থাকা যায়! উপর থেকে ক্রিস্পি কিন্তু ভিতরে জুসি।
যাতে ভাঙলেও অন্তত কিছুটা শব্দ করেই ভাঙ্গে!

তাই না?

Rasheda Akter Muna

শুভ সকাল।। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
20/05/2024

শুভ সকাল।। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?

"Appreciate the efforts. When someone is giving their all to make you feel special and better, appreciate it.Not everyon...
16/05/2024

"Appreciate the efforts. When someone is giving their all to make you feel special and better, appreciate it.
Not everyone would do that for you. Not everyone would go their limits and beyond to make you feel loved.

Efforts are rare so appreciate it before it starts to fade because no matter how much a person cares about you, if their constant efforts aren't appreciated properly, it would push them away slowly.

So appreciate and value those efforts before you are left with a lot of regrets and grief."

16/05/2024

I gained 884 followers, created 264 posts and received 4,881 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

খুব শীঘ্রই তুমি হেসে বলবে,আমি যা প্রার্থনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমার রব আমাকে দিয়েছেন'! ☺️🌸  [আলহামদুলিল্লাহ]
15/05/2024

খুব শীঘ্রই তুমি হেসে বলবে,

আমি যা প্রার্থনা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমার রব আমাকে দিয়েছেন'! ☺️🌸
[আলহামদুলিল্লাহ]

আসসালামু আলাইকুম।সবার দিনটা সুন্দর কাটুক। শুভ সকাল।
13/05/2024

আসসালামু আলাইকুম।
সবার দিনটা সুন্দর কাটুক।
শুভ সকাল।

দিনটা সবার সুন্দর হোক, শুভ সকাল🌹🤍
12/05/2024

দিনটা সবার সুন্দর হোক, শুভ সকাল🌹🤍

11/05/2024

I gained 887 followers, created 270 posts and received 4,983 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

11/05/2024

সকাল থেকেই এই হাদিসটা যতবার দেখতেছি ততবার কান্না চলে আসছে ভয়ে।

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত।

জিন্দা মানুষের গা থেকে চামড়া টেনে টেনে খুল-তে যতটা না কষ্ট হবে তার চেয়েও কয়েক শত কোটি বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা [সূরা-বাকারা]

আল্লাহুম্মাগফিরলি, কতই না কষ্টগুলো হবে সেই সময়টুকুতে, মহান আল্লাহ পাক আমাদের মৃত্যুকে সহজ করে দিন, আমিন!

কোথাও যাবেন ভেবে যখন সাজবেন , তখন নিজে আয়নায় দাঁড়িয়ে ভালো করে দেখবেন নিজেকে। যদি নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে,...
10/05/2024

কোথাও যাবেন ভেবে যখন সাজবেন , তখন নিজে আয়নায় দাঁড়িয়ে ভালো করে দেখবেন নিজেকে। যদি নিজের কাছে নিজেকে খুব ভালো লাগে, তাহলে দ্বিতীয় কোন ব্যক্তিকে জিজ্ঞেস করবেন না," আমাকে কেমন লাগছে?" অর্থাৎ আপনাকে কেমন লাগছে এই সাজে বা এই পোশাকে এই কথা কারো কাছে জানতে চাইবেন না। নিজের কাছে নিজেকে সুন্দর লাগছে মানে , একশত ভাগ আপনাকে সুন্দর দেখাচ্ছে।

এমনকি অনেকের মধ্যে গেলে কে কি বলে? কেউ কোন খুঁত ধরে কিনা? সবার কাছে আপনার সাজ ঠিক আছে কিনা ? ইত্যাদি নিয়ে কোন অবস্থাতেই ভাববেন না। এই ভাবনা গুলো আপনার সৈন্দর্যকে নষ্ট করবে, মনকে খারাপ করে দিবে , আপনার পছন্দের সাজ পোশাককে হেয় করবে, আপনার আত্মবিশ্বাস কমিয়ে দিবে। তখন আপনি আপনার ভিতরকার মানুষটিকে গুটিয়ে ফেলবেন, কনফিডেন্স হারাবেন, যা আপনার আচরনে প্রকাশ পাবে।

মনে রাখবেন সাজতে হয় নিজের খুশির জন্য। অন্যরা কে কি বলে সেই জন্য না।যে আপনার আপন, যে আপনাকে বুঝে , যে আপনার প্রকৃত বন্ধু তার কাছে আপনি না সাজলেও সুন্দর। দেখবেন মা , বাবা কখনো বলে না তোমাকে কেমন দেখাচ্ছে !! বাবা -মা -সন্তান এই সম্পর্কের মানুষগুলো কখনো এমন বলে না। যারা বলে তারা আসলে আপনাকে মন থেকে ভালোবাসে না।তাই তাদের কথা ভেবে নিজের মনকে কষ্ট দিবেন না। নিজের কাছে নিজেকে সুন্দর ভাবা মানে আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা । তবে ব্যতিক্রম ও আছে , তাদেরটা অহংকার । আমি তাদের কথা বলিনি। বলেছি সরল সুন্দর সেই সহজ মানুষ গুলোর কথা । তাই এখন থেকে আয়না আর নিজের মনকে বিশ্বাস করুন দেখবেন ভালো আছেন।

জীবনে এতো এতো উল্টো পাল্টা কাজ করছি যে,গা'ধা দিবসে বার বার নিজেকেই শুভেচ্ছা জানাচ্ছি!আপনারা  নিজেদের গাধাদের শুভেচ্ছা জা...
08/05/2024

জীবনে এতো এতো উল্টো পাল্টা কাজ করছি যে,গা'ধা দিবসে বার বার নিজেকেই শুভেচ্ছা জানাচ্ছি!
আপনারা নিজেদের গাধাদের শুভেচ্ছা জানাইতে চাইলে মেনশন করে পালিয়ে যান 😆😆😆😆😆
-your-gadha

রান্না আমি বাড়ি থেকে শিখিনি শিখেছি পড়াশোনার জন্য  বাইরে থাকতে গিয়ে। অনেকে ভাবে রান্না যারা করে তারা বোধহয় unculture, ...
07/05/2024

রান্না আমি বাড়ি থেকে শিখিনি শিখেছি পড়াশোনার জন্য বাইরে থাকতে গিয়ে। অনেকে ভাবে রান্না যারা করে তারা বোধহয় unculture, ঘরোয়া,smart না even এটা কোনো বড়ো ব্যাপার না । bt সময় সিচুয়েশন আমাকে শিখিয়েছে রান্না জানা টা একটা basic ব্যাপার, এটা না জানলে পরের উপর dependent হয়ে যেতে হয়। তাই ধীরে ধীরে শিখেছি। এখন আমি বেশ ভালোবাসি মাঝে মাঝে রান্না করে সবাই কে নতুন নতুন খাবার খাওয়াতে। পুরো week আমি মায়ের হাতের রান্না খাবো আর একদিন সে আমার হাতে।এটাই আনন্দ 👌❤️


🎉 Facebook recognized me as a top rising creator this week!
07/05/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

05/05/2024

I gained 914 followers, created 267 posts and received 5,234 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when CANVAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CANVAS:

Videos

Share



You may also like