14/01/2025
সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে কি হারায় জানেন?
যত্ন🙂
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন!
কেউ তার কথা শুনবে সেই যত্ন!প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন🙂
এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়।
ছুটি নেই, ছাড় নেই,চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের!
এই আগ্রহকে কি যেন বলে?
বোকা একটা নাম আছে এই আগ্রহের!
মায়া!
নিজেকে নিঃষেশ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া"!
অথচ তার জন্যই কারো মায়া হয় না!
কেমন অদ্ভুত না ব্যাপার!💔
সবকিছু করেও যখন দিনশেষে শুনতে হয় কিছুই করিনি😄