Quraner tafsir media

Quraner tafsir media শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব দা:বা: বয়ান পেতে ফলো করুন আমাদের পেজ

প্রয়োজনে হুজুরের সাথে যোগাযোগ করুন--01715207485
(3)

02/10/2024

খাদিজা রা : নবী কে,, কি ওছিয়ত করছেন?? বিস্তারিত শুনুন

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরালভিডিওシ #আফতাবুজ্জামান #মুফতি

02/10/2024

আহ!! যে বয়ানে অন্তর শীতল হয়।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরালভিডিওシ #আফতাবুজ্জামান #মুফতি

01/10/2024

এবাদত বন্দীগি করতে হবে নবীর তরিকায়

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরালভিডিওシ #আফতাবুজ্জামান #মুফতি

01/10/2024

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#আফতাবুজ্জামান #ভাইরালভিডিওシ #মুফতি

30/09/2024

আবু জাহেল যুদ্ধ যাওয়ার আগে বায়তুল্লায় ধরে দোয়া করে সেই দোয়া নিজের উপরে পরলো।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#আফতাবুজ্জামান #মুফতি

30/09/2024

কবরের পাশে দিয়া যখন মানুষ যায় তখন সময় কবর ওয়ালা ওই মানুষ কে লক্ষ্য করে ডাক দিয়ে কি বলে।। আমরা তাদের ডাক শুনি না।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#মুফতি #আফতাবুজ্জামান

29/09/2024

তাওরাতের এক পাঠক আমাদের নবীর নাম (চার) জায়গায় পাইছে সে ছিঁড়ে ফেলছে।। পরের বার তাওরাত পড়ে দেখে (৮) জায়গায় নবীর নাম।। ওই ( ৮) জায়গা থেকে ও ছিঁড়ে ফেলছে পরের বার তাওরাত পড়ে দেখে ( ১২) জায়গায় নবীর নাম।। সুবাহানআল্লাহ।। বিস্তারিত শুনুন

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#আফতাবুজ্জামান #মুফতি

28/09/2024

এমন বয়ান আগে কখনো শুনেন নি

সূরা কাওছারের ভিতরে (১০) সংখ্যার রহস্য দিয়ে কিভাবে নবীর মর্যাদা বৃদ্ধি পেয়েছে, শুনলে আপনি অবাক হবেন

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#আফতাবুজ্জামান #মুফতি

28/09/2024

বান্দা জাহান্নামে ঘুরতে যাবে যাওয়ার পর কি হবে বিস্তারিত শুনুন।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#আফতাবুজ্জামান #মুফতি

27/09/2024

📢🎙️🔊🎤

27-09-2024

🛑সরাসরি জুম্মার বয়ান 🛑

ধারাবাহিক কোরআনের তাফসির❤️👍

সূরা-- ইউসুফের (প্রথম পর্ব)

আলোচনা পেশ করছেন -- শাইখুল হাদীস
মুফতি আফতাবুজ্জামান মুস্তাফী সাহেব হাফিজাহুল্লাহ

26/09/2024

শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন

সবাইকে জুম্মা মোবারক

26/09/2024

হাশরের মাঠে একদল বাম হাতে আমল নামা পাবে

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি

25/09/2024

📢🎙️🔊🎤

🛑 বয়ান🛑

25-09-24

দারুল উলূম সুড়িকান্দি ক্বওমী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল

স্থান -- গোয়ালটাবাজার,, বড়লেখা।

আলোচনা পেশ করছেন-- শাইখুল হাদীস
মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব দা:বা:

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব হাফিজাহুল্লাহ।।  আজকের মাহফিল বড়লেখায় মাহফিল সফলতা কামনা করি
25/09/2024

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব হাফিজাহুল্লাহ।। আজকের মাহফিল বড়লেখায়

মাহফিল সফলতা কামনা করি

25/09/2024

নবীর ইন্তেকাল নিয়ে সাহাবায়ে কেরাম (রাদিআল্লাহু আনহু আইজমাইন) কি করছেন??

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি #মাহফিল

24/09/2024

ইসরাফিল আ: দ্বিতীয় (শিঙ্গা ফুর) পর জিবরাইল আ: কে আল্লাহ কি বলবেন??

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি #মাহফিল

মুফতী আফতাবুজ্জামান মুস্তাফি হাফি:(জন্ম: ১৯৮৩ ইং বাহুবল, হবিগঞ্জ)শিক্ষা জীবনে হাইস্কুল শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়ে অত্...
24/09/2024

মুফতী আফতাবুজ্জামান মুস্তাফি হাফি:

(জন্ম: ১৯৮৩ ইং বাহুবল, হবিগঞ্জ)
শিক্ষা জীবনে হাইস্কুল শেষ করে মাদ্রাসায় ভর্তি হয়ে অত্যন্ত সুনামের সাথে দেশের নামকরা মাদ্রাসাগুলোতে লেখাপড়া করেছেন। তাঁর উস্তাদগন হলেন বিবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহ, আল্লামা মুনীরুজ্জামান সিরাজী রহ,শাইখুল হাদীস আল্লামা ইসহাক সাহেব কানাইঘাটী রহ, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রহ, শাইখুল হাদীস আল্লামা নেজাম উদ্দীন রহ, আল্লামা আব্দুল খালিক চলিতাতলী , সহ অসংখ্য আসাতিজায়ে কেরাম।
তাঁর নিজ গ্রামে উনার প্রতিষ্টিত জামেয়া মুস্তাফিয়া নামে একটি দাওরায়ে হাদীস পর্যন্ত মাদ্রাসা আছে।

তিনি প্রায় ২৪ বছর ধরে ময়দানে ওয়াজ করে যাচ্ছেন। এবং স্বল্প সময়ের মধ্যেই দেশের একজন জনপ্রিয় ওয়াইজ ও মুফাসসির হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
বিষয় ভিত্তিক তাফসীর কারক হিসেবে ,কর্তৃপক্ষের দেয়া যে কোন কঠিন বিষয় নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, বৃহত্তর সিলেটের মধ্যে উনার অনেক সুনাম রয়েছে।
খোদা প্রদত্ত সুললিত কন্ঠের মাধ্যমে ওয়াজ তাফসীর করে ,শ্রোতাদের কাছে তিনি একজন চিত্তাকর্ষক বক্তা হিসেবে পরিচিত। যিনি গভীর রাতেও শ্রুতাদেরকে সুন্নতী হাঁসি ও কৌতুকের মাধ্যমে প্রাণবন্ত করে রাখেন, এবং সমসাময়িক বিষয়ের উপর হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে হুংকার দিয়ে সর্বসাধারণকে সজাগ ও সোচ্চার করে তুলেন।

তিনি সিলেট বিভাগের বড় বক্তাদের তালিকার একজন। দেশের বেশির ভাগ জেলায় ওয়াজ করে বহু সুনাম অর্জন করেছেন। এছাড়াও উনার বাবা-দাদা ও পূর্বপুরুষগণ এলাকার বড় বড় সামাজিক শালিশী বিচারক থাকার কারণে তিনি নিজও প্রতিনিয়ত এর সাথে জড়িত। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সবসময় বড় ধরনের হত্যা মামলাসহ সকল সমস্যার সমাধানে ইনসাফের সাথে সর্বদা খেদমত করে আসছেন।
আল্লাহ যেনো হুজুরকে নেক হায়াত বাড়িয়ে দেন। আমিন।

24/09/2024

যার ভিতরে ৬ টা গুন আছে।। তারে আল্লাহ কোনো সময় ধংস করে না নবীরে শান্তনা দিলেন।। খাদিজা রা :

শায়খ মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি #মাহফিল

23/09/2024

বাইতুল মোকাররম মসজিদের খতীব কে হবেন? গত শুক্রবারে জাতীয় মসজিদের ভিতরে জুতা ছুড়াছুড়ি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি, হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ। জনসাধারণ এই বিষয়ে প্রশ্ন করলে লজ্জায় মাথা নীচু হয়ে যায়, অনেকগুলো প্রশ্ন সামনে উত্থাপিত হয়।১ম প্রশ্ন: ইদানিং বহুলোক ফেইসবুকে অনেক বড় বড় আলেমদের ছবি দিয়ে পোষ্ট করতে দেখা যায়,যে অমুক হুজুর খুব যোগ্য তমুক হুজুর অনেক বিজ্ঞ অতএব উনাকে বাইতুল মোকাররমের খতীব হিসেবে দেখতে চাই। বুঝার বিষয় হলো যাকে খতীব বানানোর জন্য পোষ্ট করা হলো উনি আপনাকে এব্যাপারে কোন দায়িত্ব দিয়েছেন কি না? যদি না দিয়ে থাকেন তাহলে " মা'র চেয়ে মাশীর দরদ " দেখানোর প্রয়োজন কি? এখানে যাকেই খতীবের দায়িত্ব দেওয়া হবে তার প্রতিই ভিন্ন মতাবলম্বীরা হিংসার তীর ছুঁড়ে মারবে,এটা আপনি মানলেও সত্য না মানলেও সত্য। তাহলে আলোচিত প্রশ্নের জবাব হল- যেহেতু সেটা জাতীয় মসজিদ এবং এর অধীনে চাকরিটি সরকারি,সেহেতু সেখানে ইমাম-খতিব নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত রোলস বা নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী সার্টিফিকেটধারী যোগ্য ব্যক্তি নিজে স্বেচ্ছায় চাকরি করার জন্য কর্তৃপক্ষের বরাবরে আবেদন করতে হবে।দরখাস্তের প্রেক্ষিতে লিখিত ও মৌখিক যত পরীক্ষা আছে সবগুলোতে উত্তীর্ণ হলে সেই ব্যক্তিটি হয়তবা খতীবের আসনে বসার সুযোগ পাবেন। সরকারি নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি যে কোন আকিদার লোক হোন না কেন তার বিরুদ্ধে আর কাহারও নাক গলানোর কোন সুযোগ নেই।তবে হ্যাঁ- বাহির থেকে এতটুকু আওয়াজ দেওয়া যেতে পারে যে এতবড় একটি প্লাটফর্মের জন্য সৎ,যোগ্য নিষ্ঠাবান, বিশুদ্ধ আক্বিদা সম্পন্ন, সর্বজন শ্রদ্ধেয়, বাংলা-আরবী- ইংলিশ এই তিন ভাষায় সমান পারদর্শী এবং রাজনীতি মুক্ত একজন পঞ্চাশোর্ধ বয়স্ক আলেমকে নির্বাচিত করা হউক। ২য় প্রশ্ন: জাতীয় মসজিদের খতিব বা ইমামকে অপসারণ করার যোগ্য কে? জবাব হল- যে সমস্ত কর্তৃপক্ষ ইমাম খতিব নিয়োগ দেওয়ার অধিকার রাখেন কেবল মাত্র তারাই ইমাম - খতীবকে দায়িত্ব থেকে অপসারণ করতে পারেন।অন্য কেউ সেই দায়িত্ব হাতে নিলে অনধিকার প্রবেশ হয়ে মসজিদের মত পবিত্র স্হানে জুতা ছুড়াছুড়ির মত ঘৃন্য ঘটনা বারবার ঘটতেই থাকবে যা কাহারও কাম্য নয়। ৩য় প্রশ্ন: বাইতুল মোকাররমে নামায পড়লে কত সওয়াব পাওয়া যাবে? জবাব হল-বাইতুল্লাহ শরীফে এক রাকাত নামাজ জামাতের সাথে পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, মদীনার মসজিদে এক রাকাতের বিনিময়ে পঞ্চাশ হাজার রাকাতের নেকী, মসজিদে আকসায় এক রাকাত পড়লে এক হাজার রাকাতের মর্যাদা হয়,এই তিন মসজিদ ছাড়া সকল জামে মসজিদে এক রাকাতের বিনিময়ে পাঁচশ রাকাতের নেকী হয়, এবং পান্জেগানা মসজিদে এক রাকাতের বিনিময়ে পঁচিশ রাকাতের সওয়াব পাওয়া যায়। তাহলে বাইতুল মোকাররম যেহেতু সওয়াবের বেলায় আমার মহল্লার জামে মসজিদের সমান সেহেতু সেখানে আমার আকিদার খেলাফ কোন ইমাম ও খতীব থাকলে আমি ফেৎনা থেকে বাঁচার জন্য জাতীয় মসজিদে না গিয়ে অন্য একটি জামে মসজিদে নামাজ আদায় করাই উচিত। আসল কথা হলো সবাই এই মসজিদটিকে যার যার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শুরু করেছে।কেউ উত্তর দিকে মিটিং করে আবার কেউ দক্ষিণ দিকে, এবং কেউ অন্য দিকে। যখন মারামারি শুরু হয় তখন একদল আত্মরক্ষার জন্য মসজিদে জুতা সহ প্রবেশ করে এবং অন্য দল তাদেরকে প্রতিহত করার জন্য দৌড়ানি দিয়ে মসজিদে গিয়েই আক্রমন শুরু করে,এতে করে সবসময় আল্লাহর ঘরটি নিরাপত্তাহীনতায় ভুগে। যার প্রায়শ্চিত্ত থেকে সমগ্ৰ বাংলাদেশের মানুষ রেহাই পাওয়া মুশকিল। অতএব আল্লাহর পবিত্র ঘর বাইতুল মোকাররমের ইজ্জত রক্ষায় আমরা যার যার অবস্থান থেকে সর্বাবস্থায় সজাগ থাকতে হবে। ভূলক্রটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রত্যাশায় রইলাম।

কপি পোস্ট

মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব দা:বা: টাইম লাইন থেকে

23/09/2024

ইউসুফ আঃ জুলেখা জন্য আল্লাহ কাছে কি দোয়া করলেন?? বিস্তারিত শুনুন

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি

23/09/2024

গভীর রাতে আল্লাহ তার বান্দা বান্দী কে ডাকে।।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী

#ভাইরাল #মুফতি

22/09/2024

ফেইসবুকে কোন কিছু দেখলে কোন কমেন্ট করতে ইচ্ছে করে না কারণ এতটা সময় হাতে নেই। মাঝে মাঝে কিছু না লিখলে আইডি নষ্ট হয়ে যাবে তাই ভদ্রতা ও শালীনতা বজায় রেখে কিছু লেখার চেষ্টা করি। ওয়াজের ময়দানটা অনেক বড় একটা প্লাটফর্ম যার মাধ্যমে আমাদের আকাবিররা দ্বীন প্রচারের জন্য যুগযুগ ধরে সেই পথটা বেচে নিয়েছেন, এবং সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তার আয়োজন করে থাকেন। যেখানে বক্তাদের এলেমকেই প্রাধান্য দেওয়া হত তবে কন্ঠস্বর সু-মধূর থাকলে তা ছিল সোনায় সোহাগা। এখন তা সম্পূর্ণ পাল্টে গেছে, কন্ঠস্বর ভালো থাকলে এমন বক্তাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় ,তবে সাথে এলেম থাকলে সম্মান একটু বেশি পাওয়া যায়। যেহেতু জনগণ বক্তাদেরকে অন্যান্য সেক্টরের তুলনায় বর্তমানে গুরুত্ব বেশি দেয় এবং টাকা পয়সা ও বেশি দেয় সেহেতু মানুষ হিসেবে সবারই টাকার প্রতি কিছুটা লোভ থাকার কারণে এলেম থাকুক বা না থাকুক সবাই বক্তা হতে চায়। দুনিয়ার লাইনে দেখুন যে মালের চাহিদা বেশি সবাই সে মালের দোকান খুলার জন্য পাগলপারা। বর্তমান সিজিউসনে সবাই বক্তা হতে চায় ,মনে করে এটা পূঁজি ছাড়া ব্যবসা।হলে হতেও পারে আবার এতটা সহজও নয় যতটা মানুষ মনে করে। কেউ আছেন কন্ঠের অধিকারী কিন্তু উনার এলেম নেই, আবার কাহারো এলেম আছে বাট কন্ঠ নেই। আবার কাহারও এলেম ও কন্ঠস্বর উভয়টি আছে কিন্তু জনগণ উনাকে দাওয়াত করেনা।এই অবস্থায় যে যাই কিছু বলুন না কেন ইচ্ছা করলেই কেউ মাঠে নেমে যাবেন বিষয়টি এত সহজ নয়। আল্লাহ পাকের ইচ্ছা এবং দয়া অবশ্যই থাকতে হবে। তবে বিধর্মী এবং বাতিলরা যেভাবে মানুষকে ইসলাম ও আকিদা সম্পর্কে ভূল মেসেজ দিয়ে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে, তাদের থাবা থেকে জনসাধারণের ঈমান আকিদা রক্ষার জন্য কেউ বড় ডাক্তার কেউ মাঝারি ডাক্তার এবং কেউ ছোট ডাক্তারের ভূমিকায় নিজেকে উপস্থাপন করে হকপন্তি লোকেরা যার যার যোগ্যতা অনুযায়ী বিশুদ্ধতা ঠিক রেখে ওয়াজের যময়দানে আরও নবীন-প্রবীন কিছু দায়ী জরুরী ভিত্তিতে আসা দরকার আমি মনে করি। এজন্য আপনি সহ আরও যারা আছেন তাদেরকে ওয়েলকাম জানাই। আসুন আমরা সবাই মিলে হকের পথে কাজ করি।

মুফতি আফতাবুজ্জামান মুসতাফী দা : বা:

22/09/2024

নবী কে দেখে দরবেশ কি ঘোষণা দিলো।।।

শাইখুল হাদীস মুফতি আফতাবুজ্জামান মুসতাফী সাহেব রাজাপুরী।

#ভাইরাল #আফতাবুজ্জামান #মুফতি

Address

Jalopara South Surma Sylhet
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Quraner tafsir media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share