স্বাধীনতা মিডিয়া - Shadhinta Media

স্বাধীনতা মিডিয়া - Shadhinta Media আমার স্বাধীনতা, সত্যের পথচলা
তথ্যের আলোয়, স্বাধীনতার গল্প

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/09/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/09/2024

আমি আপনাদের অনুরোধ করছি প্লিজ তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠান !! আমার পাপাকে থানা থেকে ছাড়িয়ে আনতে হবে...🐸

Always remind Yourself that Dunya is just Temporary anytime we will "Die".💔
11/09/2024

Always remind Yourself that Dunya is just Temporary anytime we will "Die".💔

04/09/2024

হে মহা দিশারী আলোর কাফেলা—
জেগে ওঠো জেগে ওঠো তব এই বেলা।

~ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ

25/08/2024

আজকের পর থেকে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা যে রূপেই ফিরে আসবি একটু ভেবে চিন্তে আসিস। এই বাংলার এক ইঞ্চি মাটিতেও তোদের জায়গা দিবে না সংগ্রামী ছাত্র জনতা।

22/08/2024

ভারতীয় আধিপত্যবাদ নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন জামায়াতের আমীর শহীদ অধ্যাপক গোলাম আযম (রহিমাহুল্লাহ্)। ভারতবিরোধী এমন অবস্থানের কারণেই হিন্দুত্ববাদের রোষানলের স্বীকার হয়েছিলেন শহীদ জামায়াত নেতৃবৃন্দ।

12/08/2024

প্রিয় এতিম ছাত্রলীগ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি 😎

01/08/2024

আমার আব্বুকে মেরে ফেলছে,আমার আব্বুকে গুলি করছে,আমার আব্বুকে রামদা লীগের গুন্ডারা মেরে ফেলছে....😥💔

18/07/2024

এক বিদেশী সাংবাদিক আপুর চোখে পানি , আর আমাদের হলুদ সাংবাদিকরা মজা নিচ্ছে...! ©️
হাজার হাজার শিক্ষার্থীর আর্তনাদ 😭

আর কতকাল গোলামীর জিন্দেগী কাটাবেন? কতকাল...............?
16/07/2024

আর কতকাল গোলামীর জিন্দেগী কাটাবেন?

কতকাল...............?

তাব্বাত ইয়াদা আবী লাহাবিউঁ ওয়া তাব্বা মা আগনা ‘আনহু মা-লুহূ ওয়া মা কাসাব।
15/07/2024

তাব্বাত ইয়াদা আবী লাহাবিউঁ ওয়া তাব্বা মা আগনা ‘আনহু মা-লুহূ ওয়া মা কাসাব।

রুখতে হবে ✊🏻
15/07/2024

রুখতে হবে ✊🏻

10/07/2024

প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান...💚
স্যালুট জানাই আপনাকে...🫡

30/06/2024

সামনে আমার এইচএসসি পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন..💚

25/06/2024

"আমি দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগণে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, তবে এমন গাঢ় কালো অমাবশ্যার রাত আসতে পারে- যার সুবহে সাদিক হওয়া অসম্ভব।"

-আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)

11/06/2024

সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস
দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ

সৎ-দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন
তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন

এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন
তাই তো শিবির করছে এই মহৎ আয়োজন

10/06/2024

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।

প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?

শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?

আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।

অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।

সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।

যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই।

- সাদিকুর রহমান খান

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীনতা মিডিয়া - Shadhinta Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share