SA. Fahim Chowdhury

SA. Fahim Chowdhury "ফা ইন্না মা'আল উসরি ইউসরা- নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। 🥰💖❤️‍🔥

DONE🫣
06/11/2024

DONE🫣

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে। ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় ...
05/11/2024

এই বাড়িটা আজ ৬দিন পর্যন্ত এভাবেই লাইটিং করে রাখা হয়েছে। ছেলের বাড়ি। বিয়ে করেছে ১৭বছরের প্রেমের সম্পর্কে বেধে থাকা প্রিয় মানুষটাকে। অনেক ছোট বয়স থেকে কথা দিয়ে রাখা ছেলেটা আজ ব্যারিস্টার। বউ ডাক্তার। সফল তারা। তাদের দুজনের এই সফলতার পিছনে সাপোর্ট হিসেবে কাজ করেছে ছেলের বাবা। বাবা ছেলেকে এই মেয়ে ছাড়া অন্য কারো সাথে মিশতে দেয়নি,অন্য কোথাও জড়িয়ে যাওয়ার ভয়ে নিজে ছেলেকে ভার্সিটিতে দিয়ে আসতেন আবার আনতেন। মেয়েটাকে আগলে রাখতো নিজের মেয়ের মত। কখনো ছেলেটার বাড়িতে মেয়েটা আসেনি,একেবারে বউ করে আনবে তাই। মেয়ের বাবা মায়ের সাথে গোপনে সব ঠিকঠাক করে রেখেছিলো। যা ছেলেমেয়ে কেউই জানতেন না। যেন তারা কোন অনৈতিক সম্পর্কে জড়িয়ে না পরেন সেইদিকটা পর্যন্ত ও খেয়াল রেখেছিলো খুব করে। মেয়েটাও শ্বশুর কে পাগলের মত ভালবাসে। সবকিছুর পরে গত শুক্রবার বিয়ের ডেট ফিক্সড হয়। তাদের বিয়ের আয়োজন দেখে,শুনে আমাদের চক্ষু ছানাবড়া। মেয়ে এ টু জেড শ্বশুর বাবার পছন্দে পরবে। বাবা নিজ হাতে সবকিছু শপিং করেছে মেয়েকে সাথে নিয়ে নিয়ে। তার জীবনের সমস্তটুকু দিয়ে সে মেয়েটার সব স্বপ্ন পুরনের জন্য প্লান করেছে। তার সবথেকে বড় স্বপ্ন ছিল তার ছেলের বিয়ের চেয়েও ওই মেয়েকে তার ঘড়ে আনা। এবং এই বিয়েতে সাতদিন পর্যন্ত লাইট জলবে তার বাড়িতে! নিজের বাড়িতে লাইট ছাড়া আর কোন ঝামেলা করেনি।সবকিছু সেন্টারে হবে এইভাবেই ফিক্সড করেছিলো! বিয়ের এক সপ্তাহ আগে সবকিছু এরেঞ্জ শেষ। গত মঙ্গলবার সকালে বাড়িতে লাইটিং করবে। সোমবার রাতে.. সেই ছেলের বাবাটা স্বপ্ন পুরন নিজ চোখে দেখার আগেই চলে গেলেন.. মানে আমি জাস্ট ধপ করে বসে পরছিলাম সেদিন সংবাদটা শুনেই! মেয়েটা সেন্সলেস হয়ে পরেছিলো! ছেলেটা পাগল পাগল! সমস্ত আয়োজন, সব প্লান নিভে গেলো এক মুহুর্তে! একটা সুন্দর গাড়ি ঢুকতো বাড়িতে। ছেলের বিয়ের গাড়ি! ফুল দিয়ে সাজানো গাড়ি! পুতুলের মত একটা বউমা বসে থাকবে! সেখানে বাড়িতে ঢুকলো লা/শের গাড়ি.. হঠাৎ স্ট্রোক! পাচ মিনিটেই শেষ! দুনিয়ার সকল আয়োজন বুঝি এমনি মিথ্যে!!? ছেলেটা বিয়ে করেছে পরশু শুক্রবার মসজিদে কাজী ডেকে ইমাম সাহেবকে নিয়ে বিয়ে পরিয়ে বাসায় চলে আসছে! বউ শাড়ি পরেনি,সাজেনি! সারাদিন তারা বাবার কবরের পাশেই কাটিয়েছে! উফফফফ জীবন.. ঠিক শনিবার থেকে বাড়িতে লাইট জলছে! ছেলেটা ইচ্ছে করেই পাগলের মত বলেছে তোমরা লাইট সাজাও! আমার বাবা দেখুক তার বাড়িতে সাতদিন পর্যন্ত

02/11/2024

Nature lover ❤️😊

07/09/2024

Monthly meeting of Red Blood-লাল রক্ত 💖🥰 iam proud to be a heroes of Red Heart

Monthly meeting 🥰
06/09/2024

Monthly meeting 🥰

04/09/2024

Favourite workout 🥰❤️

বাংলাদেশ সেনাবাহিনী তাূের একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে বন্যার্তদের জন্য দান করেছেন। তাদের প্রতি ভালোবাসা আরো বেড়...
23/08/2024

বাংলাদেশ সেনাবাহিনী তাূের একদিনের বেতন প্রধান উপদেষ্টার তহবিলে বন্যার্তদের জন্য দান করেছেন। তাদের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল।

ভারত আমাদের শত্রু!তুমি যদি ভারতপ্রেমি হও, তবে তুমি বাংলাদেশ বিদ্বেষী।🫵         Loud & Clearছবিঃ খাগড়াছড়ির বর্তমান অবস্...
21/08/2024

ভারত আমাদের শত্রু!
তুমি যদি ভারতপ্রেমি হও, তবে তুমি বাংলাদেশ বিদ্বেষী।🫵

Loud & Clear

ছবিঃ খাগড়াছড়ির বর্তমান অবস্থা!😢

20/08/2024

ড.দিপু মণি গ্রেপ্তার

07/08/2024

ইলিয়াস আলীকে পাওয়া গেছে!
সোর্স- চালিয়ে দেন।

05/08/2024

All eyes on Hindus
যত মন্দির আছে সব পাহারা দেন।
মন্দির ভেঙে ভারতের আকর্ষণ নেওয়ার চেষ্টা চলছে।

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো! অথচ আমরা বোকারা ভাবতাম,এটা ১৯৫২ সালের চিত্র😅
17/07/2024

দেয়ালে এতদিন ভবিষ্যৎ আকাঁ ছিলো!
অথচ আমরা বোকারা ভাবতাম,এটা ১৯৫২ সালের চিত্র😅

Address

Sylhet
3100

Telephone

+8801831552999

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA. Fahim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA. Fahim Chowdhury:

Videos

Share