16/12/2023
একদিন যে বন্ধু গুলো হাত ধরে কথা দেয় সারাজীবন পাশে থাববো.. একদিন সেই বন্ধুগুলোই হাত ছেড়ে দেয়.. 😅কতো বছরের বন্ধুত্ব আমাদের... মানুষের জীবনে যেমন প্রথম প্রেম বা ভালোবাসা থাকে.. আমার জীবনেও তুই ঠিক সেই রকম ভালোবাসা ছিলি.. কখনো ভাবিনি আমাদের বন্ধুত্বের বিচ্ছেদ হবে.. কিন্তু দেখ দিন শেষে আমাদের ও বিচ্ছেদ হলো... আগে দেখ তোর আর আমার কতো কথা হতো কিন্তু আজ একটাও কথা হয় না.. আমার ফোনে আর কোনো এসএমএস আসে না তোর থেকে.. 😅💔জীবনে কখনো ভাবিনি তুই আমাকে অবিশ্বাস করবি.. কিন্তু দেখ ঠিকই করলি.. যে আমাকে তোর চোখে খারাপ বানালো আজ সে তোর কতোই না ভালো বন্ধু 😅💔.. তুই না কথা দিয়েছিলি কখনো ছেড়ে যাবি না.. সব কি মিথ্যা ছিল 😅💔নিজেকে বড্ড একা লাগে অসহায় লাগে.. 😭😭কোনো দোষ না করেও আমি তোর চোখে দোষি 😅💔... ভালো থাকিস আমার না হওয়া বেস্ট ফ্রেন্ড... 😅😅