Adiyan Ahona

Adiyan Ahona আসসালামু আলাইকুম �

24/04/2024

বৃষ্টির জন্য দোয়া 🤲
আল্লাহুম্মা সয়্যিবান নাফিআ!
অর্থ -হে আল্লাহ্ মুষলধারে কল্যাণকর বৃষ্টি দিন!

(৩বার পড়ে আলহামদুলিল্লাহ)

21/04/2024

সিলেটে একটু আল্লাহর রহমত বেশি 🥰
সারাদেশে হিট এ্যালার্ট জারী করার পরও সিলেটে প্রতিদিন বৃষ্টি আবহাওয়া সহনীয়!!
আলহামদুলিল্লাহ 🖤🤲🕋

Everyone

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉 ...
16/04/2024

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
🤲🖤🕋

12/04/2024

শাওয়াল এর ৬রোজার সময় শুরু হয়ে গেছে,মাত্র ৬টি রোজা রাখলেই পাবেন সারা বছর রোজা রাখার সওয়াব!

এই সুযোগ যেন হাত ছাড়া না হয়!!!!

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

06/04/2024

কদরের রাতে কি কি যিকর আযকার করতে পারি ??
(রমদানের শেষ ১০ রাত বা বিজোড় রাতগুলোতে)

১। আস্তাগফিরুল্লাহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

২। বেশী বেশী দুরুদ পড়া। "আল্লাহুম্মা সল্লি 'আলা মুহাম্মাদিউ ওয়া 'আলা আলি মুহাম্মাদ"।

৩। সুবহানাল্লাহি ওয়াবিহামদিহ (কমপক্ষে ১০০ বার)

৪। লা ইলাহা ইল্লাল্লাহ (কমপক্ষে ১০০ বার)

৫। "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

৬। আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউন তুহিব্বুল 'আফওয়া ফা'ফু 'আন্নী। (‎‏(اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ উক্ত দোয়াটি বেশি বেশি পড়বেন।

৭। দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।

৮। "সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

৯। "সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার" (কমপক্ষে ১০০ বার) ।

১০। "লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

১১। "সুবহানাল্লাহিল 'আযিমি ওয়াবি হামদিহ" (যত বেশি পড়া যায়)

১২। সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

যিকর আযকারের পাশাপাশি আল্লাহর কাছে বেশি বেশি দুয়া মুনাজাত করব। ক্ষমা চাইব।❤️


আল্লাহ এর কাছে কি দুয়া করবেন.. [ চলুন জেনে নেই ]

- নিজের গুনাহ মাফের জন্য দোয়া করবেন !
-গুনাহ থেকে বেঁছে থাকার জন্য দোয়া করবেন !
-আল্লাহর অনুগত বান্দা হওয়ার জন্য দোয়া করবেন !
- সুন্নাহ মেনে চলা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
- অন্যের কাছে অপদস্থ না হওয়ার দোয়া করবেন !
- বদ নজর থাকে বাঁচার জন্য দোয়া করবেন !
-বিপদ বালা মছিবত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
-নিজের হেদায়েতের জন্য দোয়া করবেন !
- ইসলামের উপর টিকে থাকার জন্য দোয়া করবেন !
- মুনাফিকি থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
- নিজের পরিবারবর্গের জন্য দোয়া করবেন !
- পিতামাতার জন্য দোয়া করবেন !
- সন্তান সন্ততির জন্য দোয়া করবেন !
-সন্তান সন্ততি স্বামী স্ত্রী-নিজের জন্য নয়ন তৃপ্তিকর হওয়ার জন্য দোয়া করবেন !
- স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য দোয়া করবেন !
- সমস্ত মুসলিম উম্মাহর জন্য দোয়া করবেন !
-ছেলে মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
- ছেলে মেয়েরা যাতে ইসলামের উপর থাকে সেজন্য দোয়া করবেন !
-আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন !
-যারা আপনার কাছে দোয়া চেয়েছেন তাদের জন্য দোয়া করবেন !
-যে সমস্ত আত্মীয় স্বজন মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন !
- ইসলামের পথে থাকা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
- ইসলাম সম্প্রসারণের জন্য দোয়া করবেন !
-ইসলামের জন্য বুককে সম্প্রসারণ করার জন্য দোয়া করবেন !
- আপনার প্রয়োজন পূরণের জন্য দোয়া করবেন !
-রোগ মুক্তির জন্য দোয়া করবেন !
- হালাল রিজিক সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
- হারাম কাজ থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
- সহজে ঋণ পরিশোধ হওয়ার জন্য দোয়া করবেন !
- কাফেরদের উতপীড়ন থেকে নিরাপদ থাকার দোয়া করবেন !
- অন্যের উপর বোঝা স্বরূপ না হওয়ার জন্য দোয়া করবেন !
- বিদাত থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
- শির্ক থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
-লোক দেখানো ইবাদত থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
-ঈমান বৃদ্ধির জন্য দোয়া করবেন !
- সকল অবস্থায় খাটি ঈমানদার হয়ে থাকার জন্য দোয়া করবেন !
- বদ অভ্যাস থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
- জান্নাতুল ফেরদৌস এর জন্য দোয়া করবেন !
- জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
-কবরের আযাব থেকে মুক্তির জন্য দোয়া করবেন !
-সকল বিকাল জিকির করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
-প্রতিদিন কুরআন তিলওয়াত করা সহজ হওয়ার জন্য দোয়া করবেন !
- নবীজির শাফায়াত নসীব হওয়ার জন্য দোয়া করবেন ।
- দাজ্জালের ফেতনা থেকে বেচে থাকার জন্য দোয়া করবেন !
- সকল রকম ফেতনা থেকে মুক্ত থাকার জন্য দোয়া করবেন !
- মনে যাতে মুমিনদের প্রতি হিংসা উৎপাদন না হয় সে জন্য দোয়া করবেন।❤️

মাসজিদুল হারামের ইমাম শাইখ মাহির রমাদানের শেষ দশ দিনের জন্য এক চমৎকার আমলের ফর্মুলা দিয়েছেন

১) প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর (১০০০ মাস) পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।
২) প্রতিদিন দু' রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দু' রাকা'আত সালাতের সাওয়াব পাবেন।
৩) প্রতিদিন তিন বার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম ক্বুর'আন পাঠের সাওয়াব পাবেন ।
তিনি আরও বলেন, উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।❤️
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]❤️

আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।❤️
©

04/04/2024

অন্তরের খারাপ চিন্তা কাঁধের ফেরেস্তারা জানেন কি না.??

01/04/2024

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেনঃ
যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্যে রাত্রি জাগবে, তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে।

_[সহিহ বুখারী, হাদিস: ৩৫]

31/03/2024

শেষ দশক শুরু।
বাইরে ঠান্ডা বাতাস, পরিচ্ছন্ন আকাশ সম্ভাব্য ক্বদরের রাত।
দোয়া ইস্তিগফার কুর'আন তেলওয়াত সালাত।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি 🤲

29/03/2024

সুন্দর নসীহত ❤️

"আমাকে মাফ করে দিন" এই কথাটি আপনাকে কেউ বলার সাথে সাথে আপনি কোনো কিছু না ভেবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে মাফ করে দিন!

মাফ করার কারণে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবেন এবং উত্তম প্রতিদান দিবেন ইন শা আল্লাহ!

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, অপরাধ মার্জনা করার কারণে, আল্লাহ (মার্জনাকারীর) সম্মান ও ইজ্জত বাড়িয়ে দেন! (মুসলিম: ২৫৮৮; তিরমিযী হা: ২০২৯)

জীবন খুবই সংক্ষিপ্ত, এটাকে উপভোগ করতে চাইলে কারো প্রতি কোন ক্ষোভ কিংবা হিংসা রাখবেন না! নিজের সুখের জন্যই মনটা পরিস্কার করে ফেলুন! সবাইকে ক্ষমা করে মনটা ফ্রেশ রাখুন! জীবন উপভোগ করুন!

রাসূলে কারীম ﷺ বলেছেন, ‘আল্লাহ তা‘আলা সে ব্যক্তির উপর অনুগ্রহ করেন না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না’! (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৪৭)

©Elias Hossain

আমাকে প্লিজ মাফ করে দিন।

28/03/2024

আমরা যদি মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই তখন কি মৃত্যু ব্যক্তি বুঝতে পারে.?? কথাগুলো Everyone শুনবেন
゚ !

27/03/2024

★জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়★

১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।
২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।
৩) অশ্লীল ও খারাপ কথা বলা।
৪) কাউকে গালি দেয়া।
৫) কারও নিন্দা করা।
৬) অপবাদ দেয়া।
৭) চোগলখুরী করা।
৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।
৯) মুনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।
১০) অতিরিক্ত কথা বলা।
১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।
১২) কারও গীবত করা।
১৩) খারাপ উপনামে ডাকা।
১৪) কাউকে অভিশাপ দেয়া।
১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।
১৬) মিথ্যা স্বপ্ন বলা।
১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।
১৮) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।
১৯) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।

❤️নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় সামনে রাখা উচিত :

সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, 'যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব।' (বুখারী : ৬৪৭৪)

মহান আল্লাহ্ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন।
আমিন।🤲🤲🤲🤲
©👉 নিঃসঙ্গ নক্ষত্র

25/03/2024

কবরের চাপ থেকে কারা রক্ষা পাবে?
゚ Everyone

25/03/2024

◾যে নারী, পুরুষদের সাথে অবাধে কথা বলে এবং মিশে তার হায়া-লজ্জা নাই।

◾যে পুরুষ, নারীদের সাথে অবাধে কথা বলে এবং মিশে তার গাইরত নাই।

এই ২ টাইপের কাউকে বিয়ে করলে দুনিয়াতেই জাহান্নামের ফ্লেভার পাবেন।©

24/03/2024

""হে আল্লাহ্ 🤲
যেদিন আপনি আমার উপর খুশি হয়ে,আমার জীবনের
সকল গুনাহ মাফ করে দিয়ে জাহান্নাম'কে হারাম করে জান্নাত নির্ধারণ করবেন...!
সেদিন দ্বিতীয় কোন গুনাহ করার আগে আমার দরবারে মালাকুল মউত পাঠিয়ে দিয়েন 🥹🤲❤️‍🔥

24/03/2024

কথা Everyone শুনবেন!
゚ @

22/03/2024

Blessing your timeline 🖤🕋     ゚
18/03/2024

Blessing your timeline 🖤🕋

16/03/2024

রবের কাছে কি চাও..??

"একদিন রাতে তাহাজ্জুদ পরে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইবো..!!
পরের দিন রোজা রাখবো__সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়বে,,!!
বৃষ্টির ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করবো প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য,,,,,!!!

__সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামায পড়বো মনোযোগ ও ইখলাসের সাথে..!!
তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওজু করবো...নামায পড়বো এবং শেষ সিজদায় মালাকুল মাউত এসে বলবে__

হে প্রশান্ত আত্মা!
তুমি ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

অতঃপর শামিল হয়ে যাও আমার প্রিয় নেককার বান্দাদের দলে। আর দাখিল হয়ে যাও আমার জান্নাতে।

[সুরাঃ আল ফাজর
আয়াতঃ২৭_৩০]

__একটা উত্তম মৃত্যু!!
রবের জান্নাতে বসে ইফতার, নবিজি(স.) এর হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা- এই তো আর কি চাই!!
🥀
কত সুন্দর তাইনা??
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন,,
সংরক্ষিত

15/03/2024

মৃত্যুর পর মানুষের ৯টি আফসোস ?

১."হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।"
📕 -(সূরা নাবা:৪০)

২."হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।"
📕 -(সূরা ফজর:২৪)

৩."হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।"
-📕 (সূরা আল-হাক্কাহ:২৫)

৪."হায়!আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।"
📕 -(সূরা ফুরকান;২৮)

৫."হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।"
📕 -(সূরা আহযাব:৬৬)

৬."হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।"
📕 -(সূরা ফুরকান:২৭)

৭."হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।"
📕 -(সূরা আন-নিসা:৭৩)

৮."হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।"
📕 -(সূরা কাহফ:৪২)

৯."হায়!এমন যদি কোনো সুরত হতো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো,আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।"
📕 -(সূরা আনআম:২৭)

হে রব্বে কারীম! আমাদের আখেরাতে এবং দুনিয়াতে আফসোস কারিদের দলের অন্তর্ভুক্ত থেকে বিরত রাখুন।

আমিন।

I've received 25,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
15/03/2024

I've received 25,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

15/03/2024

রামাদানের প্রথম জুম্মাবার জুম্মা মোবারক Everyone

"আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ" ﷺ 🕋🤲🖤

13/03/2024

অন্তরের গোপন ব্যাকুলতা প্রকাশ করতে না পেরে, যখন আমাদের মনের আকাশে মেঘ জমে তখন মহান আল্লাহ তায়ালা বলেন:
"আমি তোমাদের অন্তরের খবর জানি, তোমরা তা প্রকাশ করো অথবা গোপন রাখো "💚

( সুরা : আল ইমরান - আয়াত ২৯)

13/03/2024

জমজমের পানি কোন সাধারণ পানি নয় 🕋🖤
゚ Everyone

12/03/2024

একটা মহিলাকে আল্লাহ্ আরশের উপর থেকে সালাম জানিয়েছেন সে কে.??
Mizanur Rahman Azhari ゚ Everyone

12/03/2024

যে বয়সে আপনি আমি আল্লাহ'কে সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছি, সে বয়সে অনেকেই ক'বরে শুয়ে আছে!তাই শুকরিয়া আদায় করি!'😊

আলহামদুলিল্লাহ!🌸💜

12/03/2024

রমজানে যে ১০টি কাজ করবেন
Abu Taw Haa Muhammad Adnan
゚ Everyone

11/03/2024

আজ মাগরিবের আযান এর সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে সব জাহান্নামের দরজা!
আযাব বন্ধ করে দেওয়া হবে সব কবরবাসীদেরসওয়ান দেওয়া হবে সন ৭০গুন করে,আটকে ফেলবে সব শয়তানকে, প্রত্যেকদিন ইফতারে কবুল হবে সবার দোয়া 🤲 এই রমজানে দান করা হবে এমন একটি রাত সে রাতে যা চাওয়া হবে মহান রবের নিকট তাই পাবে,আল্লাহর পক্ষ থেকে এই অফার শুধু এই রমজান মাসের জন্য 🖤🕋

রমাদান মোবারক Everyone 🌙

11/03/2024

নতুন চাঁদ দেখার দো‘আ :

اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ

অর্থ : আল্লাহ সবার চেয়ে বড়। হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে ঐ সকল কাজের ক্ষমতা দানের সাথে, যা আপনি ভালবাসেন ও যাতে আপনি খুশী হন। (হে চন্দ্র!) আমার ও তোমার প্রভু আল্লাহ’।

05/03/2024

যাদের নামাজের মধ্যে খুব বেশি বহিরাগত চিন্তা আসে এবং একাগ্রতা ধরে রাখতে পারেন না, তারা নামাজ শুরু করার পূর্বে নিম্নোক্ত আমলগুলো করে নিতে পারেন । শয়তানের কুমন্ত্রনা থেকে আল্লাহ পাক আশ্রয় দিবেন ইনশাআল্লাহ।

১। নামাজ শুরু করার পূর্বে তিনবার পড়ুন, আমাংতু বিল্লাহি ওয়া রুসুলিহী
২। তিনবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লহ্
৩। তিনবার পড়ুন, আঊযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজমী
৪। বাম দিকে তিনবার সামান্য থুথু ফেলুন ।

বিদ্রঃ পুুরুষদের বেলায় মসিজেদ প্রবেশের পূর্বে আমলগুলো করে নিবেন । মহিলাগণ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে করতে পারেন ।
Everyone

Address

Kadamtoli
Sylhet

Telephone

+8801781427072

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiyan Ahona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adiyan Ahona:

Videos

Share



You may also like