Dawah Gallery

Dawah Gallery ” প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয় ”
(1)

রাসূল (সা.) দু’ধরনের পতাকা ব্যবহার করতেন। ‘রায়া’ ওই পতাকা যা যুদ্ধক্ষেত্রে সেনাপতির জন্য ব্যবহৃত হতো। এই পতাকার নিচে থেক...
01/10/2024

রাসূল (সা.) দু’ধরনের পতাকা ব্যবহার করতেন। ‘রায়া’ ওই পতাকা যা যুদ্ধক্ষেত্রে সেনাপতির জন্য ব্যবহৃত হতো। এই পতাকার নিচে থেকেই বাহিনী যুদ্ধ করতো। যতক্ষণ পতাকা উড়তো ততক্ষণ যুদ্ধ চলতো। ময়দানে কখনো বিশৃঙ্খলা হলে নিজেদের সৈন্যদলকে চিহ্নিত করার মাধ্যম ছিলো এই পতাকা। বদর যুদ্ধে এই পতাকা ছিলো হজরত আলী ও সাদ ইবনে মুআজ (রা.) এর হাতে। এই পতাকার রং ছিলো কালোর ভেতর সাদা দিয়ে ইসলামের কালেমা।

(সুনানে আবু দাউদ, হাদিস নম্বর-২৫৯১)

দ্বিতীয় পতাকা ছিলো ‘লিওয়া’। এটা ছিলো রাষ্ট্রের প্রতীক। রাষ্ট্রপ্রধান বা ইমামুল মুসলিমিন এই পতাকা ব্যবহার করতেন। যুদ্ধের ময়দানে এই পতাকা বর্শার অগ্রভাগে বেঁধে রাখা হতো। বদর যুদ্ধে এই পতাকা ছিলো হজরত মুসআব ইবনে উমাইর (রা.) এর হাতে। এই পতাকার রং ছিলো সাদার ভেতর কালো দিয়ে ইসলামের কালেমা। হজরত জাবের (রা.) বলেন, ‘মক্কা বিজয়ের দিন নবী করিম (সা.) এর হাতে সাদা পতাকা ছিলো।’

(আবু দাউদ, হাদিস নম্বর-২৫৯২)

- Mayraj Hossain হাফিঃ

29/09/2024

বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান..✔❤️

নটরডেম কলেজ,ময়মনসিংহ🌸

29/09/2024

এই দ্বীন আমার🏴🏳️
জমিন আমার..☝️

Dhaka College🌸

12/09/2024

উমাইয়া সেনাপতি মাসলামাহ ইবন আব্দিল মালিক রাহিমাহুল্লাহ বলেন:

একজন মুমিনের জন্য নেককার স্ত্রী উক্ত মুমিনের দু-চোখ, দু-হাত ও দু'পায়ের চেয়েও উত্তম।

(আহসানুল মাহাসিন আছ-ছা'আলাবীঃ ৩৬৮)

24/08/2024

নারীরা আমাদের কাছে
মুক্তোর মতো, অতি মূল্যবান এবং সম্মানিত।

—তানজিম হাসান সাকিব

30/07/2024

সেনাবাহিনীর অন্তর থেকে কি পিলখানা হত্যাকাণ্ড মুছে গেছে?

নবী-প্রেমিকদের অন্তর থেকে কি শাপলা ম্যাসাকার মুছে গেছে?

দেশ-প্রেমিকদের অন্তর থেকে কি মোদিবিরোধী মুভমেন্টের লাশগুলো মুছে গেছে?

তবে রক্তিম চব্বিশে এসে আবার স্মরণ করুন - রক্তের দাগ শুকায়নাই।

17/07/2024

অস্ত্রের বিরুদ্ধে যখন মানুষ খালি হাতে দাঁড়িয়ে যায়, তখন একেকটা মানুষ নিজেই অস্ত্রে পরিণত হয়ে যায়।

দুই চোখ থেকে বেরিয়ে আসে জালিম পোড়ানো বারূদ।

আল্লাহুল মুস্তাআন।

16/07/2024

মাওলানা মুহাম্মাদ আলী জাওহার [রাহ.] একটা গজল লিখেছিলেন, যার লাইন ছিল,
اسلام زندہ ہوتا ہے ہر کربلا کے بعد
"ইসলাম বেঁচে ওঠে, প্রত্যেক কারবালার পর"।
আজ ৯ মুহাররম। গোটা দেশ রক্তাক্ত। আমরা কি আবার জেগে উঠতে পারবো?

সূরাঃ আশ-শুআ'রা (আয়াত: ২২৭)
16/07/2024

সূরাঃ আশ-শুআ'রা (আয়াত: ২২৭)

15/07/2024

মহরম মাসে রক্তপাত ঘটানোর ব্যাপারে স্পেশাল নিষেধাজ্ঞা আছে ইসলামে। অকারণে রক্তপাত কে ইসলাম সারা বছরই নিরুৎসাহিত করে, তবে মহরম মাসে একটু বেশিই সতর্ক থাকতে বলা হয়, এমনকি বৈধ লড়াইও আগ বাড়িয়ে লড়তে নিষেধ আছে এই মাসে।

কিন্তু মহরম মাস এলেই কেন জানি পৃথিবীর সমস্ত স্বৈরাচারেরা পাগল পাগল হয়ে যায়।

মহরমে পাগলামি বেড়েছিল মিশরের ফেরাউনের।

মহরমে পাগলামি বাড়লো ইয়াজিদের।

বিশেষ করে মহরমের দশ তারিখের আগে করে বিশ্বব্যাপী সমস্ত সৈরাচার ভ্যাকসিনের ডেইট মিস হওয়া পাগলা কুকুরের মত হয়ে যায়।

শান্তিপূর্ণ সমাধানের কথা বললেন মূসা নবী, আর ফেরাউন পাগল হয়ে গেল। শান্তিপূর্ণ সমাধানের জন্য যাচ্ছিলেন ইমাম হোসেইন, ইয়াজিদ পাগল হয়ে গেল।

আর এই মাসের দশ তারিখ শুকরিয়ার রোযা রাখতে বলা হয়। কারণ এই দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক স্বৈরাচারের পতন ঘটেছিল।

আগে বুঝতাম না কবেকার কোন স্বৈরাচারের পতনের তিন চার হাজার বছর পরও কেন শুকরিয়া আদায় করা লাগবে?!

এখন বুঝি। স্বৈরাচার পৃথিবীর বুকে সবচাইতে বড় গজব।
যারা উপর স্বৈরাচার নাই, সে এই নেয়ামতের স্বাদ বুঝবে না।

নিয়ম ছিল জা‌নের বদ‌লে পশুর কুরবানী করা।‌কিন্তু ওরা জানও কুরবানী ক‌রে, পশুও কুরবানী ক‌রে!
15/06/2024

নিয়ম ছিল জা‌নের বদ‌লে পশুর কুরবানী করা।‌
কিন্তু ওরা জানও কুরবানী ক‌রে, পশুও কুরবানী ক‌রে!

11/06/2024

আমাদের সয়ে গেছে শোক
আবার উদরে ঢালছি কোক...

এগুলো দেখে কি আমাদের চোখ থেকে ফোঁটা পানি ঝরে পড়ে? নাকি এখন সবকিছুই সয়ে গেছে ⁉️

যে দোকানেই থাকবে কোক,সে দোকানই বয়কট হোক ✊
10/06/2024

যে দোকানেই থাকবে কোক,সে দোকানই বয়কট হোক ✊

09/06/2024

আমাদের জবাই করা গরুর রক্তের ফোটায় ফোটায় প্রবাহিত হয় বুরহানউদ্দীনের ছয় মাস বয়সের শিশু সন্তানের রক্তের ইতিহাস, যাকে শুধু এ কারনে হত্যা করা হয়েছিল যে তার বাবা তার আকীকায় গরু কুরবানী দিয়েছেন।

আমাদের কুরবানীর ইতিহাস গৌর গোবিন্দের জল্লাদের তলোয়ারে বুরহানউদ্দীনের কেটে নেয়া ডান হাতের ইতিহাস, যে কাটা হাতের ফরিয়াদে ছুটে এসেছিল ফিরোজ শাহের বাহিনী। এই রক্ত, পানি আর মাটির সূত্র ধরে ইয়েমেন থেকে এসে সিলেটে কালিমার পতাকা উড়িয়েছিলেন শাহ জালাল, শাহ পরান আর তিনশো ষাটজন সুফী মুজাহিদ।

আজ থেকে এমনকি একশো বছর আগেও এই বাংলায় গরু জবাই করতে গেলে দাঙ্গা লেগে যেত। গরু নিয়ে রাজনীতি করে সীমান্তের ওপারে কিভাবে মানুষ মারা হচ্ছে তা ইতোমধ্যেই দেখতে পাচ্ছেন সবাই।

উপমহাদেশ সভ্যতা আর অসভ্যতার সংঘাতের এক কেন্দ্রভুমি। এখানে গরু কুরবানীর সাথে তাই নিজেকে কুরবানীর হিম্মতও রাখা জরুরী।

08/06/2024

গাজ্জার ফুলগুলো 💫🌸

07/06/2024

জেনে রাখুন, কোনো মুসলিম বান্দা রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিকতর দরুদ পাঠ করলে:

১. আল্লাহ তার হৃদয়কে নূরান্বিত করেন
২. তার গোনাহ মাফ করেন
৩. অন্তর প্রশান্ত করেন
৪. তার যাবতীয় কাজকে সহজ করেন

সুতরাং নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করুন, আল্লাহ আপনাকে তাঁর মিল্লাতের অনুসারী করবেন। তাঁর সুন্নতের জন্য কাজে লাগাবেন। জান্নাতে তাঁর সঙ্গী করবেন আল্লাহ তাঁর রহমত দিয়ে যাকে ইচ্ছা সম্মান দেন।

[ বুস্তানুল ওয়াঈজীন: ২৯৭ ]

  বয়কট কোকা কোলা..
30/05/2024



বয়কট কোকা কোলা..

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।🤍
21/05/2024

নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।🤍

📌
20/05/2024

📌

ইসলাম বংশ,বর্ণ,জাত নিয়ে অহঙ্কার করাকে অসভ্যতা ও জাহেলি রীতি বলে আখ্যায়িত করেছে। ইসলামে বংশমর্যাদার কোনো তফাত নেই,এগুলো হ...
20/05/2024

ইসলাম বংশ,বর্ণ,জাত নিয়ে অহঙ্কার করাকে অসভ্যতা ও জাহেলি রীতি বলে আখ্যায়িত করেছে। ইসলামে বংশমর্যাদার কোনো তফাত নেই,এগুলো হচ্ছে জাহেলিয়াতের একটা অংশ।

19/05/2024

প্রতিদিন ১ মিনিট আমল..

কখনো এই জনপদ নিয়ে হতাশা তৈরি হলে, ছবিটা দেখলে কিছুটা হলেও প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। তবে এখনো অনেকটা পথ বাকি, ততক্ষণ চল...
19/05/2024

কখনো এই জনপদ নিয়ে হতাশা তৈরি হলে, ছবিটা দেখলে কিছুটা হলেও প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ।

তবে এখনো অনেকটা পথ বাকি, ততক্ষণ চলতে হবে যতক্ষণ না প্রকৃতপক্ষে “এক উম্মাহ, এক দেহের মতো” হচ্ছে।

© Mayraj Hossain

আল্লাহ তাদের ভালোবাসেন..🤍
18/05/2024

আল্লাহ তাদের ভালোবাসেন..🤍

16/05/2024

রসুলল্লাহ ﷺ বলেনঃ-

❝ ভূপৃষ্ঠে এমন কোন মাটির ঘর বা ঝুপড়ি ঘরও থাকবে না, যেখানে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবেন না। ❞

― মুসনাদে আহমাদ

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dawah Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share