Pumpkin Dine

Pumpkin Dine Pumpkin Dine will present easiest recipe regularly. There are lots of Bangladeshi food.

15/11/2023

মানুষ যে কারনে মুরগী খেতে চায়না

13/11/2023

আফগানি অমলেট বানানোর সহজ উপায়

11/11/2023

সুজি দিয়ে কি আসলেই লাল মোহন বানানো সম্ভব

দিনশেষে নিজের যত্ন নিন, কারণ আপনিই আপনার সবচেয়ে ভালো বন্ধু।
19/09/2023

দিনশেষে নিজের যত্ন নিন, কারণ আপনিই আপনার সবচেয়ে ভালো বন্ধু।

Shout out to my newest followers! Excited to have you onboard!Rãỹ Clãssịc, Shirin Shiru, Firoza Akhter, Loleta Vlog
23/08/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Rãỹ Clãssịc, Shirin Shiru, Firoza Akhter, Loleta Vlog

ডাল পুরি আর চা আজকে বিকেলের নাস্তা..
19/08/2023

ডাল পুরি আর চা আজকে বিকেলের নাস্তা..

04/08/2023

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Caryn Gerona GPidlaoan, Phem Magalona, Maria Agustina Reyes-Causing, Dixie Ricamor Ocao

02/08/2023

দোকানে দুই পাউন্ডের এই ফল রাস্তায় ফ্রী তে পাওয়া যায় তবে...

20/07/2023

দেখি কে বলতে পারবেন এই গাছটি কি ফলের...??

আপনি কি জানেন ?তরমুজ শুধু আমাদের শরীরে পানি শূন্যতা দূর করে না বরং আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।
16/07/2023

আপনি কি জানেন ?
তরমুজ শুধু আমাদের শরীরে পানি শূন্যতা দূর করে না বরং আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়।

কখনো কারো রান্না নিয়ে বদনাম করবেন না, স্পেশালি কারো বাসায় দাওয়াতে গেলে।পারলে একটু হলেও প্রশংসা করুন,কারণ যে রান্না করে স...
15/07/2023

কখনো কারো রান্না নিয়ে বদনাম করবেন না, স্পেশালি কারো বাসায় দাওয়াতে গেলে।

পারলে একটু হলেও প্রশংসা করুন,
কারণ যে রান্না করে সে চেষ্টা করে তার বেস্ট টা দিতে,
মাঝে মাঝে ওভার এক্সাইটমেন্টের কারণে ভালো করতে গিয়ে রান্নার বারোটা বাজিয়ে ফেলে অনেকে।

কিন্তু বিশ্বাস করেন সে তার বেস্ট দিয়েই আপনাকে খুশি করতে চায়,
হোক সে আপনার মা, স্ত্রী বোন অথবা যার বাড়িতে দাওয়াতে গেলেন সে।

বদনাম করতে হলে হোটেল রেস্টুরেন্টে করুন,ওখানে ওরা প্রফেশনাল,আপনি টাকার বিনিময়ে খেতে গিয়েছেন,বেস্ট সার্ভিস আপনার অধিকার ❤️❤️

✍️ সংগৃহীত

14/07/2023
এই সিম্পল এগ বার্গার খেতে কার কার ভালো লাগে..?
13/07/2023

এই সিম্পল এগ বার্গার খেতে কার কার ভালো লাগে..?

11/07/2023

পেঁয়াজ কাটতেই জীবন শেষ, চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাচ্ছে।
এই সমস্যা থেকে বাচার উপায় আছে কি??

দেখি কে বলতে পারবেন এই মাছটার নাম?
10/07/2023

দেখি কে বলতে পারবেন এই মাছটার নাম?

বাংলাদেশ থেকে যা যা এসেছে..।  বাংলাদেশ আর ইংল্যান্ডের দূরত্ব আর আগের মতো নেই।  এখন সহজেই  পছন্দের সব খাবার আনানো যায়।  অ...
09/07/2023

বাংলাদেশ থেকে যা যা এসেছে..। বাংলাদেশ আর ইংল্যান্ডের দূরত্ব আর আগের মতো নেই। এখন সহজেই পছন্দের সব খাবার আনানো যায়। অথচ একটা সময় গরুর মাংস রোদে শুকিয়ে পাঠানো হতো আর এখন গরুর মাংস হালকা একটু সিদ্ধ করে পাটানো যায়। সাথে গরুরমাংসের কাবাব একটু ভেজে নিয়ে আনা যায় তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন কাবাবে আলু বা ব্রেড ব্যবহার না করে বুটের ডাল ব্যবহার করবেন । মাছ আনতে চাইলে ফ্রাই করে আনা ভালো।
শুভকামনা

07/07/2023
05/07/2023

Weather demand

ওজন কমাতে সাহায্য করবে এই সালাদ
05/07/2023

ওজন কমাতে সাহায্য করবে এই সালাদ

03/07/2023

সবজি যে এভাবে রান্না করলে অনেক মজা হয় আমার জানা ছিল না। বাসায় বানাবেন আশাকরি ভালো লাগবে।

ছোট ছোট ফ্রাইড চিকেন কে একটু টমেটো সস,  একটু সয়াসস,  পেয়াজ, একটু রসুন আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে অল্প তেলে কিছু সম...
01/07/2023

ছোট ছোট ফ্রাইড চিকেন কে একটু টমেটো সস, একটু সয়াসস, পেয়াজ, একটু রসুন আর শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে অল্প তেলে কিছু সময় ভেজে নিলেই হয়ে যাবে এই মজার রেসিপি।
নিনজা টেকনিক হলো বাজার থেকে ফ্রাইড চিকেন কিনে এনে ছোট ছোট করে এভাবে মাখিয়ে নিলেই একটা নতুন ডিস হয়ে যাবে।
ডিম দিয়ে ভাত ভাজি করে নিলেই হবে সাথে চিকেন এর এই ডিস আর একটা সালাদ।
যারা রান্না জানেনা বা রান্নার সময় নেই কিন্তু কিছু মানুষকে মাঝে মধ্যে দাওয়াত দিতে ইচ্ছে করে তাঁরা এইভাবে ছোট খাটো একটা আয়োজন করতে পারেন। ঝামেলা কম কিন্তু সবাই মজা করে খাবে।

29/06/2023

সবাইকে ঈদের শুভেচ্ছা.. ঈদ মোবারক

বিদেশিদের কিছু জিনিস খুব সুন্দর। নারী পুরুষ সবাই ঈদের নামাজ আদায় করতে পারে। ঔইখানে আবার সবাই এটা সেটা বানিয়ে নিয়ে আসে । বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ সাথে ওদের দেশের কোন একটা খাবার। খাবার না নিয়ে গেলেও কোন সমস্যা নেই এমনি খেতে পারবেন যার যার ইচ্ছা মতো। ভাবছেন এতো মানুষের জন্য এতো খাবার কি হয়। এখানে মজার বিষয় হচ্ছে সবাই এটা বুঝে তাই অল্প অল্প করে নেয় যাতে করে সবার হয়। অনেক আইটেম থাকার কারণে অনেক কিছু খাওয়া হয়ে যায় পেটও ভরে যায়।
আরেকটা মজার জিনিস হলো এই যে এতো মানুষ এই যে এতো খাবার এতো প্লেট কিভাবে কি। এখানে ওয়ান টাইম প্লেট ব্যবহার করা হয়। বড় একটা গার্বেজ ব্যাগ থাকে পলিথিনের সবাই যার যার প্লেট ওই গার্বেজ ব্যাগে ফেলে দেয়। এমনকি বাচ্চারাও জানে এই নিয়ম। নোংরা হওয়ার কোন ঝামেলা নেই।

যেখানে সেখানে ময়লা ফেলা যে যায় না এটা একটু শিক্ষিত হলেই বুঝার কথা কিন্তু বাংলাদেশে শিক্ষিত মানুষই এটা মানতে চায় না। একটু কষ্ট করে টিস্যু চিপ্সের প্যাকেট ব্যাগে করে নিয়ে এসে বাসায় ফেললেই হয়। ইউকের রাস্তায় রাস্তায় বিন থাকে না অনেক সময়ই হাতে করে ঘুরা লাগে বিনের জন্য।

একটু চেষ্টা করলেই পরিস্কার রাখা যায়।

ইতালিয়ান একটি জনপ্রিয় খাবার নাম মনে নেই কেউ  জানলে বলবেন।  এটা বানানো হয় ভাত দিয়ে।  ভাতের ভিতর ডিম চপের মতো পনির দিয়ে প্...
27/06/2023

ইতালিয়ান একটি জনপ্রিয় খাবার নাম মনে নেই কেউ জানলে বলবেন। এটা বানানো হয় ভাত দিয়ে। ভাতের ভিতর ডিম চপের মতো পনির দিয়ে প্রথমে একটা চপ বানাতে হয় তারপর ডিম আর ব্রেডক্রাম্ব মাখিয়ে ডুব তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে।
এইবার ঈদে বানিয়ে ফেলুন মজার এই নতুন নাস্তা।

26/06/2023

বিদেশে স্ট্রিট ফুড খেতে ইচ্ছে হলে এভাবে দুধের স্বাদ ঘোলে মিটাই ।।

সহজ টিপস্ অনেক সময় বাসায় ব্রেড নিয়ে আসলে ব্রেডের ডেট শেষ হয়ে যায় কিন্তু ব্রেড শেষ হয়না।  এজন্য ডেট শেষ হওয়ার  একদিন পূর্...
25/06/2023

সহজ টিপস্

অনেক সময় বাসায় ব্রেড নিয়ে আসলে ব্রেডের ডেট শেষ হয়ে যায় কিন্তু ব্রেড শেষ হয়না। এজন্য ডেট শেষ হওয়ার একদিন পূর্বে ব্রেডকে ছোট করে কেটে ইলেক্ট্রিক ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৫-৩০ মিনিট রাখলে টোষ্ট হয়ে যাবে।
এই টোষ্ট এমনিও খেতে পারবেন চাইলে গুড়ো করে ব্রেডক্রাম্ব বানিয়ে নিতে পারেন।
একটু বাটার অথবা ঘি লাগিয়ে বেক করলে চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে।

খুব সাধারণ ডিমের কোরমাকে অসাধারণ করে তুলতে পারবেন ২ টা জিনিস  অবশ্য করবেন। ১. ডিমের কোরমায় মটরশুঁটি দিবেন ২.রান্না শেষে ...
23/06/2023

খুব সাধারণ ডিমের কোরমাকে অসাধারণ করে তুলতে পারবেন ২ টা জিনিস অবশ্য করবেন।

১. ডিমের কোরমায় মটরশুঁটি দিবেন
২.রান্না শেষে একটু পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলবেন না

যেকোনো দাওয়াতে এভাবে একটা ডিমের কোরমা রাখবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pumpkin Dine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share