03/01/2024
৭ জানুয়ারী ভোট কেন্দ্রে সবাই যাবো, আমার ভোট আমিই দিবো
নির্বাচন এবং সরকার হল দেশের মানুষের জন্য, মানুষের দ্বারা এবং দেশের মানুষেরই ৷ কিন্তু দেশের সেই মানুষই দূরে থেকে শুধুই গণতন্ত্রের সমস্যাকে পর্যবেক্ষণ করে ও তার সমালোচনা করে ৷ সেসব ছেড়ে গণতন্ত্রকে সফল করতে অবিলম্বে দেশের জনগণের অংশগ্রহণ করা উচিত ৷
ভোট দেওয়া মানে আসলে আপনার নিজের জন্য আপনি নিজে কিছু করছেন ৷ শুধু দেশের উন্নতি নয়, আসলে আপনার প্রিয়জনের কথা ভেবেই আপনার ভোটাধিকার প্রয়োগ করা উচিত ৷ আপনি আপনার এলাকার মানুষের সঙ্গে একমত হয়ে নিশ্চিত করতে পারেন যাতে সবচেয়ে ভালো প্রার্থী এলাকার জন্য নির্বাচিত হন। নিঃসন্দেহে, এটা আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ যে আপনার এলাকায় প্রার্থীরা কারা, তাঁদের পূর্ব অভিজ্ঞতা ও অবদান কী, তাঁদের এলাকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা কী এবং নির্বাচিত হলে তাঁদের এলাকায় কাজ করার জন্য ক্ষমতা কী রকম থাকবে। এটা গুরুত্বপূর্ণ যে এ তথ্যগুলো সব নাগরিকের কাছে পৌঁছে দিতে হবে, যাতে নাগরিকেরা ভালোভাবে বুঝে ভোট দিতে পারেন।
প্রথম ভোটাধিকার পাওয়া ভোটাররা ভোট দিতে তেমন আগ্রহী হন না ৷ কিন্তু এটা বুঝতে হবে যে ভোটাধিকার আসলে আমাদের সাংবিধানিক অধিকার ৷ তাদের এটা বোঝা উচিত যে ভোটের দ্বারা নির্বাচিত সরকারের প্রত্যেকটি সিদ্ধান্ত তাদেরই ভবিষ্যতে প্রভাব ফেলবে ৷ ভোট দেওয়ার যুক্তি হিসেবে এই তথ্যই যথেষ্ট ৷ আসুন, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করি।