Ummah Treatment

Ummah Treatment Join with us and gain your knowledge.
(23)

18/10/2023

আর তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে, যে অবশ্যই বিলম্ব করবে। সুতরাং তোমাদের কোন বিপদ আপতিত হলে সে বলবে, ‘আল্লাহ আমার উপর অনুগ্রহ করেছেন যে, আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না’। ( সূরা নিসাঃ ৭২ )

আর তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন অনুগ্রহ এসে পৌঁছলে অবশ্যই সে বলবে যেন তোমাদের ও তার মধ্যে কোন হৃদ্যতা ছিল না, ‘হায়! যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আমি মহাসফলতা অর্জন করতাম। ( সূরা নিসাঃ ৭৩ )

সুতরাং যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রয় করে তারা যেন আল্লাহর রাস্তায় লড়াই করে। আর যে আল্লাহর রাস্তায় লড়াই করবে অতঃপর সে নিহত হোক কিংবা বিজয়ী, অচিরেই আমি তাকে দেব মহা পুরস্কার। ( সূরা নিসাঃ ৭৪ )

18/10/2023

আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছ না! অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা বলছে, ‘হে আমাদের রব, আমাদেরকে বের করুন এ জনপদ থেকে যার অধিবাসীরা যালিম এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন। আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী। ( সূরা নিসাঃ ৭৫ )

যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর রাস্তায়, আর যারা কুফরী করেছে তারা লড়াই করে তাগূতের পথে। সুতরাং তোমরা লড়াই কর শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। ( সূরা নিসাঃ ৭৬ )

18/10/2023

মধুর কণ্ঠে সুরা ইব্রাহিম তেলাওয়াত

15/10/2023

হে ঈমানদারগণ! ইয়াহুদী ও নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওরা একে অপরের বন্ধু। তোমাদের যে ওদের সাথে বন্ধুত্ব করবে সে তো ওদেরই। নিশ্চয়ই আল্লাহ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। -সূরা মায়িদা ৫ : ৫১

14/10/2023

আবু হুরাইরাহ্‌ (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবানের পুত্র মর্যাদাবান ইউসুফ ইবনু ইয়াকুব ইবনি ইসহাক্ব ইবনি ইবরাহীম ‘আলাইহিমুস সালাম। তিনি বলেনঃ ইউসুফ (‘আঃ) যত কাল কারাগারে ছিলেন আমি যদি তত কাল কারাগারে থাকতাম এবং অতঃপর রাজদুত আমার নিকট এসে আহবান জানাতো তাহলে আমি তার (তার আহবানে) সাড়া দিতাম। তারপর তিনি নিম্নোক্ত আয়াত পরেন (অনুবাদ) : “রাজদুত যখন তার নিকট উপস্থিত হল, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস কর –যে নারীরা নিজেদের হাত কেটেছিল তাদের অবস্হা কি’’ (সূরা ইউসুফ ৫০)? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ লুত (‘আঃ) –এর উপর আল্লাহ্‌র রহমত বর্ষিত হোক। তিনি মজবুত দুর্গে আশ্রয় গ্রহনের আকাংখা করতেন। “সে বলল, তোমাদের উপর যদি আমার জোর খাটত অথবা যদি আমি কোন সুদৃঢ় দুর্গে আশ্রয় নিতে পারতাম’’।-(সূরা হূদ ৮০)। তাঁর পরে আল্লাহ ঐ জাতির মর্যাদাবান গোষ্ঠীর মধ্য থেকেই নবীগণকে পাঠিয়েছেন। যিরওয়াহ , শব্দের পরিবর্তে “সারওয়াহ “ শব্দে বর্ণিত হাদীসটি হাসান : সহীহাহ (১৬১৭, ১৮৬৭) , বুখারী ,মুসলিম।

12/10/2023

একজন ভাইয়ের প্রশ্নঃ দোয়া কবুল হলে গাজায় ইসরাইলের বোমা ফুটতনা তাইনা? কোটি কোটি মুসলমান দোয়া করতেচে।

উত্তরঃ পৃথিবীর সবকিছু আল্লাহর হুকুমে হচ্ছে। আল্লাহ চাইলে ইসরাঈল মুসলমানদের কিছুই করতে পারতোনা। এখানে মূলত হচ্ছে পরীক্ষা। এই দুনিয়া পরীক্ষার স্থল, আর এই যুদ্ধ পরীক্ষার একটি অংশ মাত্র। আল্লাহ এর মাধ্যমে দেখাতে চাচ্ছেন যে, কে সত্যের পক্ষে আর কে মিথ্যার পক্ষে। সত্যের পক্ষের লোকেরা সফল হবে কেয়ামতের দিন, আর মিথ্যাবাদিরা লাঞ্ছিত হবে। আমাদের কাজ সত্যবাদিদের সাথে থাকা আমাদের সামর্থ্য অনুযায়ী। আল্লাহ আমাদেরকে এর প্রতিদান দিবেন। ইন শা আল্লাহ।

আর পৃথিবীতে সত্যের বিজয় হবেই হবে একদিন। চাই আপনি,আমি সত্যের পক্ষে থাকি কিংবা না থাকি। আল্লাহ বলেছেনঃ " হে নবী আপনি বলুন! সত্য এসেছে, মিথ্যা পরাভূত হয়েছে। নিশ্চয় বাতিল পরাভূত হবারই। ''

সুতরাং ইসরাঈলিদের অত্যাচার-বর্বরতা দেখে ভয় পাওয়ার কিংবা হতাশ হওয়ার কিছুই নেই। ফিলিস্তিনিদের বিজয় হবেই হবে একদিন। বায়তুন মুকাদ্দাস পুনরায় মুসলমানরা পাবেই পাবে একদিন ইন শা আল্লাহ।

10/10/2023
29/09/2023

আপনি কি কোরআন শরীফ সঠিকভাবে পড়া শিখতে চাচ্ছেন?

যদি শিখতে চান তাহলে এখনি যোগাযোগ করুন আমাদের ইনবক্সে।

আমাদের এই কোর্সে যা যা থাকছেঃ

১/ কায়দা শিক্ষা
২/ কোরআন সঠিকভাবে বানান করে পড়ার নিয়ম শিক্ষা
৩/ কোরআন সহীহভাবে বানান না করে পড়ে যাওয়া।

বয়স নিয়ে ভাববেননা, কারণ কেয়ামতের দিন আপনার বয়স নিয়ে জিজ্ঞেস করা হবেনা। জিজ্ঞেস করা হবে কেন আপনি কোরআন পাঠ করা শিখলেননা।

তাই সময় নষ্ট না করে এখনি যোগাযোগ করুন।

12/09/2023

ওহী কীভাবে নাযিল হয়েছিলো? | বুখারী শরীফ বাংলা | Bukhari Sharif Bangla, Hadis 03

উম্মুল মু’মিনীন ‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিত:

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট সর্বপ্রথম যে ওয়াহী আসে, তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তাঁর নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি ‘হেরা’র গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে- এভাবে সেখানে তিনি এক নাগাড়ে বেশ কয়েক দিন ‘ইবাদাতে মগ্ন থাকতেন। অতঃপর খাদীজা (রাঃ)-এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে ‘হেরা’ গুহায় অবস্থানকালে তাঁর নিকট ওয়াহী আসলো। তাঁর নিকট ফেরেশতা এসে বললো, ‘পাঠ করুন’। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ [“আমি বললাম, ‘আমি পড়তে জানি না।] তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমন ভাবে চাপ দিলো যে, আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বললো, ‘পাঠ করুন’। আমি বললামঃ আমি তো পড়তে জানি না’। সে দ্বিতীয় বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলো যে, আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বললো, ‘পাঠ করুন’। আমি উত্তর দিলাম, ‘আমি তো পড়তে জানি না’। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, “পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত পিন্ড থেকে, পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু”- (সূরা আলাক্ব ৯৬/১-৩)। অতঃপর এ আয়াত নিয়ে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- প্রত্যাবর্তন করলেন। তাঁর হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদীজা বিন্‌তু খুওয়ায়লিদের নিকট এসে বললেন, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’, ‘আমাকে চাদর দ্বারা আবৃত কর’। তাঁরা তাঁকে চাদর দ্বারা আবৃত করলেন। এমনকি তাঁর শংকা দূর হলো। তখন তিনি খাদীজা (রাঃ) এর নিকট ঘটনাবৃত্তান্ত জানিয়ে তাঁকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে শংকা বোধ করছি। খাদীজা (রাঃ) বললেন, আল্লাহর কসম, কখনই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়–স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্থকে সাহায্য করেন। অতঃপর তাঁকে নিয়ে খাদীজা (রাঃ) তাঁর চাচাত ভাই ওয়ারাকাহ ইব্‌নু নাওফাল ইব্‌নু ‘আবদুল আসাদ ইব্‌নু ‘আবদুল ‘উযযাহ’র নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ‘ঈসায়ী ধর্ম গ্রহন করেছিলেন। যিনি ইবরানী ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তাওফীক অনুযায়ী ইবরানী ভাষায় ইনজীল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদীজা (রাঃ) তাঁকে বললেন, ‘হে চাচাত ভাই! আপনার ভাতিজার কথা শুনুন’। ওয়ারাকাহ তাঁকে জিজ্ঞেস করলেন, ‘ভাতিজা! তুমি কী দেখ?’ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যা দেখেছিলেন, সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকাহ তাঁকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মূসা (‘আঃ)- এর নিকট পাঠিয়েছিলেন। আফসোস! আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস ! আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে’। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, [‘তারা কি আমাকে বের করে দেবে?’] তিনি বললেন, ‘হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ (ওয়াহী) কিছু যিনিই নিয়ে এসেছেন তাঁর সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি, তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকাহ (‘আঃ) ইন্তিকাল করেন। আর ওয়াহীর বিরতি ঘটে।

বুখারী শরীফ বাংলা, ১ম খন্ড, হাদিস ০১-০৬ | Bukhari Sharif Bangla, Hadis 01-06
Bangla Hadis,Bangla Hadith,MP3 Hadis,Audio Hadis Bangla,Audio Bangla Hadis,Audio Hadith Bangla,Bukhari Sharif Bangla,Bukhari Sharif MP3,Bukhari Bangla,Bukhari MP3,Audio Bukhari,Audio Bukhari Sharif Bangla,MP3 Bukhari Sharif,Listen Hadis Bangla,Sohi Bukhari,Sohi Hadith,বাংলা হাদিস,হাদিস,বুখারী,বুখারী হাদিস,বাংলা বুখারী,অডিও হাদিস,অডিও বাংলা হাদিস,সহীহ বুখারী,ওহীরসূচনা,ওহী

Sahih Bukhari Hadees Number 1 to 100 Hindi/Urdu translation
sahih bukhari,sahih al bukhari,sahih al bukhari in urdu,sahih al bukhari audio,sahih al bukhari arabic,sahih al bukhari hadith,sahih bukhari urdu,sahih bukhari hadees in urdu,sahih bukhari sharif,sahih bukhari hadith in urdu,bukhari sharif ki hadees,bukhari sharif hadees,hadees in urdu,hadith in urdu,bukhari hadees,islam studio 9,sahih bukhari in urdu,hadees nabvi in urdu,hadees no.1-10 |,sahih bukhari 1-10,mufti menk,menk,ismail,ismail menk

10/09/2023

ওহী নাযিলের পদ্ধতি,Bangla Hadis,Bangla Hadith,MP3 Hadis,Audio Hadis Bangla,Audio Bangla Hadis,Audio Hadith Bangla,Bukhari Sharif Bangla,Bukhari Sharif MP3,Bukhari Bangla,Bukhari MP3,Audio Bukhari,Audio Bukhari Sharif Bangla,Listen Hadis Bangla,Sohi Bukhari,Sohi Hadith,বাংলা হাদিস,হাদিস,বুখারী,বুখারী হাদিস,বাংলা বুখারী,অডিও হাদিস,অডিও বাংলা হাদিস,সহীহ বুখারী,ওহীরসূচনা,ওহী,audio bangla hadis,bukhari sharif bangla,audio hadis bangla

02/09/2023

আল্লাহ ব্যতীত আপন কেউ নেই।

19/08/2023

দোয়া,ফযিলত,সহীহ হাদীস,হাদীস,dua,fojilot,hadis,দোয়ার ফযিলত,duar fojilot,duar fojiloter hadis,দোয়ার ফযিলত সম্পর্কিত সহীহ হাদীস,bangla hadis,sohih hadis,duar hadis,hadith,bangla hadith,sohih hadith,বাংলা সহীহ হাদীস,islamic video

05/08/2023

তাবীজ বা ঝাড়ফুঁকের বিধান কি?

mizanur rahman azhari,bangla waz,islamer rasta,tabiz,tabij,tabij bebohar kora ki,tabij bebohar,tabij bebohar mizanur rahman azhari,mizanur rahman azhari waz,mizanur rahman,mizanur rahman azhari new waz,mizanur rahman azhari bangla waz,waz mizanur rahman azhari,mijanur rahman ajhari,মিজানুর রহমান আজহারি,বাংলা ওয়াজ,মিজানুর রহমান আজহারী নতুন ওয়াজ,তাবিজ ব্যবহার করা কি জায়েজ,তাবিজ ব্যবহার করা যাবে কি,তাবিজ মিজানুর রহমান আজহারী,তাবিজ নিয়ে মিজানুর রহমান,তাবিজ,waz

তাবিজ ব্যাবহার করা জায়েজ কিনা,তাবিজ ব্যাবহার করা কি শিরিক,তাবিজ ব্যাবহার করা শিরক কিনা,শায়খ আহমাদুল্লাহ,শাইখ আহমাদুল্লাহ,saeikh ahmadullah,ahmadullah,ahmadullah bangla waz

Mizanur Rahman Azhari,Tabiz Laganu,Mizanur Rahman Azhari Waz,Tabiz Laganu Jabe ki,মিজানুর রহমান আজহারী,ওয়াজ,তাবিজ লাগানো যাবে কি,তাবিজ ঝুলানো,মিজানুর রহমান আযহারী,তাবিজের বিধান,islamer rasta,islamer rasta all waz,rasta islam,bangla waz,short waz,tabij laganu jabe ki,sisuder gaye tabiz,tabiz,islamic waz bangla waz,mizanur rahman waz,mizanur rahman azhari new waz,azhari waz,মিজানুর রহমান আজহারী ওয়াজ নতুন,ইসলামের রাস্তা

04/07/2023

"মানব জীবনের উদ্দেশ্য হল সেবা করা, এবং অন্যদের সাহায্য করার জন্য সহানুভূতি এবং ইচ্ছা প্রদর্শন করা।" -আলবার্ট শোয়েৎজার

01/06/2023

মাওলানা কলিম সিদ্দিকী দা. বা. সময়ের বিখ্যাত দায়ী। ভারতের তারকা আলেমদের মধ্যে একজন। তাঁর চিন্তা-চেতনা কালজয়ী। অমুসলিমদের মাঝে দাওয়াতী কার্যক্রমে তাঁর সাধনা ও অক্লান্ত প্রচেষ্টায় আলোর পথে ফিরে এসেছেন অনেকেই। তেমনি এক নও মুসলিম ভাইয়ের মুখোমুখি হয়েছিলেন আহমেদ আওয়াহ। আর সেই ঈমানদীপ্ত সাক্ষাৎকারটি তুলে ধরা হলো এই ভিডিওতে।

30/05/2023

মাসজিদ ভাঙ্গতে এসে মুসলমান হওয়ার কাহিনী | Hindu theke musolman howar golpo

মাওলানা কলিম সিদ্দিকী দা. বা. সময়ের বিখ্যাত দায়ী। ভারতের তারকা আলেমদের মধ্যে একজন। তাঁর চিন্তা-চেতনা কালজয়ী। অমুসলিমদের মাঝে দাওয়াতী কার্যক্রমে তাঁর সাধনা ও অক্লান্ত প্রচেষ্টায় আলোর পথে ফিরি এসেছেন অনেকেই।

তেমনি এক নও মুসলিম ভাইয়ের মুখোমুখি হয়েছিলেন আহমেদ আওয়াহ। আর সেই ঈমানদীপ্ত সাক্ষাৎকারটি তুলে ধরা হলো এই ভিডিওতে।

মুসলমান হওয়ার কাহিনী,Hindu theke musolman,মাসজিদ ভাঙ্গতে এসে মুসলমান হওয়ার কাহিনী,Hindu theke musolman howar golpo,মুসলিম হওয়ার গল্প,Muslim Howar Golpo,convert to islam,ইসলাম গ্রহনের মজার কাহিনী,Hindu to Islam,Muslim Convert Stories,Muslim Revert Story,ইসলাম ধর্ম গ্রহন,হিন্দু থেকে মুসলিম,ইসলামী ভিডিও,ওয়াজ মাহফিল

25/05/2023

সন্ত্রাসী জীবন ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে | New Muslim story | নও মুসলিম | মুসলমান হওয়ার গল্প

মাওলানা কলিম সিদ্দিকী দা. বা. সময়ের বিখ্যাত দায়ী। ভারতের তারকা আলেমদের মধ্যে একজন। তাঁর চিন্তা-চেতনা কালজয়ী। অমুসলিমদের মাঝে দাওয়াতী কার্যক্রমে তাঁর সাধনা ও অক্লান্ত প্রচেষ্টায় আলোর পথে ফিরি এসেছেন অনেকেই।

তেমনি এক নও মুসলিম তৈয়ব'র মুখোমুখি হয়েছিলেন আহমেদ আওয়াহ। আর সেই ঈমানদীপ্ত সাক্ষাৎকারটি তুলে ধরা হলো এই ভিডিওতে।

কন্ঠেঃ মাহমুদুল হাসান খান

মুসলিম হওয়ার গল্প,Muslim Howar Golpo,convert to islam,ইসলাম গ্রহনের মজার কাহিনী,Hindu to Islam,Muslim Convert Stories,Muslim Revert Story,ইসলাম ধর্ম গ্রহন,হিন্দু থেকে মুসলিম,ইসলামী ভিডিও,ওয়াজ মাহফিল

reverted muslim,converted muslim,converted to Islam,নও মুসলিম,converts,মুসলিম,converted to Islam,converted to islam 2020,converted to islam story,converted to islam Channel,religion,convert,conversion,converted,নওমুসলিম,ইসলাম গ্রহণের কাহিনী,converts to islam,converts to islam emotional,converts to islam story,নও মুসলিমদের কাহিনী,islam,hindu converted to islam,hindu converted to muslim,hindu converted muslim in india,hindu converted to islam in india

নওমুসলিম,নওমুসলিমদের কাহিনী,নওমুসলিমদের গল্প,নওমুসলিমের ওয়াজ,নওমুসলিম রানা মাস্তান,নওমুসলিম অর্থ,নওমুসলিম কি,now muslim waz,now muslim population in india,now muslim in china,now muslim name,ইসলাম,ইসলামের গল্প,ধর্ম,ইসলাম র্ধম,আমাদের কথা,ইসলামীক ওয়াজ,ওয়াজ মাহফিল,মিজানুর রহমান আজাহারি,মুসলমান কি,মুসলমান কাকে বলে,মুসলমানদের ইতিহাস,মুসলমানির গল্প,মুসলমান কার,msulim boy names,নওমুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার,নওমুসলিমদের মুসলমান হওয়ার কাহিনী

25/05/2023

তোফায়েল ইবনে আমর দূসী (রাযিঃ) এর ইসলাম গ্রহণ

তোফায়েল ইবনে আমর দূসী (রাযিঃ) মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসলেন। তিনি নিজ চোখে দেখলেন ইসলামের সত্যতার নিদর্শন। মহানবীর চরিত্রের সৌন্দর্য। অতঃপর তিনি মুসলমান হয়ে গেলেন।

এরপর তিনি নবীজিকে বললেনঃ হে আল্লাহর রাসূল! আমার গোত্রের লোকেরা আমার কথা মান্য করে। তাই আমি চাচ্ছি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে। আপনি কি আল্লাহর কাছে এমন কোন নিদর্শনের জন্য দুয়া করবেন। যা দেখে তারা আমার কথা বিশ্বাস করবে।

তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ নবীজির দুয়া কবুল করলেন এবং তাঁর কপালে এমন এক নূর চমকিয়ে দিলেন, যা অন্ধকারে আলোর মত জ্বল জ্বল করে। হঠাৎ তাঁর মনে হলো; যদি লোকেরা ভাবে ইসলাম গ্রহণ করার কারণে তাঁর এই রোগ হয়েছে।

তাই তিনি আল্লাহর কাছে দুয়া করলেন। তিনি যেন এই নূরটি তাঁর চিবুকে এনে দেন। আল্লাহ তাঁর দোয়া কবুল করেন, এবং নূরটি তাঁর চিবুকের মধ্যে ঝাড়বাতির মত করে দিলেন। অতঃপর তিনি আপন গোত্রের লোকদের কাছে গিয়ে ইসলাম প্রচার শুরু করে দিলেন।

কিছু লোক তাঁর দাওয়াতে ইসলাম গ্রহণ করলেও, বেশিরভাগ লোক ইসলাম গ্রহণ করেনি। তাই নবীজির কাছে এলেন এবং তাঁর প্রচেষ্টায় সফল হওয়ার জন্য দুয়া চাইলেন। অতঃপর নবীজি তাঁর সফলতার জন্য দোয়া করলেন এবং তাকে বললেনঃ '' যাও প্রচার করো এবং নম্রতা বজায় রেখ। ''

তোফায়েল ইবনে আমর দূসী ( রাযিঃ ) ফিরে গেলেন এবং মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে আহ্বান করতে থাকলেন। আল্লাহর রহমতে তিনি এবার এমন সফলকাম হলেন যে, খন্দকের যুদ্ধের পরে ৭০ থেকে ৮০ টি পরিবারকে মুসলমান বানিয়ে খায়বারের যুদ্ধের সময় নিজের সাথে করে নিয়ে এলেন এবং সবাই জিহাদে অংশ গ্রহণ করলেন।

সূত্রঃ মোগলতাঈ, পৃষ্টা ২৫

24/05/2023

মক্কা বিজয়ের দিন ইবনে খাতালেকে হত্যা | Ibne khatal

জাহেলী যুগে আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি ছিল, তার বাবার নামি ছিলো খাতাল। একদিন সে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণেরপর তার নাম আব্দুল্লাহ দেওয়া হয়।
একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যাকাত আদায় করার জন্য এক এলাকায় পাঠান। তার সহযোগী ছিল এক মুসলিম গোলাম। একদিন খাবার তৈরি করতে একটু দেরী হওয়ায়, সে তাকে হত্যা করে মক্কায় পালিয়ে গিয়ে মুরতাদ হয়ে যায়।

মক্কা বিজয়ের দিন ইবনে খাতালেকে হত্যা,মক্কা বিজয়ের দিন,মক্কা বিজয়ে,Ibne khatal,ইবনে খাতালেকে হত্যা,prophet muhammad,islamic story,makka bijoy,মক্কা বিজয়ের পর,মক্কা বিজয়ের ঘটনা,মক্কা বিজয়ের ইতিহাস,মক্কা বিজয়ের ঘটনা ভিডিও,মক্কা বিজয়ের ঘটনা বাংলা ডাবিং,islamic stories,muslim,stories of the prophets,prophet stories,prophet stories in english,prophet stories islam

24/05/2023

মক্কা বিজয়ের দিন ইবনে খাতালেকে হত্যা

জাহেলী যুগে আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি ছিল, তার বাবার নামি ছিলো খাতাল। একদিন সে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণেরপর তার নাম আব্দুল্লাহ দেওয়া হয়।

একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যাকাত আদায় করার জন্য এক এলাকায় পাঠান। তার সহযোগী ছিল এক মুসলিম গোলাম। একদিন খাবার তৈরি করতে একটু দেরী হওয়ায়, সে তাকে হত্যা করে মক্কায় পালিয়ে গিয়ে মুরতাদ হয়ে যায়।

মক্কা বিজয়ের দিন সে কাবার গিলাফ ধরে বসেছিলো। কারণ তখনকার যুগে কোন অপরাধী যদি কাবার গিলাফ ধরে রাখতো, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হতো। তাই সে ভেবেছিলো কাবার গিলাফ ধরে নিলেই নবীজি তাকে নিরাপত্তা দিবেন এত জঘন্য অপরাধ করার পরও।

মক্কা বিজয়ের দিন নবীজি যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন। তখন তাকে ইবনে খাতাল সম্পর্কে জানানো হলো। তখন নবীজি তাকে হত্যার নির্দেশ দিলেন। অতঃপর সাহাবীগণ তাকে মাকামে ইবরাহীম ও যমযম কুপের মধ্যবর্তী জায়গায় এনে হত্যা করেন।

23/05/2023

গতকাল দেখলাম এক স্কটল্যান্ডের ইউটিউবারকে এক পাকিস্তানি ফ্যামিলি দাওয়াত দিয়েছে। অতঃপর তাঁর সাথে ওই ফ্যামিলির মুসলিম মেয়েরা হাত মিলালো নিজেদের রুম দেখালো কাছে বসে খাবার দিলো। অতঃপর ওই ইংলিশ লোকটা ভিডিওতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় ভিডিওতে বললো ওরা আমাকে রাত্রে থাকতে বলে নাই। তখন ওই মেয়েগুলো তার কমেন্টে এসে বলতে লাগলো " আমরা দুঃখিত! আপনাকে আমাদের দেশের অবস্থার জন্য থাকতে বলিনি। সামনে আসলে অবশ্যই আমাদের বাড়িতে আসবেন। আপনার জন্য আমার মন কাঁদছে।

এই হলো আমাদের বর্তমান আধুনিক মুসলিমদের অবস্থা।

22/05/2023

পিঁপড়ে ও হাতি

22/05/2023

নব্বইয়ের দশকের ছেলে-মেয়েরা জানে পড়া-লেখা কাকে বলে। জানে পড়া-লেখা না শিখে গেলে স্কুলে কী হবে। তখনকার ছাত্ররা শিক্ষকদেরকে সম্মান করতো। তারা জানতো পড়া-লেখার মূল্য। শিক্ষকরা মারলে কিংবা ধমকালেও ছাত্ররা চুপ থাকতো। রাস্তা দিয়ে শিক্ষক যেতে দেখলে খেলাধুলা থামিয়ে সবাই সালাম করতো।
সন্ধ্যা হলে বাসায় কারেন্ট নেই। হারিকেনের আলোতে সবাই পড়তে বসতো। তখন ইউটিউব ছিলোনা। তাই তারা মূল বই থেকে পড়া বুঝে নেওয়ার চেষ্টা করে যেত। হারিকেনের তৈল শেষ হয়ে গেলে চাঁদের আলোতে পড়তো।
আজ ইন্টারনেট, স্মার্ট ফোন বের হয়েছে। বের হয়েছে নানান ধরণের ওয়েব সাইট ও সফটওয়্যার। ছোট কালেই এখন একটি টেব লাগে শিশুদের। এরপর মোবাইল ও কম্পিউটার। যার ফলে ক্লাস সিক্স, সেভেনে থাকতেই তাদের একটি গ্যাং গড়ে উঠে। তাদের প্রথম গ্রুপ হয় গেইম খেলা থেকে। অতঃপর বিভিন্ন টিমে ভাগ হয়ে চলে টিকটক ভিডিও বানানো। ধীরে ধীরে তারা মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে।
যেখানে নব্বইয়ের দশকের ছেলে-মেয়েরা সন্ধ্যারপর বাড়ির বাহিরে বের হওয়ার সাহস পেতোনা। সেখানে এখনকার ছেলে-মেয়েরা রাত্রিকালীন আড্ডা রুটিন বানিয়ে নিয়েছে। বাবা-মা বা শিক্ষক তাদেরকে বাঁধা দিলে। গ্যাং নিয়ে তাদের উপর আক্রমণ চালাচ্ছে।
ফেইসবুকে, ইউটিউবে বিভিন্ন নাটক নাটিকা বানিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। যার নাম কিশোর গ্যাং, স্কুল গ্যাং, বাচ্ছু ভাই ইত্যাদি নামে। যেখানে দেখানো হচ্ছে কিশোররা কিভাবে একটি গ্যাং তৈরী করতে পারে। কীভাবে পাড়ায় তাদের প্রভাব বিস্তার করতে পারে। কীভাবে করা যায় ছেলে বন্ধু - মেয়ে বন্ধু নামে নোংরামী।
আজ মা-বাবা অসহায় হয়ে পড়েছে। গভীর রাতে সন্তান বাসায় না ফিরলে বাহিরে বের হয়ে দেখে তাদের সন্তান মাদক সেবন করে রাস্তায় পড়ে আছে, অথবা কোন মেয়ে বন্ধু বা ছেলে বন্ধুর সাথে আবাসিক হোটেলে চলে গেছে। অথবা মরে পড়ে আছে বনে-জঙ্গলে। খবর নিয়ে জানা যায় দুই স্কুল গ্যাংয়ের আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়ায় নিহত হয়েছে।
যেন এই সমাজ আজ লাগামহীন। নেই কেউ বালার। নেই কেউ শোনার। নেই কেউ দেখার। সমাজের অবক্ষয় আজ মা-বাবারাও মেনে নিতে চলেছে। সন্তানের কিছু হয়ে গেলে বা কিছু করার পরে, মা-বাবারাও তাদেরকে সাপোর্ট করা শিখে যাচ্ছে। এই অধপতনের দায় প্রতিটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে নিতে হবে।

03/05/2023

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে যে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলাইহি ওয়া সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট রয়েছে।

সূত্রঃ মুসলিম

03/05/2023

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান - সন্ততি এবং সকল মানুষের চেয়েও প্রিয়তর না হবো।

সূত্রঃ বুখারী

03/05/2023

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ সেই মহান সত্তার কসম, যার কুদরতি হাতে মুহাম্মদের জীবন রয়েছে। এই উম্মতের যে কেউ চাই ইহুদী বা খ্রীষ্টান হোক আমার ( নবুয়তের ) কথা শুনবে, অথচ আমি যা সহকারে প্রেরিত হয়েছি তাঁর প্রতি ঈমান না এনে ইন্তেকাল করবে, সে নিশ্চয় জাহান্নামী হবে।

সূত্রঃ মুসলিম

03/05/2023

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে। তন্মধ্যে শ্রেষ্টটি হলো - আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই ঘোষণা করা। আর নিম্নতম শাখাটি হলো, রাস্তা হতে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এবং লজ্জা ঈমানের একটি শাখা।

সূত্রঃ বুখারী

03/05/2023

নিশ্চয় আল্লাহ তা'আলাই কেয়ামত সম্বন্ধে সম্যক জ্ঞাত। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং মাতৃগর্ভে যা থাকে একমাত্র তিনিই তা জানেন। আগামীকাল কী উপার্জন করবে কেউ তা জানেনা এবং এও কেউ জানে না কোথায় সে মৃত্যুবরণ করবে।

সূরা: লুকমান, আয়াত: ৩৪

18/04/2023

বস্তুগত কিছু সুযোগ-সুবিধা পাওয়ার নাম সুখি পরিবার নয়। সুখি পরিবার হচ্ছে সেটি, যেখানে একে অপরেকে মানিয়ে নিতে পারে।
--- ডেল কার্নেগী

18/04/2023

বুদ্ধিমান লোকেরা ওই মেয়েকে স্ত্রী হিসেবে পেতে চায়, যে তাঁর স্বামীকে নিয়ে গর্ব করে। যে নিজেকে স্বামীর পরিচয়ে পরিচিত করতে ভালোবাসে।
--- ডেল কার্নেগী

11/04/2023

তাওবা অর্থ গোনাহ থেকে অনুগত্যের দিকে এবং গাফলত থেকে আল্লাহর স্মরণের দিকে ফিরে আসা। আর ইস্তেগফার অর্থ ক্ষমা চাওয়া অর্থ্যাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া।

তওবার জন্য মোট পাঁচটি কাজ করতে হবে।

১/ খাটি অন্তরে তওবা করতে হবে।
২/ অতীত পাপের প্রতি অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।
৩/ উক্ত পাপ থেকে এখনই বিরত হতে হবে।
৪/ ভবিষ্যতে উক্ত পাপ না করার জন্য মনে মনে দৃঢ় সংকল্প করতে হবে।
৫/ আল্লাহর হক বা বান্দার হক নষ্ট হয়ে থাকলে তাঁর সংশোধন ও প্রতিকার করতে হবে।

আল্লাহর হক যেমনঃ নামায, রোযা, হজ্জ, যাকাত ইত্যাদি এগুলো আদায় না করলে তা আদায় করতে হবে।

বান্দার হক যেমনঃ কেহ টাকা পাবে বা কারো গিবত, গালি গালাজ ইত্যাদি।

টাকার ক্ষেত্রে তা দ্রুত পরিশোধ করে দিবেন। সে না থাকলে তাঁর উত্তরাধিকারীদের কাছে দিবেন। কেহ না থাকলে তাঁর নামে সাদকা করে দিবেন।

গিবত, গালি গালাজ, খোঁচা মেরে কারো মনে কষ্ট দেওয়া ইত্যাদির ক্ষেত্রে সরাসরি তাঁর কাছে ক্ষমা চাইতে হবে।

মনে রাখার বিষয়ঃ এই পাঁচ বিষয় পূর্ণ করা ছাড়া মুখে মুখে তওবা-ইস্তেগফারের বাক্য পড়লে তাওবা হয়ে যায় না। যদিও মুখে মুখে পড়াও একেবারে উপকার থেকে খালিও নয়।

আল্লাহ আমাদেরকে উক্ত আলোচনার উপর আমল করার তাওফিক দিন।

10/04/2023

হৃদয় শীতল করা কণ্ঠে দোয়া | কোরআন থেকে দোয়া | 20 dua | ক্ষমা প্রার্থনার দোয়া

Dua,best dua,morning dua,ayatul kursi,Omar Hisham,Quran recitation,সকাল বেলার দেয়া,দোয়া

relaxing,dua,contemplation,positivity,inspirational,motivation,motivational,duas,calming,calm,relaxation,soothing,relaxing music,positive,healing,healing frequency,meditation,love,loving,soothe

৪০ রাব্বানা দোয়া,কোরানের শ্রেষ্ঠ দোয়া সমূহ,রাব্বানা দোয়া,দোয়া,forty rabbana duas,৪০ রাব্বানা দোয়া বাংলা অনুবাদ সহ,রব্বানা ৪০ দোয়া,omar hisham al arabi,40 rabbana dua,rabbana dua,peaceful recitation rabbana dua with bangla translation,40 rabbana dua full bangla

sikhun surah,surah,sura,sikhun sura,আয়াতে শিফা,আয়াতে শেফা,aayate sefa,ايات الشفاء,Healing Verses,Ayat Shifa,Ayat e Shifa beheaven,omar hisham ayat shifa,doa,ayat shifa omar hisham al arabi,healing ayats quran,healing verses ruqyah ayat relaxing and relaxing quran,omar hisham sefa ayat,healing quran recitation,omar hisham healing verses,behaven style healing ayat,শিখুন সূরা আয়াতুল সিফা,ayat e shifa bangla

10/04/2023

28/03/2023

আলহামদুলিল্লাহ! আমরা এখন ১৫০০ সদস্যের টিম। আল্লাহ দ্রুত আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে দিন। আমীন।

28/03/2023

হ্যায়! স্মার্ট ছেলে তোমার ফলো করার নটিফিকেশন পেলে। তোমাকেও ফলো করবো।
Mymuna momo Fry And Try Deep Status

27/03/2023

অযুর দোয়া | ojur dua | oju korar dua | oju korar dua bangla | ojur porer dua

অজু করার দোয়া, অজুর আগে ও পরের দোয়া

islamer rasta,bangla waz,shaikh ahmadullah,ahmadullah,bangla waz mahfil,ahmadullah waz mahfil,oju korar niom,oju korar dua,ozu korar niyom,ojur dua,ojur porer dua,অজুর ফরজ কয়টি ও কি কি,অজু করার দোয়া,অজু করার নিয়ম,অজুর নিয়ত,অজুর নিয়ম,অজুর পরের দোয়া,অজুর পরে দোয়া,অজুর আগে দোয়া,ওজু করার নিয়ম,ওজু ভঙ্গের কারন,ওজুর নিয়ম,ওজুর,ওজুর পরে দোয়া,অযুর দোয়া,অযুর দোয়া ও নিয়ত,ওযুর সঠিক নিয়ম,শায়খ আহমাদুল্লাহ,আহমাদুল্লাহ,waz bangla,waz mahfil

Address

Sylhet

Telephone

+8801882995735

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Newspapers in Sylhet

Show All