BNP News Sylhet

BNP News Sylhet Public need freedom they ownlife.
(1)

প্রবাসী দুই ধরনের! এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ...
25/04/2024

প্রবাসী দুই ধরনের!
এক নাম্বার মিডেলিস্ট আরব দেশ ও মালয়েশিয়ায় সিঙ্গাপুর বুনাই মালদ্বীপ যারা এই দেশ গুলোতে কাজের উদ্দেশ্যে যায় তারা নিজেকে সাধারণ প্রবাসী পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

দুই নম্বর যারা ইউরোপ- আমেরিকার মতো উন্নত দেশে কাজের উদ্দেশ্যে যায়। তারা নিজেকে প্রবাসী বলতে চায় না! বলে ইউরোপ থাকি আমেরিকায় থাকি।
এবার মূল কথায় আসি। এক নম্বর প্রবাসীরা মধ্যবিত্ত বা গরিব ধার দেয়ানা করে এশিয়ার দেশে গুলোতে যায় নিজের ভাগ্য চাকা গুরাতে। অনেকে সফল হয় অনেকে দীর্ঘ সময় প্রবাস করতে হয় অল্প টাকা বেতনে। দিন শেষে এরা অনেকেই সুখী।

সময় মত ইচ্ছা করলেই বিয়ে করতে পারে। যে কোন সময় দেশে যেতে পারে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল থাকে তাদের অর্থে। বাংলাদেশের মেটো পথের ধারে গ্রামের বেশিরভাগ পরিবার সচ্ছল হয়েছে এসব পরিবারের সন্তানরা এশিয়ার ছোট দেশগুলোতে প্রবাসী হিসেবে যাওয়ার কারণে।
প্রবাস জীবনের একটা সময় পার করে এরা দেশে অবসরে যেতে পারে এবং এদের বেশিরভাগই মৃত্যু মাতৃভূমিতে নসিব হয়। কবরটাও নিজের মা-বাবার পাশে হয়। এদের শেষ স্বপ্ন থাকে প্রবাসের ইনকামের টাকা জমিয়ে নিজদেশে ফিরে যেয়ে কোনরকম ডাল ভাত খেয়ে শেষ জীবন দেশে কাটানো। এরা যদি সুন্দর করে প্ল্যানিং করে দিনশেষে এরাই সবচেয়ে সুখী প্রবাসী।

আর দুই নম্বর প্রবাসী যারা ইউরোপ-আমেরিকা থাকে তারা বেশির ভাগ মানুষ একটু অহংকারী হয়ে থাকে। আর এরা যেকোনোভাবে ইউরোপ আমেরিকায় ঢুকতে চেষ্টা করে এইসব দেশে যাওয়াই যেন জীবনের সকল সার্থকতা এরা মনে করে। এরপর বৈধ থাকার জন্য জীবনের ১০-১৫ বছর হেলায় ফেলায় নষ্ট করে এর ভিতর জীবন যৌবন বিয়ের বয়স পার হয়ে গিয়ে আঙ্কেলের বয়সে চলে যায় এদের।

একটা সময়ের পর বিয়ে করে এবং নিজের সন্তানের ইনকামে খাওয়ার আগে এদের কবরের টিকেট অনেক ক্ষেত্রে চলে আসে। ইউরোপ আমেরিকা প্রবাসী হওয়ার কারণে সবচেয়ে বেশি লাভবান হয় তাদের আত্মীয়-স্বজন এবং পরিবার।

সবচেয়ে লস হয় তার জীবনের দীর্ঘ সময় একটা গ্রিনকার্ড জন্য অপেক্ষা করতে করতে জীবনটাকে শেষ করে দেয়। একটা সময়ের পর ইউরোপ প্রবাসীদের স্বপ্নের সুন্দর ইউরোপ থেকে নিজের মাতৃভূমির বেশি ভালো লাগে। তখন জীবনের পড়ন্ত বেলা চলে আসে।
পৃথিবীর যত উন্নত দেশে যান না কেন? প্রবাসী হিসেবে? আপনাকে কাজ করেই খেতে হবে এখানে অহংকারের কিছু নেই।
বিঃদ্রঃ এ পর্যন্ত বাংলাদেশের রেমিট্যান্সে সব সময় প্রতিবছরই মিডেল ইস্টের দেশ গুলো থেকে ইনকাম সর্বোচ্চ।
Collected

04/11/2023
29/10/2023

😎😎💪💪

২৮ অক্টোবর শনিবার মহাসমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়া পল্টন দলীয় অফিসের সামন থেকে আটক কোম্পানীগঞ্জ উপজেল...
29/10/2023

২৮ অক্টোবর শনিবার মহাসমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়া পল্টন দলীয় অফিসের সামন থেকে আটক কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি Badsha Miah ভাইয়ের অবিলম্বে নিঃশর্তে মুক্তি চাই।

15/10/2023

11/10/2023

BNP

22/09/2023
05/09/2023

বিদেশের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে পড়াশোনা আর গবেষণা। আর অন্যদিকে সোনার বাংলায় দেশের শীর্ষ উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের হলগুলোতে মধ্যরাতে সাধারণ শিক্ষার্থীদের গেস্ট রুমে ধরে নিয়ে এসে চলে লেডি বদরুলদের শ্লোগান প্রশিক্ষণ। লেডি বদরুলদের এই প্রশিক্ষক আফারা সবাই আবার ব্যবসায়ী। কি ব্যবসায়ী সেটা জানতে কমেন্ট বক্সে চোখ রাখুন। 😜😜😜😜😜😜

15/08/2023

OUR Sylhet ❤️❤️

15/08/2023

সাঈদী ভক্ত জনতার ধাওয়ায় পুলিশের পলায়ন। শাহবাগে আল্লামা সাঈদীর হত্যাকান্ডের প্রতিবাদে আগত জনতার উপর পুলিশ চরাও হতে গেলে জনগণের ধাওয়ায় এই মাত্র পুলিশ ভেগে গেছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

সিলেটে মাইএোবাস ও সি এন জি সংঘষে নিহত ৬।
20/07/2023

সিলেটে মাইএোবাস ও সি এন জি সংঘষে নিহত ৬।

সিলেটে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন সিলেট এমএজি ওসম...

20/07/2023

আওয়ামী লীগের বিশাল সমাবেশ।

BAL-(Bangladesh Awami League) এর কিছু কর্মকর্তারা জানাচ্ছে ওমান থেকে যে, ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশ...
08/06/2023

BAL-(Bangladesh Awami League) এর কিছু কর্মকর্তারা জানাচ্ছে ওমান থেকে যে, ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৯৫ মেট্রিক টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিন্তু তারা এটা জানায়নি তার মধ্যে ২-টা জাহাজ জুনের ৩২-তারিখ বরিশাল বন্দরে পৌঁছাবে।

এখন সমস্যা হচ্ছে অনেকেই বলবে ভাই জুনের ৩২-তারিখ কৈ পাইলেন? আবার বরিশালে তো কোনো বন্দরই নাই।

যাইহোক মিথ্যা শান্তনায় তো দেশ সিঙ্গাপুর হয়ে গেছে যদি ঐটা বিশ্বাস করতে পারেন তাহলে এইটাও পারবেন।

আর যারা BAL-(Bangladesh Awami League) এর প্রদত্ত এই নিউজ বিশ্বাস করবেনা তাদের ১-বিঁচি ছোট হয়ে যাবে।

জানি এখন অনেকেই এইটাও বলবেন ভাই একটা বিঁচি তো এমনিতেই একটু ছোট হয়।

ভাই এত প্যাঁচ ধরেন কেন আমি তো এই পোস্ট কপি পেস্ট করছি।

08/06/2023

শুধু সময়ের পরিবর্তন।

08/06/2023

কারো বাপের টাকায় বিদ্যুৎ কিনা হয় নাই, এটা জনগণের টাকা।

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব নিপুন রায়সহ অসংখ্য নেতাকর্মী আহত ...
26/05/2023

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় ঢাকা জেলা বিএনপির সদস্য সচিব নিপুন রায়সহ অসংখ্য নেতাকর্মী আহত এই বর্বরতার শেষ কোথায় বাংলাদেশের গণতন্ত্র আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে প্রিয় নেত্রী আপনার সুস্থতা কামনা করছি আপনাকে সুস্থ হয়ে আবার রাজপথে ফিরে আসতে হবে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।

আগামীর বাংলাদেশ!💪🌾🌾
18/05/2023

আগামীর বাংলাদেশ!💪🌾🌾

04/05/2023

কোম্পানীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন একটি বসতঘরে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when BNP News Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like