Somoy Dorpon

Somoy Dorpon "সত্য উন্মোচনে ও সাহসী পদক্ষেপে আমরা নির্ভীক"

https://m.facebook.com/story.php?story_fbid=267799952436037&id=100076181019518&mibextid=Nif5oz
10/06/2023

https://m.facebook.com/story.php?story_fbid=267799952436037&id=100076181019518&mibextid=Nif5oz

একজন হবুর উত্তান
এই হবু ছোট বেলা থেকেই তারা মায়ের সাথে টানাখালীর পাশে শান্তিপুর গ্রামে পরের ভিটাতে উরা বানিয়ে বসবাস করতো। তার বাবা কে কোথায় তার মুল বাড়ি সেটা আশেপাশের গ্রামের লোকজন
কেউই জানে না। এমনকি জানার প্রয়োজন ও কেউ মনে করেনি।
হবুর মা ৮০ র দশকের শুরুতে শান্তি পুর আসার পরেই, প্রথমে বিভিন্ন রেষ্টুরেন্টে ও মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। পরে টানাখালী বাজারের ব্যাবসায়ী কদু বাবুর, রাইস মিলে, কাজ করা শুরু করে, তখন অত্র এলাকার আশেপাশের গ্রাম গুলোতে কোন রাইস মিল ছিল না। তাই আশেপাশের ১৪/১৫ টি গ্রামের মানুষ, ধান নিয়ে টানাখালী বাজারেই আসতে হত। সেই হিসাবে রাইস মিলে প্রচুর পরিমাণ মহিলারা কাজ করতো, সকাল থেকে রাত ১০ পর্যন্ত ধান চাউল ঝারার কাজ করতো হবুর মা। সারাদিন উরা, কুলা, নিয়ে চাউল ঝারার কাজ করে, চাউলের খুদি, ধানের বুসি থেকে ঝেরে আধা ভাংতি চাউল, নিয়ে রাতে বাড়ি ফিরত । এই হবুর মা এক পায়ের পাতা জন্মগত টানা দেওয়া ছিল তাই উনাকে মানুষ লেংরি বলে ডাকতো,পায়ের পাতার মুড়ালী উচু থাকতো সব সময়। তাই হাটাহাটি করতে খুব কষ্ট হত। হবুর মা যখন রাইসমিল থেকে রাতে বাড়ি ফিরে যেত তখন এই হবু তার মায়ের সাথে সাথে থাকতো। তখন সে ছোট ছিল, বয়স আনুমানিক ৮/১০ বছর, মা সারাদিন মিলে কাজ করে আর এই হবু বাজারের অলিগলিতে ঘুরে বেড়াত। প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার টানাখালীর হাট বসত। কাছামালের ব্যাবসায়ীরা আদা পচা শাক সবজি আলু পেয়াজ বিভিন্ন ধরনের জিনিস ফেলে দিলে, টুকাই হবু এগুলো কুড়িয়ে নিয়ে যেত। এই ভাবে আস্তে আস্তে, টুকাই হবু প্রায়ই মানুষের দোকানের জিনিসপত্র চুরি করা শুরু করে। অনেক বার অনেক ব্যাবসায়ীরা চুরিতে দরে মারপিট করে, দয়া বাবাহীন ছেলে হিসাবে দয়া করে আবার ছেড়ে দিত।
এই ভাবে কয়েক বছর পরে সে যখন ধীরে ধীরে বড় হল, তখন প্রায়ই তার মায়ের কষ্টের জমানো, চাউল, খুদি সব বিক্রি করে দিত, তার মা কিছু বললে মায়ের সাথে খারাপ আচরণ করতো গালাগালি এমকি গায়ে হাততুলে আঘাত করতে, এগুলো তার মা নিজেই মানুষের কাছে কান্নাকাটি করে বলে বেড়াতে, এই টুকাই হবু কে কয়েক বার এই জন্য বাজারের লোকজন মিলে শাসন করা হয়েছে কিন্তু তার পরিবর্তন হয়নি । যেমন ছেলে তেমন মা, তার মায়ের ব্যাপারে ও এলাকায় অনেক কথা আছে, যাক সেই দিকে নাই বললাম।
কিন্তু এই টুকাই হবু একটা সময় প্রচন্ড বেপরোয়া হয়ে উঠে। প্রায়ই টানাখালী বাজারের চুরি ডাকাতি বেড়ে গেল। এই অবস্থায় আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি সৌম্য চৌধুরীর হত্যাকারীর বিচার যেনো হয়,

এটা ইসলামের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো হবে।
25/07/2022

এটা ইসলামের জন্য এবং দেশের মানুষের জন্য ভালো হবে।

বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী নয় ধর্মভিত্তিক দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে ত.....

সর্বোপরি মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।
25/07/2022

সর্বোপরি মৃত্যুর ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে।

ডায়াবেটিস রোগীর উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার হার রোগীর কত দিনের ডায়াবেটিস, তার বয়স, লিঙ্গ, দৈহিক স্থূলতা, রোগের পা...

বিভিন্ন স্থানে ১৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
25/07/2022

বিভিন্ন স্থানে ১৩ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কথাও উল্লেখ করা হয়েছে।

সিলেটে বিদ্যুতের রোস্টার শিডিউলেও বিপর্যয় দেখা দিয়েছে। চাহিদার ৭০ ভাগ বিদ্যুৎ পেলে শিডিউল ঠিক রাখা সম্ভব। কিন্.....

এবার পারিনি। সকাল থেকে মাংস চায়ে জমা করছি।
11/07/2022

এবার পারিনি। সকাল থেকে মাংস চায়ে জমা করছি।

কোরবানির দিনে ধনীদের বাড়ি থেকে চেয়ে নিয়ে আসা মাংসের জমজমাট হাট বসেছে সিলেট শহরের ক্বীন ব্রিজের সম্মুখসহ বিভিন্ন ...

বাড়তি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
10/07/2022

বাড়তি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

রোববার (১০ জুলাই) সকাল থেকেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে ঈদ জামাত শেষে শুরু হয় প্রিয় পশুকে কোরবানি দেওয়...

মোগো গরিবের এই বাজারেও এহন আগুন লাগছে।
10/07/2022

মোগো গরিবের এই বাজারেও এহন আগুন লাগছে।

কোরবানির ঈদের দিনে রাজধানীর মতো বরিশালেও বাড়ি বাড়ি গিয়ে দুস্থ, গরিব, ভ্রাম্যমাণ মানুষেরা মাংস সংগ্রহ করেছেন। তাদ...

নতুন পরিচয় কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না চেন।
10/07/2022

নতুন পরিচয় কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না চেন।

৩৩ বছর ধরে পুরুষ পরিচয়ে বেঁচে থাকা চেন লির ক্রোমোজোম পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানালেন, জৈবিকভাবে তিনি আসলে...

আমরা একে অপরের হয়ে উঠি পরম বন্ধু-বিশ্বস্হ সহচর।
09/07/2022

আমরা একে অপরের হয়ে উঠি পরম বন্ধু-বিশ্বস্হ সহচর।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে ঈদ মোবারক ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক ও সাবেক প্যানেল ম....

নিজ নিজ মাদরাসা ও এতিমখানায় পৌঁছে দেয়া হবে টাকা।
08/07/2022

নিজ নিজ মাদরাসা ও এতিমখানায় পৌঁছে দেয়া হবে টাকা।

প্রতি বছরেই ঈদ উল আযহায় সিলেটে ক্বওমি মাদরাসা ও এতিমখানার উদ্যোগে কুরবানির পশুর চামড়া সংগ্রহ করা হয়। কিন্তু গত ক.....

বুধবার (৬ জুলাই) এই শিডিউল করে দেওয়া হয়।
06/07/2022

বুধবার (৬ জুলাই) এই শিডিউল করে দেওয়া হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সকল গ্রাহককে পিক সময়ে অন্তত একটি ফ্যান এবং অপ্রয়োজন...

ওই সময় আসামিরা তাঁকে হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগের প্রস্তাব দেন।
06/07/2022

ওই সময় আসামিরা তাঁকে হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগের প্রস্তাব দেন।

হেনোলাক্সের এমডি নুরুল আমিন ও তাঁর স্ত্রী ফাতেমা আমিনকে আজ বুধবার র‍্যাবের মিডিয়া সেন্টারে হাজির করা হয়।

ইবার’র পানি আমারে রাস্তাত নামাই দিব।
06/07/2022

ইবার’র পানি আমারে রাস্তাত নামাই দিব।

‘সবার ঘর ভাইলেও আমার ঘরও এখনো কমর পানি। পানি কমার লগে লগে আমার ঘর ভাঙ্গিয়া পড়ি যাইবো, ঘরর নিছর সব মাটি ধইয়া নিছে গি।...

‘গরুগুলো না পারছি রাখতে, না পারছি বিক্রি করতে।’
30/06/2022

‘গরুগুলো না পারছি রাখতে, না পারছি বিক্রি করতে।’

সিলেটে গবাদি পশু কেনা বেচার সবচেয়ে বড় হাট বসে নগরের কাজিরবাজারে। সুরমা পাড়ের সেই এলাকা এখন ডুবে আছে বন্যার পানিত.....

তামান্না নৌকায় করে স্কুল থেকে পরীক্ষার প্রবেশপত্র আনতে যাচ্ছিল।
30/06/2022

তামান্না নৌকায় করে স্কুল থেকে পরীক্ষার প্রবেশপত্র আনতে যাচ্ছিল।

বন্যার পানিতে ডুবে মারা যাওয়া তামান্না আক্তার ও সৌরভ মিয়ার বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের...

ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।
30/06/2022

ততদিন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা থাকবে।

মানসম্মত সেবা (কোয়ালিটি অব সার্ভিস) দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধ...

বাড়ির ভিটে থেকে শুরু করে চতুপার্শ্বে পানি আর পানি। যে দিকে চোখ যায় শুধুই পানি।
29/06/2022

বাড়ির ভিটে থেকে শুরু করে চতুপার্শ্বে পানি আর পানি। যে দিকে চোখ যায় শুধুই পানি।

প্রায় ১০দিন ধরে বাড়িতে আটকা শতাধিক পরিবার। বাড়ির ভিটে থেকে শুরু করে চতুপার্শ্বে পানি আর পানি। যে দিকে চোখ যায় শুধ....

মূল্যবোধের প্রতি সবচেয়ে বড় ও প্রত্যক্ষ হুমকি হচ্ছে রাশিয়া।
28/06/2022

মূল্যবোধের প্রতি সবচেয়ে বড় ও প্রত্যক্ষ হুমকি হচ্ছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট তাদের ‘যুদ্ধ করতে প্রস্তুত’ এমন সেনা সংখ্যা বিপুল সংখ্....

মাহি লিখেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ আমার হবে না।’
28/06/2022

মাহি লিখেন, ‘এই জন্যই আমি ঈর্ষান্বিত। কারণ আমার হবে না।’

চিত্রনায়িকা মাহিয়া মাহির দুটি বিয়ে। সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে সংসার করেছেন ২০১৬ সাল থেকে ২০২১ স....

তাদের (বিএনপির) দর্শন হচ্ছে সরকার, ভারতের বিরুদ্ধে কথা বলা।
28/06/2022

তাদের (বিএনপির) দর্শন হচ্ছে সরকার, ভারতের বিরুদ্ধে কথা বলা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে গণফোরামের ব্যানারে নির্বাচন কর.....

সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ সরকার পক্ষ থেকেও এমন বক্তব্য আসে।
28/06/2022

সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ সরকার পক্ষ থেকেও এমন বক্তব্য আসে।

হাতে সরকারবিরোধী বিভিন্ন ইস্যু থাকলেও কঠোর কোনো কর্মসূচি দেয় না বিএনপি। দলের তৃণমূল নেতাকর্মীরা যেমন এই অভিযোগ ....

এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।
26/06/2022

এমনকি ওই প্রবাসীরা আর কখনো কুয়েতে ফিরতে পারবেন না।

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দি...

রোমান্টিক চরিত্র করতে গিয়ে বেশ লজ্জাবোধ করেন তিনি।
26/06/2022

রোমান্টিক চরিত্র করতে গিয়ে বেশ লজ্জাবোধ করেন তিনি।

পুরো ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পেয়েছেন বলিউডের ‘রোমান্স কিং’ ...

রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ।
26/06/2022

রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ।

হাত দিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট বল্টু খোলার ভিডিও টিকটকে আপলোড করা যুবককে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-.....

দুটোর ফাইনালেই গোল এসেছে আনহেল ডি মারিয়ার পা থেকে।
26/06/2022

দুটোর ফাইনালেই গোল এসেছে আনহেল ডি মারিয়ার পা থেকে।

বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে সন্দেহে ডি মারিয়া।

ওজন ঝরাতে না পারলে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে তার জন্য।
26/06/2022

ওজন ঝরাতে না পারলে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে তার জন্য।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। আশির দশকেই গায়ক হিসেবে জনপ্রিয়তা পান আন্তর্জাতিক অঙ্গনে। তবে হিন্দি গান...

মেয়েকে রাতের অন্ধকারে জোরপূর্বক বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গেছে।’
23/06/2022

মেয়েকে রাতের অন্ধকারে জোরপূর্বক বাড়ির উঠান থেকে তুলে নিয়ে গেছে।’

ওসমানীনগর উপজেলার গ্রামতলা দাসপাড়া থেকে গত ২৫ এপ্রিল নিখোঁজ হয় হাজী ওয়ারিস উল্লাহ ও পিয়ারা বেগম দম্পতির স্কুলপড়....

মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য সেখানে মানুষের লম্বা সারি দেখা গেছে।
22/06/2022

মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য সেখানে মানুষের লম্বা সারি দেখা গেছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে সুনামগঞ্জবাসী। বিদ্যুৎ না থাকায় মোবাই.....

বৃষ্টি না লাগিয়ে সিলেটের বন্যা নিয়ে অতিরঞ্জিত বলেন।
22/06/2022

বৃষ্টি না লাগিয়ে সিলেটের বন্যা নিয়ে অতিরঞ্জিত বলেন।

চলমান বন্যা স্মরণকালের ইতিহাসে ভয়াবহ বলেই সিলেটে ছুটে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। ভয়াল বন্যায় সৃষ্ট...

আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নৌকা ক্রয় করেছি।
22/06/2022

আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নৌকা ক্রয় করেছি।

আকস্মিক বন‍্যা মোকাবিলায় সিলেট নগরীর জন‍্য প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট দুটো দাবির  কথা জানিয়ে সিটি মেয়র আর....

আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করেছিল।
21/06/2022

আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করেছিল।

বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত বিপ্লব মিয়া (.....

সোমবার পর্যন্ত পানিবন্দি ছিলেন অন্তত ১ কোটি মানুষ।
21/06/2022

সোমবার পর্যন্ত পানিবন্দি ছিলেন অন্তত ১ কোটি মানুষ।

বন্যায় সিলেট বিভাগে এ পর্যন্ত ২২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

সোমবার (২০ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
20/06/2022

সোমবার (২০ জুন) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে। তাই সে সব এলাকার নদীবন্দরগুলোকে এক ....

কয়েকদিনের মতো আজ বুধবার ভোর থেকেও অবিরাম বৃষ্টি হচ্ছে।
15/06/2022

কয়েকদিনের মতো আজ বুধবার ভোর থেকেও অবিরাম বৃষ্টি হচ্ছে।

অবিরাম বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিলেটে আবারও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় পা....

প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শাসকগোষ্ঠী।
15/06/2022

প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে শাসকগোষ্ঠী।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের এক সময়ের কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট শি...

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
15/06/2022

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেট সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ডে বারবার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর-সাবেক প্যানেল মেয়র,  সামাজিক ও রাজনৈতিক অঙ্...

14/06/2022

খবরের বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

নগরীর মানুষকে নির্মলতার স্বাদ দিতে এই দিঘিকে বদলে দেওয়া হয়েছে নান্দনিকতায়।
14/06/2022

নগরীর মানুষকে নির্মলতার স্বাদ দিতে এই দিঘিকে বদলে দেওয়া হয়েছে নান্দনিকতায়।

কোনো এককালে সিলেট পরিচিত ছিল ‘দিঘির শহর’ হিসেবে। সেই সুখ্যাতি হারিয়ে গেছে অনেক দিন হলো। যে কয়টি এখনও ‘নিবু নিবু ক....

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Somoy Dorpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Sylhet

Show All

You may also like