Green Sylhet

Green Sylhet Official page of www.greensylhetbd24.net, A leading online news portal from Sylhet, Banglad Fake news is cheap to produce.

Genuine journalism is expensive.

12/12/2022

আপনারা লাইভ দেখছেন গ্রেন্ড সুলতান টি রিসোর্ট,শ্রীমঙ্গল

08/12/2022

কুতুবউদ্দিন শাহর মাজার,দুই গাছের এক ডাল।কমলারানীর দিঘী।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঐতিহাসিক কমলারানীর দিঘী ও কুতুবউদ্দিন শাহর মাজারের দুই গাছের এক ডাল।

06/12/2022

অভিনন্দন মরক্কো

03/12/2022

আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া
কারা যাবে কোয়াটার ফাইনালে

বিএএফ শাহীন কলেজ শমশেরনগর
03/12/2022

বিএএফ শাহীন কলেজ শমশেরনগর

02/12/2022

দক্ষিণ কুরিয়া বনাম পর্তুগাল
ঘানা বনাম উরুগুয়ে
আজ কোন দুটি দল জিতবে?

আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ৩মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ।
08/11/2022

আজ মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট থেকে রাত ৮টা ৩মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ।

07/11/2022

মৌলভীবাজার রাজনগর উপজেলার টেংরা বাজারে এক ফল ব্যাবসায়ীকে পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে হত্যা করেছে জয়নাল মিয়া নামে এক যুবক।জয়নাল মিয়ার বাড়ি রাজনগরের দত্ত গ্রাম মুন্সি বাড়ি বলে জানায় ভিকটিম। তিনি মৃত্যুর আগে নিজেই এই তথ্য লাইভে দিয়ে গেছেন।তাহাকে কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পাহাড়ি নির্জন স্থানে নিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে

07/11/2022

ব্রেকিং নিউজ -------ব্রেকিং নিউজ

মৌলভীবাজার নতুন বাস টার্মিনালে সামনে ট্রাফিকের ধাওয়া খেয়ে বাসের সাথে সংঘর্ষে একজনের মৃত্যু।
প্রাথমিক তথ্যে জানা যায় মৃত বুরহান (২০)পিতা খসরু মিয়া সাং-মৌলভীবাজার সদর

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দৌলতপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।
06/11/2022

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দৌলতপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

05/11/2022

সিলেটি বিয়ার দামাল গান/সবাই সেয়ার করবেন/লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।

05/11/2022

#রহস্যউদঘাটন

মৌলভীবাজারে কুলাউড়া কলেজ ছাত্রের আত্মহ*ত্যার রহস্য উদঘাটন করলো সি এস এফ ইন্টেলিজেন্স সোর্স..

মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের পাশে সন্ধা ৬ টার দিকে যেই ছেলেটা প্রেমিকার সামনে বি*ষ পান করে সেই মেয়েটার সাথে ছেলেটার কোর্ট ম্যারেজ হয় ঘটনার ৪ মাস আগে...

মেয়েটার পরিবার তা জানলে তারা রাজি হননি এবং ছেলেটাকে বিভিন্নভাবে তারা হুমকিধামকি দিয়ে কোর্ট ম্যারেজ পেপার ছিড়ে ফেলে মেয়েটাকে ঐ ছেলেটার সাথে আইনিভাবে বিবাহ সম্পন্ন হওয়ার পরও মেয়েটার পরিবার অন্য জায়গায় বিয়ে দেওয়ার প্রস্থুত নিয়ে বিয়ে ঠিক করে ফেলেন মেয়েটার পরিবারের পছন্দের ছেলের সাথে...

তারপর গতকাল অর্থাৎ ৩ নভেম্বর সরকারি কলেজে তারা ২ জনেই পরীক্ষা দিতে এসে পরীক্ষা শেষে ছেলেটা মেয়েটার সাথে এই ব্যাপারে কথা বলতে চাইছে যে আমাদের বিয়ের কি হবে!?

মেয়েটার উত্তর ছিলো আমার পরিবার রাজি হচ্ছেনা ম্যারেজ সার্টিফিকেট ছিড়ে ফেলেছে আমার কি করার!

তারপর ছেলেটা ভেংগে পড়ে এবং কান্নাকাটি শুরু করে
এক পর্যায়ে মেয়েটার সামনে ছেলেটি বি*ষ পান করে অতঃপর আত্মহ*ত্যা..

#© #সাইবার #সেফটি #ফার্স্ট #বাংলাদেশ #টিম #ভালো #সোর্স

03/11/2022

মৌলভীবাজার সরকারি কলেজে প্রেমিকার সামনে বিষপান করে প্রেমিকের আত্মহত্যা

ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার সামনে‌ বিষপান করে আত্মহত্যা করেছেন এক প্রেমিক।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে সরকারী কলেজ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে। রাজন মিয়া কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাজলধারা গ্রামের শাহা আলম এর ছেলে।নিহত প্রেমিক কুলাউড়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার পর এক ছেলে ও মেয়েকে দীর্ঘসময় গল্প করতে দেখা যায়। বিকেলে হঠাৎ ওই ছেলে মেয়েটির সামনেই বিষপান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফয়ছল জামান বলেন, হাসপাতালে বিষপান করে মারা যাওয়া এক যুবকের মরদেহ আসে। মরদেহটির ময়নাতদন্ত করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান বলেন, মৌলভীবাজার সরকারি কলেজে বিষপান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে কিন্তু কি কারনে তা এখন ও জানা যায়নি।

02/11/2022

আপনারা লাইভ দেখছেন শমশেরনগর এয়ারপোর্ট রোডের সিসি ঢালাইয়ের কাজ আজ থেকে শুরু

02/11/2022

হজরত আবু জর (রা.) বর্ণনা করেন, নবীজি (সা.) বলেছেন, ‘জমজমের পানি বরকতময়, স্বাদ অন্বেষণকারীর খাদ্য।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৪৭৩)

মুসনাদে তায়ালুসিতে এই হাদিসের একটি বর্ধিত অংশ উদ্ধৃত হয়েছে, ‘এবং রোগীর ওষুধ।’ আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) নিজের সঙ্গে পাত্রে ও মশকে করে জমজমের পানি বহন করতেন। তা অসুস্থদের ওপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন। (সুনানে তিরমিজি)

এ বর্ণনা থেকে এ কথাও জানা যায় যে জমজমের পানি বহন করা জায়েজ। আর যারা জমজম কূপের কাছে নয়, তাদের পান করানো নববী সুন্নত।

01/11/2022

বর্তমানে ইন্ডিয়া পয়েন্ট ৪
বাংলাদেশের পয়েন্ট ও ৪
বাংলাদেশের ও দুটো ম্যাচ বাকি ও ইন্ডিয়া ওর দুটো ম্যাচ বাকি।
বাংলাদেশের খেলা ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে
আর ইন্ডিয়া খেলা জিম্বাবুয়ে আর বাংলাদেশ সাথে।

যদি বাংলাদেশ ইন্ডিয়া কে কোন রকমে হারাতে পারে
তাহলে কী হবে জানেন ইন্ডিয়ার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান ইচ্ছে করে হেরে যাবে। কারণ কালকের ম্যাচ ভারত যা করেছে ঐ সেম কাজ পাকিস্তান ও করবে। তারা চাইবে না যে ভারত কখনও সেমিতে যাক।তাই তারা ইচ্ছে করে হেরে যাবে।যেন বাংলাদেশ সেমিতে যাক ইন্ডিয়া বিদায় নিক😆

এতে কী হবে বাংলাদেশের ৮ পয়েন্ট হয়ে যাবে।আর ইন্ডিয়া বাংলাদেশের সাথে যদি হেরে যায় তাহলে জিম্বাবুয়ে সাথেও জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে ৬ হমু।

ইনশাআল্লাহ বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে হারাবে ২০ কোটি মানুষের দোয়া আছে তোমাদের সাথে ❤️
best of luck
একটা ফোকাস ইন্ডিয়া কে বাঁশ দেওয়া।

Address

Komolgonj
Sylhet
3223

Alerts

Be the first to know and let us send you an email when Green Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Sylhet:

Videos

Share