SK Fatema begum

SK Fatema begum “লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ”(لأ إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم)

21/01/2024

যদি হাজার বার জিজ্ঞেস করো, আমি কি চাই আমি নির্দ্বিধায় জবাব দিবো 'আমি শুধু তোমাকে চাই'-)💙

MMD. Kamrul islam

21/01/2024

অযোগ্যকে যদি কখনো টেনে উপরে তুলেন। তাহলে দেখবেন
সে-ই একদিন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।

জাইতায় নি রে মনা হকল আর পার্ক ও।🤦‍♀️🤦‍♀️😄
21/01/2024

জাইতায় নি রে মনা হকল আর পার্ক ও।🤦‍♀️🤦‍♀️😄

যারা স্বার্থপর তারা স্বার্থের জন্যই সবকিছু করে এবং এরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, সবসময় এরা নিজের দিকটাই দ...
20/01/2024

যারা স্বার্থপর তারা স্বার্থের জন্যই সবকিছু করে এবং এরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে, সবসময় এরা নিজের দিকটাই দেখবে। কখনোই আরেকজনের দিকে দৃষ্টিপাতও করবে না। আর যখনই এই স্বার্থপর মানুষের স্বার্থে আঘাত লাগবে এরা আপনার সাথে অমানুষিক বেঈমানী করতেও ডানে, বামে তাকাবে না। সবসময় এধরনের মানুষের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন,নতুবা এদের কবলে পড়লে আপনার ধ্বংস নিশ্চিত!

স্বার্থপর ভাই বন্ধু থেকে দূরে থাকুন যারা প্রয়োজনে ব্যবহার করে!😒
19/01/2024

স্বার্থপর ভাই বন্ধু থেকে দূরে থাকুন যারা প্রয়োজনে ব্যবহার করে!😒

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।🤲🥀
18/01/2024

আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।🤲🥀

15/01/2024
15/01/2024

Happy 7 month anniversary prio..🥰❤️

এভাবেই জিবনের শেষ মুহুর্ত পর্যন্ত পাশে থেকো!
জিবনের প্রতিটা মুহুর্ত একসাথে কাটাতে চাই!
সারাজিবন এইভাবেই আগলে রেখো।
তুমি পাশে থাকলেই আমি সুখী 😊
ধৈর্য, সম্মান, হাসি ঠাট্টা, সুখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে আমরা একসাথে পথ চলছি।
👩‍❤️‍👨
কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহর কাছে আমাদের একসাথে মিলানোর জন্য। 🤗🤲
জীবনে যা পেয়েছি তার মধ্যে তুমি সবচেয়ে উত্তমMD. Kamrul islamul islamul islam

11/01/2024

.
ভালোবাসা মুগ্ধতা ছড়ায়-!🌸🖤
MDMD. Kamrul islamf@followersOLOVE

09/01/2024

MD. Kamrul islam আমাকে ছাড়া অন্য কারো দিকে তাকালে হাড্ডি ভেঙ্গে গুড়া গুড়া করে দিবো।।🔨🔨

03/01/2024

ধন্যবাদ ২০২৩ 💔💔

29/12/2023

- অতিরিক্ত চিন্তা অসুস্থতার সবচেয়ে বড় কারণ।😭

17/12/2023

সম্পর্কে জেদ থাকতে হয়, জেদ রাখতেও হয়।
এই জেদ হলো পরিস্থিতি যাই হোক হাত ধরেছি কখনো ছাড়বোনা।
কথা দিয়েছি কখনো নড়চড় হবেনা।
সম্পর্কে জেদ খুব জরুরি।
খারাপ পরিস্থিতিকে দোষারোপ করে হাত ছেড়ে যারা পালায় আদতে তারা ভীতু।
এই যে আমি তোমাকে নেশার মত চেয়ে বসে আছি এই নেশা তোমাকে ভোগ করার জন্য না-
অনুভূতি জমিয়ে রাখার এক তীব্র নেশা।
তোমাকে ভালোবাসতেই হবে এ এক অনন‍্য নেশা।
এই নেশা বারবার তোমার প্রেমে পড়তে বাধ‍্য করা।
ভবিষ্যতে কি হবে না হবে সেসব ভেবে আমার নিখুঁত অনুভূতির বিঘ্ন ঘটাতে পারিনা।
আমি বুঝি সম্পর্ক,আমি বুঝি আমরা একসঙ্গে থাকলে ভালো থাকি; আলাদা থাকলে বিষাদ নদী।
রোজকার কলমে তোমাকে লিখি।
পৃথিবীর প্রাচীন সভ‍্যতার মত তোমার চোখের ভাষা শতাব্দীর আয়ুষ্কালে বেঁধে রাখি।
ওই চোখের নেশায় পুড়ে মরি।
তোমাকে হারাতে দেয়া যায় না যাবেও না।
এই জেদ টুকু না হয় থাকুক?

"জেদ তুমি আর নেশা"
MD. Kamrul islam

~কবর এমন এক ঘর, যেখানে ধনী-গরীব সকলেই সমান,☺
26/11/2023

~কবর এমন এক ঘর, যেখানে ধনী-গরীব সকলেই সমান,☺

24/11/2023

কথায় কথায় মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে... বিশ্বাস করেন আপনার ছোট্ট একটা চেষ্টা আপনার ভাগ্য বদলে দিতে পারে।

টেবিলের উপরে রাখা গ্লাসের পানি আপনা আপনি আপনার মুখে এসে ঢুকবে না। উঠে বসুন, গ্লাস হাতে নেন, পানি পান করুন। ভাগ্যের ওপরে ছেড়ে না দিয়ে, ভাগ্য বদলের চেষ্টা করুন,দু'আ করুন! 🌼

“মানুষ যা চায় তাই কি পায়?” 🍂
(সূরা: নাজম; আয়াত:২৪)

“মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে”🌸
(সূরা: নাজম আয়াত :৩৯ )

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো...
22/11/2023

মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকম হয়ে থাকে। কেউ ভালো নজরে দেখে, আর কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায়। অনেক সময় দেখা যায়, ভালো কোনো জিনিসের প্রতি মানুষের বদনজর লেগে যায়। খারাপ নজর লাগলে— নজরকৃত ব্যক্তি বা জিনিস ক্ষতি ও অনিষ্টের সম্মুখীন হয়।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা বদ নজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর। কেননা নজরের প্রভাব সত্য।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

বদ নজর থেকে বাঁচার দোয়া..
উচ্চারণ : বিসমিল্লাহি আরকিকা, মিন কুল্লি শাইয়িন ইয়ু’যিকা, ওয়া মিন কুল্লি আইনিন ও ওয়া হাসিদিন আল্লাহু ইয়াশফিকা, বিসমিল্লাহি আরকিকা।

অর্থ : আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি; যেসব জিনিস আপনাকে কষ্ট দেয়, সেসব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদ নজর থেকে আল্লাহ আপনাকে শিফা দিন; আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি। (মুসলিম, হাদিস : ৫৫১২)

19/11/2023

উপরে উঠার পর যে অতীত ভুলে যায়,
আর স্বার্থ ফুরালে যে মানুষকে ভুলে যায়।
সে বন্ধু নয় প্রকৃত বেঈমান !🥀

আপনি মারা গেলে অনেকেই আপনার চেহরাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে। ঘরের যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে, অনেকে ...
18/11/2023

আপনি মারা গেলে অনেকেই আপনার চেহরাটা পর্যন্ত দেখবে না, রাতে ভয় পাবে বলে।
ঘরের যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হবে, অনেকে দিন পর্যন্ত সেই রুমটিতে কোন কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারে অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে।
চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে, মনে হবে এই বুঝি আপনি এসে তার পিছনে দাড়িয়ে আছেন। ঘুমে চোখ দুটি লেগে আসবে বার বার, কিন্তু বন্ধ করতে পারবেনা ভয়ে এই বুঝি আপনি এসে দাড়িয়ে আছেন তার পাশে।
অনেকেই আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নামটা শুনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে।
সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয় গুলো চিরতরে বিলিন হয়ে যাবে। ফিরে আসবেন আবারো আপনি সেই জন্ম হওয়ার দিনের রূপে। যাই অর্জন করেছেন সমস্ত কিছু এই পারে রেখে ওই পারের উদ্দেশ্যে এক লম্বা সফর রওনা দিতে হবে একাকি। মানুষের অন্তরে শুধুই রয়ে যাবে আপনার আচার, ব্যবহার, কর্ম গুলি।
একদিন কেউ ডাকবেনা আর চিরচেনা সেই নামটি ধরে।বলবে শুধুই লাশ।
২ দিনের এ জিন্দেগী,কতইনা করি বৈরাগী।

#কবর
#মৃত্যুシ

বর্তমান সময়ের একটি আলোচিত নাম হচ্ছে কনট্র্যাক্ট ম্যারেজ।  স্টুডেন্ট ভিসা চালু হওয়ার পর থেকে সারা দেশে প্রকাশ্যে কিংবা ...
02/11/2023

বর্তমান সময়ের একটি আলোচিত নাম হচ্ছে কনট্র্যাক্ট ম্যারেজ। স্টুডেন্ট ভিসা চালু হওয়ার পর থেকে সারা দেশে প্রকাশ্যে কিংবা গুপনে কনট্র্যাক্ট ম্যারেজের হিড়িক পড়ে গেছে ।

আসলেই কি ইসলামে কনট্র্যাক্ট ম্যারেজ বা স্বার্থের জন্য সাময়িক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো বিধান আছে?
আসুন জেনে নেই

--
শরীয়তে দু'টি নিষিদ্ধ বিবাহের আলোচনা পাওয়া যায়।যথাঃ-(ক)(নিকাহুল মুত'আহ বা মূতা বিবাহ(খ)নিকাহুল মু'আক্কাতি বা সাময়িক বিবাহ
হেদায়া কিতাবে এ দু'টি বিয়েকে হুকুমসহ এভাবে ফুটিয়ে তুলা হয়েছে,
قال: " ونكاح المتعة باطل " وهو أن يقول لامرأة أتمتع بك كذا مدة بكذا من المال وقال مالك هو جائز لأنه كان مباحا فيبقى إلى أن يظهر ناسخه قلنا ثبت النسخ باجماع الصحابة رضي الله عنهم وابن عباس رضي الله عنهما صح رجوعه إلى قولهم فتقرر الإجماع "
মূতা বিবাহ বাতিল।মূতা বিয়ে হল,কোনো পুরুষ কোনো মহিলাকে বলবে,আমি এত দিনের জন্য এক টাকার বিনিময়ে তোমার কাছ থেকে ফায়দা গ্রহণ করবো।এরকম বিয়ে শরীয়তে নিষিদ্ধ।তবে ইমাম মালিক রাহ এটাকে প্রথমে জায়েয বলতেন।যেহেতু ইবনে আব্বাস রাযি প্রথমে জায়েযের পক্ষে ছিলেন,পরবর্তীতে ইবনে আব্বাস রাযি উনার মত থেকে জুমুহুর সাহাবার মতের দিকে ফিরে আসেন।
সুতরাং সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত মূতা বিবাহ নিষিদ্ধ ঘোষিত হয়।
والنكاح المؤقت باطل " مثل أن يتزوج امرأة بشهادة شاهدين إلى عشرة أيام وقال زفر هو صحيح لازم لأن النكاح لا يبطل بالشروط الفاسدة. ولنا أنه أتى بمعنى المتعة والعبرة في العقود للمعاني ولا فرق بين ما إذا طالت مدة التأقيت أو قصرت لأن التأقيت هو المعين لجهة المتعة وقد وجد
সাময়িক বিয়ে বাতিল,যেমন কেউ কোনো মহিলাকে দু'জন সাক্ষীর উপস্থিতিতে দশ দিনের জন্য বিয়ে করল।ইমাম যুফার রাহ বলেন,এভাবে বিয়ে করলে বাতিল হবে না বরং সাধারণ বিয়ের মত লাযিম হয়ে যাবে।কেননা বিয়ে বাতিল শর্তসমূহর মাধ্যমে ফাসিদ হয় না।ইমাম যুফার রাহ ব্যতীত অন্যান্য হানাফি ফুকাহায়ে কেরাম মনে করেন,সে এখানে বিয়েকে উপভোগের অর্থে নিয়ে এসেছে।আর উকুদ তথা চুক্তিতে অর্থকেই ধর্তব্য হিসেবে ধরে নেয়া হয়।সময় কম হোক আর বেশী হোক উপভোগের অর্থ চলে আসলে সেই বিয়ে বাতিল বলে গণ্য হবে।আর এখানে সময়ের উল্লেখের ধরুণ উপভোগের অর্থা পাওয়া গিয়েছে।(হেদায়া-১/১৯০)

যুদ্ধরত কাফির ব্যতিত কাউকে ধোকা দেওয়া কখনো জায়েয হবে না।
না।এটা স্পষ্টত ধোঁকা।আর ধোঁকা দেয়া হারাম।যেমন হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত রয়েছে,
عن ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ قال،قال رسول اللّٰه ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ( ﻣَﻦْ ﻏَﺶَّ ﻓَﻠَﻴْﺲَ ﻣِﻨِّﻲ )
রাসূলুল্লাহ সাঃ বলেন,যে ব্যক্তি ধোকা দিবে সে আমার উম্মতভূক্ত নয়।(সহীহ মুসলিম-১০২)

সুতরাং বিদেশে নাগরিকত্ব পাওয়ার জন্য কিংবা বৈধ হওয়ার জন্য কন্ট্রাক্ট ম্যারেজ (টাকার বিনিময়ে) বা চুক্তিতে বিবাহ করা জায়েয হবে না।
আল্লাহু আলাম।

Art by me..🥰🥰
01/11/2023

Art by me..🥰🥰

একটি আয়াত নিয়ে দু’একটি কথা। (الخبيثات للخبيثين ..والخبيثون للخبيثات...والطيبات للطيبين..والطيبون للطيبات ...)আমরা বেশিরভ...
21/10/2023

একটি আয়াত নিয়ে দু’একটি কথা।
(الخبيثات للخبيثين ..والخبيثون للخبيثات...والطيبات للطيبين..والطيبون للطيبات ...)

আমরা বেশিরভাগ মানুষ উপরোক্ত আয়াতের অর্থ বিশেষ করে কেবল বিয়ে কিংবা নারী-পুরুষের সম্মন্ধের সাথে খাস করে ফেলি। অর্থাৎ দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য। আর সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। মানে আপনি যেমন হবেন তেমনি আপনার সঙ্গীও আপনার মতই হবে। এটা ভুল নয়। অবশ্য কেউ কেউ ভুল বলেছেন।
কিন্তু এর চেয়ে উত্তম ব্যাখ্যা হচ্ছে অপবিত্র কথাবার্তা অপবিত্র পুরুষদের জন্য; অপবিত্র পুরুষ অপবিত্র কথাবার্তার জন্য এবং পবিত্র কথাবার্তা পবিত্র পুরুষদের জন্য; পবিত্র পুরুষ পবিত্র কথাবার্তার জন্য। উদ্দেশ্য হল, অপবিত্র ও নোংরা কথাবার্তা সেই নরনারী বলে থাকে, যারা অপবিত্র ও নোংরা। আর পবিত্র ও উত্তম কথাবার্তা বলা পবিত্র ও উত্তম নর-নারীর অভ্যাস। এতে ইঙ্গিত রয়েছে যে, মা আয়েশা (রাঃ) -এর প্রতি অপবিত্রতা আরোপকারীরা নিজেই অপবিত্র এবং তাঁকে পবিত্রাজ্ঞানকারীরা পবিত্র মানুষ।

আমাদের এই মত শক্তিশালী হওয়ার কিছু দলিল;

(১)- ফিরআউন ছিল দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীব। কিন্তু তার স্ত্রী হযরত আসিয়া (রাঃ) ছিলেন একজন নেককার মহিলা। পবিত্র কুরআনে তার কথা এসেছে।

وَ ضَرَبَ اللّٰہُ مَثَلًا لِّلَّذِیۡنَ اٰمَنُوا امۡرَاَتَ فِرۡعَوۡنَ ۘ اِذۡ قَالَتۡ رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ وَ نَجِّنِیۡ مِنۡ فِرۡعَوۡنَ وَ عَمَلِہٖ وَ نَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۱﴾
(আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফির‘আউন পত্নীর দৃষ্টান্ত, যে প্রার্থনা করেছিলঃ হে আমার রাব্ব! আপনার সন্নিধানে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফির‘আউন ও তার দুস্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করুন যালিম সম্প্রদায় হতে।)

(২) - হযরত নুহ (আঃ) ও হযরত লুত (আঃ) দুইজনই আল্লাহর সম্মানিত নবী ছিলেন। কিন্তু তাদের বিবিগণ মন্দ ছিলেন। পবিত্র কুরআনে তাদের সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন,
"ضَرَبَ اللّٰہُ مَثَلًا لِّلَّذِیۡنَ کَفَرُوا امۡرَاَتَ نُوۡحٍ وَّ امۡرَاَتَ لُوۡطٍ ؕ کَانَتَا تَحۡتَ عَبۡدَیۡنِ مِنۡ عِبَادِنَا صَالِحَیۡنِ فَخَانَتٰہُمَا فَلَمۡ یُغۡنِیَا عَنۡہُمَا مِنَ اللّٰہِ شَیۡئًا وَّ قِیۡلَ ادۡخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیۡنَ "﴿۱۰﴾
(আল্লাহ কাফিরদের জন্য নূহ ও লূতের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থিত করছেন; তারা ছিল আমার বান্দাদের মধ্যে দুই সংকল্প পরায়ণ বান্দার অধীন। কিন্তু তারা তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি হতে রক্ষা করতে পারলনা এবং তাদেরকে বলা হলঃ জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও তাতে প্রবেশ কর।)

(৩) - আয়াতের শেষাংশও এ অর্থকে সমর্থন করে।
" أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم" ..
অর্থাৎ মুনাফিকরা যা বলে তা থেকে তারা পবিত্র।

(৪) - তার পবিত্রতা বর্ণনা করার পরে আবার বলা হয়েছে। নিম্নোক্ত আয়াতটিও এই অর্থ সমর্থন করে। ওয়াল্লাহু আ'লাম!

"إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والأخرة والله يعلم وأنتم لا تعلمون "
(যারা মু’মিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তদ শাস্তি এবং আল্লাহ জানেন, তোমরা জাননা।)
মূলত সূরা নুরের এই আয়াতটি অবতীর্ণ হয়েছিল 'ইফকে'র ঘটনাকে কেন্দ্র করে। আম্মাজান হযরত আয়িশা (রঃ) কে মুনাফিকরা মন্দ অপবাদ দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে আম্মাজানের পবিত্রতা বর্ণনা করেছিলেন। উপরোক্ত ইফকের ঘটনা বর্ণনা করার পরেই এই আয়াত অবতীর্ণ হয়।

(الخبيثات للخبيثين يعني الخبيثات من الأعمال والأقوال والأفعال لا تصدر إلا من الخبيثين من المنافقين )

তাফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে এই মতটি হযরত ইবনে আব্বাস (রাঃ), মুজাহিদ, আত্বা, সাঈদ ইবনে জুবাইর, শা'বী, হাসান বসরী (রহঃ) সহ অসংখ্য মুফাসসিরের এটাই মত।
অর্থাৎ আম্মাজান হযরত আয়িশার ব্যাপারে সেসব নোংরা কথাবার্তা একমাত্র নিকৃষ্ট মুনাফিকরাই বলেছে। আর তারা যেহেতু নিকৃষ্ট তাই তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। তাদের গুরু ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল।
তাহলে আয়াতের অর্থ দাঁড়াচ্ছে, নিকৃষ্ট লোকজন থেকে নিকৃষ্ট কথা এবং কাজ ব্যতীত ভালো কিছু আশা করা যায় না। আর পবিত্র কথাবার্তা এবং সৎকাজ সচ্চরিত্র মানুষ থেকেই প্রকাশ পায়। এ কথাটাকেই পুনরায় ঘুরিয়ে বলা হয়েছে। আল্লাহই ভালো জানেন আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন কিনা! 🙂

বিঃদ্রঃ তফসিরে ইবনে কাসীরে সাধারণত প্রসিদ্ধ ব্যাখ্যাটিও আছে। #কপিড

মনের মতো একটা  song..🤘🤘
08/10/2023

মনের মতো একটা song..🤘🤘

Song : Iccha Kiccha (ইচ্ছা কিচ্ছা)Singer : Siam Hawlader, Mynoddin & Mr. RizanCast : Siam Hawlader, Mynoddin, Mr. Rizan, Independent Manam, Rakib Hassan Hype...

03/10/2023

প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না❌️ একজন পল্টি মারলে বুঝবেন🙁

শালী কখনো বোন হতে পারে না❌️আড়ালে একা থাকলে বুঝবেন😐

দেবর কখনো ভাই হতে পারে না❌️ একটু চান্স দিলেই বুঝবেন😐

কাজিন কখনো আপনার মায়ের সন্তান হতে পারে না❌️ হাতে হাত রাখলে বুঝবেন!!

বিপরীত লিঙ্গের ফ্রেন্ড কখনো হালাল হতে পারে না❌️ চোখ কান খুলা রাখলে বুঝবেন!!

ধর্মের ভাই-বোন, মা-বাবা বলতে কিছুই নেই❌️ স্বার্থের পরীক্ষা পড়লেই বুঝবেন!!

টাকা কখনো সুখ আনতে পারে না❌️ টাকা ওয়ালা হলে বুঝবেন!!

মা-বাবার মতো আপন কেউ হয় না❌️ মা-বাবা হারালে বুঝবেন!!

স্বামীর চেয়ে বয়ফ্রেন্ড, স্ত্রীর চেয়ে গার্লফ্রেন্ড উত্তম হয় না❌️ সংসার ভাঙলেই বুঝবেন😥

দুনিয়ার সম্পদের বড়াই পরিণতি জাহান্নাম😭 মরলে বুঝবেন!!

এগুলো শয়*তানের কৌশল ব্যাতিত কিছুই না❌️

আল্লাহ আমাদের কে বুঝার তৌফিক দান করুন
আমিন🤲

বন্ধুদের নিয়ে একটা গান প্রায়ই শোনা যায়👇“তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি; বন্ধুউউউ..."- কুরআনে আল্লাহ সুবহানাহু তা...
30/09/2023

বন্ধুদের নিয়ে একটা গান প্রায়ই শোনা যায়👇

“তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি; বন্ধুউউউ..."

- কুরআনে আল্লাহ সুবহানাহু তা'আলা কি বলেছেন একটু দেখে নেই ইন শা আল্লহ্‌,

ٱلْأَخِلَّآءُ يَوْمَئِذٍۭ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا ٱلْمُتَّقِينَ

"বন্ধুরা সেই দিন হয়ে পড়বে একে অপরের শত্রু, তবে মু’মিনরা ব্যতীত।" (সূরা আয যুখরুখ, ৬৭)

আয়াতটি পড়ার পর আরো একবার ভাবুন আপনার বন্ধু আবার হাশরের মাঠে আপনাকে ফাসিয়ে দিবে না তো? আপনাদের সম্মিলিত কৃতকর্মের জন্য!

এখনও সময় আছে নিজেকে সময় দিন, নিজেকে পরিবর্তন করুন, নিজের বন্ধুও পরিবর্তন করুন। আপনি নিজেই জানেন কোন বন্ধু আপনকে ভালো কথা বলে আর কোন বন্ধু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে বিবেচনা শক্তি দিয়েছেন; একটু চিন্তা করুন!

বি:দ্র: কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে, সময় থাকতে বন্ধু নির্বাচনে সতর্ক হোন না হয় পরে আফসোস করতে হবে।

# সংগৃহীত

25/09/2023

বেচেঁ থাকতে মানুষ এতো ভালোবাসা পায়না...
পাশে বসে থাকলেও তাকিয়ে দেখেনা।
মরে গেলেই হঠাৎ করে সবাই ভালোবাসতে শুরু করে কেন?

Address

Zinddazar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when SK Fatema begum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SK Fatema begum:

Videos

Share

Nearby media companies