Anwar Talukdar

Anwar Talukdar Assalamualaikum Everybody My new Page,Welcome Your all brother, Like Your My Page,Thanks all brother

20/11/2023

পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে মানুষ অনেক কষ্টে দিন পার করছে!

19/11/2023

Australia Need 241 Runs.
Best of Luck Australia✌️👍

দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন সে-ই,যে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেয়।মৃত্যুর পর আ...
17/11/2023

দুনিয়াতে আমাদের সবচেয়ে আপন সে-ই,
যে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং আমাদের ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দেয়।

মৃত্যুর পর আমাদের সবচেয়ে আপন সে-ই,
যে আমাদের জন্য আল্লাহর দরবারে হাত ওঠায়- দোয়া করে আন্তরিকতার সাথে আমাদের মাগফিরাতের জন্য।

এই দুই শ্রেণির মানুষই আমাদের প্রকৃত আপন। আসুন, হিসাব মিলিয়ে দেখি, আমাদের জীবনে এমন কয়জন মানুষ আছে!🤲☝️

12/11/2023

আমাদের প্রিয় নবীকে
মক্কার লোকেরা কী নামে ডাকতো?

12/11/2023

👇👇👌👌
সূরা ফাতিহা-তে এতই বরকত যে, তা নাজিল হওয়ার সময়
শয়তানও কেঁদে-ছিলো।
❝সূরা ফাতিহা পড়ার পর যখন তোমাদের কেউ আমিন বলে, আর আসমানে ফেরেশতারাও আমিন বলেন, তারপর উভয়ের আমিন যদি মিলে যায় তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ!❞

----- [সহিহ বুখারী, ৭৮১]

❝সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের 'শিফা'।❞
(বুখারিঃ ৫৭৪২,, নাসায়ীঃ ৩১৯)

10/11/2023

রাসূল সাঃ বলেছেন, মুমিনের জীবনে যত বিপদ আসে প্রতিটি বিপদের বিনিময়েই আল্লাহ তার গুনাহ মাফ করে দেন।এমনকি একটি কাঁটা ফুটলেও।
[সহীহ আল বুখারী]

09/11/2023

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"।
অর্থ : হে আল্লাহ! আপনি আমার ভাগ্যকে খুলে দিন।

আমিন🤲

❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)❍ 1 মাইল = 1.61 কি.মি ;  ❍ 1 কি.মি. = 0..62❍ 1 ইঞ্চি =...
06/11/2023

❍ ১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
❍ ১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
❍ 1 মাইল = 1.61 কি.মি ;
❍ 1 কি.মি. = 0..62
❍ 1 ইঞ্চি = 2.54 সে..মি ;
❍ 1 মিটার = 39.37 ইঞ্চি
➲ ৬ফুট = ১ ফ্যাদম
➲ ১ বর্গহাত = ১গন্ডা
➲ ২০গন্ডা = ১ছটাক
➲ ১৬ছটাক = ১কাঠা
➲ ২০কাঠা = ১বিঘা
➲ ১৪৪বর্গইঞ্চি = ১বর্গফুট
➲ ৯ বর্গফুট = ১ বর্গগজ
➲ ৪৮৪০বর্গগজ = ১একর
➲ ১০০শতক = ১একর
➲ ৬৪০একর = ১বর্গমাইল
➲ ২৪৭ একর = ১বর্গকিমি
➲ ১০০০০বর্গমি = ১০০এয়র
➲ ১মিটার = ৩৯.৩৭ইঞ্চি
➲ ১২ইঞ্চি = ১ফুট
➲ ৩ফুট = ১গজ
➲ ৭.৯২ ইঞ্চি = ১ লিংক
➲ ২৫ লিংক = ১ রড
➲ ৪ রড = ১মাইল
➲ ১০ চেইন = ১ফার্লং
➲ ৮ ফার্লং = ১মাইল
➲ ৯ বর্গফুট = ১বর্গগজ
➲ ১৬০০বর্গগজ = ১বিঘা
➲ ৮০বর্গগজ = ৭২০বর্গফুট = ১কাঠা
➲ ১মিলিয়ন=১০লক্ষ
➲ ১কোটি=১০মিলিয়ন
➲ ১বিলিয়ন=১০০কোটি
➲ ১ট্রিলিয়ন=১লক্ষ কোটি
➲ ১৭৬০গজ=১মাইল
➲ ১ইঞ্চি=২.৫৪সে.মি.
➲ ১ মাইল=১.৬১ কি.মি.
➲ ০.৬২মাইল = ১ কি.মি.
➲ ১৬ আউন্স = ১পাউন্ড
➲ ২৮ পাউন্ড = ১কোয়ার্টার
➲ ৪কোয়ার্টার = ১ হন্দর
➲ ২০হন্দর = ১বৃটিশ টন
➲ ১০০কিলোগ্রাম = ১কুইন্টাল
➲ ১০০০কিলোগ্রাম = ১মেট্রিক টন
➲ ১পাউন্ড = ০.৪৫৩৬কেজি
➲ ১কেজি = ২.২পাউন্ট=১.০৭সের
➲ ১সের = ০.৯৩কিলোগ্রাম
➲ ৫বর্গগজ = ১ছটাক
➲ ৪০ কেজি =১ মন
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ ১ পক্ষ = ১৫ দিন;
❍ ১ মাস = ২ পক্ষ
❍ ১ মাস = ৪ সপ্তাহ;
❍ ১ মাস = ৩০ দিন
❍ ১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
❍ ১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ = ৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
❍ ১ অধিবর্ষ = ৩৬৬ দিন
❍ ১ যুগ = ১২ বছর ;
❍ ১ অর্ধযুগ = ৬ বছর;
❍ ১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
❍ ১ শতাব্দী = ১০০ বছর
❍ ১ কুড়ি = ২০টি
❍ ১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
❍ ১ ভরি = ১৬ আনা ;
❍ ১ আনা = ৬ রতি
❍ ১ গজ = ৩ ফুট = ২ হাত
❍ ১ কেজি = ১০০০ গ্রাম
❍ ১ কুইন্টাল = ১০০ কেজি
❍ ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
❍ ১ লিটার = ১০০০ সিসি
❍ ১ মণ = ৪০ সের
❍ 1 কে.জি = 2.20 পাউন্ড ;
❍ 1 সের = 0.93 কিলোগ্রাম
❍ 1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
❍ 1 পাউন্ড = 16 আউন্স
❍ 1 গজ= 3 ফুট ;
❍ 1 একর = 100 শতক
❍ 1 বর্গ কি.মি.= 247 একর
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১ মিলিয়ন(Million) = ১০০০ হাজার= ১০ লক্ষ = ১,০০০,০০০ = ১+৬ শূন্য
১ বিলিয়ন(Billion) = ১০০০ মিলিয়ন = ১০০ কোটি= ১,০০০,০০০,০০০ = ১+৯ শূন্য
১ ট্রিলিয়ন(Trillion) = ১০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি

পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা!♥️♥️👍👌
02/11/2023

পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা!♥️♥️👍👌

01/11/2023

একজন নষ্ট মানুষ অপরজনকে তার নিজের মতো নষ্টই মনে করে। আর একজন ভালো মানুষ অপরজনকে তার নিজের মতো ভালোই মনে করে।

তেল মারা আর পা চাটা যখন পেশা হয়ে দাঁড়ায় তখন বঞ্চিত হয় সম্ভাবনাময় মেধাবী সৎ ও যোগ্যরা। ফলে সমাজ চলে যায় নষ্টদের দখল...
31/10/2023

তেল মারা আর পা চাটা যখন পেশা হয়ে দাঁড়ায় তখন বঞ্চিত হয় সম্ভাবনাময় মেধাবী সৎ ও যোগ্যরা।
ফলে সমাজ চলে যায় নষ্টদের দখলে।🎉🎉

ব্যালন ডি'অর অনুষ্ঠান আজ ৩০,ই অক্টোবর"♥      সোমবার রাত অর্থাৎ ৩১ অক্টোবর বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১,টা ৩০ মিনিটে ফুটবল...
30/10/2023

ব্যালন ডি'অর অনুষ্ঠান আজ ৩০,ই অক্টোবর"♥
সোমবার রাত অর্থাৎ ৩১ অক্টোবর বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১,টা ৩০ মিনিটে ফুটবলে সর্বকালে সেরা খেলোয়াড় লিও মেসির হাতে ক্যারিয়ারের অষ্টম

ব্যালন ডি'অর আশা করি তুলে দিবেন আর্জেন্টাইন
#কোচ লিওনেল স্কালোনি!🏆

"তবে অনুষ্ঠানটি আরো ২ ঘণ্টা আগে শুরু হবে। তবে অনুষ্ঠানটি দেখা যাবে লেইকুইপে ইউটিউব চ্যানেল ও সনি টেন ২টি'তে!"🥰🥰🥰

29/10/2023

মৃত্যুর পর সকল মুসলমাদের ঠিকানা হোক
জান্নাতুল ফেরদৌস...

আমিন 🤲

একা দাঁড়ানোর সাহস রাখুন,পৃথিবী জ্ঞান দেয় কিন্তূ সঙ্গ দেয় না!🇧🇩
27/10/2023

একা দাঁড়ানোর সাহস রাখুন,
পৃথিবী জ্ঞান দেয় কিন্তূ সঙ্গ দেয় না!🇧🇩

25/10/2023

“তাদের আর আমাদের মাঝে পার্থক্য হলো,তারা মৃত্যুকে ভয় পায় আর আমরা ভালোবাসি।”
-হামাসের প্রতিষ্ঠাতা শায়খ আহমেদ ইয়াসিন রাহিমাহুল্লাহ!

23/10/2023

আমরা যখন আমাদের স্ত্রীদের নিয়ে আনন্দ উৎযাপনের প্ল্যান করছি, সন্তানদের সুন্দর সুন্দর পোষাক ও খেলনা উপহার দেয়ার পরিকল্পনায় ব্যস্ত, দুপুরে গরুর মাংস খেয়েছি তো রাতে মুরগী না মাছ খাবো সে চিন্তায় বিভোর ঠিক তখন ফিলিস্তিনে মা তার সন্তানের জীবন নিয়ে আশংকায় তো সন্তান তার মায়ের জীবন নিয়ে সন্দিহান। লাশের মিছিলে কেউ খুঁজে যাচ্ছে তাদের মাকে, কেউ বাবাকে, কেউ স্ত্রী সন্তানদের, কেউ পরিবার পরিজনদের। আহ্ জীবন..... মুসলিম শাসকেরা ব্যস্ত আমোদ ফূর্তিতে। ইয়া রব জালেমের মোকাবেলায় আমাদের বিবেককে জাগ্রত করে দাও।
আমিন।

23/10/2023

সাফল্য তখনই আসবে যখন ইচ্ছাটা অজুহাতের চেয়ে বড় হয়!👍☝️

22/10/2023

ধর্ম যার যার উৎসব ও তার তার !!
আর যারা বলে ধর্ম যার যার উৎসব সবার তারা মুশরিক।

20/10/2023

সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর।
১. প্রশ্নঃ আমি ধনী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অল্পতুষ্টি অবলম্বন কর; ধনী হয়ে যাবে।
২. প্রশ্নঃ আমি সবচেয়ে বড় আলেম (ইসলামী জ্ঞানের অধিকারী) হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, তাক্বওয়া (আল্লাহ্ ভীরুতা) অবলম্বন কর, আলেম হয়ে যাবে।
৩. প্রশ্নঃ সম্মানী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ কর; সম্মানী হয়ে যাবে।
৪. প্রশ্নঃ ভাল মানুষ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপকার কর।
৫. প্রশ্নঃ ন্যায়পরায়ণ হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা নিজের জন্য পছন্দ কর; তা অন্যের জন্যেও পছন্দ কর।
৬. প্রশ্নঃ শক্তিশালী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর উপর ভরসা কর।
৭. প্রশ্নঃ আল্লাহর দরবারে বিশেষ মর্যাদার অধিকরী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী আল্লাহকে স্মরণ (জিকির) কর।
৮. প্রশ্নঃ রিযিকের প্রশস্ততা চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সর্বদা অযু অবস্থায় থাকো।
৯. প্রশ্নঃ আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, হারাম খাবার হতে বিরত থাকো।
১০. প্রশ্নঃ ঈমানে পূর্ণতা কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, চরিত্রবান হও ৷
১১. প্রশ্নঃ কেয়ামতের দিন আল্লাহর সাথে গুনামুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জানাবত তথা গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও।
১২. প্রশ্নঃ গুনাহ্ কিভাবে কমে যাবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, বেশী বেশী ইস্তেগফার (আল্লাহর নিকট কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা) কর।
১৩. প্রশ্নঃ কেয়ামত দিবসে আলোতে থাকতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, জুলুম করা ছেড়ে দাও।
১৪. প্রশ্নঃ আল্লাহ্ তা’য়ালার অনুগ্রহ কামনা করি!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের উপর দয়া-অনুগ্রহ কর।
১৫. প্রশ্নঃ আমি চাই আল্লাহ্ তা’য়ালা আমার দোষ-ত্রুটি গোপন রাখবেন!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, অন্যের দোষ-ত্রুটি গোপন রাখ।
১৬. প্রশ্নঃ অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যিনা (ব্যভিচার) থেকে বেঁচে থাকো।
১৭. প্রশ্নঃ আল্লাহ্ এবং তাঁর রাসূল (সাঃ) এর নিকট প্রিয় হতে চাই ?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, যা আল্লাহ্ এবং তাঁর রাসূলের (সাঃ) এর নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও।
১৮. প্রশ্নঃ আল্লাহর একান্ত অনুগত হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় কর।
১৯. প্রশ্নঃ ইহ্সান সম্পাদনকারী হতে চাই!
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, এমন ভাবে আল্লাহর এবাদত কর যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন।
২০. প্রশ্নঃ ইয়া রাসূলুল্লাহ! (সাঃ) কোন বস্তু গুনাহ্ মাফে সহায়তা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন,
ক) কান্না। (আল্লাহর নিকট, কৃত গুনাহের জন্য)
খ) বিনয়।
গ) অসুস্থতা।
২১. প্রশ্নঃ কোন জিনিষ দোযখের ভয়াবহ আগুনকে শীতল করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুনিয়ার মুছিবত সমূহ।
২২. প্রশ্নঃ কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা।
২৩. প্রশ্নঃ সবচাইতে নিকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, দুশ্চরিত্র এবং কৃপণতা।
২৪. প্রশ্নঃ সবচাইতে উৎকৃষ্ট কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, সচ্চরিত্র, বিনয় এবং ধৈর্য্য।
২৫. প্রশ্নঃ আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি?
উঃ রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন, মানুষের উপর রাগান্বিত হওয়া পরিহার কর।
আল্লাহ্ তা’য়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন…।

(আমিন)🤲

19/10/2023

তোমরা কি ভেবেছো যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ এখন পর্যন্তও পরখ করেননি তোমাদের মধ্যে কে জিহাদ করেছো আর কারা ধৈর্যশীল। [আল ইমরানঃ-১৪২]

18/10/2023

মসজিদুল আকসাকে কেন্দ্র করে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত। একদিকে কু-ফ-র অন্যদিকে ইসলাম।
একদিকে মজলুম আর অন্যদিকে জালিম, একদল হকের পক্ষে আরেক দল বাতিলের পক্ষে। একদল স্বাধীনতার জন্য রক্ত ঝরাচ্ছে আর অন্য দল স্বাধীনতাকে খামচে ধরেছে। সত্য ও ন্যায়ের এই যুদ্ধে আপনি কোন পক্ষের লোক তা স্পষ্ট করার সময় এসেছে। তথাকথিত লিবারেল সেজে মধ্যমপন্থী হওয়ার কোন উপায় নেই,সুযোগও নেই।
যারা দুই পক্ষকেই সমর্থন দিয়ে কথা বলে তারা স্পষ্ট মুনাফিক।

স্বাধীনতা কামি মানুষদের স্বাধীনতাকে বন্দুকের নল দিয়ে থামিয়ে রাখা যায় না। বিজয় আসবে আজ অথবা কাল ইনশাআল্লাহ।🤲🤲

16/10/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

13/10/2023

🗣️_রবার্ট লেভানযভস্কিঃ
৩৬,বছর বয়সী লিওনেল মেসি তার অষ্টম ব্যালন ডি'অর জিততে প্রথম অবস্থানে আছেন!

12/10/2023

আগামী ২০২৪ সালের
মার্চ মাসের ১২ তারিখে প্রথম রোজা...!
আলহামদুলিল্লাহ।

12/10/2023

SWEET
MORNING..💙

Insalllah win pleastine ❤☝️🤲👇
11/10/2023

Insalllah win pleastine ❤☝️🤲👇

08/10/2023

নিশ্চয় রাসূল (সাঃ) এর জীবনই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ।
(সূরা-আহযাব
আয়াত-২১)

একটি দেশ ধ্বংস করার জন্য জঘন্য রাজা,ঘুমন্ত প্রজা,এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট!
05/10/2023

একটি দেশ ধ্বংস করার জন্য জঘন্য রাজা,ঘুমন্ত প্রজা,এবং বিকৃত সাংবাদিকরাই যথেষ্ট!

05/10/2023

'বিশ্বাস' শব্দটা বড়ই অদ্ভূত !

মানুষ জীবনে যা কিছু পায়,বিশ্বাস করেই পায় ..
আবার যা কিছু হারায়, এই বিশ্বাসের কারনেই হারায়!

 #অনুপ্রেরণা.... সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুন...
04/10/2023

#অনুপ্রেরণা....
সেই আদি আমল থেকে কচ্ছপ আর খরগোশের গল্প আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা ১ম অধ্যায়টাই বেশি শুনেছি। কিন্তু এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে। যা হয়তো আমরা কেউ শুনেছি, কেউ শুনিনি।

১ম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তার মানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

২য় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

৩য় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারন দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!
শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো। এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু'জনই একসাথে জয়ী হল।

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

01/10/2023

GOOD MORNING

29/09/2023

রাসূল (ﷺ) বলেনঃ-জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল,
মাজলুম,আর জাহান্নামীরা হবে
অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।
(বুখারীঃ৬২০২)

14/12/2022

তওবা🌸👇👇

আস্তাগফিরুল্লাহ্-হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম-!!

13/12/2022

Assalamualaikum Everybody Good Morning 👇❤️‍🩹💙❤️💜💛💪

08/12/2022

এক ব্যক্তি আয়েশা (রাঃ) কাছে জিজ্ঞাসা করলো, আমি কখন জানতে পারবো আমি দ্বীনদার?
আয়েশা (রাঃ)বলেন,যখন আপনি উপলব্ধি করবেন আপনি গুনাগার।

05/12/2022

“স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বড় সুখ আর কিছু নেই ”

— হযরত আলী (রাঃ)

আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন?একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল। জবাবেবলেছিলাম "বেছে বেছে আমার শত্রুদের...
29/11/2022

আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন?
একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল। জবাবে
বলেছিলাম "বেছে বেছে আমার শত্রুদের সাথে
সাক্ষাত করব।" জবাব শুনে তিনি অবাক হয়ে
ব্যাখ্যা চাইলেন।

কারন হিসেবে বলেছিলাম, যারা আমার আপন
মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে
হয় না, এতে তাদের আর আমার কষ্ট বাড়বে, বরং
আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু
ভালো সম্পর্ক করে গেলে তারাও হয়তো আমার
জন্য শুভ কামনা করবে।
জ্বি, ব্যাপারটা গুরুত্বপূর্ণ।

আপনার সব কাজ যেন আপনদের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনার ই লাভ হবে।

যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে সে
লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে
গুরুত্বপূর্ণ। তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনার ই। তার ভয়ে সঠিক বানান লিখুন..

প্রতিটা অর্জনের পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত
পাওয়া যায়, তবে সেটা কঠিন বটে.... তবে মনে
রাখবেন আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ,
তাদেরকে ভালোবাসুন..
একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে
গালির মেসেজটা সেন্ড করেই আপনার কাছ
থেকেও একটা গালি শোনার অপেক্ষা করে....
আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা
নোংরা হল সে সফল হল.... আর যদি....
হ্যাঁ, আর যদি গালির জবাবে হাসি মুখে তার
জন্য দোয়া সেন্ড করেন আপনার সম্পর্কে সে
ভিন্নভাবে ভাববে, বিশ্বাস করুন সে আপনাকে
নতুন করে দেখবে.... ডু সামথিং ডিফারেন্ট।
তর্কে জয়লাভ করা মানেই বিজয় নয়। কখনো
কখনো অন্যের যুক্তি সুন্দর ভাবে মেনে নেয়াই
বিজয়... আমি কিছু লিখলে সহমত কমেন্টের চেয়ে
কেউ যৌক্তিক দ্বিমত দিলে বেশি খুশি হই...

ফার্স্ট হওয়া মানেই সফলতা নয়, সুখী হওয়া
মানেই সফলতা, আপনি কিসে সুখী সেটা না
খুঁজেই শুধু ফার্স্ট হতে দৌড় দিবেন না। নিজেকে
আবিষ্কার করুন..

সবাইকে ভালোবাসুন, দিন শেষে আপনার শত্রু
আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে, এটা
পরীক্ষিত, প্রত্যেক শত্রু ই আপনার জন্য এক একটা
সতর্কতা, আর সতর্কতা সফলতার জন্য দরকারী!

কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে
সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে
তাকে সালাম দিয়ে চলে আসুন, আপনি ছোট হবেন
না বড় হবেন...

আসুন ভালো থাকি, ভালো রাখি.. এবং এই কেউ একজন হয়তো কমেন্ট করবে "ভাইয়া ওমুক বানানটা ভুল"

লেখকঃ Ataur Shusmoy

19/11/2022

দুঃখ-কষ্ট হাসির আড়ালে রেখে নিজেকে-
ধৈর্যের শিকলে বাঁধতে পারি বলেই আমরা "পুরুষ" 🙂

#পুরুষ_দিবসের_শুভেচ্ছা

সফল হওয়ার আগে বিয়ে করুন।কঠিন সময়ে যে স্ত্রী পাশে থাকে, সে লোভী হতে পারে না। এমন স্ত্রী পেলে জীবন প্রশান্ত হবে।আর ক্যা...
18/11/2022

সফল হওয়ার আগে বিয়ে করুন।

কঠিন সময়ে যে স্ত্রী পাশে থাকে, সে লোভী হতে পারে না। এমন স্ত্রী পেলে জীবন প্রশান্ত হবে।

আর ক্যারিয়ার এস্টাবলিশ করে বিয়ে করলে আপনার সম্পদ ও যোগ্যতা দেখে অনেকেই আপনাকে ভালোবাসতে চাইবে। কখনো আপনার সম্পদ ফুরিয়ে গেলে বা মন্দা দেখা দিলে আপনার প্রিয়তমা লোভী স্ত্রীও পালিয়ে যাবে।

তাই সময় থাকতে প্রকৃত মানুষটিকে বাছাই করে নিন। কারণ যে নারী আপনার দুঃসময়ে পাশে থাকতে পারে, সেই আদর্শ স্ত্রী। সে কখনো রঙ পাল্টাতে পারে না। এমন স্ত্রী থেকে আপনি চাইলেও মুখ ফেরাতে পারবেন না। সবসময়ই আগলে রাখতে চাইবেন। 💜❤️❤️❤️❤️☑️☑️

ইনশাআল্লাহ।

16/11/2022

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!

👉মানুষ বড়ই আজব প্রানী☑️☑️

Address

Sylhet
3100

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801716969969

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anwar Talukdar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anwar Talukdar:

Videos

Share

Nearby media companies