02/06/2024
সৈয়দপুর গ্রামের সাথে বাইরের উলামা মাশায়েখের আত্মীয়তা
___________________
বিগত ৩/৯/২০১৯ মঙ্গলবার দিবাগত রাত বা'দ এশা আমার ঘরে শুভ পদার্পণ করেন সৈয়দপুর জামেয়ার বর্তমান স্বনামধন্য উস্তাদ ও একসময়ের অত্র জামেয়ার কৃর্তীছাত্র হাফিজ মাওলানা আলী আহমদ। যিনি একাধারে আমার উস্তাদপুত্র, শায়খজামাতা ও ফুফু শাশুড়ীর ঘরের ছোটভাই। সাথে ছিলেন সৈয়দপুর মাদ্রাসার তরুণ উস্তাদ আমার উস্তাদজাদা ভাগিনা মাওলানা সৈয়দ আবিদ ইবনে বড়হুজুর। ও সিলেট বনকলা পাড়া মহিলা মাদ্রাসার শিক্ষক সৈয়দপুর ক্বোরেশী বাড়ীর ভাতিজা মুফতী মাওলানা ফরহাদ আহমদ ক্বোরেশী ইবনে মোহাম্মদ আনার আলী ক্বোরেশী। মনে পড়ে, আজ থেকে তিন যুগ আগে ১৯৮৩ সনে হাফিজ আলী আহমদ আমার বাড়ীতে এসে ছিলেন, ছাত্র প্রতিনিধি হিসাবে ছাত্র সংক্রান্ত একটি বিষয়ে পরামর্শ নিতে। তখন হাফিজ আলী আহমদ সাফেলা ২য় বর্ষের ছাত্র, গ্রুপ লিডার মেধাবী আলী আহমদের মনে তখন থেকেই বড়দের সাথে পরামর্শের গুরুত্ব বদ্ধমূল ছিল। হাফিজ মাওলানা আলী আহমদ ভাগ্যবানদের একজন জীবনসঙ্গীনী হিসাবে পেয়েছেন একজন ক্বোরআনে হাফিজা ও আলেমা রমণী মোসাম্মাত মো'মিনা চৌধুরানী, যাঁর পিতা উপমহাদেশের শ্রেষ্ঠ হাদীস বিশারদদের একজন আমার বুখারী শরীফের শায়খ, শায়খুল হাদীস হযরত মাওলানা ইসহাক (রাহ.)। যাঁর নিকট হাদীস শিক্ষা করার অদম্য বাসনা আমাকে নিয়ে গিয়েছিল প্রিন্সিপাল হাবীবুর রহমান (রাহ.) এর প্রতিষ্ঠিত ব্যতিক্রমধর্মী ইসলামী বিদ্যাপীঠ সিলেটের কাজির বাজার জামেয়া মাদানিয়ায়। শায়খ (রাহ.) এর সান্নিধ্যে চারটি বছর কাটিয়েছি ১৯৮৫ ও ১৯৮৬ যখন আমি জামেয়ার ছাত্র ও ১৯৮৮ ও ১৯৮৯ যখন আমি জামিয়ার শিক্ষক। হাফিজ মাওলানা আলী আহমদ ও হাফিজা আলেমা মো'মিনার শুভসম্পর্কের ফসল এ পর্যন্ত পাঁচ মানিক প্রতিটি মানিক উত্তরাধিকার সূত্রে আল্লাহ প্রদত্ত প্রখর মেধার অধিকারী। মানিক পাঁচটি, (১) হাফিজ সালমান মাহদী, (২) হাফিজ রায়হান হুমায়দী, (৩) সাফওয়ান যুবায়দী, (৪) মোসাম্মাত হামনা আখতার মাইসারা ও (৫) মোসাম্মাত হালীমা আখতার মাসরুরা।
আমি সৈয়দপুর গ্রামের এক বাসিন্দা হিসাবে গর্বিত এজন্যে যে, এ গ্রামের সাথে বাইরের উলামা মাশায়েখের আত্মীয়তার সম্পর্ক যা আমাদের গ্রামের গৌরবকে আরো উজ্জ্বল করে দিয়েছে। সেমতে,
(১) হযরত শায়খুল হাদীস হাফিজ নুরুদ্দীন গহরপুরী (রাহ.) এর শাশুড়বাড়ী সৈয়দপুর গ্রামে। প্রথমে বিয়ে করেছিলেন সৈয়দপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত শায়খ আব্দুল খালিক (রাহ.) এর বড় মেয়ে সৈয়দা খালেদা খাতুনকে। উনার ইন্তেকালের পর শায়খ (রাহ.) এর ছোট মেয়ে সৈয়দা যাহেদা খাতুনকে (হাফিযাহাল্লাহ) বিয়ে করেন। তাইতো আমি বলি, "সৈয়দপুরের যুন্নুরাইন নুরুদ্দীন গহরপুরী"।
(২) সুনামগঞ্জের মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল বাছীর (হাফিযাহুল্লাহ) বিয়ে করেছেন সৈয়দপুরের ঐতিহ্যবাহী বড়বাড়ীর পন্ডিতপুত্র মাস্টার সৈয়দ সা'দ (রাহ.) এর মেয়ে সৈয়দা আসফিয়া খাতুনকে। এ দম্পতির দেয়া সেরা উপহার, (১) হাফিজ মাওলানা মিসবাহ, (২) হাফিজ মাওলানা হাম্মাদ, (৩) হাফিজ মাওলানা ত্বোয়া-হা। (৪) হাফিজ মাওলানা খিজির ও (৫) হাফিজ সারওয়ার (ছাত্র) মাওলানা হবার পথে। আল্লাহু আকবার, কতই না বরকতময় এ দম্পতি, কতই না সুন্দর তাদের সাজানো বাগান। এ দম্পতির প্রতি অন্তর উজাড় করা শ্রদ্ধা।
(৩) বারকুটের হযরত হাফিজ আব্দুল গাফফার (রাহ.) সৈয়দপুর মাদ্রাসার এক সময়ের মুহতামিম, বিয়ে করেছিলেন সৈয়দপুর ইশানকোনার সৈয়দ আবুল হোসেন (রাহ.) এর কন্যা সৈয়দা জবীবূন্নেছাকে। যিনি মৌলভী সৈয়দ মুজাম্মিল হোসেন উরফে উন্দামিয়া সাহেবের বোন।
(৪) সৈয়দপুরের স্বনামধন্য ব্যক্তি কাজির বাজার জামেয়ার ফাজিল, জামেয়া ইসলামিয়া শামীমাবাদের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল বন্ধুবর হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ সাহেবের স্ত্রী হলেন, হযরত শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী সাহেবের কন্যা।
(৫) অধ্যক্ষ ডক্টর হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ সাহেবের স্ত্রী প্রিন্সিপাল হাবীবুর রহমান (রাহ.) এর ভাতিজী হাফিজ আতিকুর রহমান (রাহ.) এর কন্যা। মাওলানা ফাহাদ আনামের বোন মোসাম্মাত আবেদা আহমদ।
(৬) সৈয়দপুরের ব্যতিক্রমধর্মী লেখক ও গবেষক, জামেয়া সিদ্দিকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল সৈয়দ মবনু বিয়ে করেছেন খতীব উবায়দুল হক জালালাবাদী (রাহ.) এর ভাতিজী মোসাম্মাত সালমা খাতুনকে। যিনি মাওলানা আহমদুল হক সাহেবের কন্যা।
(৭) হযরত মাওলানা আহমদুল হক সাহেবের পুত্র জামেয়া সিদ্দিকিয়ার উস্তাদ মাওলানা জিয়াউল হক বিয়ে করেছেন সৈয়দপুর গোয়ালগাঁওর আলেমা সৈয়দা তানিয়া বেগমকে। যিনি সৈয়দ আছাব মিয়া সাহেবের কন্যা ও সৈয়দ আওলাদ মিয়া সাহেবের নাতনী।
(৮) সিলেটের মাওলানা এনামুল হক বিয়ে করেছেন সৈয়দ মসরুর ও সলিম কাসিমীর বোন হযরত মাওলানা সৈয়দ আব্দুন নুর (দা.বা.) এর কন্যা। এ দম্পতি মাওলানা আহমদুল হক উমামার পিতামাতা।
(৯) আলেমকুল শিরোমণি হযরত রিয়াছত আলী চকোরিয়া (রাহ.) এর দুই নাতনী সৈয়দপুরের গৃহবধূ একজন মোসাম্মাত হামিদা খাতুন স্বামী সৈয়দপুরের স্বনামধন্য মুফতী সৈয়দ মুফতী নো'মান। অপরজন আলেমা মোসাম্মাত মাশহুরা খাতুন সাবেক শিক্ষিকা রিয়াসতুল উলুম মহিলা মাদ্রাসা স্বামী আমার প্রতিবেশী ভরাঙ্গের পাড়ের জনাব মোহাম্মদ আব্দুল হামীদ। দুনু রমণীই মাওলানা ইসমাইল হোসেন সাহেবের কন্যা।
(১০) হযরত খলীলুর রহমান শায়খ বর্নভী (রাহ.) এর স্ত্রী সৈয়দপুরের শায়খ আব্দুল আওয়াল (রাহ.) এর কন্যা হাফিজ শায়খ ইমাম আহমদ সাহেবের ভগ্নি।
(১১) হযরত সৈয়দ আব্দুল করীম শায়খে কৌড়িয়া (রাহ.) এর নাতনী মাওলানা সৈয়দ আব্দুল মুহসিন সাহেবের মেয়ে বিয়ে করেছেন সৈয়দপুরের হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ ইবনে শায়খ সৈয়দ ইমাম আহমদ।
(১২) খতীব ওবায়দুল হক্ব জালালাবাদ (রাহ.) এর নাতনী শায়খুল হাদীস আতাউল হকের মেয়ে বিয়ে করেছেন সৈয়দপুর হাড়ীকোনার হাফিজ মাওলানা আবু যুহায়ের ইবনে মরহুম হাজী সৈয়দ আবু সাঈদ।
(১৩) সৈয়দপুর হাড়ীকোনার হাফিজ মাওলানা সৈয়দ আবু শোয়ায়েব ইবনে মরহুম হাজী সৈয়দ আবু সাঈদ বিয়ে করেছেন হযরত আব্দুল বাসিত বরকতপুরী (রাহ.) এর মেয়েকে।
(১৪) বরকতপুরী (রাহ.) এর আরেক কন্যার বিয়ে হয়েছে সৈয়দপুরের বড়বাড়ী হাফিজ মাওলানা সৈয়দ সিফাত উদ্দীন সাহেবের নিকট। যার পিতা হলেন সৈয়দ শহীদুদ্দীন।
(১৫) হজরত মাওলানা আব্দুর রব হাজীপুরী (রাহ.) এর স্ত্রী সৈয়দা তাহমিনা খাতুন সৈয়দপুর পীরবাড়ী মৌলভী মাস্টার সৈয়দ আশরাফুল হক (রাহ.) এর কন্যা।
(১৬) হযরত শায়খ আব্দুল হাই দিনারপুরী (রাহ.) এর মেয়ে বিয়ে করেছেন সৈয়দপুর হাড়ীকোনার সৈয়দ জাহেদ আহমদ।
(১৭) প্রতিষ্ঠাতা সদরে এদারা হযরত মাওলানা ফখরুদ্দীন (রাহ. )এর সুযোগ্য সন্তান হাফিজ মাওলানা সালমান আহমদ বিয়ে করেছেন সৈয়দপুরের শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম সাহেবের ভাতিজী হাফিজ সৈয়দ সুফী মিয়া (রাহ.) কন্যা সৈয়দা মো'মিনাকে।
(১৮) প্রথিতযশা আলেম সিলেট দরগাহ মাদ্রাসার সাবেক উস্তাদ হযরত মাওলানা শফীকুল হক হাবীবপুরী (রাহ.) এর স্ত্রী সৈয়দপুর হাড়ীকোনার সৈয়দা মোহসিনা খাতুন বিনতে হাফিজ সৈয়দ সুফী মিয়া (রাহ.)।
(১৯) সিলেট আম্বরখানা জামে' মসজিদের সাবেক পেশ ইমাম হযরত মাওলানা ইয়াহইয়া ছাতকীর আহলিয়া সৈয়দপুর হাড়ীকোনার সৈয়দা রাশেদুন্নেছা আপা বিনতে মরহুম সৈয়দ নুরবুল আলী।
(২০) হযরত শায়খ লুতফুর রহমান বর্ণভী (রাহ.) এর এক ভাতিজার ঘরের নাতনীর বিয়ে হয়েছে সৈয়দপুর হাড়ীকোনার হাফিজ সৈয়দ জামেন আলী তাহেরের নিকট যিনি সৈয়দ নুরুল আমীন সাহেবের বড় ছেলে।
(২১) শাহাড়পাড়ার হাফিজ শফীকুর রহমান (রাহ.) এর স্ত্রী সৈয়দপুর হাড়ীকোনার সৈয়দা হাসিনা আপা মৌলভী সৈয়দ মুনছিফ আলী (রাহ.) এর কন্যা।
(২২) হাবীবপুরের আমার উস্তাদজাদা মাওলানা আব্দুশ শাকুর ইবনে মাওলানা তা'রীফুদ্দীন বিয়ে করেছেন সৈয়দপুর হাড়ীকোনার আমাদের ভাতিজী আলেমা সৈয়দা মাহফুজা খাতুনকে যার পিতা সৈয়দ সালেহ আহমদ।
(২৩) সৈয়দপুর পশ্চিম পাড়ার হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল বাক্বীর স্ত্রী আলেমা সৈয়দা মায়মুনা শায়খ সৈয়দ কাসিম আলী তারাপাশী (রাহ.) এর নাতনী। সৈয়দ আব্দুল আলী সাহেবের কন্যা।
(২৪) সৈয়দপুর পীরবাড়ীর মাওলানা সৈয়দ সৈদ আহমদ (রাহ.) এর স্ত্রী মোসাম্মাত হাবীবা খাতুন খলিফায়ে মাদানী শায়খ আব্দুর রহমান ধুলিয়া (রাহ.) এর কন্যা।
(২৫) সুনামগঞ্জের তাহিরপুরের হাফিজ রফিকুল ইসলাম সাহেবের স্ত্রী সৈয়দপুর আগুন কোনার সৈয়দা ফাতেমা খাতুন বিনতে মরহুম সৈয়দ মখতছর আলী মুনশী।
(২৬) হজরত শায়খে কৌড়িয়া ( রাহঃ) এর মেয়ে সৈয়দা লুৎফা বেগম এর স্বামী হলেন বড়বাড়ির পন্ডিত সাহেবের নাতি সৈয়দ হুসাইন আহমদ ইবনে সৈয়দ শহীদুদ্দীন।
(২৭) কুবাজপুরের মুফতী মাওলানা মাওছুফ সাহেবের পিতা হযরত মাওলানা শায়খ মঈনুদ্দীন (রাহ.) এর স্ত্রী সৈয়দা দিলারা খাতুন সৈয়দপুর ইশানকোনার মরহুম সৈয়দ আসকির আলী সাহেবের কন্যা।
(২৭) মুফতী মাওছুফ সাহেবের ভাই হাফিজ মাওলানা মমশাদের স্ত্রী সৈয়দপুর হাড়ীকোনার সৈয়দা হুমায়রা খাতুন বিনতে শায়খ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।
(২৮) সৈয়দপুর পশ্চিমপাড়ার হাজী সৈয়দ সাদিক আহমদ সাহেবের পুত্র আমাদের ভাগিনা হাফিজ সৈয়দ বিলাল আহমদের স্ত্রী হযরত শায়খে কৌড়িয়া (রাহ.) এর নাতনী যার পিতা হাফিজ আখতার সাহেব ও নানা হযরত শায়খ আব্দুশ শহীদ সাহেব গলমুকাপনী।
(২৯) হাবীবপুরের মাওলানা আনহার সাহেবের স্ত্রী সৈয়দপুর পশ্চিম পাড়ার হযরত মাওলানা আব্দুন নুর (দা.বা.) এর কন্যা মাওলানা সৈয়দ সলিম কাসিমীর বোন।
(৩০) বড়বাড়ীর হাফিজ মাওলানা সৈয়দ আখতার সাহেবের স্ত্রী উমরপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শিহাবুদ্দীন সাহেবের কন্যা। আরো অনেক সম্পর্ক রয়েছে।
(৩১) মরহুম খতিব সাব রাহ. এর বড় ভাই মাওলানা আহমদুল হক সাবের বড় মেয়ের ঘরের নাতিন, রেংগা দাউদপুর নিবাসি হাফিজ জামাল উদ্দিন সাবের মেয়ে মোসাম্মত তানজিহা আক্তারকে সাদি করেন বড়বাড়ির মরহুম মাস্টার সৈয়দ সাদ উদদীন রাহ. ছেলে হাফিজ সৈয়দ এহসান আহমদ। (প্রতিস্টাতা ও পরিচালক জামেয়া নুরে মদিনা হাফিজিয়া নুরানি মাদ্রাসা, শ্যামলী আবাসিক এলাকা, ইসলামপুর বাজার (মেজর টিলা) থানা, শাহপরান রাহ., সদর সিলেট।
(৩২) সিলেট সরকারী আলীয়া মাদরাসার স্বনামধন্য উস্তাদ ও মুহাদ্দিস মরহুম মাওলানা আব্দুল ওয়াদুদ জনাবের মেয়ে কাজীবাড়ী নিবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা সৈয়দ আশরফুল হক আকিক সাহেবের ছেলে সৈয়দ হাম্মাদুল কারীম এর সহধর্মীনী।
(৩৩) সৈয়দপুর নোয়া পাড়ার হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল সাহেবের সহধর্মিনী কাতিয়ার হযরত মাওলানা মুফতী জিল্লুল হক সাহেবের কন্যা।
(৩৪) সৈয়দপুর হাড়ীকোনার হাফিজ মাওলানা সৈয়দ খলীল আহমদ ইবনে শায়খ হাফিজ সৈয়দ ইমাম আহমদের স্ত্রী হবিগঞ্জের শায়খুল হাদীস হযরত মাওলানা ইমদাদুল হক সাহেবের নাতনী।
(৩৫) জামেয়া খাতামুন্নাবিয়্যীন সিলেটের প্রিন্সিপাল জামেয়া মাদানিয়া আংগুরার কৃতি ফাজিল, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা আখতারুজ্জামান সৈয়দপুর আগুন কোনা মরহুম আইয়ুব আলী সাহেবের মেয়ে বিয়ে করেছেন।
(৩৬) পাটলী ইসলামপুর গ্রামের হাফিজ মাওলানা মুফতী মা'সুম সাহেবের স্ত্রী সৈয়দপুর পীরবাড়ীর আলেমা সৈয়দা কলসুমা বিনতে সৈয়দ আব্দুল মুহীত উরফে হরুফ ডাক্তার।
(৩৭) জামলাবাদের মাওলানা আব্দুল মান্নান সাহেবের স্ত্রী সৈয়দপুর হাড়ীকোনার মোসাম্মাত সুরেয়া খাতুন বিনতে মরহুম আব্দুস সামাদ, মোহাম্মদ আলাউদ্দিনের বোন।
(৩৮) লুদরপুরের মাওলানা বদরুদ্দোজা (সাবেক শিক্ষক সৈয়দপুর আলিয়া মাদ্রাসা) জনাবের স্ত্রী সৈয়দপুর পীরবাড়ীর সৈয়দ আজাদ সাহেবের বোন।
(৩৯) মৌলভী বাজারের মাওলানা ইমদাদ সাহেবের স্ত্রী সৈয়দপুর পশ্চিম পাড়ার লম্বাহাটীর হাজী সৈয়দ আবু কালাম সাহেবের কন্যা।
(৪০) দিরাইর মাওলানা আব্দুর রউফ সাহেবের স্ত্রী সৈয়দপুর ইশানকোনার মরহুম সৈয়দ মদচ্ছির আলী সাহেবের কন্যা মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন সাহেবের বোন।
(৪১) খাগাপাশার হাফিজ আবু ইউসুফ সাহেবের শাশুড়বাড়ী সৈয়দপুর ইশানকোনা।
(৪২) মাওলানা শায়খ লুতফুর রহমান মুরাদাবাদীর (প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামেয়া ইসলামীয়া দারুল উলুম মুরাদাবাদ ও বুধরাইল) আহলিয়া সৈয়দা আয়শা বেগম (শেওলাই) সৈয়দপুর নোয়াপাড়ার মরহুম সৈয়দ আব্দুল ওয়াহহাব সাহেবের কন্যা।
(৪৩) দিরাইর মাওলানা বেলাল আহমদ চৌধুরীর স্ত্রী মোসাম্মাত শুভী কোরেশী সৈয়দপুর হাড়ীকোনা কোরেশী বাড়ীর মরহুম আলীনুর কোরেশীর কন্যা।
(৪৪) এনায়েত নগরের মল্লিক মাওলানা আব্দুল মালিক সাহেবের স্ত্রী সৈয়দা তাহমিনা বেগম সৈয়দপুর পশ্চিম পাড়ার মরহুম সৈয়দ মুজাহিদ সাহেবের কন্যা।
(৪৫) হবিগঞ্জের মাওলানা আব্দুল কাদির সালেহের স্ত্রী সৈয়দা লিমা বেগম সৈয়দপুরের আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান সাহেবের কন্যা সৈয়দ মবনুর ভগ্নি। (৪৬) জকিগঞ্জের অধ্যাপক মাওলানা এনামুল হাসান সাবির সাহেবের স্ত্রী সৈয়দা রুজি বেগম সৈয়দপুরের আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান সাহেবের কন্যা, সৈয়দ মবনুর ভগ্নি।
(৪৭) সৈয়দপুর পশ্চিম পাড়ার ক্বারী হারুণ (রাহ.) এর পুত্র মাওলানা হাফিজুর রহমান সাহেবের স্ত্রী কাতিয়া মাদ্রাসার শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল লতীফ সাহেবের কন্যা।
(৪৮) সুনাতনপুরের মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের (শিক্ষক মুরাদাদ মাদ্রাসা) স্ত্রী সৈয়দা মা'সুমা বেগম সৈয়দপুরের হাফিজ সৈয়দ বশারত আলী (রাহ.) এর কন্যা অধ্যক্ষ রেজওয়ান ও মুফতী নো'মান সহেবদ্বয়ের ভগ্নি।
(৪৯) প্রভাপুরের হযরত হাফিজ মাওলানা মুশাহিদ আহমদ (রাহ.) (সাবেক উস্তাদ সৈয়দপুর হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসা) এর স্ত্রী সৈয়দপুরের হাফিজ সৈয়দ বশারত আলী (রাহ.) এর কন্যা, মুফতী নো'মান ও ডক্টর রেজওয়ান সাহেবদ্বয়ের বড়বোন।
(৫০) টুকেরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসলামুদ্দীন সাহেবের স্ত্রী আলেমা মোসাম্মাত আয়শা সিদ্দিকা সৈয়দপুর নোয়াপাড়ার মাওলানা সিদ্দিক আহমদ হাসনু সাহেবের কন্যা। হযরত মাওলানা আব্দুর রউফ ছাতকী হুজুর (রাহ.) এর নাতনী।
(৫১) মাওলানা সৈয়দ মুতাহির আলী রাহ. এর কনিষ্ঠকন্যা হাফিজা সৈয়দা হাফসা স্বামী মাওলানা মোহাম্মদ রাশেদ আহমদ পিতা, সফর উল্লাহ। গ্রাম, মিটারাভরাং, জগন্নাথপুর, সুনামগঞ্জ। সাবেক শিক্ষক দক্ষিণকাচ হুসাইনিয়া টাইটেইটেল মাদ্রাসা।
(৫২) মাওলানা সৈয়দ মুতাহির আলী রাহঃ এর আরেক মেয়ে সৈয়দা তাহসিনা বেগম তানিয়া এর স্বামী হাফিজ মাওলানা জাবের আহমদ। যার পিতা, মাওলানা আব্দুল লতিফ কাতিয়া মাদ্রাসার সাবেক নাজিমে তালিমাত ছিলেন।
(৫৩) মাওলানা তাফাজ্জুল হক (রাহ.) মুহাদ্দিসে হবিগঞ্জী হুজুরের ভাতিজা ডা. মাশকুর ফাহমি বিয়ে করেছেন সৈয়দপুর কাজিবাড়ির সৈয়দ হাম্মাদুল করীম সাহেবের মেয়ে ডা. সৈয়দা হুরাইমা রীশাকে (উভয়ই আমেরিকা প্রবাসী।)
(৫৪) মাওলানা সৈয়দ মসরুর কাসেমী সাহেবের মেয়ে আলেমা সৈয়দা রুবাহা খাতুন বিয়ে হয়েছে তেঘরীয়া গ্রামের মাওলানা ইয়াহয়ার কাছে।
(৫৫) হজরত শেখ মুদ্দাচ্ছির আলী (রাহ) হবিবপুরের পির সাহেব যিনি আমার বাবা ও মায়ের শায়েখ ছিলে। মাওলানা ফয়েজ আহমদের পিতা তিনি। হজরত শায়খে হবিবপুরী রাহ, এর নানাবাড়ী সৈয়দপুর মুকাম পাড়ায় ও মেয়ে বিয়ে দিয়েছেন সৈয়দপুর পশ্চিম পাড়া হাকিম বাড়ির সৈয়দ ছহুল মিয়ার কাছে।
উলামা মাশায়েখের এ সম্পর্ক সৈয়দপুর গ্রামের সাথে অটুট থাকুক কল্যাণ ও বরকত বয়ে আনুক।
৫/৯/২০১৯ ইংরেজী, বৃহস্পতিবার।
Syed Salim Ahmed
তথ্য দিয়ে লেখাটিকে আরো সমৃদ্ধ করুন।