MD Nazrul Islam

MD Nazrul Islam প্রথমত আমি আল্লাহকে ভয় পাই, আর দ্বিতীয়ত আমি সেই মানুষ গুলো কে ভয় পাই যে মানুষগুলো আল্লাহকে ভয় করে না।

12/11/2024

সেলিব্রিটি তো একজনই তিনি হলেন মোহাম্মদ (সা:)।

19/10/2024

পরিবারের যে সন্তানটি অবহেলায় মানুষ হয়, পরিবর্তীতে সেই সন্তানটিই মা-বাবার আশার আলো হয়ে দাঁড়ায়।

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
19/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

জীবনে সফল হতে চাইলে দু'টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্নবিশ্বাস
11/10/2024

জীবনে সফল হতে চাইলে দু'টি জিনিস প্রয়োজন: জেদ আর আত্নবিশ্বাস

বিশ্বাস হলো মানুষের কোমল অনুভূতি, একবার ভেঙে গেলে, দ্বিতীয়বার পূর্ণ করা যায় না।
07/10/2024

বিশ্বাস হলো মানুষের কোমল অনুভূতি, একবার ভেঙে গেলে, দ্বিতীয়বার পূর্ণ করা যায় না।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
05/10/2024

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!
03/10/2024

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my peers!

MD Nazrul Islam
13/09/2024

MD Nazrul Islam

13/07/2024

মানুষ অহংকারগুলো তার সাথেই দেখায় যে তাকে খুব বেশি ভালোবাসে।

16/02/2024

বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।

13/02/2024

05/09/2023

এই ছোট্ট জীবনে হতাশ হয়ে জীবনটাকে আরো ছোট্ট বানিয়ে ফেলা কখনোই উচিৎ নয়।

05/09/2023

ভালোবাসার আরেক নাম হযরত মোহাম্মদ (সাঃ)।

হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও
22/08/2022

হে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও

07/10/2021

হাইভোল্টেজ #সাম্প্রতিক তথ্য

১) ২০২১-২০২২ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কতো?
উত্তর : ৪৮ বিলিয়ন ডলার

২) ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত করোনা প্রণোদনা কতটি ?

উত্তর : ২৮ টি

৩) ২০২৩ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?

উত্তর : ভারত

৪) বঙ্গবন্ধু স্ট্রিট কোথায় অবস্থিত?

উত্তর : নয়া দিল্লি

৫) বাংলাদেশের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত শতাংশ?

উত্তর : ৭.২০ শতাংশ

৬) বাংলাদেশের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ কতো?

উত্তর : ২,২৫,৩২৪ কোটি টাকা

৭) তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে কতটি?

উত্তর : ১৩,৮৮১টি

৮) চীন কতটি বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়েছে?

উত্তর : ৮২৫৬ টি

৯) বর্তমানে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর : ৭ম

১০) ব্রেক্সিট - পরবর্তী "বাণিজ্য ও সহযোগিতা চুক্তি "(TCA) আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়??

উত্তর : ১মে , ২০২১

১১) জাতিসংঘের সদরদপ্তরের বাগানে স্থাপিত হয়েছ--
উত্তরঃ বঙ্গবন্ধুর চেয়ার

১২ ) বঙ্গবন্ধুর চেয়ারটি উদ্বোধন করেন --

উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৩) জাতিসংঘ সদর দপ্তরের বাগানে একটি'হানি লোকাস্ট' গাছের চারা রোপন করেছেন --

উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৪) শেখ হাসিনা কে 'মুকুট মণি' বলে অখ্যায়িত করে--

উত্তরঃ জাতিসংঘের SDSN

১৫) টানা ৩য় বার কানাডার প্রধানমন্ত্রী হলেন--

উত্তরঃ জাস্টিন ট্রুডো

১৬) জাতিসংঘের 'এসডিজি অগ্রগতি পুরস্কার' অর্জন করেছেন?

উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১৭) দেশের সর্বাধুনিক কমপ্লেক্স "বঙ্গবন্ধু কমপ্লেক্স " নির্মিত হচ্ছে --

উত্তরঃ সিলেটে

১৮) বাংলাদেশের একমাত্র "Living Entity" মর্যাদাপূর্ণ নদী?

উত্তরঃ তুরাগ নদী

১৯) রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের গৃহীত কূটনীতি??

উত্তরঃ Shuttle Diplomacy

২০) "অকাস(AUKUS)" নামে চীন বিরোধী বিশেষ নিরাপত্তা জোট গঠন করেছে---

উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া

২১) অকাস(AUKUS) গঠিত হয়?

উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১

২২) অস্ট্রেলিয়ার সাথে বানিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি ( Trade & Investment Framework Arrangement---TIFA) করেছেন বাংলাদেশ ---

উত্তরঃ ১৫ সেপ্টেম্বর ২০২১

২৩) বর্তমান দেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমান কত?

উত্তরঃ ২৪,৮৯০ টাকা

২৪ ) সৌরজগতের বাইরে সদ্য আবিষ্কৃত হওয়া নতুন গ্রহপুঞ্জ হল??

উত্তরঃ Hycean Exoplanet

২৫ ) মানিকগঞ্জের পাটুরিয়া পদ্মা নদীর পাড়ঘেঁয়ে তৈরি হবে--

উত্তরঃ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম

২৬) কার্বন ডাই অক্সাইড সংগ্রহের বিশ্বের বৃহত্তম প্লান্ট 'ওরকা' চালু করেছে-??

উত্তর: আইসল্যান্ড

২৭) জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন -??

উত্তর : সানাই তাকাইচি

২৮) সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? ?

উত্তর : মালদ্বীপ ( ৩.৪%)

২৯) বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছে--??

উত্তর: দিল্লিতে প্রস ক্লাব অব ইন্ডিয়ান (৬ সেপ্টেম্বর ২০২১)

৩০) যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের নাম কী?

উত্তর : এফ-৩৫

৩১) চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের নাম কী?

উত্তর : জে -২০

৩২) Build Back Better World (B3W) পরিকল্পনা ঘোষণা করে? ??

উত্তর : জি-7 গ্রুপ, ১২ জুন, ২০২১

৩৩) এশিয়ার নোবেল খ্যাত "ম্যাগসেসে পুরস্কার" পেয়েছেন বাংলাদেশের কোন বিজ্ঞানী??

উত্তর : ড. ফেরদৌসী কাদরী

৩৪) নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ পেয়েছে
কোন দেশ? ?

উত্তর : বাংলাদেশ , ২০ আগস্ট, ২০২১

৩৫ ) Global Vaccine Summit অনুষ্ঠিত হয় কখন?

উত্তর : ৪ জুন, ২০২০

Address

Sunamganj
3002

Alerts

Be the first to know and let us send you an email when MD Nazrul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Nazrul Islam:

Videos

Share