26/03/2024
আমায় দূরে রেখে তুমি ভালো থাকতে পারো?
হয়তো পারো, কই? আমি তো পারি না। চারদিকে তোমার শূন্যতা আমাকে প্রবল হতাশার দিকে ঠেলে দেয়!
আমার সব জাগতিক আনন্দ যে তোমায় ঘিরে।
আর যেখানে তুমিটাই কাছে নেই, সেখানে আনন্দ আমায় পায় কী করে? বলো..
আমি কোথাও শান্তি পাইনা, বদ্ধ ঘরে মুখ থুবড়ে পড়ে থাকি হতাশার অতলে! বিষন্নতা, মন খারাপ, একাকিত্ব, মাইগ্রেন আমার পিছু ছাড়ে না। অথচ তুমি কি অনায়াসেই না আমায় ছেড়ে যাও, দূরে থাকো!
আমায় দূরে রেখে বোধহয় ভালো থাকা যায়।
তোমার এই ভালো থাকার বাহানায় আমি কতটা ভেঙ্গে পড়ি, তা তোমায় বোঝাই কি করে? বলো...
সময় তোমাকে সবকিছুতে পূর্ণ করে দেয়, অথচ আমাকে করে দেয় নিঃস্ব! তুমি পূর্ণ বলেই আমায় ছাড়া থাকতে পারো, আর তোমার শূন্যতা বুকে নিয়ে আমি যে পৃথিবীর কোথাও সুখের নাগাল টুকুও পাইনা!
তোমাকে ছাড়া আমার দিনরাত সব কিভাবে যায়, তা কেবল ঈশ্বর জানে। রাতের আকাশ, ভারী বাতাস, দীর্ঘশ্বাস, আর ঘড়ির কাঁটা সেই খোঁজ রাখলেও তোমার সময় হয় না খোঁজ রাখার!
আমায় না ছুঁয়ে তুমি দিব্যি থাকতে পারো, অথচ তোমায় ছুঁতে গিয়ে আমি নিজেকেই কেমন ধরাছোঁয়ার বাইরে রাখি! তোমায় ছুঁবো বলে আমি আর অন্য কোথাও হাত বাড়াই না। তৃষ্ণার্ত, ক্লান্ত হয়ে আমি অভুক্ত কাঙ্গাল হয়ে থাকি! পৃথিবী দেখে না, তুমিও দেখো না!
লেখায়:- rt🌼