Bangladesh Scouts Sunamganj District Rover

Bangladesh Scouts Sunamganj District Rover Official page of Bangladesh Scouts Sunamganj District Rover

02/05/2022
আঞ্চলিক ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০-২০২১ সালের সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে মনোনীত হওয়ায় বাংলাদেশ...
24/10/2021

আঞ্চলিক ইনোভেটিভ ও পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২০-২০২১ সালের সিলেট বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে মনোনীত হওয়ায় বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভার এর সিনিয়র রোভারমেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ কে অভিনন্দন ও শুভেচ্ছা।

"হৃদয় দিয়ে করি হৃদয়ের সুরক্ষা"আজ ২৯শে সেপ্টেম্বর  বিশ্ব হার্ট( হৃদয়)  দিবস। বাংলাদেশসহ আজ বিশ্বের ১০০টি দেশে পালিত হচ্ছে...
28/09/2021

"হৃদয় দিয়ে করি হৃদয়ের সুরক্ষা"

আজ ২৯শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট( হৃদয়) দিবস। বাংলাদেশসহ আজ বিশ্বের ১০০টি দেশে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। ২০০০ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করছে বাংলাদেশ।বিশ্বে যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে, তার শতকরা ৩১ শতাংশ হৃদরোগের কারণে। হৃদরোগজনিত মৃত্যুর হার বছরে সর্বোচ্চ এক কোটি ৭০ লাখ। পরিসংখ্যানে দেখা গেছে, শিশু এবং নারীরাই বেশি হৃদরোগের ঝুঁকিতে থাকে।

প্রতিবছর ১ কোটি ৭৩ লক্ষ মানুষের মৃত্যু হয়এই রোগেএবং আশংকা করা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২ কোটি ৩০ লাখে। অথচ হৃদরোগের ভয়াবহতার ব্যাপারে ব্যাপক প্রচারণা অনুপস্থিত। গবেষকরা জানিয়েছেন, প্রতিবছর বিশ্বে মোট রোগীর মৃত্যুর মধ্যে ২৯ ভাগ হার্টের রোগে মারা যান। বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অসংক্রামক রোগগুলোর ভেতর হৃদরোগকে অন্যতম ভয়াবহ হিসেবে শনাক্ত করে ২০২৫ সালের ভেতর এসব রোগে মৃত্যুর হার ২৫ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ১৯৪টি দেশে কর্মসূচি প্রণয়নের কথা বলা হয়েছে। হার্টের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এনজিওপ্লাস্টি আর বাইপাস সার্জারির মাধ্যমে এ রোগের নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই দেশের শতকরা ৯০ জনের পক্ষেই চিকিৎসা করানো সম্ভব হয় না। তাছাড়া অধিকাংশ মানুষই থাকেন গ্রামে। সর্বত্র যোগাযোগের ব্যবস্থাও উন্নত নয়। ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে থাকে।

মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হার্ট (হৃৎপিণ্ড)। হৃদরোগ থেকে রেহাই পাওয়ার জন্য সচেতনভাবেই চিকিৎসা গ্রহণ করতে হবে। চিকিৎসার পাশাপাশি, মেডিটেশন ও শরীর চর্চাই হৃদরোগ থেকে রক্ষা করতে পারে। বিশ্ব হার্ট দিবসে আমরা অবশ্যই হৃদয়ের কথা শুনব। ফিরে তাকাব আমাদের হার্টের সুস্থতার দিকে।

দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু।দিরাই সরকারি কলেজ এর প্রভাষক, বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভার এর কোষাধ্যক্ষ ভাস্কর রায় ...
25/09/2021

দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু।
দিরাই সরকারি কলেজ এর প্রভাষক, বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভার এর কোষাধ্যক্ষ ভাস্কর রায় স্যার পরলোক গমন করেছেন। তাঁহার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।আমরা তাঁহার বিদেহী আত্মার শান্তি ও সদ্গতি কামনা করছি এবং পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

মানুষে-মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ্য ও জীবন-দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ তার...
30/08/2021

মানুষে-মানুষে ভ্রাতৃত্ব স্থাপন এবং সমাজে সাম্য প্রতিষ্ঠাই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লক্ষ্য ও জীবন-দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্যদিয়ে মনুষ্যত্বের আরাধনা করেছেন ও আজীবন শান্তি,মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন্ম ধর্মাবতার ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পরোপকারী,প্রেমিক,রাজনীতিক ও সমাজসংস্কারক। সমাজ থেকে অন্যায়-অত্যাচার,নিপীড়ন, হানাহানি দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিলো শ্রীকৃষ্ণের মূল দর্শন।

জন্মাষ্টমীর এই শুভলগ্নে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে সকল ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মাষ্টমী সকল মানুষের জীবনে সকল কালোছায়া দূর করে শান্তি বয়ে আনুক।

কনটেন্ট ক্রেডিটঃ মৃন্ময় ভট্টাচার্য অঞ্জন
ডিজাইন ক্রেডিটঃ মোঃ শাওন সিকদার

শুভ জন্মদিন Israt JaHanসিনিয়র রোভার মেট (গার্ল ইন রোভার) সুনামগঞ্জ জেলা। ভবিষ্যৎ জীবন যেনো তোমার সুন্দর হয় এবং জীবনে সকল...
03/05/2021

শুভ জন্মদিন Israt JaHan
সিনিয়র রোভার মেট (গার্ল ইন রোভার) সুনামগঞ্জ জেলা।

ভবিষ্যৎ জীবন যেনো তোমার সুন্দর হয় এবং জীবনে সকল পর্যায়ে সফলতা অর্জন করো সেই কামনা করি। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।

অভিনন্দন  জনাব ড. মো: আবুল কালাম আজাদ স্যারবাংলাদেশ স্কাউটসের সভাপতি ও বিশেষ দূত, জাতিসংঘ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভ...
01/05/2021

অভিনন্দন
জনাব ড. মো: আবুল কালাম আজাদ স্যার

বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও বিশেষ দূত, জাতিসংঘ ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং সাবেক মুখ্য সমন্বয়ক (এসডিজি) ও সাবেক মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়; ড. মো: আবুল কালাম আজাদ স্যার বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর গ্লোবাল কমিশন অব বায়োডাইভারসিটি ২০৩০-এর কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা।

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "চট্টগ্রাম ও সিলেট  বিভাগীয়  সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্ক...
20/04/2021

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত "চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ওয়ার্কশপ" অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত।

ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সিনিয়র সহ সভাপতি, প্রফেসর আবুল কালাম চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত সম্পাদক প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী, এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত আঞ্চলিক উপ কমিশনার প্রোগ্রাম, শরীফুল ইসলাম এবং ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন, রোভার অঞ্চলের সম্মানিত উপ কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, হেদায়তুল ইসলাম প্রিন্স।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রোভার অঞ্চলের সম্মানিত যুগ্ম সম্পাদক, ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্মানিত উপ পরিচালক পি.আর.এস. আবুল খায়ের, পি.আর.এস. মোহাম্মদ কায়েস, পি.আর.এস. ফরহাদ হোসেন। প্রোগ্রাম সফল ভাবে সম্পূর্ণ করতে সার্বিক ভাবে সহায়তা করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় প্রতিনিধি রোভার রাসেল সরকার ও রোভার হাফিজুর রহমান রাহাদ বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল, সিলেট বিভাগ।

অংশগ্রহনকারী হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১০০ জন রোভার ও গার্লস ইন রোভার অংশ গ্রহণ করেন।
এই ওয়ার্কশপে অংশগ্রহণকারী রোভার ও গার্লস ইন রোভারবৃন্দের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলে পি.আর.এস. ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রাপ্তির সংখ্যা বৃদ্ধি পাবে বলে প্রধান অতিথির বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন প্রফেসর আবুল কালাম চৌধুরী। পাশাপাশি তিনি এই প্যান্ডামিক পরিস্থিতিতে সকল রোভার বৃন্দের প্রতি লকডাউন এ স্বাস্থ্য বিধি মেনে চলতে উদ্বাত্ত আহবান জানান।

সেরে উঠুক পৃথিবী, অনাবিল সুখ-শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক নতুন বছর। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।শুভ নববর্ষ
14/04/2021

সেরে উঠুক পৃথিবী, অনাবিল সুখ-শান্তি আর সমৃদ্ধি নিয়ে আসুক নতুন বছর। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ

এই পবিত্র রমজান মাস আপনার জীবনে আনন্দ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক। আপনাকে ও আপনার পরিবারকে রমজান মুবারক।
13/04/2021

এই পবিত্র রমজান মাস আপনার জীবনে আনন্দ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসুক। আপনাকে ও আপনার পরিবারকে রমজান মুবারক।

★জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য অবহিত শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত★১২ এপ্রিল (সোমবার) বাংলাদেশ স্কাউটস, ...
13/04/2021

★জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্য অবহিত শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত★

১২ এপ্রিল (সোমবার) বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের আয়োজনে অনলাইন জুম এ্যাপস এর মাধ্যমে জেলা নির্বাহী কমিটির সিনিয়র রোভার মেট প্রতিনিধিদের কর্মপন্থা এবং তাদের দায়িত্ব ও কর্তব্য অবহিত শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

পবিত্র মাহে রমযানের সাহরী ও ইফতারের সময়সূচী-২০২১
13/04/2021

পবিত্র মাহে রমযানের সাহরী ও ইফতারের সময়সূচী-২০২১

মাস্ক পড়লে, স্বাস্থ্যবিধি মানলে বাড়বে সচেতনতারক্ষা করব সবাই মিলে রমজানের পবিত্রতা।নিজের মনকে পরিশুদ্ধ করার অনন্য সুযোগ প...
13/04/2021

মাস্ক পড়লে, স্বাস্থ্যবিধি মানলে বাড়বে সচেতনতা
রক্ষা করব সবাই মিলে রমজানের পবিত্রতা।

নিজের মনকে পরিশুদ্ধ করার অনন্য সুযোগ পবিত্র মাহে রমজান। বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে সবার প্রতি রইলো রহমত, মাগফিরাত ও নাজাতের মাস "রমজান" এর আন্তরিক শুভেচ্ছা।
"রমজানুল মোবারক"

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ...
30/03/2021

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন জেলা রোভার স্কাউটস এর সম্মানিত সম্পাদক Mohammod Abu Naser মহোদয়।

যতদিন রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান,ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।--------------শুভ জন্মদিন জাতির পিতা। --...
17/03/2021

যতদিন রবে পদ্মা যমুনা গৌরি মেঘনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
--------------
শুভ জন্মদিন জাতির পিতা।
------
সকল শিশুকে জাতীয় শিশু দিবসের শুভেচ্ছা।

তখন বিকাল প্রায় ৪.৩৭  মিনিট। হঠাৎ খবর এলো কুষ্টিয়া বড়-বাজার কওয়াতুল ইসলাম জামে মসজিদের সামনের বিল্ডিং স্টেশনারির ও প্লাস...
25/02/2021

তখন বিকাল প্রায় ৪.৩৭ মিনিট। হঠাৎ খবর এলো কুষ্টিয়া বড়-বাজার কওয়াতুল ইসলাম জামে মসজিদের সামনের বিল্ডিং স্টেশনারির ও প্লাস্টিক গোডাউনে গ্যাস লিক করে আগুন লেগেছে...

খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছায় কুষ্টিয়া জেলা রোভারের কিছু রোভার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাথে নিজেদের জীবন বাজি রেখে কাজ শুরু করে।

অতঃপর দীর্ঘ ৫ঘন্টা সম্মিলিত চেস্টার পরে তারা আগুন নেভাতে সক্ষম হন।
অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই বাংলাদেশ স্কাউট কুষ্টিয়া জেলা রোভারের সেই সকল রোভারদের, যারা নিজ উদ্যোগে ঘটনা স্থলে পৌঁছায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন।

05/02/2021

“চলো বাঁচি একসাথে” শ্লোগানকে সামনে রেখে জেলা রোভার স্কাউটসের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুঃস্থ শীতার্...

04/02/2021

সুনামগঞ্জ প্রতিনিধি।। “চলো বাঁচি একসাথে” এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভারের উদ্য...

"চলো বাঁচি একসাথে" এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভারের উদ্যোগে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় ...
04/02/2021

"চলো বাঁচি একসাথে" এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভারের উদ্যোগে ও জেলা প্রশাসন এর সহযোগিতায় সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দায়িত্ব যখন কাধে এসে পড়ে, তখন "ওজন" নামক শব্দটি তুচ্ছ হয়ে পড়ে।মেয়ে মানুষ হয়েও বড় রকমের ভার তুলতে কুন্ঠিত হয়না আমাদের গার...
28/01/2021

দায়িত্ব যখন কাধে এসে পড়ে, তখন "ওজন" নামক শব্দটি তুচ্ছ হয়ে পড়ে।
মেয়ে মানুষ হয়েও বড় রকমের ভার তুলতে কুন্ঠিত হয়না আমাদের গার্ল-ইন রোভাররা।

ছবি সংগ্রহঃ দিনাজপুর জেলা রোভার

বাংলাদেশ স্কাউটসের প্রথম পি আর এস, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, GDV এর মুখ্য সমন্নয়ক ও বাংলাদেশ স্কাউটসের বর্...
07/01/2021

বাংলাদেশ স্কাউটসের প্রথম পি আর এস, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, GDV এর মুখ্য সমন্নয়ক ও বাংলাদেশ স্কাউটসের বর্তমান সভাপতি জনাব আবুল কালাম আজাদ মহোদয় এর জন্মদিন আজ।
শুভ জন্মদিন স্যার।
মহান আল্লাহ্‌ আপনাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন এই প্রার্থনা করছে আপনার বাংলাদেশ স্কাউটস সুনামগঞ্জ জেলা রোভার পরিবার।

নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন মহোদয়কে জ...
07/01/2021

নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন মহোদয়কে জেলা রোভার স্কাউটস এর ফুলেল শুভেচ্ছা।

সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সম্মানিত সভাপতি, মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয়ের বিদায় উপলক্ষে সুন...
27/12/2020

সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সম্মানিত সভাপতি, মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয়ের বিদায় উপলক্ষে সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর মানপত্র প্রদান।

বড়দিন মানেই স্বাদের উৎসব, সতেজতার উৎসব। সতেজতায় কাটুক প্রতিটি দিন, সবাইকে পবিত্র বড়দিনের শুভেচ্ছা।
24/12/2020

বড়দিন মানেই স্বাদের উৎসব, সতেজতার উৎসব। সতেজতায় কাটুক প্রতিটি দিন, সবাইকে পবিত্র বড়দিনের শুভেচ্ছা।

সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সম্মানিত সভাপতি, মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয়ের বিদায় উপলক্ষে সুন...
23/12/2020

সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সম্মানিত সভাপতি, মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ মহোদয়ের বিদায় উপলক্ষে সুনামগঞ্জ জেলা রোভার স্কাউটস এর মানপত্র প্রদান।

২০১৪ সাল
21/12/2020

২০১৪ সাল

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৪
20/12/2020

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০১৪

15/12/2020

যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজে ১৬ই ডিসেম্বর, ২০২০ তারিখ ঠিক রাত ৯ টায়৷
বিজয়ের উল্লাস হোক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সাথে৷
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

15/12/2020

বিজয়ের লাল সবুজে উজ্জীবিত হোক সকল বাঙালি প্রাণ
সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা।
🇧🇩

15/12/2020

দীর্ঘ নয়টি মাস,
বিষাদের ঔরসে লালিত হয়ে
বিশ্বের সবুজাভ মানচিত্রে,
জ্বলজ্বলে রক্তিম সূর্য হয়ে
জন্ম তোমার হে স্বদেশ...
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Address

Sunamganj

Telephone

+8801688733535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts Sunamganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Scouts Sunamganj District Rover:

Share

Category


Other Publishers in Sunamganj

Show All