Ummah United

Ummah United আল্লাহর উপর ভরসা রাখুন
মানবজাতি বা অন্য কোন সৃষ্টিতে নয়।

08/07/2024
Indeed! 🤍🥀
29/06/2024

Indeed! 🤍🥀

29/06/2024

আমাদের দেশে,,,
*জনসংখ্যার থেকে নেতাকর্মী সংখ্যা বেশি,,
*উন্নতির থেকে দুর্নীতি বেশি,,
*বাবার থেকে অভিভাবকের সংখ্যা বেশি,
*মানুষ থেকে ছাগলের দাম বেশি,,
*ভালোবাসার থেকে ডিমের দাম বেশি,,,




বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ: ১. আবেদন ফরম পূরণ ✍️- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগ...
28/06/2024

বাংলাদেশে পাসপোর্ট করার পুরো প্রক্রিয়া নিম্নরূপ:

১. আবেদন ফরম পূরণ ✍️
- **অনলাইনে আবেদন ফরম পূরণ**: প্রথমে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে (e-passport.gov.bd) গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।
- **আবেদন ফরম প্রিন্ট**: ফরম পূরণের পর আবেদন ফরম প্রিন্ট করতে হবে।

২. প্রয়োজনীয় কাগজপত্র 📄
- **জাতীয় পরিচয়পত্রের ফটোকপি**: ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- **জন্ম নিবন্ধন সনদের ফটোকপি**: জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- **পাসপোর্ট সাইজ ছবি**: ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি।
- **পূর্বের পাসপোর্টের ফটোকপি** (যদি থাকে)।
- **অন্যান্য ডকুমেন্ট**: যদি আবেদনকারী সরকারী চাকুরিজীবী হন, তবে এনওসি (NOC) প্রয়োজন হতে পারে।

৩. ফি জমা 💰
- **ফি**: পাসপোর্ট ফি অনলাইনে বা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
- **ফি রসিদ**: ফি জমা দেওয়ার পর রসিদটি সংরক্ষণ করতে হবে।

৪. আবেদন জমা 📬
- **আবেদন জমা**: নিকটস্থ পাসপোর্ট অফিসে নির্দিষ্ট সময়ে গিয়ে আবেদন ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

৫. বায়োমেট্রিক তথ্য প্রদান 🖐️
- **ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি**: পাসপোর্ট অফিসে গিয়ে আঙ্গুলের ছাপ এবং ছবি তোলা হবে।
৬. পাসপোর্ট সংগ্রহ 🛂
- **এসএমএস বা ইমেইল**: আবেদন গৃহীত হলে এবং পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস বা ইমেইল পাওয়া যাবে।
- **সংগ্রহ**: নির্দিষ্ট পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করতে হবে।

এছাড়া আরও বিস্তারিত তথ্যের জন্য পাসপোর্ট অফিসের ওয়েবসাইট দেখতে পারেন অথবা সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

#পাসপোর্ট

28/06/2024

জুম্মা মোবারক

এখন ট্রেন আসবে, কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে।তখন ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।এক সাপে "সেন্টমার্টিন", "বেনজির...
26/06/2024

এখন ট্রেন আসবে,
কদিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে।
তখন ট্রেনের নিরাপত্তার জন্য সোলজার আসবে।

এক সাপে "সেন্টমার্টিন", "বেনজির", "আজিজ", "ছাগল মতি" ও "রেমাল", "সিলেটের বন্যা" ও "দেশের ভেতর দিয়ে দাদাদের রেল লাইন" সহ সকল ইস্যু গায়েব করে দিলো!

এদেশে ইস্যু দিয়ে ইস্যু ঢাকা হয়,, অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে পেইন্টিংটায়।

২৩ জুন ১৭৫৭- বাংলার স্বাধীনতার সূর্য ডুবে যায়। মানুষের কোন হুশ ছিল না যে কতবড় বিপদের মধ্যে তারা পরেছে।

২৩ জুন ২০২৪- ভারত দেশকে তাদের রেল করিডোর বানিয়ে সার্বভৌমত্ব দাফন করে অখণ্ড ভারতের পথে আরেক ধাপ আগালো। জনগন আছে নোংরা ক্রিকেট দলের কিছু নোংরা খেলোয়াড়দের খেলা নিয়ে, রাসেল'স ভাইপার আর ছাগলকান্ড নিয়ে!

নেহেরু ডকট্রিনের ১০০ বছর পূর্ণ হবার আগেই সম্ভবত পূর্ব বাংলাকে গিলে ফেলবে ভারত...

01/02/2024

হতাশ হয়ো না, উঠো! সিজদাহ করো এবং কাঁদো!"
-- সূরা ইউসুফ : ৮৬
পশু পাখিও সেজদা করে। (সুবহানাল্লাহ)
আর আমরা সৃষ্টির সেরা জীব হয়েও সেজদা করি না। 😢

Allah's plan is more beautiful than our desire.🌸🫰✨
03/11/2023

Allah's plan is more beautiful than our desire.🌸🫰✨

01/11/2023

- স্রষ্টা আপনাকে পৃথিবীতে যেভাবে দেখতে চেয়েছেন আপনি ঠিক সেই ভাবেই জন্ম গ্রহণ করেছেন! হোক সেটা খাটো কিংবা লম্বা, মধ্যবিত্ত, গরীব কিংবা ধনী! তাই আক্ষেপ না করে বলুন

আলহামদুলিল্লাহ!'💙

হে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন ।
29/10/2023

হে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দরুদ পাঠ করার তৌফিক দান করুন ।

ফজরের সালাতের ১০টি ফজিলত।এগুলো জানার পর কারো আর ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ্১.ফজরের সালাত মুমিন ও মুন...
28/10/2023

ফজরের সালাতের ১০টি ফজিলত।

এগুলো জানার পর কারো আর
ফজর সালাতে গাফেলতি, অলসতা আসবেনা... ইনশাআল্লাহ্

১.ফজরের সালাত মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী,কেননা রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য ফজর সালাত আদায় কষ্টকর!
__(বুখারী ৬৫৭,৬৪৪,২৪২০,৭২২৪...মুসলিম--৬৬১)

২.রাসূল (সাঃ) বলেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
__(সহিহ মুসলিম,তিরমিজি--২১৮৪)

৩.রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
__(বুখারী-মুসলিম)

৪. রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
__(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (সাঃ) বলেছেন, " যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
__(আবু দাউদ --৪৯৪,,,,তিরমীযি)

৬.যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।__(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের সালাত আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
__(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের সালাত আদায়কারী,রাসূল (সাঃ)-এর বরকতের দোয়া লাভ করবেন।
__(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত সালাত, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
__(জামে তিরমিজি - ৪১৬)

১০..ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।
__(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

সুবহানআল্লাহ......
আল্লাহর আমাদের উপরোক্ত সব নিয়ামতের
ভাগীদার করুন।

27/10/2023

- আপনি একদিন মারাত্মক সুখী মানুষ হবেন! নিজের সব শখ পূরন হবে, আপনাকে নিয়ে আপনার ফ্যামিলির মানুষ প্রাউড ফিল করবে,শান্তি এসে ভীড় করবে আপনার কাছে🌻🖤

ইনশাআল্লাহ!'🖤

Address

Sunamganj
3001

Alerts

Be the first to know and let us send you an email when Ummah United posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah United:

Videos

Share


Other Digital creator in Sunamganj

Show All