Engineer BD

Engineer BD “এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি।” no
(4)

15/11/2024
18/10/2024

নাটক করো না প্রিয়
আমি সবকিছু বুঝি

11/10/2024

07/10/2024

প্রতিষ্ঠিত সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়েয় প্রথম যে অস্ত্রের মুখে পড়তে হয় সেটা হল তুচ্ছতাচ্ছিল্য।
কি বলিস!
কি করলি! কি বুঝিস।
জানিস কিছু!।.. কোন আইডিয়া আছে!
ফালতু।

এই যে ট্যাগিং, এটা মাত্র কিছু কথা। কিন্তু মারাত্মক ধারালো বিষাক্ত অস্ত্র। ভেদ করে যায়। দুর্বল করে দেয়।

আমাদের দেশে যে আন্দোলন হয়েছে, তার পেছনে বড় কারন অনুসন্ধান করে দেখেন। কি কারন?
খুন গুম?
অর্থ পাচার? -
না। এসব অনুঘটক। কিন্তু মুল কারন নয়।

বড় কারন আওয়ামী লীগের দ্বারা এমন এক এলিট আর ক্ষমতাবান বলয় তৈরি হয়েছিল যা অন্যদের প্রতিদিন তুচ্ছ তাচ্ছিল্য করেছে। উপেক্ষা করেছে। মর্যদাবান হয়ে আত্মসম্মান নিয়ে থাকার জায়গাতে বারবার আঘাত এসেছে। শেখ হাসিনা থেকে শুরু করে এলাকার নেতা পাতি নেতা সবাই একই কথা কাজ করেছে।

ভোট নিয়ে আওয়ামী লিগ যা করেছে এটাকে তারা অংকের খেলা, ধাপ্পা দেয়ার খেলা হিসাবে দেখেছে। কিন্তু ভোটের একটা সাইকোলজিক্যাল জায়গা আছে। ভোট হয়নি, ৯০ ভাগ মানুষ ভোট দেয়নি, কিন্তু একটা দল উল্লাস করছে, নির্বাচনে জেতার দাম্ভিকিতা দেখাচ্ছে। কি নিদারুন পরিহাস। এর চেয়ে ভোট হবে না ডিক্লার দিয়ে, আমি ক্ষমতায় থাকব - এই অটোক্রাটিক মেন্টালিটি অনেক ভাল।

হাসিনা নিজেই আওয়ামী লীগের জন্য সব থেকে বড় লায়াবিলিটি ছিলেন। পলিটিক্সে আমিত্বের বাহাদুরির বারাবারি করেছেন। সেটাই রাজনীতির দেহে পচন ধরিয়েছে৷ দেশ আমার, আমার সব। আমি দিলেই তুমি খাও, পর, বাচ! আমিই তোমার জন্য রাস্তা বানাই। আমি চাই বলেই মেট্ররেল হয়। কি অস্বাভাবিক ঔদ্ধত্য এই মহিলার। দিনের পর দিন সেটা মানুষ সহ্য করেছে। অল্প ক্ষতের উপর পুন: পুন: আঘাত সহ্য হয়নি, মানুষ চিৎকার উঠেছে।

এই অপমানজনক শাসন থেকে আমাদের মুক্তি প্রয়োজন ছিল। অবশ্যম্ভাবিও ছিল।

আগামী দিনের স্বপ্নের কথা ভাববেন যখন, তখন শুধু এটা মাথায় রাখবেন। আমাদের কেউ অপমান করছে কি না! অপমানের চেয়ে বড় অত্যাচার আর কিছু নাই।

আমি ড ইউনুসের ভেতরে সেই সম্ভাবনায় আস্থা রাখছি। তিনি মানুষকে সম্মান করছেন। করেছেন অতিতেও। কি চাই, আমি এর উত্তরে বলব, এমন এক কাঠামো তৈরি হোক, যেখানে শাসক আমাকে অপমান করার সাহস পাবে না। সেই রাজনৈতিক দলকে পছন্দ করতে চাই যাদের এই বিরল গুণ অর্জিত হয়েছে।

বাকিটা আপনা থেকেই গড়ে উঠবে।

27/08/2024

26/08/2024


শেখ হাসিনাকে খুঁজছেন তার হতিন

25/08/2024


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন শ্রীপুর,গাজীপুর জামাত ইসলামী।

বোনের বাসা থেকে ডাক্তার দীপু মনিকে গ্রেফতার  করেছে,এই মহিলায়  শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিছে।
19/08/2024

বোনের বাসা থেকে ডাক্তার দীপু মনিকে গ্রেফতার করেছে,এই মহিলায় শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিছে।

আজকে বিশ্বনন্দিত আলেমে দীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী, আল্লাহতালা হুজুরকে জান্নাতের উচ্চ  মাকাম...
14/08/2024

আজকে বিশ্বনন্দিত আলেমে দীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী, আল্লাহতালা হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমিন।

11/08/2024


Rain

10/08/2024

গ্রামীণ চিত্র কতইনা সুন্দর।

Address

Sreepur

Alerts

Be the first to know and let us send you an email when Engineer BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engineer BD:

Videos

Share