Voice Of Anwar

Voice Of Anwar I Love My Country.
(2)

04/04/2023

দেখুন বন্ধুরা, অন্য ধর্মের অনুসারী হয়েও কি চমৎকার গজল গেয়েছেন এই বোন। শুভকামনা রইলো এই বোনের জন্য।

শেয়ার করে ছড়িয়ে দিন।

03/04/2023

এতিমখানার ভয়াবহ শিক্ষাদান পদ্ধতি!
হে আল্লাহ এদের হেদায়েত দান করুন।

ভিডিও সংগৃহীত।

03/04/2023

জনপদের রাস্তা ধরে ছুটে চলি বারবার ♥
#গ্রাম #বাংলাদেশী #ভাইরাল

02/04/2023

বেগুন গাছে হলুদ সাদা ডিম ধরছে😅

02/04/2023

তাসফিয়া'র চড়ুই বাতি ♥
#গ্রাম #বাংলাদেশী #ভাইরাল #ভিডিওটা

24/03/2023

"তারা চেষ্টা করেছিলো আমাকে মাটিতে পুঁতে ফেলতে, কিন্তু তারা জানত না, আমি বীজ।"
----- জালালুদ্দিন রুমি।

একটি সামাজিক অনুষ্ঠানে যাবার আগে।১০-০৩-২০২৩ ইং
10/03/2023

একটি সামাজিক অনুষ্ঠানে যাবার আগে।
১০-০৩-২০২৩ ইং

19/02/2023

মেয়েটি কালো বলে সংসার করা হলোনা🥲🥲

05/01/2023

জীবনে যখনই কঠিন সংকটে পড়েছি, কেউ একজন দেবদূত হয়ে পাশে দাড়িয়েছেন। একজন নয়, কখনও একাধিক মহৎপ্রাণ মানুষকে পাশে পেয়েছি। এবারও ব্যতিক্রম হয়নি। তাই কখনোই হতাশ হইনা আমি।

আমি নিশ্চিত - সৃষ্টি কর্তার ইচ্ছায়ই এমনটা হয়েছে। তাই মহান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে- মহৎপ্রাণ মানুষ গুলোর কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করছি।

19/11/2022

নোরা ফাতেহী এসেছিল । না নেচেই চলে গেছে। এখন তার নাচ না দেখে হতাশ দর্শকদের ইন্টার্ভিউ দেখছিলাম। একেকজন বলছে '১৫ হাজার টাকায় টিকিট করেছি, ১০ হাজার টাকায় টিকিট করেছি, পাঁচ মিনিট তো নাচতে পারতো'। তাদের কণ্ঠে সে কী আফসোস!

নোরা ফাতেহী যদি নিতম্ব দুলিয়ে তার নাচটা না দিতো, যদি পাতলা কোমরে জমে থাকা হালকা মেদ না দুলাতো, তবুও তারা এই আফসোসটাই করতো। তারা এত টাকা দিয়ে টিকিট করেছিল মূলত খুল্লাম খুল্লাম উত্তপ্ত কিছুই দেখতে । আর মেয়েদের মধ্যে যারা গিয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল ফুটানি। মানে সেই ট্রেন্ডি ব্যাপারে তারা থাকার সৌভাগ্য অর্জন করেছে, এটা গল্প করতে পারতো। এটাই।

খেয়াল করে দেখবেন, অধিকাংশ সাধারণ মানুষই খুশি। কারো আর্থিক ক্ষতিতেও মানুষ যৌক্তিকভাবে খুশি হয়। এই যে ওই টিকিট কেটে হতাশ হওয়া লোকজনের আফসোসের বিপরীতে এত মানুষ খুশি, এটা এক প্রকারের পৈশাচিক আনন্দ। এই আনন্দে দোষ নাই।

উচ্চবিত্তের সবাই এরকম প্রবাহে গা ভাসানো না। ওই যে নোরা ফাতেহীর নাচ দেখতে যাওয়া লোকজন, তাদের মধ্যে এমন অনেক মধ্যবিত্ত ছিল যাদের বাসায় বাজার নাই। ফুটানি আছে। ফুটানি করতে গেছে অর্ধেকের বেশি। এরা ধরা খাওয়ায় অনেকে খুশি। আমিও খুশি? আপনি খুশি না?

লিখেছেন Lutfor Hasan

22/10/2022

#সময়ের_অসঙ্গতি

স্বাধীনতার পর বাংলাদেশের কোথাও ন্যায়বিচার চাইতে বীরমুক্তিযোদ্ধাদের রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করতে হয়নি। শুধুমাত্র গাজীপুর ৩ আসনের দৃশ্যপট ভিন্ন! কারণ - এখানে অলরেডি দুইবার রাস্তায় দাড়িয়ে বিচার চাইতে হয়েছে তাঁদের।

দুঃখজনক হলো- দুটো ঘটনাই ভূমি জবরদখল সংক্রান্ত, এবং দুটো ঘটনায় স্থানীয় এমপির নির্লিপ্ততা রয়েছে । যে কারণে, ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার ন্যায়বিচার বঞ্চিত হচ্ছে!!

মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায়, অথচ মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারকে ন্যায়বিচার চাইতে রাস্তায় দাড়াতে হয়, এটা অত্যন্ত বিব্রতকর এবং লজ্জাজনক দৃশ্য!

এ বিষয়ে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি! বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করে সময়ের অসঙ্গতি দূর করুন স্যার!

21/10/2022

রাজনীতি জমে উঠেছে। রাজনীতি জমলে আমার ভালো লাগে।

একটা চেক এন্ড ব্যালেন্স ব্যালেন্স অবস্থার সৃষ্টি হয়। সবাই চিন্তায় থাকে কিভাবে নিজেদের পক্ষে জনগণ বেশি রাখা যায়। এটি ভালো। তখন মানুষের দাম বাড়ে।

শুধু একটি অনুরোধ, আর পেট্রোল বোমা নিয়ে বের হইয়েন না।

আপনারা যখন নাইটকোচে নিরীহ মানুষদের উপর পেট্রোলবোমা মেরে সমানে পুড়িয়ে দিতেন, তখন দেশটাকে হাবিয়া দোজখ মনে হতো। এবার অন্তত সেসব করবেন না প্লিজ।

Address

Gazipur
Sreepur
1740

Telephone

+8801992215603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Anwar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Anwar:

Share