Sonargaon সোনারগাঁও

Sonargaon  সোনারগাঁও Sonargaon is a historic city in Bangladesh, located near Dhaka. The Goaldi Mosque is a 14th-century mosque that is considered one of the oldest in Bangladesh.

Sonargaon is a historic city in Bangladesh, located in the Narayanganj district, near the capital city of Dhaka. It was once the capital of the Bengal Sultanate and was an important center of trade and commerce during the Mughal period. Sonargaon is known for its rich cultural heritage and history, and is a popular tourist destination for both domestic and international visitors. The city is home

to several monuments and museums, including the Goaldi Mosque, the Panam Nagar, and the Sonargaon Folk Art and Craft Museum. It is made of brick and features intricate carvings and calligraphy, and is considered a testament to the Mughal architectural style. The Panam Nagar is a unique settlement in Sonargaon that consists of a group of well-preserved old houses, which were once the homes of wealthy merchants. The houses are built in the traditional Bengali style, with intricate carvings and beautiful gardens. The Sonargaon Folk Art and Craft Museum is a must-visit for those interested in traditional crafts and art. The museum features a collection of handcrafted items, including textiles, pottery, and metalwork, that showcase the artistic and cultural heritage of Bangladesh. In addition to its cultural attractions, Sonargaon is also known for its scenic beauty and lush greenery. Visitors can take a leisurely stroll along the banks of the Meghna River, which flows through the city, or visit the nearby Sonargaon Botanical Garden to enjoy its beautiful gardens and nature trails. Overall, Sonargaon is a city with a rich history and culture, and is a must-visit for anyone traveling to Bangladesh. Whether you are interested in history, culture, or just a relaxing getaway, Sonargaon has something to offer for everyone.

21/06/2024

21/06/2024

রাসেল ভাইপার সাপ দেখা মাত্রই হটলাইন নাম্বারে কল করুন
+8801999000095
+8801713076683
+8801916095643
+8801747036237
+8801611786536

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামে "রাসেল ভাইপার" বিষদর সাপ পাওয়ায়  আতংকিত সাধারন মানুষ। রাতে রাস্তা চলা...
21/06/2024

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চৌধুরীগাঁও গ্রামে "রাসেল ভাইপার" বিষদর সাপ পাওয়ায় আতংকিত সাধারন মানুষ।
রাতে রাস্তা চলাচলে সাবধান হোন। বাচ্চাদের নদীতে গোসল করা থেকে বিরত রাখুন।

©Meemraj Hossain Rahul

পোস্ট শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন।

একটি হারানো বিজ্ঞপ্তি সোনারগাঁও Konka ফেক্টরির পাশে এই মেয়েটিকে দুপুর ১২.৩০ মিনিটে পাওয়া গেছে। মেয়ে তার পরিচয় সঠিক বলতে ...
15/06/2024

একটি হারানো বিজ্ঞপ্তি

সোনারগাঁও Konka ফেক্টরির পাশে এই মেয়েটিকে দুপুর ১২.৩০ মিনিটে পাওয়া গেছে। মেয়ে তার পরিচয় সঠিক বলতে পারছে না। নিজের নাম ও বাবা, মায়ের নাম বলতে পাড়ে।

নাম: মাছুমা
বয়স: ৪ আনুমানিক
মাতা: খালেদা
পিতা: সাবু

যদি কেউ চিনতে পারেন,দয়া করে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

স্থান: বাড়িমজলিশ
নাম: মো: দিপু
মোবাইল : 01897-286050

15/05/2024
১৮৭০ সালে ঢাকা টু নারায়ণগঞ্জ লোহারপুল ব্রিজ।
28/04/2024

১৮৭০ সালে ঢাকা টু নারায়ণগঞ্জ লোহারপুল ব্রিজ।

এই হলো বর্তমান অবস্থা 😅“ এক রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহা...
25/04/2024

এই হলো বর্তমান অবস্থা 😅
“ এক রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-

: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ?

সে বল্লো -
: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন ।

রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-

: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে !

রাজা রেগে বল্লেন -
: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি ।

রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-

: মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।

রাজা বল্লো -
: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি !

জেলে উত্তর দিল ,
: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে !

তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলােতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”

Collected

ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কুটি, ১৮৭২এই ছবিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কুটির একটি ছবি। এই কুটিটি সোনারগাঁও এর পানামে অবস্থিত...
17/04/2024

ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কুটি, ১৮৭২
এই ছবিটি ইস্ট ইন্ডিয়া কোম্পানীর কুটির একটি ছবি। এই কুটিটি সোনারগাঁও এর পানামে অবস্থিত। ছবিটি ১৮৭২ সালে তোলা হয়েছে। এর চিত্রগ্রাহক W. Brennand ছবিটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়র কাছে সংরক্ষিত রয়েছ্ । সোনারগাঁও একসময় মসলিনের জন্য বিখ্যাত ছিল, এই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানী এখানে একটি কুটি স্থাপন করেন। জেমস্ ওয়াইজের বর্ণনায়ও এই কুটির কথা উল্লেখ রয়েছে।

১৮৭০-৮০ সালের সোনারগাঁও ছবি ব্রিটিশ লাইব্রেরী
02/04/2024

১৮৭০-৮০ সালের সোনারগাঁও
ছবি ব্রিটিশ লাইব্রেরী

22/03/2024

আসসালামু আলাইকুম।

সোনারগাঁও উপকেন্দ্রের অভ্যন্তরে জরুরি ইলেকট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং স্টেশন নির্মান ও উপকেন্দ্রর অভ্যন্তরে জরুরি আপগ্রেডেশন কাজের উদ্দেশ্যে বিদ্যমান ৩৩কেভি ও ১১কেভি সকল সার্কিট রুট চেঞ্জ/নতুন লাইন নির্মান / বিদ্যমান লাইন রিমুভ কাজের জন্যে

*আগামী ২৩মার্চ শনিবার সকাল ৯:০০ঘটিকা হতে বিকাল ৪:০০ঘটিকা পর্যন্ত* সোনারগাঁও ৩৩কেভি এবং উপকেন্দ্রের সকল ১১কেভি ফিডার সাটডাউন গ্রহন করা হবে।

বর্নিত সময়ে সোনারগাঁও পৌরসভা(থানা, স্বাস্থ্য কমপ্লেক্স , উপজেলা কমপ্লেক্স ব্যতীত) আমিনপুর,পানাম, ইছাপাড়া, সম্মান্দি, দড়িকান্দি, সোনাখালি, বাংলাবাজার, অলীপুরা বাজার, ফতেপুর, আমিনপুর, গোয়ালদী, টিপরদী, মোগড়াপাড়া বাসস্ট্যান্ড(পূর্বাংশ), কোম্পানিগঞ্জ, বাড়িমজলিস, হাবিবপুর, ভবনাথপুর, রতনপুর, ভাটিবন্দর, বৈদেরবাজার, সাতভাইপাড়া, বিদুৎ সরবরাহ বন্ধ থাকবে বিধায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দু:খিত।

সদয় অবগতি ও সার্বিক সহযোগিতা কামনায়

সোনারগাঁও জোনাল অফিস
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -১

রিজিকের মালিক আল্লাহ।সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বর্তমান বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজ...
22/03/2024

রিজিকের মালিক আল্লাহ।
সুন্দরবনের বাঘ একদিনে আনুমানিক ৬০ কেজি হরিণের মাংস খায়,যার বর্তমান বাজার দর আনুমানিক একলক্ষ বিশ হাজার টাকা,যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর ৫০/৬০ হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নাই,
কোনো চিন্তাও নাই।
কিন্তু আমরা মানুষ ভাত খায় ২৫০ গ্রাম (আনুমানিক)!
তার জন্য মানুষ চুরি করে,সুদ খায়,ঘুষ খায়,অন্যের হক নষ্ট করে। আরো কত কী...!!
​মানুষের একাউন্টে অনেক টাকা, মানুষের শরীরে অনেক রোগ,সন্তানেরা কথা শুনে না , মানুষের অনেক দুশ্চিন্তা।
আর বাঘ শুধু চিন্তা করে আজকে কি খাবো!
অন্যদিকে মানুষ চিন্তা করে আগামী ২০ বছর
কি খাবো….
আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

27/11/2023

গোটা একটা জেনারেশন বড় হচ্ছে দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে!!

05/11/2023
পানাম নগর রোড, সোনারগাঁও (১৮৭০) খ্রিস্টাব্দ। সোনারগাঁও একসময় পূর্ব বাংলার রাজধানী ছিল কিন্তু ১৬০৮ সালের দিকে ইসলাম খান ...
31/10/2023

পানাম নগর রোড, সোনারগাঁও (১৮৭০) খ্রিস্টাব্দ।
সোনারগাঁও একসময় পূর্ব বাংলার রাজধানী ছিল কিন্তু ১৬০৮ সালের দিকে ইসলাম খান গভর্নর সমগ্র প্রদেশের রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।

আজকে বিকাল ০৩ টার সময় চিটাগংরোডে একজন বৃদ্ধ  ভিক্ষুক মহিলা ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা যায়। 😴ইন্নালিল্লাহি ওয়া ইন্না ...
30/08/2023

আজকে বিকাল ০৩ টার সময় চিটাগংরোডে একজন বৃদ্ধ ভিক্ষুক মহিলা ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা যায়। 😴
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
তাহার পরিচয় পাওয়া যায় নি। 😪

যদি কেউ চিনে থাকেন দয়া করে সিদ্ধিরগঞ্জ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

📍পোস্টটি বেশি বেশি শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রইলো।

Our Panam City
28/07/2023

Our Panam City

অবস্থা দেখসেন?ভিভিআইপি কবর!বেহেশতের আলাদা এরিয়া.…  কালেক্টেড ফটো 🙂
18/06/2023

অবস্থা দেখসেন?
ভিভিআইপি কবর!
বেহেশতের আলাদা এরিয়া.…
কালেক্টেড ফটো 🙂

প্রখ্যাত  #জ্যোতি_বসুর_পৈতৃক_ভিটা 🖤জ্যোতি বসুর পৈতৃক ভিটা টি  বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয...
30/05/2023

প্রখ্যাত #জ্যোতি_বসুর_পৈতৃক_ভিটা 🖤

জ্যোতি বসুর পৈতৃক ভিটা টি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের বারদী গ্রামের চৌধুরী পাড়ায় অবস্থিত।
তাঁর জন্ম ৮ জুলাই ১৯১৪ খ্রিষ্টাব্দে।

#জ্যোতি বসু ছিলেন একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ। তিনি CPI (M) দলের সদস্য ছিলেন। ১৯৭৭- ২০০০ সাল পর্যন্ত একটানা তেইশ বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। জ্যোতি বসু পরিবারের আদিনিবাস ছিল বর্তমান এই বারদী গ্রামে।

#জ্যোতি_বসুর জন্ম পশ্চিমবঙ্গে হলেও, বারদীর চৌধুরী পাড়ায় কেটেছে তার শৈশবের কিছু সময়।
জ্যোতি বসুদের এই বাড়িটি মূলত তার মায়ের বাবার বাড়ি ছিল। জ্যোতি বসুর নানা শরৎ চন্দ্র দাস ও নানী খিরদা সুন্দরীর একমাত্র সন্তান ছিলেন জ্যোতি বসুর মা হেমলতা বসু। বাবা-মার সূত্রে এই বাড়ির মালিক হন হেমলতা বসু। ডাক্তার নিশিকান্ত বসুর সঙ্গে হেমলতা বসুর বিয়ে হয়। বিয়ের সূত্রে স্ত্রীর সুবাদে এই বাড়ির মালিক হন জ্যোতি বসুর বাবা ডাক্তার নিশিকান্ত বসু।

দুই একর চার শতাংশ জমির এক কোনে ছোটো ও সুন্দর এই দ্বিতল ভবন নির্মাণ করানো হয় ১৯২২ সালে। ভবনের এক পাশে একটি লেখা থেকে জানা যায় জ্যোতি বসুর বাবা মা এই বাড়িটি ১৩২৯ বাংলা সালের তের অগ্রহায়ণ পাঁচু ওস্তাগারকে দিয়ে তৈরি করিয়েছিলেন। ভবনের নিচ তলায় রয়েছে দুটি শোবার ঘর, একটি বৈঠকখানা ও দ্বিতীয় তলায় রয়েছে দুটি শোবার ঘর এবং প্রবেশ পথের উপরে একটি বারান্দা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন জ্যোতি বসু ১৯৮৭ সালে ও ১৯৯৭ সালে তার পরিবার নিয়ে বারদীতে তার পৈতৃক ভিটা টি দেখতে এসেছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশ সফরের সময় জ্যোতি বসু তার এই পৈতৃক ভিটা টি পাঠাগারে রূপান্তরিত করার ইচ্ছা ব্যক্ত করেছিলেন । ৯৫ বছর বয়সে নিউমোনিয়া য় আক্রান্ত হয়ে ২০১০ সালে অসুস্থতায় তিনি মারা যান। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানে ভবনটির পাশেই একটি পাঠাগার ও সুবিশাল সেমিনার হল তৈরি করা হয়েছে। কালচারাল মিনিস্ট্রি পুরাকীর্তি বিভাগের তত্ত্বাবধানে বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করা হয়।

শৈশবে জ্যোতি বসু তার পৈতৃক ভিটাতে থাকাকালীন তার দেখাশোনা করতেন আয়াতুন নেছা নামে এক মহিলা। পরবর্তী সময়ে বাড়িটির দেখাশোনার দায়িত্ব পান আয়াতুন নেছা ও তার ছেলে হাবিবুল্লা। বর্তমানে বাড়িটি দেখাশোনা করছেন আয়াতুন নেছার নাতি ইউসুফ আলী ও ফকির মাহামুদ। বাড়ির পিছনের দিকের দরজা তারা ব্যবহার করেন এখন।

15/05/2023

Sonargaon সোনারগাঁও

সামনে সিএনজি না দেখলে বিশ্বাসই করতাম না এইটা বাংলাদেশ।
30/04/2023

সামনে সিএনজি না দেখলে বিশ্বাসই করতাম না এইটা বাংলাদেশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বয়স্ক  লোকটির পরিবারের সন্ধান চাই।নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এই বয়স্ক লোকটির না...
19/04/2023

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বয়স্ক লোকটির পরিবারের সন্ধান চাই।

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এই বয়স্ক লোকটির নাম হাজি আইয়ুব আলী (৮০)।
গত রোববার ঢাকা পল্টন বাইতুল মোকারম মসজিদের সামনে অসুস্থ হয়ে পড়লে পল্টন থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করছে। চিকিৎসার পর আজ মঙ্গলবার লোকটির জ্ঞান ফিরেছে। লোকটি শুধু সোনারগাঁ মোগরাপাড়া বড়ো মাদ্রাসার সাথে তার বাড়ি.। তার ছেলেদের নাম সাইফুল, আলামিন, হৃদয়, এছাড়া সে আর কিছু বলতে পারে না। কেউ যদি এই লোকটিকে চিনে থাকেন তাহলে ঢাকা পল্টন থানা এস আই শরীফ মোবাইল ০১৭৮৪৭৭৪৬২৪।
সোনারগাঁ থানা এস আই মোস্তাফিজ মোবাইল- ০১৮৪২৭৮৮৭৪৪ >যোগাযোগ করুন।

08/04/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

02/08/2022

একবার সোনারগাঁওয়ে এর বাতাসে অভ্যাস হয়ে গেলে, আপনার মন আর কোথাও টিকবে না!🖤

04/07/2022

মেঘনা ইকোনোমিক জোন, টিপরদীতে (চৈতি) সকাল ৭:৩০ এ অগ্নিকাণ্ড। হতাহত হয়নি। এখন সম্পূর্ণ আগুন নেভানো হয়েছে।

নাম: হযরত আলী থানা সোনারগাঁও গ্রাম ধলদী পোষ্ট নাম: হযরত আলীথানা সোনারগাঁওগ্রাম ধলদীপোষ্ট বারদী বাজারজেলা নারায়ণগঞ্জ।লোক...
05/06/2022

নাম: হযরত আলী
থানা সোনারগাঁও
গ্রাম ধলদী
পোষ্ট নাম: হযরত আলী
থানা সোনারগাঁও
গ্রাম ধলদী
পোষ্ট বারদী বাজার
জেলা নারায়ণগঞ্জ।
লোকটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ৪ তালায় ২৬ নাম্বার গেট এর সামনে চিকিৎসা অবস্থায় আছেন। লোকটির পরিবারের কেউ এখনো বিষয়টি জানেও না বলেছেন লোকটি নিজে। পরিবারের কারোর নাম্বারও মুখস্ত নাই উনার। মানুষটির অবস্থা ভীষণ খারাপ। বিষয়টি শেয়ার করে তার পরিবার-পরিজনকে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করুন
জেলা নারায়ণগঞ্জ।
লোকটি চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল ৪ তালায় ২৬ নাম্বার গেট এর সামনে চিকিৎসা অবস্থায় আছেন। লোকটির পরিবারের কেউ এখনো বিষয়টি জানেও না বলেছেন লোকটি নিজে। পরিবারের কারোর নাম্বারও মুখস্ত নাই উনার। মানুষটির অবস্থা ভীষণ খারাপ। বিষয়টি শেয়ার করে তার পরিবার-পরিজনকে খুঁজে পাওয়ার জন্য সহযোগিতা করুন

Address

Narayanganj
Sonargaon
1400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonargaon সোনারগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies