Ismail Hossain

Ismail Hossain আল্লাহ ব্যতীত কারও ইবাদত কোরোনা অত:পর
(2)

13638/%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

16/12/2023

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: বেলকুচি ধুকুরিয়া বেড়া ইউনিয়নে ক্রিয়েটিভ স্কুলে পঞ্চম শ্রেনির শিক্ষার্থ....

11/12/2023

সিরাজগঞ্জ ডিসি অফিস

29/10/2023
27/10/2023

সহকর্মীদের নিয়ে যমুনায় বিচরণ!
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ।।

24/09/2023

আমার বিদ্যালয়
সৈয়দুল ইসলাম
তারিখ: ২৪/০৯/২০২৩

গ্রাম থেকে ঐ একটু দূরে
আমার বিদ্যালয়,
আঁকাবাঁকা মেঠো পথে
যেতে লাগে ভয়।

পড়ালেখায় মন বসেনা
ভয়ের সাথে বাস,
নিজের পায়ে কুড়াল মেরে
ডাকছি সর্বনাশ।

কালু মালু পাড়ার ছেলে
পড়ালেখায় ভালো,
আমি বোকার জীবন থেকে
নিভে যাচ্ছে আলো।

আমি আজই পণ করিলাম
বিদ্যালয়ে যাবো
বই কলম হাতে তুলে
জীবন সাজাবো।

15/09/2023

#বিনোদন #ঘুরাফেরা #বাদল_হোসাইন

31/12/2022

স্বয়ং কবির উপহার পেলেন সাংবাদিক ইসমাইল হোসেন ও মিন্টু মিয়া

28/12/2022

পুলিশ সদস্যরা মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদে বিনা মাশুলে লেনদেন করতে পারবেন। সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘোষণা দেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। নগদ কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব সব পুলিশ সদস্যের জন্য এ সেবা চালু করা হবে।

28/12/2022

There has been another incident of document theft from Sirajganj court. This time, several documents of civil cases were stolen from the upper chamber of the Assistant Judge's Court (Kamarkhand). However, the number of stolen documents is not yet known.

আপনার আমার সকলের জেনে রাখা ভালো!চিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পার...
21/12/2022

আপনার আমার সকলের জেনে রাখা ভালো!

চিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।

চিত্র-২। যদি দাগ এক টানা হয়ে থাকে, তাহলে বুঝবেন, ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।

চিত্র-৩। যদি দাগ ডাবল দেওয়া থাকে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।

19/12/2022

মেসি জিতলে জিতে যায় বাংলাদেশ!
Good morning Argentina!

We are fan of Messi!You are the best!
18/12/2022

We are fan of Messi!
You are the best!

18/12/2022

নাজমুল হুদার নতুন রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপি নিবন্ধন পাচ্ছে!

10/12/2022

মেসির দাবি, রেফারি আর্জেন্টিনার বিপক্ষে ছিল সে একটা অপদার্থ
এমিলিয়ানো মার্তিনেজ, লিওনেল মেসি ও ভাউট বেগহোর্স্টের পাশাপাশি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে আলোচনায় ছিলেন আরও একজন—স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। পুরো ম্যাচে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে অসন্তুষ্ট দুই দলই। বিশেষ করে আর্জেন্টিনা।
আন্তনিও পুরো ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। ডাচ ও আর্জেন্টাইন ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে। এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও।
বিশ্বকাপের ফুটবল ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ম্যাচ হিসেবে ধরা হয় ‘ব্যাটল অব সান্তিয়াগো’কে। ১৯৬২ বিশ্বকাপের সে ম্যাচে এতটাই সহিংসতা ছিল যে, সেই ম্যাচের রেফারি কেন অ্যাস্টন বলেছিলেন, ‘আমি কোনো ফুটবল ম্যাচ পরিচালনা করছিলাম না, আমি যেন মিলিটারি অপারেশনে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলাম।
বিবিসির ডেভিড কোলম্যান সেই ম্যাচটিকে আখ্যা দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে অর্থহীন, আতঙ্কজনক, ন্যক্কারজনক এবং মর্যাদাহানিকর প্রদর্শনী হিসেবে। সেই ‘ব্যাটল অব সান্তিয়াগোতে’ও রেফারি ১৮টি হলুদ কার্ড দেখাননি। তাই স্বাভাবিকভাবে এই স্প্যানিশ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
টাইব্রেকারের নায়ক মার্তিনেজ, সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা
টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন গোলরক্ষক দিবু মার্তিনেজ
হলুদ কার্ড দেখেছেন মেসিও।
ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসিও তাই চুপ থাকেননি। ধুয়ে দিয়েছেন এই স্প্যানিশ রেফারিকে, ‘রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’
মেসির জন্য মরতে গিয়ে তিনি আর্জেন্টিনাকে ‘জীবন’ দিলেন
নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে অতিমানব হয়ে উঠেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ
টাইব্রেকারে পেনাল্টি সেভ করে নায়ক বনে যাওয়া মার্তিনেজও মেসির সুরেই সুর মিলিয়েছেন। তিনি আশা করছেন, সামনের ম্যাচগুলোতে এমন কোনো রেফারিকে দেখা যাবে না, ‘রেফারি ডি বক্সের সামনে কয়েকবার ফ্রি কিক দিয়েছেন। সে চেয়েছিল যেন নেদারল্যান্ডস গোল করে। আশা করছি, এ ধরনের রেফারি সামনে আর পাব না। সে একটা অপদার্থ।’
এ নিয়ে ফিফার কোনো মন্তব্য এখনো পাওয়ার যায়নি।

প্রিয় ব্রাজিলবাসী!ঈদ মোবারকআপনাদের কস্ট বুঝি তাই আসুন আমরা সবাই মিলে আর্জেন্টিনার ঈদ উৎসব পালনকরি।
10/12/2022

প্রিয় ব্রাজিলবাসী!
ঈদ মোবারক
আপনাদের কস্ট বুঝি তাই আসুন আমরা সবাই মিলে আর্জেন্টিনার ঈদ উৎসব পালনকরি।

09/12/2022

নয়াপল্টন মসজিদে নামাজ পড়তে পুলিশের বাধা

গনতন্ত্রের সংজ্ঞা পাঠ্যপুস্তকে রাস্ট্র পরিচালনার ক্ষেত্রে নয়!
08/12/2022

গনতন্ত্রের সংজ্ঞা পাঠ্যপুস্তকে
রাস্ট্র পরিচালনার ক্ষেত্রে নয়!

07/12/2022

আগামী ১০ ডিসেম্বর কোনভাবেই নয়াপল্টনে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার বিকালে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।আজ সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। মা...
05/12/2022

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫৩ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।

30/11/2022

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির নেত্রী খালেদা জিয়া সমাবেশে যোগ দিলে আদালত ব্যবস্থা নেবে। বিএনপি সমাবেশের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করলে ভুল করবে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার দুপুরে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২ শীর্ষক বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি দুটি জায়গার কথা বলেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউ। তাদের দাবির প্রতি লক্ষ্য রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। যদি সমাবেশে বেগম খালেদা জিয়া যোগদান করেন, তাহলে তার জামিন বাতিল হবে কি না- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আদালত ব্যবস্থা নেবেন।

ধরুন, আজ আর্জেন্টিনা ড্র করল পোল্যান্ডের সঙ্গে, মেক্সিকো হারিয়ে দিল সৌদি আরবকে। তখন চার দলের মধ্যে সবচেয়ে বেশি ৫ পয়েন্ট ...
30/11/2022

ধরুন, আজ আর্জেন্টিনা ড্র করল পোল্যান্ডের সঙ্গে, মেক্সিকো হারিয়ে দিল সৌদি আরবকে। তখন চার দলের মধ্যে সবচেয়ে বেশি ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় উঠবে পোল্যান্ড, সবচেয়ে কম ৩ পয়েন্ট নিয়ে বাদ পড়বে সৌদি। কিন্তু ৪ পয়েন্ট নিয়ে মাঝামাঝি দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনা, মেক্সিকোর মধ্যে কে উঠবে পরের রাউন্ডে?

‘ই’ গ্রুপের কথাই ধরুন। জাপান স্পেনকে আর জার্মানি কোস্টারিকাকে হারালে স্পেন ও জার্মানির পয়েন্ট হয়ে যাবে সমান ৪। গ্রুপ পয়েন্ট তালিকায় মাঝামাঝি থাকা সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে শেষ ষোলোতে জায়গা করবে আসলে কে?

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয় শেষ ষোলো থেকে। একটিই ম্যাচ। একটি দলকে জিততেই হয়, আরেকটিকে হারতে হয়। সে ক্ষেত্রে পূর্ণ সময়ের খেলা সমতা থাকলে ফল নির্ধারণের শেষ মাধ্যম হিসেবে টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। কিন্তু গ্রুপ পর্বে এ ধরনের কোনো নিয়ম নেই। ম্যাচ মানে নব্বই মিনিটের খেলা। বাড়তি আধা ঘণ্টাও নয়, টাইব্রেকার তো নয়ই।

এ ধরনের ক্ষেত্রে গ্রুপের একাধিক দলের পয়েন্ট সমান হলে কার অবস্থান কত নম্বরে কীভাবে নির্ধারণ করা হয়, সেটিই জেনে নেওয়া যাক এবার।

১. গোল ব্যবধান
পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হয় দলগুলোর গোল ব্যবধান। গোল ব্যবধান বলতে বোঝায় নিজেদের গোল এবং নিজেদের বিপক্ষে গোলের ব্যবধান। ৩টি গোলের বিপরীতে ২টি হজম করলে গোল ব্যবধান ১, ৩টির বিপরীতে ৪টি হজম করলে গোল ব্যবধান ১। গোল ব্যবধান যার বেশি, সে এগিয়ে থাকে।

২. গোলসংখ্যাগোল ব্যবধান একই থাকলে বিবেচনায় নেওয়া হয় গোলসংখ্যা। গ্রুপ পর্বের সব কটি ম্যাচ মিলে কোন দল কত বেশি গোল করেছে।

৩. মুখোমুখি লড়াই
মোট পয়েন্ট সমান, গোল ব্যবধান সমান, মোট গোলের সংখ্যাও সমান—পরিস্থিতি এ পর্যায়ে এলে দেখা হয় মুখোমুখি লড়াই। দুই দলের মুখোমুখি লড়াইয়ে কারা জিতেছিল? জেতা দল এগিয়ে থাকবে। কিন্তু একে অপরের বিপক্ষে খেলা ম্যাচটিও যদি ড্র হয়?

৪. নিজেদের ম্যাচে গোল ব্যবধান
এটি মূলত একই গ্রুপের তিনটি দল একই অবস্থানে থাকার ক্ষেত্রে ঘটে। আগের ধাপগুলোতেও যখন তিনটি দলকে আলাদা করা যায় না, তখন দলগুলোর নিজেদের ম্যাচগুলোর গোল ব্যবধান বিবেচনা করা হয়।

৫. নিজেদের গোলসংখ্যা
এটিও তিনটি দলের ক্ষেত্রে প্রযোজ্য। নিজেদের ম্যাচগুলোয় কে গোলে এগিয়ে সেটি দেখা হবে।

৬. ফেয়ার প্লে
আগের সব কটি ধাপে সমান থাকলে দেখা হবে ফেয়ার প্লের হিসাব। গ্রুপ পর্বের সব কটি ম্যাচ মিলিয়ে কোন দলের ডিমেরিট পয়েন্ট কম, সেটিই এ ক্ষেত্রে বিবেচ্য।

ডিমেরিট পয়েন্টের হিসাবটা এ রকম:
হলুদ কার্ড ‍= ১ পয়েন্ট
দুই হলুদ কার্ডের লাল কার্ড = ৩ পয়েন্ট
সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট
একটি হলুদ কার্ডের পর একটি সরাসরি লাল কার্ড = ৫ ডিমেরিট পয়েন্ট

৭. লটারি
সর্বশেষ ধাপ হচ্ছে লটারি। আগের ছয় ধাপেও আলাদা না হওয়া দলগুলোকে নাম লিখে ড্র করা হবে।

26/11/2022

শক্তিশালী দল মেক্সিকোকে ০২ গোলে হারালো প্রিয় দল আর্জেন্টিনা
শুভ কামনা রইল

24/11/2022

আজকের দিনে ব্রাজিলের দুঃখ হোক তা চাই না!
আগামী দিনে ব্রাজিল- আর্জেন্টিনার মুখোমুখি হতে চাই!

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা, সপ্তমবারের মত এসে বিশ্বকাপে সৌদির সঙ্গে পরাজয়! তবে সৌদি ভালো খেলেই...
22/11/2022

বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা, সপ্তমবারের মত এসে বিশ্বকাপে সৌদির সঙ্গে পরাজয়! তবে সৌদি ভালো খেলেই জয়লাভ করেছে কোন আপসোস নেই! উভয় দলের জন্যই শুভ কামনা রইল ।। ধীরে ধীরে সকল বিনোদনের যায়গায় ইসলামী সংস্কৃতি প্রবেশ করছে অ্যালকোহল সাপোর্টাররা ছিটকে পড়বে এটাই স্বাভাবিক! ইসলামের সৌন্দর্য শুধু দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে আর সীমাবদ্ধ নেই এখন সকল যায়গায় ইসলামী সংস্কৃতি প্রদর্শিত হবে। আপনারা দেখেছেন হাজী গাজী পরিবার পরিজন নিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করেছেন। মানুষ আর গান গায় না গুনগুন করে কোরআন তিলায়াত করে এটাই প্রগতিশীল এটাই আধুনিকতা! বামপন্থীদের মুক্ত চিন্তা রসাতলে গেল তারা দুশ্চিন্তায় পড়েছে ফিফার মত একটা উদ্বোধনী অনুষ্ঠান কিভাবে ইসলামী সংস্কৃতির মাধ্যমে প্রদর্শিত হয় বিশ্ব অবাক হয়েছে। আবারও প্রমাণ করল সৌদি জয় লাভের মাধ্যমে তারা শুধু ধর্ম চর্চা করে না খেলাধুলা বিনোদনেও ফাস্ট! অপেক্ষায় থাকুন বিশ্বজগত এভাবেই ধীরে ধীরে দখলে নেবে ইসলামী ধর্মীয় রাষ্ট্রগুলো সেদিন আর বেশি দুরে নয় যেহেতু তাদের ভাষা শিখে ফেলেছে মোটিভেশনাল বক্তব্য দেওয়া শুরু করেছে দলে দলে ইসলামের কাতারে শামিল হচ্ছে সময়ের ব্যবধানে সবকিছু অটো ইন্সটল হয়ে যাবে, দ্বারে দ্বারে আর তাবলীগ জামাতের মত ইসলামের দাওয়াত দেওয়ার প্রয়োজন হবে না!

অ্যালকোহল সাপোর্টাররা বুঝলে কিছু?

17/11/2022

ডলারের ওপর চাপ কমাতে সরকার সৌদি আরব থেকে বাকিতে জ্বালানি তেল আমদানি করতে চায়। এর অংশ হিসাবে ঢাকা সফররত সৌদি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাকিতে তেল কেনার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বাকিতে জ্বালানি তেল আমদানি করতে পারলে এ মুহূর্তে ডলারের ওপর চাপ কমবে প্রায় ৪শ থেকে ৫শ কোটি ডলারের সমপরিমাণ অর্থগত সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জ্বালানি সংকটের সম্ভাব্য সমাধান এবং এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকে সৌদি রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। দেশটির বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম বড় কোম্পানি একোয়া পাওয়ার ১.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করতে চাচ্ছে সরকার। বৈশ্বিক এই সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে চায়। ডেফার্ড পেমেন্টেও (বিলম্বে পরিশোধ) আমরা জ্বালানি তেল ক্রয় করতে আগ্রহী।

জ্বালানি তেলের বড় অংশই আসে সৌদি আরব থেকে। বিশেষজ্ঞরা বলেছেন, বাকিতে জ্বালানি তেল আমদানি করতে পারলে একদিকে ডলারের ওপর বর্তমান চাপ কমে যাবে অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ কমবে। এতে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও মূল্যস্ফীতিতে বিদ্যমান চাপও কিছুটা হ্রাস পাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, বর্তমানে এনার্জি সেক্টরে দেশে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ আমদানি করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় জ্বালানি তেল। মোট আমদানি ব্যয়ের প্রায় ২৫ শতাংশ বৈদেশিক মুদ্রা খরচ হয় জ্বালানি খাতে। এর মধ্যে তেল আমদানিতে ১৫ শতাংশ। বাকি ১০ শতাংশ গ্যাস ও বিদ্যুৎ আমদানিতে।

গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম হু হু করে বাড়ছে। দাম বাড়ায় এ খাতে ব্যয়ও বাড়ছে। এই অবস্থায় ডলারের ওপর চাপ কমাতে সরকার বাকিতে তেল আমদানি করতে চাচ্ছে। বাকিতে তেল আমদানি করতে পারলে রিজার্ভের ওপর চাপ অনেকাংশে কমে যাবে। অর্থাৎ জ্বালানি তেল আমদানি বাবদ প্রায় ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এর পরিমাণ বছরে প্রায় ৯০০ কোটি ডলার। জ্বালানি তেলের সাশ্রয় ও দাম কমার কারণে আমদানি ব্যয় কিছুটা কমেছে। তেল, গ্যাস ও বিদ্যুতের আমদানি কমিয়ে ডলার সাশ্রয় করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তারা বলেছেন, এতে দেশের শিল্প বসে যাচ্ছে। তারা বাড়তি দামে হলেও জ্বালানি আমদানির পক্ষে। এ ক্ষেত্রে তারাও বাড়তি দামে জ্বালানি কিনতে সম্মত।

সূত্র জানায়, জ্বালানি তেল আমদানি করতে প্রতি সপ্তাহে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে এলসি খুলতে হয়। এ খাতে প্রতি সপ্তাহে প্রায় ২০ কোটি থেকে ৩০ কোটি ডলারের প্রয়োজন হয়। মাসে প্রয়োজন হয় গড়ে ৭০ থেকে ৮০ কোটি ডলারের। তিন মাসের তেল আমদানি পাইপলাইনে রেখে এলসি খুলতে হয়। তিন মাসে প্রয়োজন হয় ২৫০ কোটি ডলারের। ছয় মাসের তেল রিজার্ভে রাখতে হয়। এ হিসাবে প্রায় ৫০০ কোটি ডলারের প্রয়োজন হয়। ছয় মাসের বাকিতে তেল আমদানি করতে পারলে ৫০০ কোটি ডলারের ওপর ছাপ কমবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী বাকিতে তেল আমদানির সুযোগ রয়েছে। কমোডিটি ক্রেডিট বা সাপ্লাইয়ার্স ক্রেডিটের মাধ্যমে তেল আমদানি করা যায়। এ ক্ষেত্রে ঋণ নিতে হয় ও সুদের হার বেশি। আর সৌদি আরব থেকে বাকিতে তেল আমদানি করলে ওই কোম্পানিকেই পরে দেনা পরিশোধ করা যাবে। এ ক্ষেত্রে বাড়তি সুদের প্রয়োজন হয় না। একই সঙ্গে এলসি খুলতে আগাম ডলারেরও প্রয়োজন হয় না। বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলারের অনিষ্পন্ন এলসি রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে জুলাই সেপ্টেম্বরে এলসি খোলা হয়েছিল ২৬৩ কোটি ৬৪ লাখ ডলারের। আমদানি করা হয়েছে ২৯৭ কোটি ১৫ লাখ ডলারের। গত অর্থবছরের একই সময়ে এলসি খোলা হয়েছিল ১৭৪ কোটি ৪৩ লাখ ডলারের। আমদানি করা হয়েছিল ১৪০ কোটি ৪৯ লাখ ডলারের। আলোচ্য সময়ে এলসি খোলা বেড়েছে ৫১ শতাংশ। আমদানি বেড়েছে ১১২ শতাংশ। গত অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় আমদানি বেড়েছিল ১১৬.১৮ শতাংশ। মোট আমদানি ব্যয়ের তুলনায় প্রায় ১৫ শতাংশই জ্বালানি তেল। গ্যাস ও বিদ্যুৎসহ জ্বালানি খাতে মোট আমদানির ২৫ শতাংশ ব্যয় হয়। গত অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে খোলা এলসির মধ্যে ৩ কোটি ৪০ লাখ ডলারের এলসি অনিষ্পন্ন ছিল।

গত অর্থবছরের এলসি খোলা হয়েছিল ৯৩৭ কোটি ডলারের। আমদানি হয়েছিল ৯২৭ কোটি ডলারের। অনিষ্পন্ন ছিল ১০ কোটি ডলারের এলসি। ২০২০-২১ অর্থবছরে ৪২৯ কোটি ডলারের এরসি খোলা হয়েছিল। নিষ্পত্তি হয়েছিল ৪৪১ কোটি ডলারের। অনিষ্পন্ন ছিল ১২ কোটি ডলারের এলসি।

স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান-সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ও বিশ্বজয়ী হাফেজ আবু ...
15/11/2022

স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান-সোনাতলা ফয়েজিয়া দাখিল মাদ্রাসার উন্নতিকল্পে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল ও বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত কে সংবর্ধনা

সভাপতিত্ব করবেনঃ ০৯নং খুকনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুল্লুক চাঁদ মিয়া
প্রধান অতিথিঃ এডভোকেট মোঃ আনোয়ার হোসেন
বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি ।
তাং-০৯/১২/২০২২ইং

আপনারা সকলেই আমন্ত্রিত ।।

08/11/2022

ভিন্নমতের হলেই মেধাবীদের হত্যা করে ওরা
ফাহাদের পর এবার গেল ফারদিন
বেদনার্ত রেশ আর সহ্য করবো কতদিন
শিক্ষাঙ্গনে-সন্ত্রাস বলো ওরা কারা?..............
ইসমাইল হোসেন

04/11/2022

মধ্যরাতে গ্রামীণ পরিবেশে লালন উৎসবে আমরা

সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজনস বজলুরের ৫ বছর কারাদণ্ড , জরিমানা ৩ কোটিজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তর...
23/10/2022

সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজনস বজলুরের ৫ বছর কারাদণ্ড , জরিমানা ৩ কোটি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) বজলুর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে তিন কোটি ১৪ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন আজ রোববার এই রায় দেন।

ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানতে পারে মঙ্গলবার
22/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানতে পারে মঙ্গলবার

জাতীয় দৈনিক "ক্রাইম বার্তা এজেন্সি"
18/10/2022

জাতীয় দৈনিক "ক্রাইম বার্তা এজেন্সি"

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিনে .....

হয়ত অভিনন্দন'র তোড়ে ভেসে যেত আমার লেখাগুলো কেউ গুরুত্ব দিত না সেই বাসি প্রতিবাদ আর উৎসাহ উদ্দীপনা নিয়ে না বলা কিছু কথা ত...
18/10/2022

হয়ত অভিনন্দন'র তোড়ে ভেসে যেত আমার লেখাগুলো কেউ গুরুত্ব দিত না সেই বাসি প্রতিবাদ আর উৎসাহ উদ্দীপনা নিয়ে না বলা কিছু কথা তুলে ধরেই আমার অভিনন্দন জানানোর ব্যতিক্রম প্রয়াস।

সারাদেশ যখন আনন্দের জোয়ার বইছে ঠিক সেই মুহূর্তে সাধারণ একটি বিষয়কে অসাধারণ গুরুত্ব দিয়ে পুলিশ আঁখির বাসায় হানা দেয় অবশ্য সেই এসআই ও কনস্টেবল কে পরবর্তীতে ক্লোজড্ করা হয়েছিল তাতে সারাদেশে যেভাবে আঁখি ও আঁখির পরিবার কে খাটো করা হয়েছে আমাদের শাহ্জাদপুর বাসীকে যেভাবে ছোট করা হয়েছে তাদের কে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছিল সারাদেশে সেটাকে স্বরণ করিয়েই সেই ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির আওতায় এনে জানান দেওয়া হোক। কোনভাবেই যেন অপরাধী চক্র পাড় না পায়।

যারা নারীদের সামনের কাতারে দেখতে চায়না, যারা নারীদের খেলাধুলা দেখতে চায়না , যারা নারীদের সংস্কৃতি অঙ্গনে দেখতে চায়না সেই চক্র কে এখনও জনসমক্ষে আনতে পারেননি স্থানীয় প্রশাসন ।
শুধু ফলের শুভেচ্ছা দিয়ে বরণ করলেই হবে না
যে চক্র মুক্তিকামী মানুষের আনন্দ উল্লাস ও হাসিকে সহ্য করতে পারে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন স্থানীয় সাংসদ , উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই দাবি তুলে ধরেই অভিনন্দন জানাই আমাদের শাহজাদপুরের নারী জাগরণের পথিকৃত আঁখি খাতুন কে। এগিয়ে যাও আঁখি এগিয়ে যাও বাংলাদেশ ।।

ইসমাইল হোসেন (এমএসএস)
জেলাপ্রতিনিধি, সিরাজগঞ্জ
জাতীয় "দৈনিক বিজনেস ফাইল"

সরকারি সম্পদ রক্ষায় সরকারের মায়া নেই ভাঙছে তো ভাঙছেই এটা সংরক্ষণের জন্যও কেউ এগিয়ে আসছে না। আন্দোলন মানবন্ধন কোন কিছুই ক...
18/10/2022

সরকারি সম্পদ রক্ষায় সরকারের মায়া নেই ভাঙছে তো ভাঙছেই এটা সংরক্ষণের জন্যও কেউ এগিয়ে আসছে না। আন্দোলন মানবন্ধন কোন কিছুই কর্ণপাত না করে শুধু মধুমাখা বাণী শোনাচ্ছেন পাউবো, পার পাচ্ছেন জনপ্রতিনিধি।

চোখের সামনে দেবে যাচ্ছে চৌহালী উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
তাং- ১৮/১০/২২

Address

Arkandi. Enayetpur
Sirajganj
6770

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ismail Hossain:

Videos

Share