PDF Book.Com

PDF Book.Com Please Follow My Page & Share

যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।...
21/04/2024

যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন....

800 : মোট বিদ্যুৎ ব্যবহারের পরিমান।

801 :বর্তমান ব্যালেন্সের (টাকা) পরিমাণ।

802: বর্তমান তারিখ দেখা।

803
: বর্তমান সময় দেখা।

804 : মিটারের সিরিয়াল নাম্বার।

806 : রিলে সংযোগ বিচ্ছিন্নের কারণ

807 : মিটারের অবস্থা দেখা।

808 : বর্তমান সংযুক্ত লোড

809 : ট্যারিপের সূচক দেখা।

810 ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ

811 ইমার্জেন্সি ব্যালেন্স সচল (Activate) করতে

812 : সংকেত (Alarm) বন্ধ করা.

813 : কত দিনের বিদ্যুতের ব্যবহার

814 : বর্তমান মাসের বিদ্যুত ব্যবহারের পরিমান

815 : সর্বশেষ রিচার্জের তারিখ

816 : সর্বশেষ রিচার্জের সময়

817 : সর্বশেষ রিচার্জের পরিমাণ

819 : বিদ্যুত বন্ধের সময়

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্...
21/04/2024

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্য। এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই।

ভালোই আছি কিন্তু ইদানীং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্য এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে পারিবো কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হইয়া যাইবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পড়িয়া, লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিবো কিন্তু আমাদের সন্তানরা কি করিবে?

৫০ ডিগ্রির তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো তারা চাল-ডাল কিনিতে পারিবে না। কারন ৫০ ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবে কিভাবে?
তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে!

আড়ং থেকে ৫০০ টাকার পণ্য কিনে ১০০ টাকা দিয়ে বললাম ৫০০ টাকা ফেরত দেন। কাউন্টারে বসে থাকা লোকটা বললো ভাইয়া এটাতো ১০০ টাকার ...
26/01/2024

আড়ং থেকে ৫০০ টাকার পণ্য কিনে ১০০ টাকা দিয়ে বললাম ৫০০ টাকা ফেরত দেন। কাউন্টারে বসে থাকা লোকটা বললো ভাইয়া এটাতো ১০০ টাকার নোট।

আমি বললাম ভাই ১০০টাকার নোটটি নিজেকে মনে মনে ১০০০ টাকার নোট মনে করে, এটা আমি মেনে নিয়েছি আপনিও মেনে নেন। আর মানতে কষ্ট হলে দেন সার্জারী করে দেই। বলেই পাশে থাকা কলম দিয়ে ১০০ এর পাশে আরেকটা ০ (শূন্য) বসিয়ে দিলাম।

ট্রান্স-মানি 🤣🤣🤣🤣

copy

স্ত্রী পেয়েছি 'বই' দিয়ে!আমি তখন চাকুরি করতাম সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতে। যশোর থেকে বাসে করে চুয়াডাঙ্গা যাচ্ছি, সিট নেই তা...
18/12/2023

স্ত্রী পেয়েছি 'বই' দিয়ে!

আমি তখন চাকুরি করতাম সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতে। যশোর থেকে বাসে করে চুয়াডাঙ্গা যাচ্ছি, সিট নেই তাই দাঁড়িয়ে আছি দীর্ঘপথ। একটা সিটের আসায় চারদিক তাকাচ্ছি, এমন সময় একজন বলল আমি সামনে নেমে যাবো তখন আপনি এ সিটে বসবেন! দেখলাম উনি বসে বই পড়ছেন একটা, নেমে যাওয়ার সময় ভদ্রলোক নিজে ওনার সিটে বসিয়ে দিলেন আমাকে, আমি খুশি হয়ে আমার ব্যাগের ভিতরে থাকা আমার একটা বই তাকে দিলাম গিফট হিসেবে।

বইতে নাম আর মোবাইল নম্বর লেখা ছিলো (সব বইতেই আছে), সেখান থেকে ঐ ভাই কল দিয়েছিলো, সে সূত্রে তার রিলেটিভের সাথে আমাকে বিয়ের ব্যবস্থা করে দিলেন তিনি। উছিলা স্বরুপ বলতে গেলে একটা বইয়ের বদৌলতে আমার বিয়ে হয়েছিল - আলহামদুলিল্লাহ।

বিয়ের পরে বইটা চেয়ে নিয়েছি তার থেকে স্মৃতির জন্য, এখন বইটা আমার স্ত্রীর কাছে আছে। উপহার হিসেবে বেস্ট হতে পারে বই। আপনার রুচি সম্পর্কে অন্যজন জানতে পারবে। নিজে বই পড়ুন, অপরকে বই উপহার দিন।

পালকিতে চড়ে যাচ্ছে নববধূ (১৯৭০ এর দশক | বাংলাদেশ | ফটোগ্রাফার: আনোয়ার হোসেন)। দেশ-বিদেশের পুরনো সব ছবি দেখতে ফলো করুন আম...
16/12/2023

পালকিতে চড়ে যাচ্ছে নববধূ (১৯৭০ এর দশক | বাংলাদেশ | ফটোগ্রাফার: আনোয়ার হোসেন)। দেশ-বিদেশের পুরনো সব ছবি দেখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ।

তুমি কী দেখেছো কভু,     রুটি কী ভাবে হয়?আটার নরমে. তাওয়ার গরমে,     ফুলে ফুলে রুটি হয়!!!আমিতো দেখেছি কত না রুটি,        ...
16/12/2023

তুমি কী দেখেছো কভু,
রুটি কী ভাবে হয়?
আটার নরমে. তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়!!!
আমিতো দেখেছি কত না রুটি,
পুড়ে পুড়ে ছাই হয়,,,,
বেলুনের চাপে কারো কারো রুটি,
মানচিত্র হয়!!!
ভাজি রুটিগুলো টানার চোটে,,
চিড়ে ফানা ফানা হয়!!!
আটার নরমে তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয়!!!
ফুলে ফুলে রুটি হয় !!!
প্রতিদিন কতো রুটি আসে যে,
টেবিলে থালা ভরে!!!
রুটি বাননোর ইতিহাস টুকু,
রয়ে যায় অগোচরে !!!
কেউতো জানেনা রুটি তৈরি তে,
কতো ঘাম ঝরে যায় !!!
সুখি মানুষেরা রেডিমেট পেয়ে,
আরামে বসে খায়!!!
পাশাপাশি প্লেটে রুটি গোশত,
কেউ বুঝি কারো নয় !!!
আটার নরমে তাওয়ার গরমে,
ফুলে ফুলে রুটি হয় !!!
😂😂😂😂😂

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
16/12/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

গুলিস্তান, ঢাকা, বাংলাদেশ (১৯৭২) খ্রিস্টাব্দ।
12/10/2023

গুলিস্তান, ঢাকা, বাংলাদেশ (১৯৭২) খ্রিস্টাব্দ।

কোনটা ছেড়ে কোনটা খাবো🥴🥴
10/09/2023

কোনটা ছেড়ে কোনটা খাবো🥴🥴

চাঁদে যায়গা কিনে বাড়ি বানাচ্ছি আজকে ছাদ ডালাইয়ের কাজ চলছে। 🙂
26/08/2023

চাঁদে যায়গা কিনে বাড়ি বানাচ্ছি আজকে ছাদ ডালাইয়ের কাজ চলছে। 🙂

বিলুপ্তপ্রায় একটা ফুল 🌸  আপনার আঞ্চলিক ভাষায় এই ফুলের নাম কি.?
25/08/2023

বিলুপ্তপ্রায় একটা ফুল 🌸
আপনার আঞ্চলিক ভাষায় এই ফুলের নাম কি.?

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বল...
31/07/2023

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে", এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!!

@ সংগৃহীত।

নিউইয়র্কের রাস্তায় তোলা এই ছবিটি ! মহিলাটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় এসে ট্যাক্সিতে উঠেন, ট্যাক্সির ড্রাইভার ছিলেন একজন চাইন...
09/07/2023

নিউইয়র্কের রাস্তায় তোলা এই ছবিটি !

মহিলাটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় এসে ট্যাক্সিতে উঠেন, ট্যাক্সির ড্রাইভার ছিলেন একজন চাইনিজ।

মহিলাটি উঠার পর তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকতে দেখলে মহিলাটি জিজ্ঞেস করেন, "এভাবে তাকিয়ে আছো কেনো, কোনোদিন নগ্ন নারীদেহ দেখোনি"?

তখন চাইনিজটি উত্তর দিলো, “আমি তোমার নগ্নতা দেখছিনা, আমি তোমাকে দেখে ভাবছি, তোমার কাছে তো টাকা রাখার কোনো ব্যাগ/পকেট নাই, তুমি আমার ভাড়া পরিশোধ করবে কিভাবে"?

চাইনিজরা এ'কারণেই এতো উন্নত,
ওদের কাছে সবার আগে বিজনেস !
😕😕

(কপি)

🟡আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,🟡💬▶️"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বি...
08/07/2023

🟡আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন,🟡

💬▶️"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।" কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরােয়া করবে না। তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে।কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, " ও আসলে আমর কাছ থেকে কত টাকা আয় করলাে?" বরং এটা কখনাে ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলাে?" আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলাে আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ।🔴

:)🏁
শেষ অবধি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালোলাগলে share করে সহযোগিতা করবেন।
এটা করতে আপনার কোনো মূল্য দিতে হয়না কিন্তু আমাদের মনে অনেক সাপোর্ট করে যাতে আগামীকাল আমরা আরো এরকম গল্পঃ আপনাদের কাছে এনে দিতে পারি।🫂🙏

ফটোগ্রাফির জন্য বাংলাদেশ হেভেন।Mukshudpur,Gopalganj.
22/07/2022

ফটোগ্রাফির জন্য বাংলাদেশ হেভেন।
Mukshudpur,Gopalganj.

22/07/2022

ছবির মতোই সুন্দর 🌺❤️🥀

13/07/2022

Device :
📽️📽️ : Shorif Siraji

03/07/2022

😍😍🥰🌺❤️

📷 click : Shorif Siraji📱 Device : Oppo A16
17/06/2022

📷 click : Shorif Siraji

📱 Device : Oppo A16

13/06/2022

পাবনার সাথিয়া থানাধীন গাংভাঙ্গা বিল💝🥀

11/06/2022
দেখলেই মুখে পানি এসে যায় 😋😋😋
08/06/2022

দেখলেই মুখে পানি এসে যায় 😋😋😋

Address

Sadar
Sirajganj

Telephone

+8801706259548

Website

Alerts

Be the first to know and let us send you an email when PDF Book.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PDF Book.Com:

Videos

Share