Md:hamidul

Md:hamidul Assalamu alaikum im hamidu Islam Assalamu alaikum im hamidul islam ফ্রিল্যান্সিং এর সকল তথ্য যানতে আমাদের সাথেই থাকুন �

10/06/2022
17/05/2022

আশা আছে কোটিপতি হবো কিন্তু
কোনো রাস্তা নেই কোটিপতি হওয়ার 😔

আজকাল অনেক অনার্স, মাস্টার্স পাসের লোক আছে কিন্তু চাকরি নেই।
এতো টাকা খরচ করে পড়াশোনা করেছি ভালো একটা চাকরি করার জন্য, বিষয়টা কি তাই না?
তাই তো আজকাল অনেকেই এই চাকরির আশা বাদ দিয়ে সবাই ফ্রিল্যান্সিং এ যোগ হচ্ছেন।
বলতে পারবেন কেনো সবাই ফ্রিল্যান্সিং এ যোগ হচ্ছে?
কারণ একটাই ,
এখানে কোনো বসের কথা মানতে হয় না, নির্দিষ্ট কোনো সময় নেই কাজ করার,
যখন তখন আপনি কাজ করে ইনকাম করতে পারেন।
ইচ্ছেমতো ইনকাম করে নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ।
ফ্রিল্যান্সিং করতে শুধু ধৈর্য্য আর সময়ের প্রয়োজ
freelancing

যেকারণে দুর্বল স্টুডেন্টরাও ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারবে: অনেকেই বলে, " ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং এর...
15/05/2022

যেকারণে দুর্বল স্টুডেন্টরাও ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারবে:

অনেকেই বলে, " ভাইয়া আমি তো ফ্রিল্যান্সিং এর কিছুই জানি না। তারপরেও করতে চাই৷ আমি কি পারবো?"

আমার বরাবর একই উত্তর থাকে। চেষ্টা করলে আপ্নিও পারবেন৷
কেনো বলছি?

কারণ আমাদের কোর্স গুলো একেবারে ব্যাসিক থেকে শুরু হয়৷ যারা ফ্রিল্যান্সিং এর "ফ" টাও জানে না তারাও যেনো কাজ করতে পারে সেই রকম করেই আমাদের কোর্স এর মডিউল সাজানো হয়েছে৷

তাছাড়াও, ফ্রিল্যান্সিং করতে গেলে শুধু ব্যাসিক ইংলিশ জানতে হয়৷ এখানে আপনাকে কথা বলতে হবে না৷
বায়ারের থেকে অর্ডার নেওয়া, কাজ পাওয়া, ডেলিভারি দেওয়া সব কিছুই ম্যাসেজের মাধ্যমে।
সুতরাং যাদের ইংরেজি নিয়ে ভয়, তাদের ভয়ের আর কিছুই নেই৷
আর বায়ারের কথা যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তো গুগল ট্রান্সলেটর আছেই৷

আর মজার ব্যাপার হচ্ছে এতদিন যে আমরা জানতাম, "ফ্রিল্যান্সিং করতে ল্যাপটপ লাগে" সে সময় শেষ।
ডিজিটাল মার্কেটিং এর ৫0-৬0% কাজেই আপনি মোবাইল থেকে করতে পারবেন "ইনশাআল্লাহ"।

আর ইনকাম?
সেটাও তো মোবাইল থেকেই হচ্ছে।
তাহলে আর বাধা কোথায়?


23/04/2022

🥰❤️এই ফাহিম ভাই যদি অসুস্থ হয়ে ফ্রিল্যান্সিং কাজ করে ঘরে বসে আয় করতে পারে। তাহলে আমরা সুস্থ মানুষ হয়ে কেনো পারবো না?❤🥰

ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ভালো সেক্টর নতুনদের জন্য।কারণ এই সেক্টরে খুব অল্প সময় দক্ষ হতে পারেন এবং...
14/04/2022

ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিং এর সবচেয়ে ভালো সেক্টর নতুনদের জন্য।
কারণ এই সেক্টরে খুব অল্প সময় দক্ষ হতে পারেন এবং ইনকাম করতে পারেন।
প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং মোবাইল দিয়ে শুরু করা যায়।


_marketing

31/03/2022

ফ্রিল্যান্সিং......!!!

ফ্রিল্যান্সিং (Freelancing) :- মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।

27/03/2022

it

Touch Your Dream...প্রথমেই বলবো নিচের ছবিটি মন দিয়ে দেখুন,এবং বুঝার চেষ্টা করুন।ছবিটিতে সাদা রংয়ের একজন  মানুষ উল্টো দিক...
14/03/2022

Touch Your Dream...
প্রথমেই বলবো নিচের ছবিটি মন দিয়ে দেখুন,এবং বুঝার চেষ্টা করুন।

ছবিটিতে সাদা রংয়ের একজন মানুষ উল্টো দিকে ঘুরে বাড়ির পথে ফিরে যাচ্ছে, কারণ সে প্রথমেই ভেবে নিয়েছে সে পারবে না।

তার পাশের হলুদ রংয়ের মানুষটি দাড়িয়ে থেকে ভাবছে যে, সে কি করবে।।
কারণ সফল হতে হলে এই তারকাটা,রাক্ষসী মাছ,বাধা,তারপর আবার পাহাড়ে উঠতে হবে তবেই তার সফলতা আসবে কিন্তু সে তার টার্গেট ঠিক করতে পারছে না।

অথচ একজন মানুষ তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সফল হওয়ার জন্য এবং সে তার সফলতার খুব কাছে পৌছে গেছে।

আর সবার উপরে পতাকা হাতে দাড়িয়ে থাকা মানুষটি কোনো বাধা না মেনে, তার টার্গেট ঠিক রেখে নিজের সর্বোচ্চ চেষ্টা কাজে লাগিয়ে সফলতা অর্জন করেছে।।

অতএব..আপনি যদি সফল হতে চান তাহলে সকল বাধা না দেখে নিজের লক্ষ ঠিক রেখে এগিয়ে যান,তবেই আপনি সফল হতে পারবেন,অবশ্যই অবশ্যই অবশ্যই।

Just set your own goals first, and keep that goal in mind and you will succeed,
Today or tomorrow....

❤️ happy freelancing ❤️

লিংকডইন কে বলা হয় প্রফেশনালস দের কানেকশন যেখানে আপনি আপনার প্রফেশন এর সকল মানুষের সাথে অ্যাড হতে পারবেন। সোশ্যাল মিডিয়...
01/03/2022

লিংকডইন কে বলা হয় প্রফেশনালস দের কানেকশন
যেখানে আপনি আপনার প্রফেশন এর সকল মানুষের সাথে অ্যাড হতে পারবেন। সোশ্যাল মিডিয়া যেমন একটা কমিউনিটি তেমনি লিংকডইন ও একটা কমিউনিটি। তবে এটি শুধু মাত্র প্রফেশনালস দের জন্যেই।
ফাইবার, আপওয়ার্ক বা ৯৯ ডিজাইন এর মত এটিও ফ্রিল্যান্সার দের কাছে পরিচিত।
আপনার প্রোফাইল ই বলে দিবে আপনি কতটুকু প্রফেসনাল।
সুতরাং প্রত্যেকের একটা করে লিংকডইন প্রোফাইল থাকা চাই।
কেননা আপনার প্রোফাইল যদি সাজানো গোছানো থাকে তাহলে আপনার বায়ার ও আপনাকে তার পছন্দ হলে সে আপনাকে নক দিবে

#ডিজিটাল_মার্কেটিং_শিখুন

এখন মানুষ ফ্রিল্যান্সিং করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন।এবং অনেকেই এতো টাকা ইনকাম করে নিচ্ছেন, যেকোন ফুল টা...
25/02/2022

এখন মানুষ ফ্রিল্যান্সিং করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা আয় করছেন।এবং অনেকেই এতো টাকা ইনকাম করে নিচ্ছেন, যেকোন ফুল টাইম জব বা চাকরি থেকেও এতো আয় করা সম্ভব না। কিন্তু ফ্রিল্যান্সিং করে স্বাধীন ভাবে আয় করার জন্য, আপনার কিছু জরুরি কথার বিষয়ে জেনে নিতে হবে।
এই জরুরি বিষয়গুলো হলোঃ-
১.ফ্রিল্যান্সিং মানে কি?
২.ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব?
৩.ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা আয় করব?
৪.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যাবে?
৫.আমি কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বানাতে পারব?
৬.যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই,কোন ফ্রিল্যান্সিং কোর্স করতে হবে?
৭.নতুনদের জন্য কিছু সেরা ফ্রিল্যান্সিং সাইট কোন গুলো?
part:01

আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে,মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না।কিন্তু আমি বলব মোবাইল দিয়েও আমরা চাইলে ফ্রিল্যা...
24/02/2022

আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে,মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না।

কিন্তু আমি বলব মোবাইল দিয়েও আমরা চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি.. 👑

প্রথমত আমাদের দরকার ইচ্ছাশক্তি ইচ্ছাশক্তি ছাড়া কোন কিছুই সম্ভব না...❤❤

আমি বলবো কিছু কিছু নির্দিষ্ট কাজ আছে যেগুলো আমরা মোবাইল দিয়ে করতে পারি যেমন -----

1. ফেসবুক মার্কেটিং

2. ইমেইল মার্কেটিং

3. ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইন্সটাগ্রাম এর বিভিন্ন কাজ

4. ক্যানভা ডিজাইনের বেসিক.

5. ফেসবুক পেজ ক্রিয়েশন

6. ফাইবার,আপওয়ার্ক

ইত্যাদি❤

এরকম আরো কিছু নির্দিষ্ট কাজ আছে যেগুলো আমরা মোবাইলের মাধ্যমে চাইলে করতে পারি.

আমাদের মধ্যে অনেক ভাই ও বোনেরা মনে করে যে, মোবাইল দিয়ে করা যাবেনা,কম্পিউটার লাগবে, আমার কাছে তো কম্পিউটার নেই কিভাবে শুরু করব???🥺

আমি বলব যে -মোবাইল দিয়েও আপনারা শুরু করতে পারেন তারপর ধীরে ধীরে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার এ কনভার্ট হয়ে যেতে পারেন..😊😊

এখন সিদ্ধান্ত আপনার------

আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবনকে বদলে দিতে পারে..... ধন্যবাদ ❤❤

23/02/2022

Address

Sirajganj
1937

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md:hamidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md:hamidul:

Videos

Share