31/03/2024
যেকোনো ব্র্যান্ড, যেকোনো ব্যবসা যেকোনো পণ্য বা সার্ভিস কে, মার্কেটে ও জনসাধারণের মধ্যে প্রচার করার এবং সেগুলির চাহিদা ও গুনগত মান বৃদ্ধি করার উদ্দেশ্যে করা একটি প্রক্রিয়াই মার্কেটিং। মার্কেটিং হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে সর্ব সাধারণ এর কাছে নতুন ব্র্যান্ডের পণ্য এবং নিজেদের সার্ভিস সম্পর্কে অবগত করা যায় এবং কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করা যায়। স্থান, কাল পাত্র ভেদে একটি-দুইটি ধাপে ভাগ করা যেতে পারে। যার মধ্যে একটি B to B Marketing অন্যটি B to C Marketing যখন একজন উদ্যোক্তার সাথে অন্য আরেকজন উদ্যোক্তার লেনদেন এর মাধ্যমে একটি সুন্দর মার্কেটিং পদ্ধতির সূচনা হয় তখন তাকে Business To Business Marketing বলা হয়। যেমন আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি গুলো থেকে ডিলার এর মধ্যে যে লেনদেনগুলো হয় সেগুলো এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত।অপরদিকে, কোন উদ্যোক্তার সাথে অন্য কোন সাধারণ খুচরা বিক্রেতার এবং সেই খুচরা বিক্রেতার সাথে সাধারণ জনগণের মধ্যে যে মার্কেটিং প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে Business To Consumar Marketing বলে থাকে।