20/09/2023
নারী জাতিকে ছোট করে কথা বলার নাম ইসলাম নয়। ইসলাম নারীকে সম্মান করতে শেখায়। আজ থেকে প্রায় সাড়ে ১৪ শত বছর আগে যখন হজরত মুহাম্মদ (সঃ) জন্মগ্রহণ করেন তখন ছিল অন্ধকারের যুগ যাকে আইয়ামে জাহেলিয়ার যুগ বলা হয়। সেই সময় নারীর কোন অধিকার ছিল না , মেয়ে সন্তান জন্ম নিলে জ্যান্ত কবর দেওয়া হইত । কিন্তু হজরত মুহাম্মদ (সঃ) নারীর অধিকার ফিরিয়ে দিয়েছে, মুসলমান ধর্মালম্বীদের নারীদের সম্মান করতে শিখিয়েছে,পিতা মাতার সম্পদের উপর নারীর অধিকার দিয়েছে। যদিও আয়ামে জাহেলিয়ার যুগে নারীর অধিকার নিয়ে কথা বলার বিষয়টি খুবই চ্যালেঞ্জিং বিষয় ছিল। তাই আমি মনে করি রাসুল পাক (সঃ) এর জন্ম এই যুগে হলে নারীর অধিকার পুরুষের চেয়ে বেশি দিতেন। বর্তমান পৃথিবীতে আমরা আশরাফুল মাখলুকাত প্রায় ৮০০কোটি, এই ৮০০কোটি মানুষের জন্মের পেছনে নারীর অবদান কতটুকু কিছুক্ষণ গভীর ভাবে চিন্তা করে দেখুন। বেশি দূর নয় আজ থেকে ১০-১৫ বছর পিছনে ফিরে যান দেখেন তখন মাতৃমৃত্যুর হর কত ছিল? বর্তমান যুগের নারী থেকে শুরু করে মা হওয়া পর্যন্ত পৃথিবীতে আসা অসংখ্য অসংখ্য নারী জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্ম দিয়েছে বলেই আজ আমাদের সংখ্যা প্রায় ৮০০কোটি। মা হাওয়া থেকে আজ পর্যন্ত আমরা আশরাফুল মাখলুকাত জন্ম নেওয়ার সময় কত নারীকে শহীদ করেছি তার হিসার কোন ধর্মগ্রন্থেও নেই বিজ্ঞানেও নেই। আবার আধুনিক বিশ্ব বিনির্মানের পেছনেও নারীর অবদান বেশি, কারন আধুনিক বিশ্ব বিনির্মানের কাজে যারা নিয়জিত তাদেরকেও একজন নারী জীবনের ঝুঁকি নিয়ে জন্ম দিয়েছে। সন্ত্রাস জন্ম দিতে পুরুষের জীবনের ঝুঁকি থাকলে আমরা পুরুষরা সন্তান জন্ম দিতে নারীকে সহায়তা করতাম কিনা আমার সন্দেহ হয়। তাই আমরা যখন নারী নিয়ে কথা বলি তখন ভেবেচিন্তে বলা উচিত।
মোঃ আব্দুল কাদের সিদ্দিক
সাধারণ সম্পাদক
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
২নং রাজাপুর ইউনিয়ন শাখা।