প্রভাত রবি-Provat Robi

প্রভাত রবি-Provat Robi সুস্থ সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে...

❝আমাদের পতাকায় কালেমায়ে তাইয়েবা,আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবো না❞—আল মাহমুদ
04/10/2024

❝আমাদের পতাকায় কালেমায়ে তাইয়েবা,
আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি।
আমরাও থামবো না❞

—আল মাহমুদ

তবে, তোমরাই বিজয়ী...
15/09/2024

তবে, তোমরাই বিজয়ী...

সূরা হিজর, আয়াত: ২
03/09/2024

সূরা হিজর, আয়াত: ২

15/08/2024

مِلَّۃَ اَبِیۡكُمۡ اِبۡرٰهِیۡمَ ؕ هُوَ سَمّٰىكُمُ الۡمُسۡلِمِیۡنَ ۬ۙ
অর্থ: এটা তোমাদের জাতির পিতা ইবরাহীমের দ্বীন। তিনিই তোমাদের নাম রেখেছেন ‘মুসলিম’।
সূরা হাজ্জ্ব : ৭৮

05/08/2024

বাংলাদেশ স্বৈরাচারিনী ঐ কুলাঙ্গারনী মুক্ত!
(৩৬ ই জুলাই) ৫ই আগস্ট ২৪

মাদ্রাসার তিনতলার দেয়ালে ছোট পরিসরে দেয়ালিকা এবারে। পড়তে চলে আসুন..
21/06/2024

মাদ্রাসার তিনতলার দেয়ালে ছোট পরিসরে দেয়ালিকা এবারে। পড়তে চলে আসুন..

19/06/2024

واذا قيل لهم لا تفسدوا في الارض قلوا انما نحن مصلحون

সিম্পল ডিজাইনে আমাদের 'প্রভাত রবি'র ঈদ সংখ্যার প্রচ্ছদ। ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশ হবে...
10/06/2024

সিম্পল ডিজাইনে আমাদের 'প্রভাত রবি'র ঈদ সংখ্যার প্রচ্ছদ। ইনশাআল্লাহ শীঘ্রই প্রকাশ হবে...

২০২৪! নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।আমাদের লেখালেখি প্রকাশ হচ্ছে না দুঃখজনকভাবে। ইনশাআল্লাহ শীঘ্রই পরিকল্পনা আসবে।
01/01/2024

২০২৪! নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।
আমাদের লেখালেখি প্রকাশ হচ্ছে না দুঃখজনকভাবে। ইনশাআল্লাহ শীঘ্রই পরিকল্পনা আসবে।

আলহামদুলিল্লাহ। আমাদের তৃতীয় সংখ্যা প্রকাশ হলো। দৃষ্টিনন্দন দেয়ালিকা পড়তে চলে আসুন মাদানীনগর...
23/11/2023

আলহামদুলিল্লাহ। আমাদের তৃতীয় সংখ্যা প্রকাশ হলো। দৃষ্টিনন্দন দেয়ালিকা পড়তে চলে আসুন মাদানীনগর...

22/11/2023

অবশেষে প্রকাশ হচ্ছে আমাদের দেয়ালিকা।

আমাদের নতুন সংখ্যা শীঘ্রই প্রকাশ হবে ইনশাআল্লাহ। আপনারা নিজেদের মতো করে লিখতে থাকুন।
27/08/2023

আমাদের নতুন সংখ্যা শীঘ্রই প্রকাশ হবে ইনশাআল্লাহ।
আপনারা নিজেদের মতো করে লিখতে থাকুন।

04/08/2023

আদ্দাইয়ান ইবন কুত্বন আল-হারেসী তার মেয়েকে উপদেশ দেন।
“মেয়ে আমার!
তোমার গলার আওয়াজ যেন তোমার স্বামীর আওয়াজের চাইতে উঁচু না হয়।
তোমার আদেশ যেন তার আদেশের উপরে না থাকে।
জেনে রাখো— সম্মানিতা নারী তারাই, যারা (স্বামীর কাছে) পরাজিত, বিজয়ীরা নয়।
সে যদি তোমাকে অল্প কিছু দেয়, সেটাকে তুমি বেশি মনে করো, তুচ্ছ জ্ঞান করো না।
সে যদি তোমার জন্য বেশি বেশি করে, তাহলে কৃতজ্ঞতা পোষণ করো, বড়াই করো না।
তার কোনো স্বভাব তোমার কাছে খারাপ মনে হলে তার প্রতি সদয় হবে।
জেনে রেখো— অভাবগ্রস্ত হলেও যে মানুষটা দানশীল, সে দশজন কৃপণ ধনী থেকে উত্তম।

[ইবনুদ্দাজ্জাজীর ”সাফাত্বুল মুলাহ ওয়া-যাওহুত তারাহ”: ১/৫৭]

আধুনিককালের কবিদের মধ্যে যিনি শব্দচয়নে, জীবনবোধে, শব্দালংকারের নান্দনিকতায়, বর্ণনায় অসামান্য আর ধ্রুপদী, তিনি কবি আল ...
11/07/2023

আধুনিককালের কবিদের মধ্যে যিনি শব্দচয়নে, জীবনবোধে, শব্দালংকারের নান্দনিকতায়, বর্ণনায় অসামান্য আর ধ্রুপদী, তিনি কবি আল মাহমুদ।
আজ বাংলা ভাষার এ অন্যতম কবির জন্মদিন!
(১১-৭-১৯৩৬—১৫-০২-২০১৯)

পাখির মতো
আল মাহমুদ

আম্মা বলেন, পড়রে সোনা

আব্বা বলেন, মন দে;

পাঠে আমার মন বসে না

কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে

নদীর কাছে থাকতে,

বকুল ডালে লুকিয়ে থেকে

পাখির মতো ডাকতে।

সবাই যখন ঘুমিয়ে পড়ে

কর্ণফুলীর কূলটায়,

দুধভরা ঐ চাঁদের বাটি

ফেরেস্তারা উল্টায়।

তখন কেবল ভাবতে থাকি

কেমন করে উড়বো,

কেমন করে শহর ছেড়ে

সবুজ গাঁয়ে ঘুরবো!

তোমরা যখন শিখছো পড়া

মানুষ হওয়ার জন্য,

আমি না হয় পাখিই হবো,

পাখির মতো বন্য।

عيد مبــــــــــــــــــــــارك و كل عــــــــــــــــــام و انتم بخير
29/06/2023

عيد مبــــــــــــــــــــــارك و كل عــــــــــــــــــام و انتم بخير

আমাদের সাময়িকী; দেয়ালে....
26/06/2023

আমাদের সাময়িকী; দেয়ালে....

25/06/2023

আলহামদুলিল্লাহ। আমাদের এ বর্ষের ২য় সংখ্যাও বের হয়েছে।
দেয়ালিকা শোভা পাচ্ছে মাদানীনগরের হাউস পাড়ের দেয়ালে ও ৪র্থ তলায়।

১৯শে রমদান!মুসলিমদের নদিয়া (বঙ্গ) বিজয় দিবস।৬০১ হিজরি সনের এদিনে মুসলিম বীর যোদ্ধা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খল...
10/04/2023

১৯শে রমদান!
মুসলিমদের নদিয়া (বঙ্গ) বিজয় দিবস।

৬০১ হিজরি সনের এদিনে মুসলিম বীর যোদ্ধা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী (র:) মাত্র ১৭জন সৈন্য নিয়ে হিন্দু সেনরাজা লক্ষ্মণ সেনকে বিতাড়িত করে নদিয়া তথা বঙ্গ বিজয় করেন এবং সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন।মুসলিম বীর ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজী (র:)-এর হাত ধরেই পরবর্তীতে বাংলায় প্রায় পৌনে ছয়শ বছর ধরে মুসলিম শাসন বজায় ছিলো।
©

রিফাতের ঐ নিস্তব্ধ রাত✒️🤍
09/04/2023

রিফাতের ঐ নিস্তব্ধ রাত
✒️🤍

কবিতা ~ রাহাত, হাশেম, আল-আমিন।
05/04/2023

কবিতা ~ রাহাত, হাশেম, আল-আমিন।

Address

Madaninagar
Siddhirganj
1361

Alerts

Be the first to know and let us send you an email when প্রভাত রবি-Provat Robi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category