Insaf Bazar

Insaf Bazar নিজের উপস্থিতিতে গ্রাম্য প্রাকৃতিক চাকের মধু কেটে এনে সেল করি নিজের উপস্থিতিতে চাক কেটে আনা

10/11/2023

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🐝মধু/মধু/মধুঠান্ডা পড়তেছে আর রোগ বালাই বাড়তেছে ঠান্ডা কাশি তো লেগেই থাকে এ সময়,তাই এ সকল রোগ প্রতিরোধে মধুর উপকারিতা ...
13/10/2023

🐝মধু/মধু/মধু
ঠান্ডা পড়তেছে আর রোগ বালাই বাড়তেছে ঠান্ডা কাশি তো লেগেই থাকে এ সময়,তাই এ সকল রোগ প্রতিরোধে মধুর উপকারিতা আশা করি আর বলতে হবে না
০১৯৬৩৬৪৭০০৮

02/07/2023

আলহামদুলিল্লাহ খাটিঁ মধুর পাশাপাশি কাঠের ঘানিতে ভাঙানো শরিষার তৈল ও ভাল সেল হচ্ছে প্রয়োজনে ০১৯৬৩৬৪৭০০৮

07/06/2023

আমরা সব সময় মনে করি BSTI এর অনুমোদিত কোম্পানির প্রোডাক্ট খুব ভালো, আসলেই কি তাই?

আপনি জানেন কি, উন্নত দেশগুলোতে মধু শুধু খায়-ই না, মধু দিয়ে ক্যান্ডি, চুইং গাম, কাস্টার্ড, মধু মিল্ক শেক, আইসক্রীম বানায়....
11/05/2023

আপনি জানেন কি, উন্নত দেশগুলোতে মধু শুধু খায়-ই না, মধু দিয়ে ক্যান্ডি, চুইং গাম, কাস্টার্ড, মধু মিল্ক শেক, আইসক্রীম বানায়..
পুডিং, কেক, পেস্ট্রি, রুটি বানায়, নানা ধরনের বিস্কিট বানায়..
বিভিন্ন ধরনের ফলের আচার বানায়, মধু বাদাম বানায়..
নানা ধরনের মেকআপ প্রোডাক্ট, লোশন, ফেসওয়াশ, ক্রীম, সাবান বানায়..
মধু দিয়ে মাখন বানায়..
মধু থেকে চিনি বানায়..
এমনকী মধু দিয়ে বিয়ার পর্যন্ত বানায়।

এদিকে আমরা বাঙ্গালীরা মধু থেকে বানানো ক্যান্ডি, চুইং গাম, কেক, বিস্কিট খাবো কি আর চিনি বানাবো কি, মধু খাওয়াই এখনো শিখি নাই! অথচ একটু গুগল করলেই, একটু অনলাইনে ব্রাউজ করলেই মানবশরীরে মধুর নানান উপকারীতার ভুরি ভুরি তথ্যবহুল লেখা, আর্টিকেল আর নানান ধরনের ডাটা পাওয়া যায়..

ক্রেতাদের বলব আপনার চাইলেই যে কারো কাছ থেকে খাঁটি মধু কিনে খেতে পারেন। অনেকেই এর, ওর কিংবা তার মধু খাঁটি কিনা এই সন্দেহেই দিন পার করে দিচ্ছেন। ভাবছেন সব্বাই ঘরে ঘরে চিনি জ্বাল করে মধু বানাচ্ছে আর তাকে ঠকানোর জন্য বুঝি ওৎ পেতে বসে আছে। আরে ভাই, দেশে ভেজাল মধুর সেই দিন আর নাই! যে মধু উৎপাদন হয়, সেটা বেচেই কুল পায় না আবার ভেজাল করবে কোন দুঃক্ষে? তবে হ্যা, মানের পার্থক্য আছে, এটা ঠিক।

অনেকেই অভিযোগ করেন তিনি জীবনে কখনো কারো কাছ থেকে খাঁটি মধু পান নাই, অমুক ইমাম সাব তমুক মুফতি সাব, তমুক দাড়িটুপিঅলাও তাকে ঠকায় দিসে। দয়া করে এদের কথা বিশ্বাস করবেন না। কিছু সন্দেহবাতিক লোক আছে শুধু মধু না, এরা জীবনে যা কিনে তাতেই ভাবে যে তাকে ঠকানো হয়েছে। তাদেরকে মৌমাছি নিজে এসে মধু দিয়ে গেলেও এরা বলবে তোকে সন্দেহ লাগছে, তুই চিনি খেয়ে মধু বানিয়েছিস!!

অথচ সারা বাংলাদেশ আজ খাঁটি মধু তে সয়লাব। বিশ্বাস হয় না? আপনার আইডি থেকে এক্ষুনি একটা পোস্ট দেন, জাস্ট লিখেন খাঁটি মধু কোথায় পাবো? তারপর দেখবেন ৫ মিনিটে না হলেও ৫০ জন এসে বলবে ভাই, আমার কাছে খাটি মধু পাবেন!

এর কারন কি জানেন? আমাদের দেশ বছরে ২৬ লাখ টন মধু উৎপাদনকারী দেশ (অনেকেই এটা জানতেন না আমি শিওর)। বিসিক ২০২৫ সালের মধ্যে দেশে বছরে ৪০ লাখ টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, জানেন এটা?

বাংলাদেশে মধু নিয়ে কাজ করছে এমন ছোট বড় লাখো উদ্দেক্তা সৃষ্টি হয়েছে গত ৪/৫ বছরে। এরা অনলাইন অফলাইনে খাঁটি মধু বিক্রি করে যাচ্ছে সমানে। মধু রপ্তানি হচ্ছে জাপানে, মালয়েশিয়ায়, ইন্ডিয়ায়। কয়েকটি দেশীয় বহুজাতিক খাদ্যপন্যবিপনন কোম্পানী এবং নামকরা চেইনশপগুলা বাজারে মধু নিয়ে আসছে আগামী বছরের মধ্যেই! ফেসবুকে খাঁটি মধুর বিজ্ঞাপন চোখে পড়ে নাই এমন ইউজার খুব কমই আছে..

সবশেষে সবশেষে নবীন বিক্রেতাদের বলব আগে নিজে মধু খাওয়ার অভ্যাস করেন। মধুকে ভালোবাসেন। একে শুধুমাত্র ব্যবসায়িক পন্য হিসেবে দেখবেন না, একটি মহৌষধ হিসেবে দেখবেন। তারপর ক্রেতাদের মধু খেতে বলেন। বহু মানুষ আছে হঠাৎ মন চায়, সখ করে খায়। মধুর বিভিন্নমুখী উপকারীতা বর্ননা করে তাদের নিয়মিত প্রতিদিন খেতে উৎসাহী করেন। মধুর খাটিত্বের ব্যাপারে যারা অজ্ঞতাবশত সন্দেহ করেন তাদেরকে একাধিক বিক্রেতার কাছ থেকে অল্প স্বল্প করে কিনলে খেয়ে দেখতে বলেন, যারটা ভালো লাগে তারটা খেতে বলেন। মানুষকে মধু খাওয়া শেখান। এখন গরমকাল। বেশীরভাগ বিক্রেতার অভিযোগ গরমকালে এদেশের মানুষ মধু খেতে চায় না, কিন্তু কয়জন বিক্রেতা জানেন যে এক গ্লাস মধু লেবুর শরবত শরীর ঠান্ডা করে? কয়জন বিক্রেতা এটা তাদের ক্রেতাকে টেষ্ট করে দেখতে বলেন? আমার তো মনে হয় অনেক বিক্রেতাই এ কথা শুনে মনে মনে অবাক হয়ে গেছেন। নিজে এক গ্লাস খেয়ে দেখেন না..সত্যি না মিথ্যা?

মধু ব্যবহারের উপকারীতা কত প্রকার ও কিকি জানতে গুগল করেন, গুগল আপনাকে এ বিষয়ে এক্সপার্ট বানিয়ে দেবে। ইংরেজীতে ব্রাউজ করবেন, বাংলায় না। বাঙ্গালীরা বেশীরভাগই বিদেশী সাইট থেকে মধুর গুনাগুন কপি পেস্ট করে দিয়ে দেয়।।

17/04/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

🤷‍♂️ডায়াবেটিকস নিয়ে ভাবনা..?? 🐝ইফতারিতে চিনির শরবত নিয়ে চিন্তা🙇‍♂️আর নয়, শরবত এখন চলবে চাকেঁর খাঁটি মধু দিয়ে, দিনের ক্লা...
22/03/2023

🤷‍♂️ডায়াবেটিকস নিয়ে ভাবনা..??
🐝ইফতারিতে চিনির শরবত নিয়ে চিন্তা🙇‍♂️
আর নয়, শরবত এখন চলবে চাকেঁর খাঁটি মধু দিয়ে, দিনের ক্লান্তি নিমিষেই শেষ,

কেমিকেল যুক্ত আখের গুর বাজার থেকে কিনে নিজের অসুস্ততাকে ঝুকিতে না ফেলে ইনসাফ বাজার থেকে নেন অর্জিনাল আখের গুড়,

🤗যারা শরবতের জন্য মধু অর্ডার করবেন বিশেষ দামে

🚒কুরিয়ার মাধ্যমে জেলা-শহরে ডেলিভারির শুবিদা ইনবক্সে এ অর্ডার করুন ঘড়ে বসেই পণ্য হাতে তুলুন,

👇~♦আর যা যা পাবেন♦~👇
★কাঠের ঘানিতে ভাঙ্গানো শরিষার তৈল
★অর্জিনাল আখের গুড়
★প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু

মাওঃসাইফুল ইসলাম
ফাউন্ডার-ইনসাফ বাজার
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
☎️0196367008

21/03/2023

রমজান উপলক্ষে
হানি জুস এ পাবেন
বিশাল অফার,নিতে ইনবক্সে /কল
০১৯৬৩৬৪৭০০৮

আমি সাইফুল ইসলাম ব্যবসা করছি চিটাগাংরোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ         ০১৯৬৩৬৪৭০০৮@ # কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি শরিষার...
19/03/2023

আমি সাইফুল ইসলাম ব্যবসা করছি চিটাগাংরোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ
০১৯৬৩৬৪৭০০৮
@ # কাঠের ঘানিতে ভাঙ্গানো খাঁটি শরিষার তেল
@ # প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু
@ # অর্জিনাল আখের গুড়
এই সিজনের মধুর স্বাদ বেশি হওয়ার কারণ। এ মধুতে কালোজিরা ধনিয়া খেসারি মসুরি সজিনা শিমুল পিঁয়াজ লিচু সহ আরো বিভিন্ন ফুলের নেক্টার রয়েছে।
আর আমরা সকলেই জানি
multi flower honey সবসময়ই মজাদার হয়।

আমরা সবচেয়ে বেশি দোয়া পেয়েছি এই গুড়টা সেল করে।গতবছর রমজানে যারা নিয়েছেন, তাদের অনেকেই সারাবছর  কেউ না কেউ নক দিয়েছে।চলে ...
03/03/2023

আমরা সবচেয়ে বেশি দোয়া পেয়েছি এই গুড়টা সেল করে।
গতবছর রমজানে যারা নিয়েছেন, তাদের অনেকেই সারাবছর কেউ না কেউ নক দিয়েছে।

চলে এসেছে সেই বিখ্যাত আখের দানাদার গুড়।
আপনি খাবেন আর দোয়া করবেন ইনশাআল্লাহ।
সামনে রমজান দাম বেরে যাবে তাই আগে ভাগেই নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কেমিকেল মুক্ত আখের গুড়।

~♦আমার কাছে যা যা পাবেন
©~বিভিন্ন ফুলের প্রাকৃতিক চাকেঁর খাঁটি মধু
©~টেটুল কাঠের ঘানিতে ভাঙ্গানো শরিষার তেল
©~আখের গুড়
©~দেশি-বিদেশি খেজুর

♥বিঃদ্রাঃএ সকল পন্য খুচরা ও পাইকারি তে পাবেন।

🚒বাংলাদেশের সকল জেলাশহরে কুরিয়ার মাধ্যমে কেশ অন ডেলিভারি দেওয়া হয়

মোঃসাইফুল ইসলাম
ফাউন্ডার:-ইনসাফ বাজার
চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
☎️01963647009

♦খাঁটি সরিষার তেল চেনার উপায়💦 খাঁটি সরিষার তেল বলতে সাধারণত ঘানি ভাঙ্গা সরিষার তেলকেই বোঝায়। যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ...
26/02/2023

♦খাঁটি সরিষার তেল চেনার উপায়

💦 খাঁটি সরিষার তেল বলতে সাধারণত ঘানি ভাঙ্গা সরিষার তেলকেই বোঝায়। যা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কাঠের ঘানি দ্বারা সরিষা পিষ্ট করে বের করা হয়। এই দেশীয় পদ্ধতিতে নিঃসরণকৃত সরিষার তেলে ঝাঁজ হয় খুবই কম কিন্তু সুঘ্রাণ হয় তীব্র।

🍃অপরদিকে, ইলেকট্রিক কলে পিষ্ট হয়ে ও অনেকটা পুড়ে যে সরিষার তেল বের হয়, সেই তেলই বাজারে বেশি পাওয়া যায়। যার সুঘ্রাণ তীব্র না হলেও ঝাঁজ থাকে অনেক বেশি। তাই খাঁটি তেলের স্বাদ ও উপকার পেতে ঘানি ভাঙ্গা সরিষার তেল ব্যবহার করুন।

@ # সকল প্রকার খাঁটি মধু
@ # ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল
@ # দেশি-বিদেশি খেজুর
@ # কেমিকেল মুক্ত আখের গুড় যা গরমের অস্থির ভাব দুর করে আপনার শরিরে নতুন শক্তি যুগাবে

🌈সামনে রমজান তাই দাম বেরে যাওয়ার আগেই নিয়ে রাখতে পারেন

~♥খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়।

অর্ডার করতে ইনবক্সে মেসেজ বা কল দিন ০১৯৬৩৬৪৭০০৮(imo+watsap)

🚒বি.দ্র: কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে যাবে আপনার পণ্য আপনার হাতের নাগালে।
insaf baza
-----------
মাওলানা মোঃসাইফুল ইসলাম
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ

ভালো ভালো অফার পেতে পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
https://www.facebook.com/insafmodugor?mibextid=ZbWKwL

পচন্ড গরমে জ্বর-ঠান্ডা-কাশিতে আক্রান্ত?ফার্মেসি থেকে পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ঔষুধ না খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ন্যা...
22/02/2023

পচন্ড গরমে জ্বর-ঠান্ডা-কাশিতে আক্রান্ত?
ফার্মেসি থেকে পার্শ্বপ্রতিক্রিয়া যুক্ত ঔষুধ না খেয়ে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ন্যাচারাল পণ্য কিনুন
insaf bazar(ইনসাফ বাজার)থেকে
নিয়মিত খাদ্য তালিকায় ন্যাচারাল অর্গানিক ফুড যোগ করে প্রতিরোধ গড়ে তুলুন দেহের অভ্যন্তর থেকে......

@ # সকল প্রকার খাঁটি মধু
@ # কাঠের ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল (প্রথম চাপের)

অর্ডার করতে ইনবক্সে মেসেজ বা কল দিন ০১৯৬৩৬৪৭০০৮(imo+watsap)

* বি.দ্র: কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে সমগ্র বাংলাদেশে পৌঁছে যাবে আপনার পণ্য আপনার হাতের নাগালে।
insaf baza
-----------
মাওলানা মোঃসাইফুল ইসলাম
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ

যদি খাটি মধু খেতে চান......... 👉তাহলে মধুতে গ্যাস হবে মানতে হবে👉 ফেনা হতে পারে মানতে হবে👉জমে যেতে পারে/তলানী হতে পারে মা...
26/10/2022

যদি খাটি মধু খেতে চান.........

👉তাহলে মধুতে গ্যাস হবে মানতে হবে
👉 ফেনা হতে পারে মানতে হবে
👉জমে যেতে পারে/তলানী হতে পারে মানতে হবে
👉টক হতে পারে মানতে হবে
👉উপরের অংশে ঘাদ জমতে পারে মানতে হবে
👉ঝাকিতে কালার পরিবতন হতে পারে মানতে হবে
👉দীর্ঘ সময় রাখলে দুর্গন্ধ হতে পারে মানতে হবে
👉পাতলা/ঘনো হতে পারে মানতে হবে

🌠নিজের উপস্থিতিতে চাক কেটে আনা মধু🌌
তাই ১০০%(শত%)গ্রান্টি দিতে পারি
https://www.facebook.com/insafmodugor

মাথায় রাখুন মৌমাছি আপনার মনের মতো করে মধু সংগ্রহ করে দিবে না।মনের মতো মধু কিনে প্রাতারিত হয়েন না।

ইত্যাদি ইত্যাদি আর ভেজাল মধুতে উপড়ের বৈশিষ্ট্য গুলো পাওয়া মুশকিল।

গ্রাম বাংলার প্রাকৃতিক মৌচাক থেকে সংগ্রহ কৃত মধু নিতে সরাসরি ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
১০০% ন্যাচারাল
মোঃসাইফুল ইসলাম
চিটাগাংরোড,নারায়ণগঞ্জ
০১৯৬৩৬৪৭০০৮

আস্সালামু আলাইকুম,আমি মুফতি মোঃ সাইফুল ইসলাম,ফারেগ জামিয়া আশরাফিয়া ২০২০,♣~ আছি বিভিন্ন ব্রান্ডের নতুন মোবাইল নিয়ে,🌠অনেকে...
22/09/2022

আস্সালামু আলাইকুম,
আমি মুফতি মোঃ সাইফুল ইসলাম,
ফারেগ জামিয়া আশরাফিয়া ২০২০,

♣~ আছি বিভিন্ন ব্রান্ডের নতুন মোবাইল নিয়ে,

🌠অনেকেই মোবাইল লাগবে বলে টেনশন এ আছেন কোন বাজেটে কোন মোবাইল টা কিনবেন ডিসিশন নিতে পারছেন্না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খেদমতের নিয়তে পাশে পাবেন🌠

♥♥♥~অফার~~অফার~~অফার~♥♥♥
~ সেপ্টেম্বর মাসের জন্য বিশাল অফার~

~♦♦এখন সামসং এর নির্দিষ্ট মোবাইল কিনলেই পাবেন আকর্ষনীয় অফার ~~♦♦

~>আর আমাদের সামসং অফিশিয়াল ব্রান্ড শপ এক বছর বেটারি ও মাদারবোর্ড গ্রান্টি সহ পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি আমরা যে অনলাইন সার্ভারের ম্যমো দিয়ে থাকি যার দ্বারা বাংলাদেশের যে কোন জেলায় ওয়ারেন্টি গ্রান্টির সুবিধা নিতে পারবেন,

~আরো পাবেন vivo+oppo+mi+rielmi

♥~ আলহামদুলিল্লাহ অনেক সারা পেয়েছি সেল ও করেছি করছি চাইলে আপনি ও আসতে পারেন আমাদের আমাদের অফিশিয়াল ব্রান্ডশপ তাই লো প্ররাইজ থেকে হায় প্ররাইজের সামসং এর সকল মোবাইল পাবেন আমাদের কাছে,কম্পানির সকল অফার সুযোগ শুবিদা সহ।

~♦কুরিয়ারে পাঠানোর ব্যবস্তা আছে♦ ~
কিন্তুুু দোকানে আসলে ভাল হয় তাই আর দেরি না করে আজি চলে আসুন,

~দোকান~
চিটাগাংরোড,কাস্সাফ শপিং সেন্টার
(৪র্থ তালা)ফয়সাল টেলিকম সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
☎০১৯৬৩৬৪৭০০৮/০১৬৩০৭০৫৪০২

🐝 মধু সম্পর্কে  পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেন--يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَ...
20/08/2022

🐝 মধু সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ ইরশাদ করেন--

يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ

“মৌমাছিগুলোর পেট থেকে বের হয় পানীয় যা বিভিন্ন রঙের হয়ে থাকে। তাতে শিফা রয়েছে মানুষের জন্য।” (সূরাহ নাহল, আয়াত নং ৬৯)

তেমনি হাদীস শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

عَلَيْكُم بِالشِّفَاءيْنِ الْعَسَل وَالْقُرْآن

“তোমরা দু’টি শিফাকে গ্রহণ করো : কুরআন ও মধু।” (মুসতাদরাকে হাকিম, হাদীস নং ৭৪৩৫)

👉মধুর উপকারিতা অনেক। সকালের নাশতা ও হালকা খাবারে মধু নেয়া যায়।

👉প্রতিদিন সকালে হালকা গরম পানিতে মধু (একগ্লাস পানিতে ২ চামচ মধু) মিলিয়ে খেলে শরীরের সতেজতা বাড়ে।

👉মধুতে ক্যালরি থাকায় মধু খাওয়ার পর শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এ প্রোটিন দেহের গঠন বৃদ্ধি সাধ্ম ও ক্ষয় পূরণে যথেষ্ট কার্যকর।

👉মধুর ম্যাগনেশিয়া ও ফসফরাস শরীরের হাড় গঠনে সহায়ক।

👉মধুর ক্যালসিয়াম ও পটাশিয়াম হৃৎপি-কে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন এসিড পাকস্থলির বিভিন্ন জৈবিকক্রিয়ার ফলে রোগ প্রতিরোধ করে।

#আমাদের_কাছে_নিয়মিত_পাবেন
🐝প্রাকৃতিক চাকের মধু
🐝কালোজিরা ফুলের মধু
🐝সরিষা ফুলের মধু
🐝লিচু ফুলের মধু
🍒🍓🍏🍍🥭🍇🥕🍑
মিক্স ড্রাই ফ্রুটস

আমাদের যেকোনো পণ্য একবার নিয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ খাঁটি পণ্য পেয়ে যাবেন এতটুকু নিশ্চয়তা দিয়ে থাকি।

💴আমাদের সকল পণ্য পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয়।

~♦♥বৈশিষ্ট্য কারন বসত বিক্রিত মাল ফেরত নেওয়া হয়„

☎️দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করতে মেসেঞ্জার অথবা ফোনে যোগাযোগ করতে পারেন।

🚛দেশের যেকোনো জেলায় কুরিয়ার এবং হোম ডেলিভারিতে পণ্য পৌঁছে দেওয়া হয়।


মোঃসাইফুল ইসলাম চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ
☎️০১৯৬৩৬৪৭০০৮

খুব সিগরি insafmodugor  নতুন পন্য যোগ হচ্ছে (ড্রাই ফুড ৩৫ টা আইটেম)সরাসরি ইনপোটার থেকে, প্রী অর্ডার করে রাখতে পারেন,পেইজ...
12/08/2022

খুব সিগরি insafmodugor নতুন পন্য যোগ হচ্ছে (ড্রাই ফুড ৩৫ টা আইটেম)সরাসরি ইনপোটার থেকে, প্রী অর্ডার করে রাখতে পারেন,

পেইজে লাইক দিয়ে সাথে থাকুন
https://www.facebook.com/insafmodugor/

„🐝আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু🐝 🐝আশা করি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভাল আছেন! 🐝🐝আমি আজকে আপন...
02/08/2022

„🐝আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু🐝

🐝আশা করি আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভাল আছেন!

🐝🐝আমি আজকে আপনাদের সামনে মধুর উপকারিতা নিয়ে একটু আলোচনা করতে চাই!

🐝🐝 বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা তার বিখ্যা Medical Test Book The .Canon of Medicine

🐝রোগের প্রতিশোধক হিসেবে মধু ব্যবহারের সুপারিশ করেছেন!

🐝তিনি মধুর উপকারিতা সম্পর্কে বলেছেন !

🐝মধু আপনাকে সুখী করে! পরিবারকে সহায়তা করে! খুদা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে ও তীক্ষ্ণ করে, জিব্বায় স্পষ্ট ও যৌবন রক্ষা করে,

🐝মধু ঠান্ডা, সর্দি, কাশি ,জ্বর, হাঁপানি, হৃদরোগ, পুরাতন আমাশয় পেটের পীড়া জীবনী শক্তি বৃদ্ধি করে!

🐝🐝 শিশুর বুদ্ধি বিকাশ, শরীর গঠন, ক্ষত পোড়া ব্যথা নিরাময়, যৌন রোগ, ক্রিমিনাসক রোগ,
প্রতিশোধন ক্ষমতা বৃদ্ধি ও রোগ নিরাময়সহ বিভিন্ন রোগের উপকার মধুর মাধ্যমে হয়ে থাকে!

🐝🐝এছাড়া রূপচর্জায় ত্বকের উজ্জ্বলতা !কন্ঠ ভালো রাখা, খেলোয়াড়দের শক্তি অর্জনে ক্লান্তি দূর ও হারানো শক্তি ফিরিয়ে আনে!!!

🐝মুফতি সাইফুল ইসলাম
চিটাগাংরোড,সিদ্ধিরগঞ্জ,
নারায়ণগঞ্জ
☎️০১৯৬৩৬৪৭০০৮

♦~আমাদের সবার এই চিন্তা করা উচিত যে, লাভের হিসাব না করে কাস্টমারের জন্য মালের কোয়ালিটি ঠিক রাখা। কোয়ালিটি নো কম্প্রোমা...
20/06/2022

♦~আমাদের সবার এই চিন্তা করা উচিত যে, লাভের হিসাব না করে কাস্টমারের জন্য মালের কোয়ালিটি ঠিক রাখা। কোয়ালিটি নো কম্প্রোমাইজ।

আপনি হয়তো প্রাথমিক পর্যায়ে 2 টাকা লাভ করবেন কিন্তু এতে আপনি ঠকেন-নি বরং জিতেছেন।
কারণ এই ক্রেতাকে যখন ভালো সার্ভিস দেবেন তখন সে বারবার আপনার থেকে নেবে এবং অন্যকে উৎসাহিত করবে, আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবে।🙂

♦~তারমানে আপনার ভালো সার্ভিস আপনার মালের মার্কেটিং হয়ে যাচ্ছে।

আর মনে রাখতে হবে। পৃথিবীতে কেউ ধরেই সফল হয়নি বরং কঠিন সাধনা আর পরিশ্রম করেই কোটিপতি হয়েছেন। তাই আমরাও যদি সাবলম্বী হতে চাই তাহলে কাস্টমার এর চাহিদাকে সবার আগে রাখতে হবে।

আমি মুফতি সাইফুল ইসলাম
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,থেকে
কাজ করছি খাটিঁ মধু, ঘী,শরিষার তেল, ও নকশি পিঠা,ঝিনুক পিঠা, নিয়ে

☎️ 01963647008

ইনসাফ মধু ঘর থেকে মধু কিনলেই চলে যাবে তার,লাভাংশ অসহায় সিলেটের বন্যার্ত মানুষদের দাড়ে,🐝🐝আমার কাছে যে মধু গুলো পাবেন  🐝🐝 ...
23/05/2022

ইনসাফ মধু ঘর থেকে মধু কিনলেই
চলে যাবে তার,লাভাংশ অসহায় সিলেটের বন্যার্ত মানুষদের দাড়ে,

🐝🐝আমার কাছে যে মধু গুলো পাবেন 🐝🐝
সব গুলোই প্রাকৃতিক

🐝শরিষা ফুলের প্রাকৃতিক মধু,
🐝লিচু ফুলের প্রাকৃতিক মধু,
🐝বড়ই ফুলের প্রাকৃতিক মধু,
🐝প্রাকৃতিক মিশ্রণ ফুলের মধু,
🐝খুদে মৌমাছির প্রাকৃতিক মধু,
🐝কালোজিরা ফুলের মধু,

সাইফুল ইসলাম,
সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,

🐝🐝🐝প্রাকৃতিক চাঁকের ফ্রেশ মধুর খুচরা ও                    পাইকারির প্রয়োজনে ইনবক্স বা কল দিন                     নিচের ন...
15/05/2022

🐝🐝🐝প্রাকৃতিক চাঁকের ফ্রেশ মধুর খুচরা ও পাইকারির প্রয়োজনে ইনবক্স বা কল দিন
নিচের নাম্বারে

স্শরিরে উপস্থিত থেকে চাক কেটে নিয়ে আসি
তাই গ্রান্টির নিশ্চিয়তা ১০০% ইনশাআল্লাহ,

🐝🐝আমার সকল মধুই প্রাকৃতিক চাকের
মধুর নাম দেওয়া হইছে যেটা যে সিজেনে কাটা সেই হিসাবে আর সব মধুই স্শরিরে থেকে কেটে আনা প্রাকৃতিক চাকের,।

🐝🐝ইনসাফ ঘরে যে মধু গুলো পাবেন🐝🐝

🐝শরিষা ফুলের মধু,
🐝কালোজিরা ফুলের মধু,
🐝লিচু ফুলের প্রাকৃতিক মধু,,
🐝বড়ই ফুলের প্রাকৃতিক মধু,
🐝প্রাকৃতিক মিশ্রণ ফুলের মধু,
🐝ক্ষুদে মৌমাছির প্রাকৃতিক মধু,

আমি সাইফুল ইসলাম
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে
☎️০১৯৬৩৬৪৭০০৮

02/04/2022

প্রাকৃতিক চাঁকের মিক্স ফুলের,মধু

মধু সংগ্রহ করার,সময়
02/04/2022

মধু সংগ্রহ করার,সময়

ইনসাফ মধু ঘর এন্ডহোমসার্ভিসে এক কেজি কালোজিরা ফুলের মধু অথবা মিশ্রণ ফুলের প্রাকৃতিক চাকের মধু অর্ডার করলেই ডেলিভারি চার্...
23/03/2022

ইনসাফ মধু ঘর এন্ডহোমসার্ভিসে এক কেজি কালোজিরা ফুলের মধু অথবা মিশ্রণ ফুলের প্রাকৃতিক চাকের মধু অর্ডার করলেই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন।(সীমিত সময়ের জন্য)।

প্রচন্ড গরমে ২/৩ চামচ মধু ও এক গ্লাস পানি নিয়ে শরবত তৈরী করে খান ইনশা-আল্লাহ শরিরের ক্লান্তিভাব দূর হয়ে যাবে।মধু শীত ও গরম উভয় সময়ে খাওয়া যায়।
মধু মানুষের জন্য শেফা স্বরুপ। নিয়মিত মধু সেবন করুন ইনশা আল্লাহ সুস্থ থাকতে পারবেন (কালোজিরা ফুলের মধু)
1,200.00 কেজি।

আমাদের কাছে সুন্দরবনের গাছ কাটা চাক ভাঙ্গা মধুও রয়েছে।
Sundarban Natural Honey (সুন্দরবনের চাকের মধু)
1,600.00

কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য
একেক মধুর একেক বৈশিষ্ট্য থাকে।কালোজিরার মধুর বৈশিষ্ট্য অন্য সব মধু থেকে ভিন্নতর হয়ে থাকে।এই মধুর স্বাদ ,ঘ্রাণ ,কালার সব মধু থেকে ভিন্ন রকম হয়।নিম্নে কালোজিরার মধুর কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হলো।
স্বাদঃকালোজিরার মধুর স্বাদ কিছুটা চিটা গুড়ের মত স্বাদ হয়ে থাকে ।খুবই সুস্বাদু একটি মধু ।যদিও এই মধুর স্বাদ গুড়ের মত কিন্তু আসলে এটা কোন গুড় নয়।মধু আর গুড় দুইটা আলাদা জিনিস।

কালোজিরার ফুল সাদা হয়ে থাকে কিন্তু মহান আল্লাহ তায়ালার কি অপার মহিমা ফুল সাদা কিন্তু ফুলের মধু হয় কালো বা কালছে।
কালোজিরার মধুর স্বাদ গুড়ের মত হয়ে থাকে কিন্তু যদি না হয় তাহলে বুঝতে হবে এই ফুলের সাথে ধনিয়া ফুলের মধু মিক্সড আছে।কেণনা ধনিয়া ফুল আর কালোজিরা ফুল প্রায় এক সাথেই কিছু সময় থাকে।যেমন ধনিয়া ফলনের পর যখন ফুল আসে তখন ধনিয়ার সাথে কিছু ডাল ফুল থাকে ।মনে করেন ধনিয়া ফুল এক মাস যাবত ফুটে আছে আর থাকবে ১০ দিন ঠিক এমন সময় কালোজিরা ফুল ফুটে যায় ।এই সময় যে মধুটা হয় সেটাকে আমরা কালোজিরা মিক্সড মধু বলে থাকি ,এই মধুর স্বাদ গুড়ের মত হবে না ।কারণ ধনিয়া ফুলের নেক্টর ও কালোজিরা ফুলের নেক্টর এক সাথে মিক্সড হয়ে যায়।
যখনই ধনিয়া শেষ হয়ে যায় তখন মাঠে কালোজিরা ফুল ছাড়া অন্য ফুল থাকে না তখন যে মধুটা হয় সেই মধুটাকে আমরা একক কালোজিরার মধু বলি।এই মধুর স্বাদ প্রায় গুড়ের মত লাগে কিন্ত গুড় না।মধু তো মধুই হয়ে থাকে।
(আর এই মধুর দামও বেসি হয়ে থাকে।কালোজিরা মিক্সড মধুটা দাম কিছুটা কম)।
https://www.facebook.com/ইনসাফ-মধু-ঘর-এন্ড-হোম-সার্ভিস-100300478539662/
গন্ধঃকালোজিরা মধুর স্বাদ যেহেতু অনেকটা গুড়ের মতো তবে গন্ধ কিন্তু গুড়ের মতো না।এই মধু বেস আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর।মধুর বয়োম খুলার সাথে সাথে আপনার নাকে এই আকর্ষণীয় ও লোভনীয় ঘ্রাণ চলে আসবে ইনশা আল্লাহ।মধু খাওয়ার জন্য মন ধ০আত্মহারা হয়ে উঠবে ইনশা আল্লাহ।
রংঃ কালোজিরা ফুলের রঙ সাদাটে হয়ে থাকে কিন্তু মধুর রং হয় কালছে টাইপের হয়ে থাকে।
ঘনত্বঃ এইটি স্পেসিফিক ভাবে বলা যায় না। মধুর ঘনত্ব ডিপেন্ড করে পারিপার্শ্বিক আবহাওয়া, তাপমাত্রার উপরে। তবে আমাদের দেশের মধুতে সাধারণত ১৮% থেকে ২৫% পর্যন্ত জলীয় বাষ্প থাকে।https://m.facebook.com/story.php?story_fbid=2992794611035227&id=100009141538326

07/03/2022

🐝🐝মাএ ১০০ গ্রাম মধু সংগ্রহ করতে,,,,,প্রায় ১০ লক্ষ ফুলে মৌমাছি বিচরন করতে হয়। 🐝🐝

🐝সুবহানাল্লাহ🐝

🐝🐝মাএ ১০০ গ্রাম মধু সংগ্রহ করতে,,,,,প্রায় ১০ লক্ষ ফুলে মৌমাছি  বিচরন করতে হয়। 🐝🐝🐝সুবহানাল্লাহ🐝
02/03/2022

🐝🐝মাএ ১০০ গ্রাম মধু সংগ্রহ করতে,,,,,প্রায় ১০ লক্ষ ফুলে মৌমাছি বিচরন করতে হয়। 🐝🐝

🐝সুবহানাল্লাহ🐝

Address

Siddhirganj

Telephone

+8801963647008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Insaf Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Insaf Bazar:

Videos

Share

Category


Other Video Creators in Siddhirganj

Show All

You may also like