ড. ইউনুস সরকারের কাছে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আহবান ।
ড. ইউনুস সরকারের কাছে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আহবান। স্বৈরাচারের সকল দোসরদের আইনের আওতায় আনার জন্য।
#Shibir #JamaateIslami #DhakaBangladesh #Dhaka
স্নেহের ভাতিজা নাফিজ ও ভাতিজি নাফিজার সঙ্গে কাবার প্রান্তরের খুনসুটি 🥰
স্নেহের ভাতিজা নাফিজ ও ভাতিজি নাফিজার সঙ্গে কাবার প্রান্তরের খুনসুটি 🥰
#saudiarabia #Mokka #masjidulharam #kabbah #mokkasorif
বাংলার দামাল ছেলে 🔥 এভাবেই ভারতীয় দালালদের বিরুদ্ধে জবাব দিতে হবে। ভারতের ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। সংখ্যালগুদের কোথাও কোনো হামলা না ঘটলেও তারা নিজেরা হামলা করে মুসলিমদের নামে চালিয়ে দেয়৷ এসব বিষয়ে যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার দোসর পালিয়ে যায় নি। সময়ের পক্ষান্তরে তারা কখনো রিক্সাওয়ালা-আনসার-পুলিশ-সাকিবিয়ান-সংখ্যালগু- জাতীয় পার্টি হয়ে ফিরে আসে।
স্বাধীনতা ২.০ রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে। ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।
#bmwe #everyonehighlightsfollowers #Bangladesh #bangla #Banglanews #July #muslim #Dhaka #DrYunus #news #NewsUpdate #StepDownHasina #hinduism #hindustan #hindi
বিমান আকাশে ওঠার ও নামার যে ভয়ংকর দৃশ্য বিমানে ভ্রমণকারী ছাড়া কেউ জানে না কিংবা দেখে না। ওঠার ও নামার সময় কতবার যে নিজের অজান্তে আল্লাহকে ডাকেন। সেই ব্যাক্তির অন্তর ছাড়া কেউ তা উপলব্ধি করে না।
শিক্ষকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা জাহাঙ্গীর আলম গাজীপুরী সাহেব।
শহীদের মিছিলে আজও যোগ হলো বরগুনার আমতলীর একজন দেশপ্রেমিক। 😪
১৭ বছর বয়সী সন্তানের জানাজার নামাজে যখন বাবা ইমাম হয়। সেই বাবার বেদনা আমরা কি বুজতে পারবো, তবুও বাবা বলেছেন তিনি ধন্য এমন সন্তানের বাবা হয়ে যে সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন।
আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন শেষের দিকে 🖤
১০০০+ প্যাকেজ নিয়ে আমরা ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছি।
আমরা বস্ত্র নিয়ে কেন্দ্রে যাচ্ছি 🇧🇩