Sagor Kazi KSA

Sagor Kazi KSA দ্বীনের আলোয় আলোকিত হতে দ্বীনের পথে আসো বন্ধু, দুনিয়ার সুখ তোমার পরকালের শাস্তির কারণ হতে পারে বন্ধু

02/12/2024

ড. ইউনুস সরকারের কাছে শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আহবান। স্বৈরাচারের সকল দোসরদের আইনের আওতায় আনার জন্য।

01/12/2024

স্নেহের ভাতিজা নাফিজ ও ভাতিজি নাফিজার সঙ্গে কাবার প্রান্তরের খুনসুটি 🥰

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪-এর সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আ...
01/12/2024

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৪-এর সাবেক সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। যাত্রী হিসেবে তার সঙ্গে স্বামী বদরুল আনাম সাউদও ছিলেন। তাকেও দেশ ছাড়তে দেওয়া হয়নি।

22/11/2024

সাফা মারওয়া পাহাড়দ্বয়ে

03/11/2024

বাংলার দামাল ছেলে 🔥 এভাবেই ভারতীয় দালালদের বিরুদ্ধে জবাব দিতে হবে। ভারতের ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। সংখ্যালগুদের কোথাও কোনো হামলা না ঘটলেও তারা নিজেরা হামলা করে মুসলিমদের নামে চালিয়ে দেয়৷ এসব বিষয়ে যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার দোসর পালিয়ে যায় নি। সময়ের পক্ষান্তরে তারা কখনো রিক্সাওয়ালা-আনসার-পুলিশ-সাকিবিয়ান-সংখ্যালগু- জাতীয় পার্টি হয়ে ফিরে আসে।

স্বাধীনতা ২.০ রক্ষায় আমাদের সোচ্চার হতে হবে। ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

এই ভাই টি কে যদি কেউ চিনেন তবে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন ' দীর্ঘদিন যাবত সৌদি আরবের দাম্মামে এ ভাবে পার্কে বা মসজি...
30/10/2024

এই ভাই টি কে যদি কেউ চিনেন তবে দয়া করে আমার সাথে যোগাযোগ করুন ' দীর্ঘদিন যাবত সৌদি আরবের দাম্মামে এ ভাবে পার্কে বা মসজিদের আশেপাশে শুয়ে বসে দিন কাটাচ্ছে' তার নাম আব্দুল কুদ্দুস সুজন কুমিল্লার সুয়াগন্জ' বর্তমানে তার সাথে মোবাইল ও নেই নাম্বার ও বলতে পারে না, মানসিক সমস্যা ও তৈরি হচ্ছে ধীরে ধীরে। নিজে নিজেই কথা বলে .
0507851087


post collected

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
27/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

15/09/2024

বিমান আকাশে ওঠার ও নামার যে ভয়ংকর দৃশ্য বিমানে ভ্রমণকারী ছাড়া কেউ জানে না কিংবা দেখে না। ওঠার ও নামার সময় কতবার যে নিজের অজান্তে আল্লাহকে ডাকেন। সেই ব্যাক্তির অন্তর ছাড়া কেউ তা উপলব্ধি করে না।

ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা-র কমিটি,  প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি টিম ফতুল্লা মডেল থা...
11/09/2024

ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা-র কমিটি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি টিম ফতুল্লা মডেল থানার নতুন ওসি মহোদয় জনাব মাহমুদ স্যার কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর স্থীর চিত্র।

10/09/2024

শিক্ষকদের পক্ষে থেকে বক্তব্য রাখেন ভূইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক জনাব মাওলানা জাহাঙ্গীর আলম গাজীপুরী সাহেব।

ফতুল্লা মডেল থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করার পর প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও মাদরাসার কান্ডারিদের একাংশ।
10/09/2024

ফতুল্লা মডেল থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করার পর প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও মাদরাসার কান্ডারিদের একাংশ।

07/09/2024

স্বাধীন নারায়ণগঞ্জ থেকে

02/09/2024

শহীদের মিছিলে আজও যোগ হলো বরগুনার আমতলীর একজন দেশপ্রেমিক। 😪

১৭ বছর বয়সী সন্তানের জানাজার নামাজে যখন বাবা ইমাম হয়। সেই বাবার বেদনা আমরা কি বুজতে পারবো, তবুও বাবা বলেছেন তিনি ধন্য এমন সন্তানের বাবা হয়ে যে সন্তান দেশের জন্য জীবন দিয়েছেন।

আমাদের শেষ প্রস্তুতি, গভীর রাতে রওনা হচ্ছি কুমিল্লার লাকসাম উপজেলার উদ্দেশ্য। অনেকেই কল দিয়েছেন। কিন্তু সাড়া দিতে পারছি ...
27/08/2024

আমাদের শেষ প্রস্তুতি, গভীর রাতে রওনা হচ্ছি কুমিল্লার লাকসাম উপজেলার উদ্দেশ্য। অনেকেই কল দিয়েছেন। কিন্তু সাড়া দিতে পারছি না। লাকসাম উপজেলা থেকে যে হারে মানুষ আহাজারি করতেছে অন্য দিকে যাওয়ার আগে লাকসাম কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

27/08/2024

আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা দোয়া করবেন।

26/08/2024

আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন শেষের দিকে 🖤

26/08/2024

১০০০+ প্যাকেজ নিয়ে আমরা ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছি।

আলহামদুলিল্লাহ ঢাবি ও ঢাকা কলেজের উদ্দেশ্য রওনা হলাম।
25/08/2024

আলহামদুলিল্লাহ ঢাবি ও ঢাকা কলেজের উদ্দেশ্য রওনা হলাম।

Address

Jeddah
Siddhirganj
1421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Kazi KSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor Kazi KSA:

Videos

Share

Category