মুষলধারে বৃষ্টি হচ্ছে মক্কার পথে আলহামদুলিল্লাহ
আযান মাগরীব মদিনা মুনাওয়ারা থেকে
দারস সরাসরি মাসজিদে নববী থেকে। দদরস দিচ্ছেন শায়খ আবু বকর আল বদর।
গভীর রাতে শেয়ালের পালের ডাক 🐺
আজকের ঈদুল আজহার খুৎবা
মসজিদে মুনিরা দাম্মাম থেকে পাঠিয়েছেন প্রিয় "Mahmudul Hasan ভাই
দাম্মামে থাকাকালীন সময়ে বেশিরভাগ ঈদের নামাজ সালাতুত তারাবীহ এখানেই পড়তাম।
মশার কামড় থেকে বাচার সহীহ দো'আ🤲 অর্থ সহ
খোলা মাঠে ঘাসের উপর বিশ্ববিখ্যাত ক্বারী আহমাদ বিন ইউসুফের কন্ঠে মন জুড়ানো কোরআন তেলাওয়াত
২🚘০ ১ ৭ -এর একটি সকাল থেকে🌄
আজ দুইটি অসহায় পরিবারের মাঝে ছয় বান টিন দেওয়া হয়, তার মাঝে এটি একটি। ঘরের অবস্থা দেখলেই বুঝা যায় যে, বৃষ্টির সময় তারা কতটা অসহায় হয়ে পড়ে। আরো শতশত এমন ঘর আছে যেগুলোর অবস্থা আরো করুণ, তাদের পাশে কে এসে দাড়াবে?।
তিনি একজন অসহায় বিধবা মহিলা, তার দুইটি ছেলে থাকলে ও তারা তার কোনো রকম খোজ খবর রাখেনা। খুব কষ্টে দিন পার করেন তিনি। তার সবচেয়ে বড় কষ্ট হলো খাবারের কষ্ট। বাসস্থান আর অন্য হিসেবতো বাদই দিলাম। এ মানুষটা জানতোনা যে, কালকে ঈদের দিন আদৌও তার কোনো খাবার জুটবে কিনা। আমাদের একটি প্যাকেজ তার জন্য ছিলো স্বপ্নের মত। বার্ধক্য আর সাদাসিধে হওয়ার কারনে কারো কাছে চাইতেও পারেননা। আর যারা আমাদের কাছে এসে কাকুতি মিনতি করে চাইতে পারে আমরা তাদেরকে দিয়েই অভ্যস্ত। যার কারণে এমন অসহায় মায়েরা সব সময় আমাদের দৃষ্টির আড়ালে সুবিধা বঞ্চিতই থেকে যায়।
আজ বিকেল থেকেই আমাদের ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
আপনাদের নেক দো'আয় আমাদের শামিল রাখবেন।
প্রশাসনের উচিৎ সকল মাজারের টাকা পয়সাগুলি জব্দ করে অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা। এই টাকাগুলাোর কোনো মালিক নেই।
সালেহ আহমেদ তাকরীম দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আবারো বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে।