sherpuri meye

sherpuri meye ��

25/10/2024

স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক।একজনকে ছাড়া অন্য জন অসম্পূর্ণ।মনের চার্জ হচ্ছে ভালোবাসা।এর অভাবেই মানুষ থেকে মানসিক রোগী হতে সময় লাগে না।আবার ভালোবাসাই পারে একজন মানুষের মানসিক শক্তি বাড়াতে।
মান অভিমানে কথা না হলে, দুজনেই দুই দিক থেকে চার্জ শূন্য হয়ে যায়।কোনো কাজে মন বসে না।
সব মন খারাপ, দুশ্চিন্তা এসে মনে বাসা বাঁধে। মনে হয় জীবন টা তুচ্ছ, বেঁ*চে থেকে কি লাভ!
অথচ দুজনে একসাথে হলেই যেন সব মন খারাপ, দুশ্চিন্তা উধাও হয়ে যায়।শূন্য চার্জ থেকে ফুল চার্জ!অভিমানে দূরে গিয়ে কষ্ট বাড়াতে নেই, একসাথে হয়ে সবকিছু ঠিকঠাক করলেই তো জীবন সুন্দর। তখন মনে হবে দুজনে একসাথে কত সুখী,অনেকটা বছর দুজনে বাচঁতে ইচ্ছে হবে! ✨❤️

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।একজন মাস...
24/10/2024

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে। এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা। এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই ❤️

স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়,তবে তাকে পর্যাপ্ত সময় দিন।যতই ব্যস্ত থাকুন না কেন,তার ম...
14/10/2024

স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ

★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়,তবে তাকে পর্যাপ্ত সময় দিন।যতই ব্যস্ত থাকুন না কেন,তার মন বুঝার চেষ্টা করুন।আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট!

★সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে!তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান,যেখানে দু'জন একান্ত সময় কাটাতে পারবেন।কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষন্নতা দূর হয়ে যায়!

★দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী’র;মাঝে মাঝে রাগ-অভিমান হওয়াটাই স্বাভাবিক।তবে স্ত্রী অভিমান করলে,বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন। গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না!

★স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন,তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি করুন, রান্নার সময় চুপিচুপি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন। সে উপভোগ করবে!

★জোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন,সেই সাথে তার সাথে সুখ-দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না।তার যতই মন খারাপ থাক,আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে!

★স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন।কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না,ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই সম্ভাবনা থাকে।তাই নিয়ম করে আপনিই সে ক'টা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান!

★তার বিশেষ দিনগুলোতে(পিরিয়ড+প্রেগনেন্সি+শারীরিক অসুস্থতায়)তাকে পর্যাপ্ত সময় দিন।শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন।তার খেঁয়াল রাখুন।তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না।আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল!তাকে বুঝতে হবে,তাকেও বুঝাতে হবে।আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে!তার ঠিক কি করলে মন ভালো হবে,সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

মনে রাখবেন,
আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়,যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে।যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না।দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া,আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব।

জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি। কেননা টাকা দিয়ে কেবল সৌখিন চাহিদা পূরণ করা যায়,তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না!

#সংগৃহিত
#𝑪𝒐𝒍𝒍𝒆𝒄𝒕𝒆𝒅





#সংকল্প

দুধের কালা ভুনা রেসিপি 😄অনেক কষ্ট করে দুধের কালাভুনার রেসেপিটি শেয়ার করলাম 🫣তোমাদের জন্য🙈প্রথমে দুধ চুলায় বসিয়ে চুলার আঁ...
28/09/2024

দুধের কালা ভুনা রেসিপি 😄
অনেক কষ্ট করে দুধের কালাভুনার রেসেপিটি শেয়ার করলাম 🫣তোমাদের জন্য🙈প্রথমে দুধ চুলায় বসিয়ে চুলার আঁচ ধরিয়ে দিবেন।তারপর মোবাইল হাতে নিয়ে রুমে গিয়ে বেড এ শুয়ে ফেইসবুক ওপেন করবেন।১ ঘন্টা পরে হঠাৎ গন্ধ নাকে আসলে এক দৌড় দিয়া গিয়া দেখবেন দুধের কালা ভুনা রেডি🤣।তারপর বাড়ীতে মা থাকলে ঝাড়ুর বাড়ি খাইতে রেডি হয়ে যাবেন🤭

13/09/2024

আতা গাছে তোতা পাখি 🦜
ডালিম গাছে মৌ🐝

02/04/2023

বান্ধবীর ফোনে চার্জ নেই তাই তার মাথা নষ্ট 😂🤣

26/03/2023
24/03/2023

চাঁদ টা অসম্ভব সুন্দর,, শুক্র গ্রহ ও চাঁদ এক সাথে

24/03/2023

সব থেকে সহজে আলু দিয়ে গরুর মাংসের সহজ রেসিপি😍

Address

Mymimsing
Sherpur
2

Website

Alerts

Be the first to know and let us send you an email when sherpuri meye posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sherpuri meye:

Videos

Share


Other Digital creator in Sherpur

Show All