25/10/2024
স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক।একজনকে ছাড়া অন্য জন অসম্পূর্ণ।মনের চার্জ হচ্ছে ভালোবাসা।এর অভাবেই মানুষ থেকে মানসিক রোগী হতে সময় লাগে না।আবার ভালোবাসাই পারে একজন মানুষের মানসিক শক্তি বাড়াতে।
মান অভিমানে কথা না হলে, দুজনেই দুই দিক থেকে চার্জ শূন্য হয়ে যায়।কোনো কাজে মন বসে না।
সব মন খারাপ, দুশ্চিন্তা এসে মনে বাসা বাঁধে। মনে হয় জীবন টা তুচ্ছ, বেঁ*চে থেকে কি লাভ!
অথচ দুজনে একসাথে হলেই যেন সব মন খারাপ, দুশ্চিন্তা উধাও হয়ে যায়।শূন্য চার্জ থেকে ফুল চার্জ!অভিমানে দূরে গিয়ে কষ্ট বাড়াতে নেই, একসাথে হয়ে সবকিছু ঠিকঠাক করলেই তো জীবন সুন্দর। তখন মনে হবে দুজনে একসাথে কত সুখী,অনেকটা বছর দুজনে বাচঁতে ইচ্ছে হবে! ✨❤️