Jan's Data

Jan's Data Hellow guys! This is "Jan's Data"

03/09/2024

ঘূর্ণিঝড় ‘আসনা’ নামটি দিয়েছে পাকিস্তান। এর অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়।

01/09/2024

স্বাধীন বাংলাদেশ যাত্রার টাইমলাইন
৫ জুন থেকে ৫ আগস্ট

(শেয়ার করে রেখে দিন নিজের প্রোফাইলে)

৫ জুন
-- মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় প্রদান করে হাইকোর্ট

৬ জুন
-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাবি ছাত্ররা

৯ জুন
-- কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে আবারও বিক্ষোভ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
-- দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন ঢাবি ছাত্ররা।
-- বিক্ষোভ শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিদল সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল বরাবর স্মারকলিপি দেয়।
-- কোটা বাতিল-সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করা হয়

১ জুলাই
-- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
-- ৪ জুলাইয়ের মধ্যে দাবির বিষয়ে চূড়ান্ত সুরাহার আহ্বান জানানো হয়
-- আন্দোলনকারীদের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়

২ জুলাই
-- ঢাবির ছাত্ররা মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে এক ঘন্টা
-- জাবির ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়ক ২০ মিনিটের জন্য অবরোধ করেন।

৩ জুলাই
-- ঢাবির ছাত্ররা শাহবাগ মোড় দেড় ঘণ্টার মতো অবরোধ করে রাখেন।
-- ময়মনসিংহে রেললাইনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
-- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করেন।
-- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন
-- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন।

৪ জুলাই
-- প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ 'নট টুডে' বলে আদেশ দেন। পরের সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে ওই দিন অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জানানো হয়।
-- ছাত্ররা ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রাখে ৫ ঘণ্টা

৫ জুলাই
-- এই দিন শুক্রবারেও চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনকারী ছাত্ররা।

৬ জুলাই
-- দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগের দিনের মতোই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।
-- আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট এবং সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন। এর নাম দেওয়া হয় ‘বাংলা ব্লকেড’।

৭ জুলাই
-- বাংলা ব্লকেডে স্থবির রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা।

৮ জুলাই
-- ঢাকার ১১টি স্থানে অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ৩টি স্থানে রেলপথ অবরোধ এবং ৬টি মহাসড়ক অবরোধ।
-- সারাদেশের ছাত্রদের নিয়ে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়।

৯ জুলাই
-- হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থীর আবেদন করে।
-- ঢাকার বিভিন্ন স্থানে প্রায় ৪ ঘন্টা অবরোধ কর্মসূচি 'বাংলা ব্লকেড' পালন করা হয়।
-- পরদিন সারা দেশে সকাল-সন্ধ্যা 'বাংলা ব্লকেড'-এর ঘোষণা দেওয়া হয়।

১০ জুলাই
-- কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ আপিল বিভাগের। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানির জন্য আগামী ৭ আগস্ট দিন রাখা হয়।

-- ছাত্ররা ভুল করেছে মর্মে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি। তিনি আরো বলেন, রাস্তায় স্লোগান দিয়ে রায় পরিবর্তন করা যায় না। এটি সঠিক পদক্ষেপ না।

১১ জুলাই
-- পুলিশের বাধার মুখেই দেশের বিভিন্ন স্থানে অবরোধ পালন করেন আন্দোলনকারীরা
-- ওবায়দুল কাদের বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন। এটি অনভিপ্রেত ও সম্পূর্ণ বেআইনি।
-- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শিক্ষার্থীরা 'লিমিট ক্রস' করে যাচ্ছেন।

১২ জুলাই
-- শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ চলে
-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন।
-- রেলপথ অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৩ জুলাই
-- আরাফাত বলেন, বিচারাধীন বিষয়ে সরকারের এখন কিছু করার নেই।

১৪ জুলাই
-- রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আন্দোলনকারীরা সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন ছাত্ররা।
-- শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের নাতি-পুতি বলেছে।
-- এর প্রতিবাদে রাত নয়টার দিকে ঢাবির বিভিন্ন হলে শ্লোগান ওঠে
তুমি কে? আমি কে?
রাজাকার! রাজাকার!!
-- এই শ্লোগান এতোই জনপ্রিয় হয় যে, মুহূর্তেই দেশের সকল পাবলিক ভার্সিটিতে ছোঁয়া লাগে। সকল ভার্সিটিতেই এই শ্লোগান চলে রাতভর।
-- রাতে চবিতে ছাত্রদের মিছিলে ছাত্রলীগ হামলা চালায়।

১৫ জুলাই
-- ওবায়দুল কাদের সাংবাদিকদের বলে, আন্দোলনকারীদের 'রাজাকার' স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে।
-- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম মন্তব্য করে, যাঁরা ‘আমি রাজাকার’ স্লোগান দিচ্ছেন, তাঁদের শেষ দেখিয়ে ছাড়বো।
-- কাদের ও সাদ্দামের মন্তব্যের পর ছাত্রলীগের সন্ত্রাসী হানাদার বাহিনী ঢাবির আন্দোলনকারী ছাত্রদের ওপর সশস্ত্র আক্রমণ করে। ছাত্রদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে।
-- ভয়াবহ আক্রমণে ২৯৭ জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন।
-- হামলার প্রতিবাদে আন্দোলনকারী ও ছাত্রলীগ উভয়ে সমাবেশ করার ঘোষণা দেয়।

১৬ জুলাই
-- পুলিশের গুলিতে রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম, শান্ত, ফারুক ও ঢাকায় সবুজ আলী ও শাহজাহান শাহদাতবরণ করেন।
-- সাদ্দাম আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলে, আমরা দেখে নেব, কত ধানে কত চাল।

১৭ জুলাই
-- ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিতাড়ন করে 'রাজনীতিমুক্ত' ঘোষণা করে সাধারণ ছাত্ররা।
-- পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কফিন মিছিল পণ্ড হয়ে যায়
-- সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ, সড়ক-মহাসড়ক অবরোধ, গায়েবানা জানাজা, কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা।
-- রাত সাড়ে সাতটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ। ছয়জন নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ।
-- বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী সন্ধ্যা নাগাদ ক্যাম্পাস ছেড়ে যান। তবে হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেও অনেক ছাত্রছাত্রী হল ও ক্যাম্পাসে অবস্থান করছিলেন।

১৮ জুলাই
-- সারাদেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল। হানাদার আওয়ামী পুলিশ বাহিনীর হামলা।
-- প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা এদিন আন্দোলনের মূল হাল ধরে
-- মুগ্ধসহ মোট ৪০ জন শাহদাতবরণ করেন।
-- সংঘর্ষ বেশি হয় ঢাকায়।
-- সারাদেশে বিজিবি মোতায়েন।

১৯ জুলাই
-- শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন' বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে।
-- দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়।
-- পুলিশ ও বিজিবির নৃশংস গুলিতে ১১৯ জন শাহদাতবরণ করেন। এদিন আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। এদিন রাস্তায় ছাত্রদের চাইতেও বেশি ছিল নানান শ্রেণি পেশার মানুষ। বলাবাহুল্য সারাদেশের চেয়ে রাজধানী ঢাকা ছিল বেশি অগ্নিগর্ভ।
-- ঢাকার যাত্রাবাড়ী, উত্তরা, রামপুরা-বাড্ডা, সায়েন্সল্যাব, মিরপুর ১ ও ১০, মহাখালী, মোহাম্মদপুর, সাভার ছিল আন্দোলনের মূল হটস্পট।
-- রাতে সারা দেশে কারফিউ জারি, সেনাবাহিনী মোতায়েন। ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ।

২০ জুলাই
-- দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন। সাধারণ ছুটি ঘোষণা।
-- রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া ও গুলি। উল্লেখযোগ্য স্থান হচ্ছে, যাত্রাবাড়ী, উত্তরা, বাড্ডা, মিরপুর ও মোহাম্মদপুর।
-- পুলিশ ও বিজিবির গুলিতে মোট ৭১ জন শাহদাতবরণ করেন।
-- প্রধান সমন্বয়ক নাহিদকে তুলে নিয়ে যায় পুলিশ
-- আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ।

২১ জুলাই
-- কোটা সংস্কার করে ৭% কোটা রেখে রায় প্রদান করে আদালত।
-- এদিনও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত থাকে।
-- হানাদার পুলিশ ও বিজিবির নির্মম গুলিতে ৩১ জন শাহদাতবরণ করেন।
-- চার দফা দাবি পূরণের জন্য বৈষম্যবারোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন। চার দফা দাবির মধ্যে রয়েছে, ইন্টারনেট সংযোগ চালু করা, শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া, আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কারফিউ তুলে দেওয়া। এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন চারজন সমন্বয়ক।
-- নাহিদকে ব্যাপক নির্যাতন করে রাস্তায় ফেলে রেখে যায় পুলিশ।

২২ জুলাই
-- কোটা সংস্কার করে প্রকাশিত রায়ের প্রজ্ঞাপনের প্রস্তুতি চলে
-- প্রতিদিন মানুষ হত্যার প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ অব্যাহত থাকে। তবে আন্দোলন স্তিমিত হতে থাকে।
-- এদিনও ১০ জন শাহদাতবরণ করেন। এর মধ্যে কয়েকজন ছিলেন আগের আহত হওয়া।

২৩ জুলাই
-- কোটাপ্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি।
-- সরকার কয়েক হাজার মামলা দিয়ে গণগ্রেপ্তার শুরু করে।

২৪ জুলাই
-- কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া গেছে।
-- নিখোঁজ থাকার পাঁচ দিন পর আসিফ ও বাকেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে দুজনই জানিয়েছেন।
-- আর রিফাত আত্মগোপনে আছেন।
-- ব্লক রেইড দিয়ে গণগ্রেপ্তার চলছেই।

২৫ জুলাই
-- আন্দোলনকারী শিক্ষার্থী ও অন্য অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই কোটা সংস্কারের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেটিকে তাঁরা চূড়ান্ত সমাধান মনে করছেন না। যথাযথ সংলাপের পরিবেশ তৈরি করে নীতিনির্ধারণী জায়গায় সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে প্রজ্ঞাপন দিতে হবে।
-ছাত্রদের বিবৃতি
-- শেখ হাসিনা মেট্রোরেলের ভাঙ্গা অংশ দেখে চোখের পানি ফেলতে শুরু করেছেন।

২৬ জুলাই
-- এলাকা ভাগ করে চলছে 'ব্লক রেইড'। সারা দেশে অভিযান। সারা দেশে অন্তত ৫৫৫টি মামলা। গ্রেপ্তারের সংখ্যা ৬ হাজার ২৬৪।
-- সাদা পোষাকে ডিবি হারুনের সন্ত্রাসীরা হাসপাতাল থেকে ছাত্রনেতাদের তুলে নিয়ে যায়।

২৭ জুলাই
-- ১১ দিনে গ্রেপ্তার ৯ হাজার ১২১ জন। আতঙ্কে মানুষ ঘরছাড়া।
-- ছাত্রনেতাদের গ্রেপ্তার ও নির্যাতন করতে থাকে ডিবি হারুন

২৮ জুলাই
-- মোবাইল ইন্টারনেট ১০ দিন পর সচল।
-- কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নিয়েছে ডিবি হারুন।
-- ডিবি হারুন জোর করে গান পয়েন্টে ছাত্রনেতাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করে।
-- আন্দোলনের তিন সমন্বয়ক মাহিন সরকার, আব্দুল কাদের ও আব্দুল হান্নান মাসুদ অজ্ঞাত স্থান থেকে আগের বিবৃতি প্রত্যাহার ও ৯ দফা দাবী নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

২৯ জুলাই
-- ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ ভূমিকা পালনের জন্য খুনী হাসিনার নেতৃত্বে ১৪ দলের মিটিং-এ জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয়।
-- একইসাথে ছাত্রআন্দোলনকারীদের বিরুদ্ধে খুনসহ অন্যান্য মামলা দিয়ে কঠোর শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গণহত্যাকারী ১৪ দল।
-- ডিবি হারুন কর্তৃক জোর করে বিবৃতি আদায়ের ঘটনায় ছাত্ররা আবার বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করে।
-- চট্টগ্রাম, কুমিল্লা, জাবি ও রাবিতে পুলিশ ছাত্রদের ওপর হামলা করে।
-- অনেক ক্যাম্পাসে ছাত্রদের সাথে শিক্ষকরাও বিক্ষোভ করে

৩০ জুলাই
-- হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করে ছাত্র ও শিক্ষকরা
-- জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহ্বান।
-- ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন সারাদেশের মানুষ। গণহত্যাকারীরা কালো ফ্রেম দিয়েছে। তবে সেটা নিতান্তই নগণ্য।
-- নাটক ও সিনেমা সংশ্লিষ্ট মানুষরা খুনী হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেন।

৩১ জুলাই
-- ছাত্ররা 'রিমেম্বারিং আওয়ার হিরোস' কর্মসূচি পালন করে।
-- ৯ দফার পক্ষে জনমত গঠন করতে থাকে ছাত্ররা।
-- সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
-- ঢাবির শিক্ষকরা সমন্বয়কদের ছাড়াতে ডিবি অফিসে গেলে পুলিশ তাদের হেনস্তা করে। পরিবারের সাথেও দেখা করতে দেওয়া হয়নি।

১ আগস্ট
-- ছাত্র-জনতার আন্দোলনের ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
-- ছয় সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ডিবি

২ আগস্ট
-- ৯ দফা আদায়ের দাবিতে সারাদেশে গণমিছিল করে ছাত্র জনতা।
-- রাজধানীসহ বিভিন স্থানে পুলিশের সাথে ছাত্র জনতার সংঘর্ষ হয়।
-- পুলিশের গুলিতে ৩ জন শাহদাতবরণ করেন। পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে ওঠে।
-- ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে ১৫ হাজার মানুষ।

৩ আগস্ট
-- ৯ দফা না মেনে গণগ্রেপ্তার ও গণহত্যা চালু রাখার প্রতিবাদে শহীদ মিনারে বিশাল বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা।
-- সেনাপ্রধান তার সেনা কমান্ডার নিয়ে মিটিং করেন। সেখানে তিনি এই বার্তা পান যে, সেনাবাহিনী আর গুলি করতে প্রস্তুত নয়।
-- কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে নয় দফা বাদ দিয়ে ১ দফার (খুনী হাসিনার পদত্যাগ) ঘোষণা দেয় ছাত্রনেতারা।
-- হাসিনা ছাত্রদের আলোচনা করার প্রস্তাব দেয়। প্রয়োজনে মন্ত্রীদের কয়েকজন পদত্যাগ করার ঘোষণাও দেন। ছাত্ররা সব আলোচনা নাকচ করে দেন।
-- আবারো ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার।
-- শহীদ আবু সাইদের খুনী দুইজন পুলিশ সদস্যকে বরখাস্ত ও প্রেপ্তার করে পুলিশ।
-- ছাত্রজনতাকে রাস্তায় প্রতিহত করতে কড়া নির্দেশ দেয় খুনী হাসিনা।

৪ আগস্ট
-- রাজধানী ঢাকাসহ সারাদেশে ছাত্রজনতার বিক্ষোভ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসী। এদিন পুলিশের সাথে আওয়ামী সন্ত্রাসীরা ছাত্রদের গুলি করে। কিন্তু হাজার হাজার ছাত্র ইট পাটকেল দিয়ে সন্ত্রাসী ও হানাদার পুলিশ বিজিবিকে প্রতিরোধ করে।
-- কয়েকটি স্থানে সেনাবাহিনীও গুলি করে।
-- সারাদেশে ১৩০ জন খুন হন। এর মধ্যে ছাত্রলীগ, পুলিশ ও যুবলীগেরও কিছু সদস্য রয়েছে। লাখো ছাত্ররা এদিন সন্ত্রাসীদের অনেককে ভালোভাবে উত্তম-মাধ্যম দেয়।
-- পরদিন ঢাকামুখী লং-মার্চের কর্মসূচি দেয় ছাত্র জনতা।
-- অনেক আওয়ামী সন্ত্রাসীদের অফিস ও বাড়িতে আগুন দেয় প্রতিশোধ পরায়ন ছাত্র-জনতা।

৫ আগস্ট
-- সকাল থেকেই ব্যাপক মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
-- সারা ঢাকা শহরে খন্ড খন্ড যুদ্ধ শুরু হয় ছাত্র জনতার সাথে।
-- সকাল সাড়ে দশটার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসিনা পালিয়ে যায়।
-- কর্মরত পুলিশরা এই খবর না জানায় তারা জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায়। অনেক মানুষকে তারা খুন করতে থাকে।
-- সেনাবাহিনী প্রধান দুইটায় ভাষণ দিবেন বলে ঘোষণা দেন।
-- ১২ টায় শাহবাগের পুলিশ ও সেনাবাহিনী রাস্তা ছেড়ে দেয়।
-- ১ টায় মানুষ জেনে যায়, হাসিনা পালিয়ে গেছে।
-- সারাদেশের বিশেষভাবে ঢাকার মানুষ সব রাস্তায় নেমে নেচে গেয়ে উদযাপন করতে থাকে।
-- গলিতে গলিতে মিস্টি বিতরণ ও ঈদ মোবারক বলে কোলাকুলি করতে থাকে মানুষ।
-- রাস্তায় রাস্তায় মানুষ সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে থাকে।
-- দেশে বিভিন্ন মোড়ে থাকা স্বৈরাচার মুজিবের সকল মুর্তি ভেঙ্গে দেয় আন্দোলনকারী ছাত্রজনতা
-- পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যায় ও আত্মগোপন করে। অনেকেই ছাত্রজনতার কোপানলে পড়ে খুন হয়।
-- রাজধানীর মানুষদের একটা বড় অংশ গণভবনে গিয়ে হাসিনার ওপর রাগ ক্ষোভ গণভবনের ওপর ঝাড়ে।

৬ আগস্ট
-- বাংলাদেশে উদিত হয় নতুন সূর্য। আওয়ামী হানাদার মুক্ত বাংলাদেশের নতুন রক্তিম যাত্রা শুরু হয়।

23/08/2024

The abbreviation “i.e.” stands for id est, which is Latin for “that is.” The abbreviation “e.g.” stands for the Latin phrase exempli gratia, meaning “for example.”

বৈষম্য দূর হোক।
16/07/2024

বৈষম্য দূর হোক।

১৮ তম নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়, গণিত।
13/07/2024

১৮ তম নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়, গণিত।

১৮ তম নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়-২।
13/07/2024

১৮ তম নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়-২।

05/06/2024

সোয়া দশটা বাজে।
UK: It is (a) quarter past ten.
US : It is a quarter after ten.
পৌঁনে দশটা বাজে।
UK : It is (a) quarter to ten.
US : It is a quarter of ten.

Sharp (adverb) = ঠিক, কাঁটায় কাঁটায়
Exactly (ঠিক, কাঁটায়, কাঁটায়) অর্থে সময়ের পরে sharp (adv) ব্যবহৃত হয়।
ঘন্টার সংখ্যা (o'clock) sharp, ঘন্টার সংখ্যা (am/pm) sharp
Please be here at eight (o'clock) sharp.
(দয়া করে এখানে ঠিক আটটায় উপস্থিত হবে)
We are leaving at 5 o'clock sharp.
(আমরা ঠিক ৫ টায় রওনা হচ্ছি)
The concert will start at 9.30 (am/pm) sharp.
(কনসার্টটি ঠিক সাড়ে নয়টায় শুরু হবে)
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

যখন অপশনগুলোর formal English থাকে না তখন informal English অনুসারে উত্তর হয়।
1. Which one is correct? [সোয়া দশটা বাজে]
[পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিকল্পনা অফিসার ২০১২]
A. It is quarter past ten
B. It is a quarter past ten.
C. It 15 plus ten.
D. It is quarter minutes past ten.
Ans: B
2. Which one is correct?
[NSI এর ফিল্ড অফিসার ২০১৭]
A. It is quarter past ten.
B. It is quarter minutes past ten.
C. It is fifteen minutes past ten.
D. It is ten fifteen
Ans: A
ব্যাখ্যা : a quarter to/past () [Formal]......... quarter to/past () [Informal]
It is (Formal); It's (informal)
সংক্ষিপ্ত রূপগুলোকে informal ধরা হয়।
(a) quarter past () = সোয়া
(a) quarter to () = পৌনে
মনে রাখুন
Spoken English/informal writing এ It's quarter ব্যবহৃত হয়।
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

03/06/2024

আমার পোস্টগুলো ভালো করে পড়লে ইংরেজিতে দুর্বলতা কিংবা পরীক্ষায় ইংরেজি MCQ নিয়ে চিন্তা থাকার কথা নয়।

01. Choose the best translation of the sentence :
আমার শরীর ম্যাজ ম্যাজ করছে।
[ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন লি. সুইচবোর্ড এটেন্টডেন্ট-২১]
A. I am feeling unwell.
B. I am not feeling well.
C. I am feeling out of sorts.
D. I feeling out of good. Ans:C
02. The correct translation of "আমার মাথা ঘুরছে" is
[জগ্ননাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১৪-১৫]
A. My head is circling. B. I feel nowhere.
C. I feel giddy. D. My head is giving pains.
Ans:C

03. The correct translation of "আমার বমি বমি লাগছে"
[মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১২-১৩]
A. I feel nausea (নৌজিয়া)
B. I am about to vomit.
C. I fancy I will vomit.
D. I feel vomiting.
Ans:A


Expressions relating to physical & mental condition (শারীরিক এবং মানসিক অবস্থা প্রকাশক অভিব্যক্তি)

উৎস: MASTER MINI-BOOK by Md. Jahangir Alam

1. I feel giddy (গিডি)/dizzy. (আমার মাথা ঘুরছে)
2. I've a bad/splitting headache (হেডেক)
(আমার খুব মাথা ধরেছে/খুব/তীব্র মাথাব্যথা করছে)
3. I've caught (a) cold. (আমার ঠাণ্ডা/সর্দি লেগেছে)
4. I've got a slight fever and a slight headache.
(আমার হালকা সর্দি-জ্বর হয়েছে)
5. I feel feverish today. (আজকে আনি জ্বরজ্বর বোধ করছি/আমার জ্বরজ্বর লাগছে)
6. He's had severe attack of fever.
(তার প্রচণ্ড জ্বর এসেছে/হয়েছে)
7. He is laid up with fever. (সে জ্বরে শয্যাগত)
8. His fever is attended with shivering.
(তার জ্বরের সাথে কাঁপুনি আছে)
9. Is the fever still on you?
(তোমার কি এখনো জ্বর আছে?)
10. The fever is still on him./He's still running temperature. (তার গায়ে এখনো জ্বর আছে/তার জ্বর এখনো ছাড়েনি/নামেনি)
11. The fever is gradually coming down. (জ্বর ক্রমশ কমছে)
12. His fever is off. (তার জ্বর ছেড়েছে/নেমে গেছে)
13. I feel out of sorts (unwell/slightly ill) today.
(আজ আমার গা ম্যাজ-ম্যাজ করছে/আমি অসুস্থতা বোধ করছি)
14. I am under the weather. (আমি অসুস্থ)
15. I feel drowsy (ড্রাউজি)/sleepy.
(আমার ঘুমঘুম/ঝিমানো ঝিমানো ভাব হচ্ছে)
16. I feel hungry/thirsty. (আমার ক্ষুধা/তৃষ্ণা লেগেছে)
17. I feel a little chilly. (আমার একটু শীতশীত লাগছে)
18. I feel nausea. (আমার বমিবমি লাগছে)
19. I've a gripping pain in the stomach.
(আমার পেট কামড়াচ্ছে)
20. His bowels are out of order.
(তার পেটের অসুখ হয়েছে/তার পেট খারাপ হয়েছে)
21. I'm suffering from indigestion.
(আমি বদহজমে ভুগছি)
I'm suffering from rheumatism. (আমি বাতে ভুগছি)
22. His bowels do not move freely.
(তার পায়খানা পরিষ্কার হয় না)
23. He has a flatulent stomach.
(তার পেট ফেঁপেছে/ফুলেছে)
24. I've/he's had four loose motions.
(আমার/তার চারবার পাতলা পায়খানা হয়েছে)
25. He's got an inflammation of the eyes./
He's suffering from opthalmia/conjunctivitis.
(তার চোখ উঠেছে)
26. There's pain all over my body.
(আমার সারা শরীরে ব্যথা)
27. I'm so-so.
(আমি আছি কোনোরকম/ভালো-মন্দ কোনোটাই নয়)
28. I'm pretty well. (আমি বেশ ভালোই আছি)
29. I'm as before. (আগের মতই আছি)
30. I'm/I feel worse (ওয়াস/চ).
(আগের চেয়ে খারাপ আছি)
31. I'm/I'm feeling better. (আগের চেয়ে ভালো আছি)
33. I'm better/comparatively well today.
(আজ অনেকটা ভালো আছি)
33. I feel much better today.
(আমি আজ বেশ ভালো বোধ করছি)
34. I feel somewhat better.
(আমি কিছুটা ভালো বোধ করছি)
35. Today I feel depressed./I'm not in my humour today. (আজ আমার মন ভালো নেই)
36.. He's in a good humour. (সে বেশ ফূর্তিতে আছে)
37. He is in high spirits. (সে খোশমেজাজে আছে)
38. He is in a temper/out of his temper today.
(আজ তার মেজাজ গরম)
39. He is off/out of his head. (তার মাথা খারাপ হয়েছে)
40. You look rather gloomy.
(তোমার মনটা ভার মনে হচ্ছে/তোমাকে একটু বিষন্ন লাগছে)
41. He is out of danger/out of the woods.
(সে এখন বিপদমুক্ত)
জনস্বার্থে : মাস্টার জাহাঙ্গীর আলম

31/05/2024

চাকরি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো বাদ দেয়ার সুযোগ নেই।
প্রতি বছরই প্রচুর প্রশ্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়।

01. You should abide - the rules of the hostel.
[SUST A 10-11, CU A 19-20, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ফার্মাসিস্ট/প্রাণরসায়নবিদ-২৩]
A. in B. by C. on D. from
Ans:B

02. Identify the word that can be both singular and plural. [RU E 16-17, 41st BCS, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক -২৩]
A. wood B. light C. issue D. fish
Ans:D

There is no reason -- absent. [মেডিকেল ভর্তি পরীক্ষা ৯৫-৯৬, MBSTU D 13-14, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এরোড্রাম সহকারী/সহকারী প্রকৌশলী-২০২৩]
A. of B. for C. to be D. for being
Ans:D
আরও প্রচুর এমন প্রশ্ন আছে, পরে বিস্তারিত পোস্ট দেব।

২০২০ ও ২০২১ সালে চাকরির পরীক্ষায় ১৫-২০ বছর আগের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে।
এত পুরাতন প্রশ্নের বিশাল সংগ্রহ কেবল MASTER বইয়েই আছে।

1.The poor are always unhappy. 'The poor' is - noun.
[IU 02-03, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/সহকারী পরিচালক ২০২১]
A. Plural common noun
B. Plural proper
C. Collective
D. Material
Ans:A

2. 'None but Allah can help us.'
What kind of pronoun 'None' is?
[SUST 07-08, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর ২০২১]
A. Reflexive B. Indefinite
C. Reciprocal D. Demonstrative
Ans:B

He leads a most unhappy life. (Exclamatory)
[RU 03-04, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের সহকারী ম্যানেজার ২০২১]
A. What a unhappy life he leads!
B.How a unhappy life he leads!
C. What an unhappy life he leads!
D. How an unhappy life he leads!
Ans:C

Fill in the blank. I --- a letter.
[বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্টোরম্যান/ডেসপাচ রাইডার ২০২১]
A. am B. is C. are D. have
Ans:B
(হিডেন ট্রিক আছে তাই B সবচেয়ে উপযুক্ত উত্তর।
তবে ব্যকরণভাবে D সঠিক।)

MASTER এ যা ছিলো -
I --- the 9th letter of the English alphabet.
[RU (সমাজবিজ্ঞান) 09-10]
A. is B. are C. am D. will be
Ans:A
I দ্বারা 'আমি' না বুঝিয়ে letter, vowel, symbol বুঝালে is অথবা verb+s/es বসবে। e.g. I is a pronoun. I is a vowel. I is the first person singular number. I stands for 1 (one) in the Roman system.

They are two brothers, but -- of them were honest.
[SAU 15-16, অডিটর ২০২১]
A. neither
B. either
C. both
D. not one
Ans:A

---- is good exercise.
[পিএসসি’র ক্রাফট ইন্সট্রাক্টর ২০২১]
A. Swim
B. Swimming
C. Swims
D. Swam
Ans:B

Incorrect : Swimming is a good exercise.
Correct: Swimming is good exercise.
Or, Swimming is a good form of exercise.
এতদিন এই বিষয়টা নিয়ে বইয়ে লিখে, ফেইসবুকে অনেক পোস্ট দেয়া কাজে লেগেছে।

যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন এড়িয়ে যেতে চান, তারা দেখে নিন এগুলো চাকরির পরীক্ষায় রিপিট হয়।

ধাপ ০১
1. If I --- rich, I would travel around the world.
[চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট ২০০৭-০৮, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ ২০২০]
A. am B. was
C. were D. have been
Ans:C (were), তবে conversation/Informal style এ প্রায়শই was ব্যবহৃত হয়ে থাকে।

2. This agent is acting -- ALICO.
[ইসলামি বিশ্ববিদ্যালয় C ইউনিট ২০১৪, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ ২০২০]
A. of B. for C. to D. at
Ans: B (for)

3. We ---- a holiday since the beginning of the year.
[জগ্ননাথ বিশ্ববিদ্যালয় গ ইউনিট ২০০৭-০৮, রাবি ই ০৯-১০, দুদকের উপ-সহকারী পরিচালক-২০২০]
A. did not have B. have not had
C. had not had D. are not having
Ans:B

4. What kind of noun is "Knowledge"?
[বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় C ইউনিট ২০১৮-১৯, দুদকের উপ-সহকারী পরিচালক-২০২০]
A. Proper B. Material
C. Abstract D. Common
Ans: C

ধাপ ০২
1. It was I -- he wanted to sing to.
[ঢাবি ঘ ২০০৮-০৯, প্রাথমিক সহকারী শিক্ষক (৩য় পর্যায়) ২০১৯
A. who B. whom C. which D. that
Ans:B

2. I suggest that he --- there. [কুবি খ ২০০৮-০৯, জাতীয় বিশ্ববিদ্যালয় বাণিজ্য ২০১১-১২, প্রাথমিক সহকারী শিক্ষক (৪র্থ পর্যায়) ২০১৯]
A. went B. go C. goes D. gone
Ans:B

3. Of the two boys, Latif is -- intelligent.
[ঢাবি খ ২০১৩-১৪]
Of the two girls, Ushoshi is -- intelligent.
[স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী (পুর) ২০১৯]
A. far B. most C. as D. more
Ans: D

4. I --- to hospital last Sunday.
[খুবি সমাজবিজ্ঞান স্কুল ২০০৭-০৮]
I ----- to hospital last Sunday.
[পিটিআই ইন্সট্রাক্টর ২০১৯]
A. have to go B. had go
C. had to go D. have gone
Ans:C

5. Correct antonym of DESTITUTE [রাবি বাণিজ্য ১০-১১]
Select the antonym of the word DESTITUTE.
[স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী (পুর)-২০১৯]
A. affluent B. necessary
C. bold D. talkative
Ans:A

6. Antonym of ALLY
[রাবি ই ইউনিট বিজোড় ২০১৫-১৬, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক ২০১৯]
A. Friend B. Child C. Congested D. Enemy
Ans:D

7. He became rich overnight.
What part of speech is 'overnight'?
[জগ্ননাথ বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২০১৭-১৮, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) ২০১৯]
A. a noun B. adjective
C. a preposition D. an adverb
Ans:D

8. The doctor took the round in the hospital.
Here 'round' is a/an
[ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০১৭-১৮, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) ২০১৯]
A. noun B. adjective C. verb D. adverb
Ans:A

9. Sweet ---- the uses of adversity.
[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আই ইউনিট ২০১৩-২৪, বি১ ইউনিট ২০১৫-১৬, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) ২০১৯]
A. is B. are C. has D. have
Ans:B

10. What kind of noun "money" is?
[ইসলামি বিশ্ববিদ্যালয় এইচ ইউনিট ২০১৪-১৫, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) ২০১৯]

A. collective B. abstract
C. countable D. uncountable
Ans:D

11. She spends hours on internet every day.
[চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট ২০১১-১২, সি৩ ২০১৬-১৭,
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর (পুর) ২০১৯]
A. visiting
B. downloading
C. uploading
D. surfing
Ans: D

12. Ushoshe wants to go shopping tomorrow.
Here 'tomorrow' is a/an--
[জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জি ২০১৭-১৮, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর (পুর) ২০১৯]
A. noun
B. verb
C. adjective
D. adverb
Ans: D

MASTER পড়ুন, সাথে থাকুন।

26/05/2024

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক চিঠিতে এ তথ্য জানা গেছে। ১২ জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই শনিবার দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসককের কাছে পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানা গেছে। ভেন্যুর তালিকা ইতিমধ্যে আট জেলার প্রশাসককে পাঠানো হয়েছে। ওই দিন অন্যকোনো প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি না রাখার অনুরোধ করা হয়েছে। জেলাগুলো হলো : বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। চিঠির কপি দৈনিক শিক্ষাডটকম এর হাতে রয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ।

এনটিআরসিএ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা গেছে বিপুল পরিমাণ প্রার্থী পাস করতে পারেননি। এতে দেখা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী। পাস করেছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। তাই দেখা যাচ্ছে, পরীক্ষায় অংশ নিলেও ৮ লাখ ৬০ হাজার ৮৫২ জন পরীক্ষায় পাস করতে পারেননি। গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২–এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৯৮৫ জন। এতে প্রিলিমিনারি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। পরে উত্তীর্ণ ১ লাখ ৪ হাজার ৮২৫ প্রার্থী ৫ ও ৬ মে লিখিত পরীক্ষায় অংশ নেন।

তথ্যসুত্র:

26/05/2024

খুবই গুরুত্বপূর্ণ।

যোগাযোগ মাধ্যমের (যানবাহন) আগে কখন by, কখন on, আর কখন in বসে?

1. By is often used with forms of communication and transportation
(যোগাযোগ পরিবহন মাধ্যমের নামের পূর্বে by বসে।)
e.g. by phone, by telephone, by mobile/cell phone, by email, b express mail, by bike, by car, by taxi,
by truck, by bus, by train, by boat, by ferry, by plane

1. I will talk to you by telephone.
2. Rizvi requested Rini by telephone to attend the meeting.
3. Noureen will discuss the issue with Nasir
by phone.
4. Asfaq comes to work by bus but today he came by car.
Fruits and other agricultural products are generally shipped by truck.
5. I normally travel by bus

1 নং এর নিয়মের ব্যতিক্রম

Note: If the noun is plural or preceded by a determiner, prepositions on or in must be used.
(in case of taxi, car, cab, in is used.)
[noun টি plural হলে অথবা এর আগে determiner থাকলে অবশ্যই on অথবা in ব্যবহার করতে হবে।
on buses, on trains, in cars, in a/the taxi,
on (one's) bike, on the bus, on the plane, on the train,
ব্যতিক্রম : on/over the phone/telephone
e.g.
1. We travelled on the 6:45 train, which arrived at 8:30. I will go on the 7.30 bus.

2. I went there -- my bike.
[প্রাথমিক প্রধান শিক্ষক (শাপলা)-০৯, CAAB এর এরোড্রাম কর্মকর্তা-২৩, নৌবাহিনীর শিক্ষক/সহকারী পরীক্ষক-২৩, নেসকো লি এর সহকারী শিক্ষক (মাধ্যমিক)-২৪]
A. on B. upon C. in D. by
Ans:A (on)

I came on my bike. I often go to work on my bike.
Sumon went there on my bike.

3. I love travelling on trains/buses.
They crossed the English Channel on a small boat.
We travelled to the island on a boat.
ব্যতিক্রম
taxi, car, cab এর আগে determiner থাকলে তার পূর্বে in বসে।
I walked to work but I came home in the taxi.
They came in a taxi. I travelled in Musa's car.
I went there in a car/cab.
Special attention
কথা বলা বুঝাতে phone/telephone/mobile phone এর আগে the না থাকলে by আর the থাকলে on/over বসে।
by + phone/telephone
over/on + the + phone/telephone
কিন্তু be verb এর পরে এবং continuous tense এ on the phone/telephone
I will talk to you later by phone/telephone
Munna is on the phone right now.
Runa called me on the telephone.
He ordered it on the phone
I like to do business by phone/over the phone.
He is talking nonsense on the phone.
He has been on the phone for an hour.

কখন by telephone/phone, কখন by the telephone/phone আর কখন over/on the telephone/phone হয়?

বুঝে পড়াই আসল, শর্ট টেকনিক বা মুখস্ত জ্ঞান আহম্মক বানাতে পারে। যেমন:
কথা বলা বুঝালে by telephone/phone অথবা over/on the telephone/phone/mobile phone.
He ordered it on/over the phone.
He spends hours and hours on the phone everyday.
I will talk to you about this by telephone/phone অথবা over/on the telephone/phone.
কিন্তু
ফোনের পাশে বুঝালে by the telephone/phone হয়।
Many's the hour I've spent by the telephone just waiting in case she/he called.
(অনেকবার/অনেকক্ষণ টেলিফোনের পাশে শুধু অপেক্ষায় কাটিয়েছি যদি সে ফোন করে)
He was talking standing by the phone.
(সে ফোনের পাশে দাঁড়িয়ে কথা বলছিল)
We waited anxiously by the phone.
কিন্তু
He was talking on the phone standing.
(সে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল)

Before transport or vehicle 'by' takes place, but if transport or vehicle is preceded by a determiner then 'on' takes place before vehicle or transport.
by bus, but on the/a bus
by boat, but on the/a boat
by bike, but on my/his bike
by train, but on the 8.45 train, on the train
Exception:
if determiner is put before car & taxi, we use 'in',
(not 'on')
by taxi but in a taxi
by car but in a car.
Exercise
1. I went there --- his bike.
2. Did you come -- a taxi?
3. Are going to Dhaka - the train?
4. We are going to university - bus.
5. We travelled - 10.30 train.

Ans:
1. on, 2. in 3. on, 4. by, 5. on the

আরও বিস্তারিত জানতে পড়ুন MASTER
জনস্বার্থে: মাস্টার জাহাঙ্গীর আলম

Address

24. 927805, 90. 090168, Https://goo. Gl/maps/pbYhFAKko7hFq8Br 9
Sherpur
2100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jan's Data posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies