18/01/2024
বাস্তবমুখী একটি শিক্ষনীয় গল্প
আসুন এক মিনিট নিয়ে একটু মনোযোগ দিয়ে পড়ি
ছেলেটি জানে না যে নীচে একটি সাপ রয়েছে,,,,,,,,
মেয়েটিও জানে না যে ছেলেটির পিঠের ওপর একটি পাথর চাপ দিয়ে আছে।
মেয়েটি ভাবছে, আমি নীচে পড়ে যাচ্ছি এবং আমি বেয়ে উপরে উঠতে পারব না কারণ সাপটা আমাকে কামড়ে দেবে। কেন সে আরেকটু শক্তি দিয়ে আমাকে টেনে তুলছে না ?
ছেলেটি ভাবছে, আমি খুবই ব্যথা অনুভব করছি। তথাপি আমি তাকে আমার সাধ্য মতো টেনে তুলছি। কেন সে নিজে চেষ্টা করে আরেকটু উঠছে না ?
শিক্ষাঃ অপরপক্ষ কতোটা চাপে আছে তা আপনি কখনো জানবেন না, এবং আপনি কতোটা চাপে আছেন তা অপরপক্ষও কখনো জানবে না। এটাই জীবন, আপনার কাজ, পরিবার, অনুভূতি, বন্ধু যাই হোক না কেন একে অন্যকে বোঝার চেষ্টা করা উচিত। তাই ভিন্ন ভাবে ভাবতে শিখুন। একে অপরকে বুঝতে চেষ্টা করুন এবং সুসম্পর্ক গড়ে তুলুন।
এক শ্রেণীর ব্যক্তিগণরা নিজের চাহিদা ও সুবিধা গুলো না পেলেই অন্যের সমালোচনা শুরু করে,তাই আমাদের ভাবা উচিত কখনো কোন ব্যক্তির সম্বন্ধে ভালোভাবে না জেনে বুঝে দোষারোপ বা ভালোমন্দ কারো সাথে আলাপচারিতা করা ঠিক নয়, সকল ভুল বোঝাবুঝির অবসান হোক, সুন্দর হোক সবার জীবন।
আসুন আমরা নিজের এবং সকলের বাস্তবতা ও পরিস্থিতি বুঝে সঠিক সিদ্ধান্ত নেই সবসময়,,,,,,,,
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।