Arabi's Story Tales

Arabi's Story Tales Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arabi's Story Tales, Digital creator, Shahzadpur.
(1)

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে! ছেলেটার নাম সা'দ।  বয়স ২১ বছর। একটা মেয়ের সা...
13/11/2024

পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে!
নিজের মা'কে হ'ত্যা করে ডিপফ্রিজে রাখলো ছেলে!
ছেলেটার নাম সা'দ। বয়স ২১ বছর। একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা। কখনো ঋণ করে, কখনো বাপের পকেট আত্মসাৎ করে। তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয়। মায়ের সদুপদেশ যেন বিষ। প্রায় ঝগড়া হতো। সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বেড়িয়ে যায়।

দুপুরে ফিরে দেখে মা সবজি কুটছেন। ছেলেটা পিছন থেকে শ্বাসরুদ্ধ করে মা'কে মেরে ফেলে। তারপর ডিপে রেখে আলমারিসহ বিভিন্ন জিনিস ভেঙ্গে ডাকা'তির চিহ্ন রেখে চলে গেলো। ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো, যেন সে মাত্র এখন এসেছে। আর ঘটনাটি ছড়লো ডাকা'তি হয়েছে বলে। কিন্তু, সত্য কখনো চাপা থাকে না।

আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা। সন্তানের থেকে এতো অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করছিলেন। ছেলেটাকে ফিরতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন? ছেলে যখন মুখ চে'পে ধরলো, তখন মায়ের চোখ কী ভেবেছিল? যে সন্তানকে তিনি গর্ভে ধারণ করেছিলেন, নিজের হাতে বেড়ে তুলেছিলেন, এবং সবকিছু শিখিয়েছিলেন, সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়েছিল?

মৃত্যুর যন্ত্রণার থেকেও বোধহয় মা বেশী যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায়। নিজের হাতে-গড়া সন্তানের হাত যখন মায়ের গ'লা চে'পে ধরলো, তখন সেই মায়ের জগত এমনিও ফুরিয়ে এলো। বোকা মা! অথচ, সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাঁধতে বসেছিলে!

10/11/2024

অনেকদিন পর পার্সেল ওপেনিং 😁
কত কিছু যে শপিং করি কিন্তু ভিডিও বানানোর সময় পাইনা 🤷‍♀️

ইহার চেয়ে সত্যি আমার জীবনে আর নাই 🙂আপনাদের????
28/10/2024

ইহার চেয়ে সত্যি আমার জীবনে আর নাই 🙂
আপনাদের????

বাচ্চাদের ২১ পদের রেসিপি চাইলে ট্রাই করে দেখতে পারেন।
27/10/2024

বাচ্চাদের ২১ পদের রেসিপি চাইলে ট্রাই করে দেখতে পারেন।

Do not believe everything you see in social media.Context in comment section 🙂
21/10/2024

Do not believe everything you see in social media.
Context in comment section 🙂

I wanted a mini me, meaning looks......but i got a mini me with my attitude instead. 😑Ma sha Allah 🖤🖤Alhamdulillah 🖤🖤
17/10/2024

I wanted a mini me, meaning looks......
but i got a mini me with my attitude instead. 😑
Ma sha Allah 🖤🖤
Alhamdulillah 🖤🖤

Avent ফিডারগুলো এজন্য অনেক ভালো লাগে।বাবুর খেয়ে আাম পায় সুপার সফট নিপেল, যত বাবল হোক না কোন সেটা বাচ্চার মুখে যায় না আটক...
15/10/2024

Avent ফিডারগুলো এজন্য অনেক ভালো লাগে।
বাবুর খেয়ে আাম পায় সুপার সফট নিপেল, যত বাবল হোক না কোন সেটা বাচ্চার মুখে যায় না আটকায় থাকে, স্পেশালি ব্রেস্টফিড বাচ্চাদের জন্য এটা বেস্ট কারন তারা এটা দিয়ে খেতে গেলে বাহানা কম করে।আমার বাবু দুধ কম খাশ তাই ছোট ফিডার ব্যবহার করি যাদের বাচ্চা বড় তারা এটার বড় সাইজ নিতে পারেন।

Try something new 🥱🥱🥱বাচ্চা ঘুমাই গেলে একদম পা টিপে টিপে সব করতে হয় এই বুঝি কখন উঠে চিৎকার দিলো 🥲রেজাল্ট কি শেয়ার করবো?...
13/10/2024

Try something new 🥱🥱🥱
বাচ্চা ঘুমাই গেলে একদম পা টিপে টিপে সব করতে হয় এই বুঝি কখন উঠে চিৎকার দিলো 🥲
রেজাল্ট কি শেয়ার করবো????
কেউ ইউস করেছো? কেমন রেজাল্ট পেয়েছো কমেন্ট করে জানিও 😀

চারদিন আগে আমার একজন এক্স কলিগের ঘরে দীর্ঘ সাধনার পর একজন কন্যা সন্তানের জন্ম হয়। জন্মদানের পর সে গত রাতে বাসায় (শ্বশুরা...
13/10/2024

চারদিন আগে আমার একজন এক্স কলিগের ঘরে দীর্ঘ সাধনার পর একজন কন্যা সন্তানের জন্ম হয়। জন্মদানের পর সে গত রাতে বাসায় (শ্বশুরালয়ে) পৌছায়।
শ্বাশুড়ি বাচ্চার গলা আর মাথা দেখে মন্তব্য করে - ওর তো মাথার সাথে লাগানো গলা হবে। প্রতিদিন তেল মালিশ কইরা গলা লম্বা করতে হবে।
এতে আমার কলিগ ও তার স্বামী আপত্তি জানিয়ে বলে এমন কিছু করতে ডাক্তার মানা করেছে।
এরপর তিনি ভীষন মনক্ষুন্ন হোন এবং এই ব্যাপারে আর কথা বাড়ান না।
আজ দুপুরে যখন আমার কলিগ ৪ দিনের বাচ্চাকে ঘুম পারিয়ে গোসলে যান তখন তার শ্বাশুড়ি বাচ্চাকে ঘুম থেকে তুলে বাচ্চাকে তেল মালিশ করে দেন। যা তিনি বাচ্চার মায়ের অনুমতি নিয়ে করেন নি।
আমার কলিগ গোসল থেকে ফিরে আসার পর বাচ্চাকে বিছানায় শোয়া অবস্থায় ই পান।
কিন্তু বাচ্চার গায়ে হাত দেওয়ার পর টের পায় বাচ্চাটা শীতল। অর্থাৎ সে আর জীবিত নেই। সাথে গায়ে তেলের চিটচিটে ভাবটাও পান।

সে চিৎকার করে বাচ্চাকে বুকে জড়িয়ে হাসপাতালে গেলে জানা যায় শিশুটি আরো ৩০-৪৫ মিনিট আগে মারা গিয়েছে।
এক্স রে করলে জানা যায় শিশুর গলা ও ঘাড়ের একটি হাড় মিসপ্লেস হয়ে গিয়েছে। এতে শিশুর নিশ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায়।

এতে আমার কলিগের বুঝতে বাকী থাকে না সে গোসলে থাকার সময় আসলে কি ঘটেছিলো।

এই মুহূর্তে আমার কলিগ শোকে পাগল প্রায়।
জুবিনকে নিয়ে সেখানে একা যাওয়া সম্ভব না বলে যেতে পারছিনা।
আর সেখানে গিয়ে আমি আসলে কি করবো জানিনা।
কারণ বাচ্চাদের ব্যাপারে আমি সবসময়ই বেশি সেন্সিটিভ। কখন নিজের বেয়াদব মার্কা জিহবা দিয়ে কাকে কি বলে বসি তার কোন ঠিকানা নাই।

কারণ আমার মনে হয় এটা কোন দুর্ঘটনা হিসেবে নেওয়া উচিত না। এটা সম্পূর্ন রূপে একটি হত্যাকান্ড। যার শাস্তি আসামীর পাওয়া উচিত।

একটা বিশেষ সংখ্যক মানুষের কাছে আমি বেয়াদব কারণ বাচ্চা পালার ব্যাপারে আমি তাদের পরামর্শে কান দেই নি।

সবাইকে অনুরোধ করবো। বিশেষ করে মায়েদের।
প্লিজ বাচ্চার ব্যাপারে কোন কম্প্রোমাইজ করবেন না। হয়ে যান বেয়াদব তবুও আপনার কোল খালি না হোক।

-Jakia Hossain Trisha

বেবি হওয়ার পর ওয়েট গেইন এর সাথে সাথে double chin একটা common প্রবলেম।  কে কে আমার মত এই চিন এর অত্যাচারে অত্যাচারীত 🥲🥲Be...
11/10/2024

বেবি হওয়ার পর ওয়েট গেইন এর সাথে সাথে double chin একটা common প্রবলেম। কে কে আমার মত এই চিন এর অত্যাচারে অত্যাচারীত 🥲🥲
Before & After কোন পরিবর্তন এসেছে কি???
ডিটেইলস জানতে চাইলে কমেন্ট করে জানাবেন সবাই 😊

ট্যুরে গেলেও এরকম থালা বাসন,চাল ডাল,ওটস ক্যারি করতে হয় when you are a mom🙄🙄😊❤️সামনে আমারও প্ল্যান আছে ৬/৭মাসের বেবি নিয়ে...
10/10/2024

ট্যুরে গেলেও এরকম থালা বাসন,চাল ডাল,ওটস ক্যারি করতে হয় when you are a mom🙄🙄😊❤️

সামনে আমারও প্ল্যান আছে ৬/৭মাসের বেবি নিয়ে ট্যুর যারা দিয়েছেন একটু সাজেশন দিবেন প্লিজ কীভাবে বেবি নিয়ে ম্যাানেজ করতে হয়।

Picture Collected

09/10/2024

(Postpartum Depression) নিয়ে কথা বলি।

মহিলাদের জীবনে অন্যতম একটি আনন্দময় ঘটনা মা হওয়া। হরমোনের তারতম্যের কারনে, মা হওয়ার পরে একটু মনমেজাজের পরিবর্তন হওয়া স্বাভাবিক। অনেকেই বাচ্চা জন্মের পর সাধারণত স্ট্রেস, দু: খিত, উদ্বিগ্ন, একাকী কংবা ক্লান্ত বোধ করতেই পারেন। তবে কিছু মহিলা, আরও অনেক মারাত্মক মনখারাপ অনুভব করেন, যাকে সাধারনত প্রসবোত্তর ডিপ্রেশন বলে। এটি কোনও শিশু প্রসবের কয়েকদিন থেকে কয়েকমাস পরেও হতে পারে।

#ভয়াবহতাঃ প্রসবোত্তর ডিপ্রেশন যে কোনও ধরনের মাকেই প্রভাবিত করতে পারে। গবেষনায় দেখা যায়, প্রতি ৭ জনে ১জন মা এই প্রসবউত্তোর ডিপ্রেশনে আক্রান্ত হন এবং যারা এই রোগে আক্রান্ত হন, তাদের অর্ধেকেরই আগে কোন ডিপ্রেশনের হিস্ট্রি পাওয়া যায় না। এই ডিপ্রেশন নিজে থেকে ভালো হয় না। যদি চিকিৎসা করা না যায় তাহলে বেশ কয়েক সপ্তাহ বা মাস ব্যাপি চলতে পারে। দিনের পর দিন ডিপ্রেশন কঠিন হয়ে উঠতে পারে এবং এই ডিপ্রেশনের কারনে মায়ের বাচ্চা বা নিজের যত্ন নেয়ার ক্ষমতা কমে যেতে পারে।

#লক্ষণগুলো : সতর্কতা লক্ষণগুলি ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হলেও, সবার জন্য নিচের লক্ষণগুলোর কয়েকটি থাকতে পারে।

- দিনের বেশীরভাগ সময়ে অকারনে মন খারাপ থাকা বা দীর্ঘসময়ে অকারনে কান্নাকাটি করা।

- যে জিনিসগুলি উপভোগ করতো, সেগুলিতে আনন্দ বা আগ্রহের অভাব বোধ হওয়া।

-ক্ষুধার পরিমান অত্যাধিক বেড়ে বা কমে যাওয়া।

-নিজেকে অপরাধী বা দোষি ভাবা বা ক্রমাগত নিজেকেই দায়ী মনে করা।

-অত্যাধিক বিরক্তি বা ক্রোধ বা রাগ অনুভব করা।

-ভালো মা না হতে পারার ভয় কাজ করা।

- খুব বেশী ঘুমানো বা ঘুমাতে সমস্যা হওয়া।

-শিশু, পরিবার এবং বন্ধুদের প্রতি আগ্রহ কমে যাওয়া।

- কাজকর্মে মনোযোগ ধরে রাখা কঠিন হওয়া বা সিদ্ধান্তগ্রহনে সমস্যা।

-নিজেই বাচ্চাকে আঘাত করার পরিকল্পনা করা।

এই লক্ষণগুলো ২ সপ্তাহের বেশী স্থায়ী হলে, আপনার প্রফেসনাল সহায়তা প্রয়োজন। তবে লক্ষণগুলো মৃদু বা তিব্র যাই হোক সঠিক চিকিৎসা দ্বারা স্বাভাবিক হওয়া সম্ভব।

#প্রসবপরবর্তী ডিপ্রেশন কমাতে নিম্নোক্ত পরামর্শ মানতে পারেন;
- আপনার অনুভূতি সম্পর্কে সঙ্গী, অন্যান্য বাচ্চার মা, বন্ধু এবং আত্মীয়দের সাথে খোলামেলা কথা বলুন।

- মায়েদের গ্রুপে যোগদান করে, তাদের সাথে কথা বলুন।

- আপনার বাচ্চার দেখাশোনার জন্য পরিবার বা আত্বীয়স্বজনদের সহায়তা নিন।

- বাচ্চাকে সহায়তাকারীর কাছে রেখে যতটা সম্ভব ঘুমিয়ে নিন ।

-কম গুরুত্বহীন কাজ নিয়ে ভাবনা বাদ দিন, প্রয়োজনে নিজের দায়িত্ব কমিয়ে নিন।

- নিজের জীবন সম্পর্কে বাস্তব সম্মত পরিকল্পনা করুন।

- চিকিৎসকের পরামর্শে হালকা ব্যায়াম করুন।

-দিনের একটা সময়ে ৩০-৪০ মিনিট সূর্যের আলোতে থাকুন

-প্রফেশনাল মানসিক সহায়তা নিন। কগনিটিভ বিহেবিয়ার থেরাপি, ডাইলেকটিভ বিহেবিয়ার থেরাপী (ডিস্ট্রেস টলারেন্স, ইমোশনাল রেগুলেশন ও মাইন্ডফুলনেন্স) এই ধরনের ডিপ্রেশন কমাতে খুব হেল্পফুল। তবে প্রসবউত্তোর ডিপ্রেশনের পরিমান খুব বেশী হলে মেডিসিনেরও প্রয়োজন হতে পারে।

আপনার প্রিয়জন প্রসব পরবর্তী ডিপ্রেশনে আক্রান্ত হলে দ্রুত মানসিক সহায়তা নিন।

লেখক- জিয়ানুর কবির
ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

Lactogin capsule যা মায়েদের বুকের দুধ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বাচ্চা প্রসবের পরে অনেক মায়েদের ইচ্ছ...
09/10/2024

Lactogin capsule

যা মায়েদের বুকের দুধ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাচ্চা প্রসবের পরে অনেক মায়েদের ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের বাচ্চাদের বুকের দুধ পান করাতে ব্যার্থ হয় কারন হরমনের imbalance কারনে মায়েদের milk production ঠিক মত হয় না।
এ সমস্যার একমাত্র সমাধান দিবে cap.Lactogin। এই cap.Lactogin মা খেলে ৪৮-৭২ ঘন্টার মধ্যে milk secretion শুরু হয়ে যাবে। আমাকে আমার বাবুর জন্য ডাক্তার সাজেশন দিয়েছে।

ডোজঃ ১ করে ক্যাপসুল দিনে ২ বার খাবে ৩ মাস।
এটা নেচারাল উপাদান দিয়ে তৈরী তাই এর কোনো সাইড ইফেক্ট নাই।

এটা ৩ মাস নিয়মিত খেলে মা ও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মায়ের বুবের দুধের গুনগত মান ও বুকের দুধের পরিমাণ বাড়বে।

"এখন তুমি ছোট। বড় হলে ঘুরতে যেয়ো।"বড় হবার পর "এখন তোমার পড়া আছে। পড়াশুনা শেষ করে ঘুরতে যেয়ো"।পড়াশুনা শেষ করার পর "এখন তো...
08/10/2024

"এখন তুমি ছোট। বড় হলে ঘুরতে যেয়ো।"
বড় হবার পর "এখন তোমার পড়া আছে। পড়াশুনা শেষ করে ঘুরতে যেয়ো"।
পড়াশুনা শেষ করার পর "এখন তোমার বিয়ের বয়স। বিয়ে করে জামাই নিয়ে ঘুরতে যেয়ো"।
বিয়ের পর " এখন তোমার বাচ্চা কাচ্চা নেবার সময়। বাচ্চা হয়ে নিক। এরপর ঘুরতে যেয়ো"।
বাচ্চা হবার পর "বাচ্চা তো এখনো ছোট। একটু বড় হোক এরপর ঘুরতে যেয়ো"।
বাচ্চা বড় হবার পর শুরু হয় আবারো আরেক জীবনচক্র। এরপর বুড়ো বয়সে সবাই ঘুরতে নেবার জন্য টানে। কিন্তু শরীরে আর শক্তি থাকে কই!
এভাবেই নারীর ঘুরাঘুরি জীবনের গল্প শেষ হয়! 🥹

সংগৃহীত
シ ゚

সিজারের পর প্রথম হাঁটার ,বাথরুমে বসার অনুভূতি কেমন ছিল 😭😭 আমি তে সিজার হওয়ার ১১ ঘন্টা পর ই NICU তে দোড়ায়ছি বাবুকে দেখার ...
06/10/2024

সিজারের পর প্রথম হাঁটার ,বাথরুমে বসার অনুভূতি কেমন ছিল 😭😭
আমি তে সিজার হওয়ার ১১ ঘন্টা পর ই NICU তে দোড়ায়ছি বাবুকে দেখার জন্য।
মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে আহ্ মা হওয়া এত সহজ না 🙂
ছবিটা বাবুকে NICU থেকে আনার পর প্রথম তোলা 🥹
মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার আরাবী 🥹🖤

অনেকদিন হল ডাইপার রিভিউ এর কথা ভাবছিলাম তাই ফাইনালি আজ লিখতে বসে গেলাম।যেগুলো ইউস করছিলাম তার কিছু রিভিউ দিলাম নিচে।*NEO...
05/10/2024

অনেকদিন হল ডাইপার রিভিউ এর কথা ভাবছিলাম তাই ফাইনালি আজ লিখতে বসে গেলাম।যেগুলো ইউস করছিলাম তার কিছু রিভিউ দিলাম নিচে।

*NEOCARE NEWBORN-
বাবুকে জন্মের পর থেকে হসপিটাল থেকে Neocare দেয় তাই আরাবী জন্মের পর প্রথম ১৫ দিন Neocare ই পড়াই।এটা সাইজ newborn থেকে ৪ কেজি পর্যন্ত। অনেক ভালো একটা ডাইপার ভিতরে একদম শুকনো ভাব থাকে। ইনডিকেটর আছে ব্যবহার করে আরাম পাবেন এটা।বাজেট ও মিডিয়াম এটার 650 টাকা ২০ পিস তাই ৪ কেজি পর্যন্ত আরামে ব্যবহার করবে বাচ্চারা।
Rating 9/10

এরপর আমি Neocare M size ও L size ব্যবহার করেছি কিন্তু ভালো লাগেনি। ম্যাটেরিয়াল টা খসখসে, অল্পতেই ফুলে যায় তাই আমি Rating 5/10

*PAMPERS (Germany)-
সব থেকে বাজে লাগছে এ যাবত যত ডাইপার ব্যবহার করেছি।ভিতরে ভেজা ভাব থাকে অনেকটুকু, অল্পতেই ইনডিকেটর ফুল হয়ে যায়।তাই এই ভার্সনটা না কেনার পরামর্শ দিব আমি। দাম ও বেশ অনেক ৭২ পিস ৩৬০০ টাকার মত সবদিক থেকে এটা বিগ নো।
Rating 0/10

*SMARTCARE ULTRA THIN-
এটা মোটামুটি ভালোই ভিতরে ভেজা ভাব কম থাকে। ইনডিকেটর আছে মোটামুটি অনেকক্ষণ বেকাপ দেয়। সাইজগুলো একটু বড় বড় সফট ম্যাটেরিয়াল হয় তাই ওভারঅল বাচ্চারা পরে আরাম পায়।আমি নিউবর্ন সাইজ ব্যবহার করেছি, ২৫ পিস ৮৩০ টাকা নিয়েছিল।
Rating 8/10

*KIDZ ULTRA THIN-
বেশ ভালোই তবে কোমরগুলো লুজ বেশি তাই সাস্থ্য ভালো বাচ্চাদের জন্য বেস্ট।আমার মেয়ে প্রিম্যাচুয়ার ওয়েট কম নিয়ে দুনিয়াতে আসে তাই ওর জন্য লুজ লুজ হয়। কিন্তু ভিতরে ভালো ড্রাই থাকে। ইনডিকেটর আছক সফট ম্যাটেরিয়াল ,বাচ্চারা পরে আরাম পাবে। আমি ০-৪ কেজি ব্যবহার করেছিলাম দাম ২৫ পিস ১০৫০ টাকা।
Rating 7/10

*Twinkle -
প্যান্ট সিস্টেম চাচ্ছিলাম তাই এক্সপেরিমেন্ট এর জন্য নিয়েছিলাম। এটা ৮ কেজি পর্যন্ত ব্যবহার করা যায়। আমার বাবুর জন্য বড় হচ্ছিল তবে সাস্থ্য ভালো বাচ্চাদের জন্য ভালো হবে। ম্যাটেরিয়াল মোটামুটি নরম বাচ্চাদের খুব ভালো লাগবে না আবার খারাপ ও লাগবে না।
ভেতরে ভেজা ভাব কম থাকে, ইনডিকেটর আছে বেশ অনেক্ক্ষণ ব্যাকাপ দেয় ৫ পিস ১৪০ টাকা।
Rating 7/10

*Fresh Happy Nappy-
প্যান্ট সিস্টেম এক্সপেরিমেন্ট এর জন্য কিনি। এটা বেশ ভালো ,ভিতরে ভালো শুকনো থাকে। কম বাজেটে প্যান্ট সিস্টেম খারাপ না। ইনডিকেটর আছে অনেকক্ষণ ব্যাকাপ দেয়। ম্যাটেরিয়াল মোটামুটি সফট বাচ্চারা আরাম পাবে পরলে। ৫ পিস ১৪০ টাকা।
Rating 9/10

*AVONEE-
প্যান্ট সিস্টেম এটা বেশ ভালোই, ভিতরে একদম ড্রাই ভাব থাকে। কিন্তু ওয়েট বেশি আর ভারী জন্য আমার বাচ্চা অস্থির ফিল করে আমার মনে হয়। ইনডিকেটর আছে অনেক্খন ব্যাকাপ দেয়। আমি ৪-৮ কেজি ব্যবহার করেছিলাম ,দাম ৪২ পিস ৬৫০ টাকা।
Rating ৮/১০

*HUGGIES -
প্যান্ট সিস্টেম মালয়েশিয়া এবং ইন্ডিয়ান দুটো অনেক ভালো। অনেক সফট পরে বাচ্চা অনেক আরাম পায়। ভালো ড্রাই ভাব থাকে বিশেষ করে ইন্ডিয়ানটা অনেক্ক্ষণ ব্যাকাপ দেয়। ইন্ডিয়ান বা মালয়েশিয়া দাম ১৫০০-২৫০০ মধ্যে পরে।
Rating 9/10

*Supermom
এটা বড় সাইজে বেশ আরাম আছে। অনেক্ক্ষণ ব্যাকাপ দেয়,ইনডিকেটর আছে রাতে আরামে ব্যবহার করতে পারবে বাবুরা। ম্যাটেরিয়াল সফট আছে। দাম ৫০ পিস ১০৫০ এর মত।
Rating 9/10

Address

Shahzadpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arabi's Story Tales posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Shahzadpur

Show All