Sumon Kais

Sumon Kais Content creator.
(1)

28/01/2025

DeepSeek কিভাবে এতটা শক্তিশালী হয়েছে? Eagle Eyes | Sumon Kais

DeepSeek এর কারনে গত ২৪ এক ট্রিলিয়নের বেশি লস দিয়েছে আমেরিকা, যেই লসের তালিকায় মাইক্রোসফট, এনভেডিয়া, অ্যাপেল, ফেইসবুক সবাই রয়েছে। কিন্তু কিভাবে শুধুমাত্র একটি এপ্স এত বড় ঘটনা ঘটাতে পেরেছে?

Thanks For Watching
দেখার জন্য ধন্যবাদ.

ভারতের রিপাব্লিক ডেতে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন ভারত এই মুহর্তে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কি কি ভয়ংকর প্লান বাস্ত...
27/01/2025

ভারতের রিপাব্লিক ডেতে যারা গিয়েছেন তারা নিশ্চয়ই জানেন ভারত এই মুহর্তে বাংলাদেশকে ধ্বংস করার জন্য কি কি ভয়ংকর প্লান বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের মিলিটারি থেকে পলিটিশিয়ান বর্ডার থেকে দিল্লীর মসনদ সবাই এক হয়ে বাংলাদেশ বিরোধী।

আর আপনারা তাদের জুতার তলায় জিহ্বা লেপ্টে দিতে গেছেন, খুব ডিপ্লোম্যাসি দেখেচ্চান জাতীকে। যে সরাসরি আপনাকে শত্রু হিসাবে গন্য করে, আপনার বর্ডারে কালকেও লাশ ফেলেছে তাকে আপনি খুব সন্মান দিচ্ছেন বাহ বাহ...।। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। আপনারা আসলে নির্লজ্জ বেহায়া অনেক ক্ষেত্রে চরিত্রহীন।

আমারদের শত্রুর কি প্রয়োজন আছে? আমার মনে হয়না। নজরুল থেকে গির্জা আলমগির কিংবা খসরু থেকে বিকাশ নুর আপনি যদি ভেবে থাকেন এরা দেশকে ভালোবাসে আর দেশকে আগামীতে নেতৃত্ব দিয়ে সফল্যের উচ্চ শিখরে পৌঁছাবে তবে আপনার চেয়ে বড় গধা এখনো জন্মায়নি বাংলাদেশ।

এরা ক্ষমতার লোভ ছাড়া আর কিছু করছে না, কখনো ভারতের তাবেদারি তো কখনো ইসরাইলের তাবেদারি। আবার সুযোগ পেলে রাশিয়া আমেরিকা বা চায়নার তাবেদারিও করে।

খালি করতে পারেনা বাংলাদেশের মজলুমের তাবেদারি, কারন এই তাবেদারিতে তাদের পকেট ভরেনা।

পুলিশের ইউনিফর্ম পাশের দেশের পুলিশের ইউনিফর্মের কপি মনে হচ্ছে আমার কাছে। র‍্যাবের ইউনিফর্ম দেখে মনে হচ্ছে পুলেশের ফেলে দ...
20/01/2025

পুলিশের ইউনিফর্ম পাশের দেশের পুলিশের ইউনিফর্মের কপি মনে হচ্ছে আমার কাছে।
র‍্যাবের ইউনিফর্ম দেখে মনে হচ্ছে পুলেশের ফেলে দেয়া ইউনিফর্ম
আনসার সম্পর্কে কিছু বলতেপারছিনা।

আপনারা কি মনে করছেন?

তার কোন বিপর্যয়ে এখন আমার আর খারাপ লাগেনা। সে একটা জ্যান্ত জানোয়ারে পরিনত হয়েছিল। হতে পারে তার অনেক ভালো কাজ আছে, কিন্তু...
19/01/2025

তার কোন বিপর্যয়ে এখন আমার আর খারাপ লাগেনা।

সে একটা জ্যান্ত জানোয়ারে পরিনত হয়েছিল।

হতে পারে তার অনেক ভালো কাজ আছে, কিন্তু সে যেভাবে মানুষ হত্যাকে সমর্থন দিয়েছে তাতে তাকে শ্রদ্ধা করার কোন জায়গা আমি খুজে পাইনা।

সর্বশেষ ভিডিওটি অন এয়ার করার পরে আমার গলা পুরাপুরি বসে গেছে, মানে গত ১৫ দিণে আমার গলার আওয়াজ আমি নিজেই চিনিনা অবস্থায় চল...
18/01/2025

সর্বশেষ ভিডিওটি অন এয়ার করার পরে আমার গলা পুরাপুরি বসে গেছে, মানে গত ১৫ দিণে আমার গলার আওয়াজ আমি নিজেই চিনিনা অবস্থায় চলে গেছে। গলার এই বিরাগ প্রতিবছরই ২/১ ঘটে আমার সাথে। খুব কোন টিট্মেন্ট নিতে হয়না নিজে নিজেই আবার ঠিক হয়ে যায়। এবারও তাই হয়েছে।

আজকে বলা যায় যে রেকর্ডিং করার মত অবস্থায় ফিরেছে আমার কণ্ঠস্বর। এর মাঝে অনেক কনটেন্টের লিস্ট জমা হয়ে গেছে।

দোয়া করেন যেন কাল পরশুর মধ্যে ভিডিও দিতে পারি।

অনেকের অনেক রিকোয়েস্ট আছে পেন্ডিংয়ে। আমি একা এতসব আবদার মেটাতে পারছিনা সত্যি। আশা করি ক্ষমাসুলভ দৃশটিতে দেখবেন। ❤️🙏

আচ্ছা তারপর...!! এত দ্রুত নিজেদের ইতিহাস ভুলে গেছে কেম্নে? নৌকায় ভোট দেয়নাই বলে নোয়াখালীতে এক নারীকে পুরা দল মিলে ধর্ষণ।...
18/01/2025

আচ্ছা তারপর...!!
এত দ্রুত নিজেদের ইতিহাস ভুলে গেছে কেম্নে? নৌকায় ভোট দেয়নাই বলে নোয়াখালীতে এক নারীকে পুরা দল মিলে ধর্ষণ। ছিন্তা করে দেখ তোরা কি করছিলি ১৭ বছর।

বিচার তোর আম্মার কাছে দে, যে ভারতে গিয়া দেশে ঝামেলা লাগাইতেছে। আল্লাহ্‌ অনেক বড় বিচারক, তোরা কি কি করছিলি সারা দুনিয়া দেখছে।

আগে বাংলাদেশ বাদ দিয়ে লিখা হয়েছিল বঙ্গবন্ধু, আর এখন পুরাটাই বাংলাদেশ।
17/01/2025

আগে বাংলাদেশ বাদ দিয়ে লিখা হয়েছিল বঙ্গবন্ধু, আর এখন পুরাটাই বাংলাদেশ।

"আদিবাসী" কেন? সুশীলরা এই দেশ, এই সমাজকে সারাজীবন ধংসের পথে ঠেলে দিয়ে নিজে ফায়দা লুটেছে। সেটা ব্রিটিশ শাসনের আগে আর পড...
15/01/2025

"আদিবাসী" কেন?
সুশীলরা এই দেশ, এই সমাজকে সারাজীবন ধংসের পথে ঠেলে দিয়ে নিজে ফায়দা লুটেছে। সেটা ব্রিটিশ শাসনের আগে আর পড়ে যখনই তাকান একই চিত্র খুজে পাবেন।
এরা এতটাই নির্লজ্জ যে প্রতিবারই ব্যার্থ হয়ে গর্তে লুকায় আবার যখন কিছুটা শান্ত পরিবেশ আসে তখন সবার আগে চেয়ার দখল করে সাধারকে ঠকায়। 😓

নিজেদেরকে পরিচয় দেয় বুদ্দিজীবি আবা এরাই ফেইল মারছে একাত্তরে।
আবার দেখেন ২৪ এদের পরাজয় কি ভয়াবহ। আন্দাজও করতে পারেনি হাটুর বয়সী ছাত্ররা কি করতে যাচ্ছে।

এখনো সচিবালয় থেকে উপদেষ্টা পরিষদ যেখানেই তাকাবেন এদেরকে খুজে পাবেন। এরা আমার কাছে এক অদ্ভুত প্রজাতির "ছারপোকা", যাকে ধ্বংস করা যাচ্ছেনা কিন্তু একটু সুযোগ পেলেই রক্ত পানে ব্যাস্ত হয়ে পড়ে।

এবারও দেখেন তারা একটা শব্ধ দিয়ে অভ্যুত্থান পরবর্তি বাংলাদেশের ছাত্র সমাজকে মুখোমুখি দাড় করে দিয়েছে।

আর তা হচ্ছে "আদিবাসী"

আদিবাসী কেন হবে, এদেরতো পরিচয় আছে, কেউ চাকমা, কেউ মারমা, কেউ ম্রো, কেউ খিয়াং আর এদের সবার ন্যাশনাল আইডেন্টিটি একটাই বাংলাদেশী।

তাহলে যিনি পাঠ্যবইয়ে এই শব্ধ যুক্ত করেছেন তিনি কি জানতেন না এই শব্ধ কত বড় বিবাজন তৈরি করতে পারে?

আমারতো মনে হয় জানতেন, এবং জেনে শুনে এই শব্ধ যুক্ত করেছেন কারন তার দেশের প্রয়োজন নেই তার প্রয়োজন বিভক্তি।

যে বিভক্তির সুবিধা হয়ত আমাদের প্রতিবেশী পাবে, হয়ত পাবেন তিনি নিজে নয়ত কোন গোষ্ঠীর সার্থ হাসিলে তার সার্থ জরিত রয়েছে।

সবার পরিচয় হউক সন্মানের ❤️🙏

Hamas won the war.  🎯🔥 🇵🇸If you have doubt you don't understand the Gaza-Israel war
15/01/2025

Hamas won the war. 🎯🔥 🇵🇸
If you have doubt you don't understand the Gaza-Israel war

এই কাজটা করা উচিত ছিল সরকারের, কারন এরা বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখের ভাষায় যদি এটা রচিত করে তাদেরকে দেয়...
15/01/2025

এই কাজটা করা উচিত ছিল সরকারের, কারন এরা বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ। তাদের মুখের ভাষায় যদি এটা রচিত করে তাদেরকে দেয়া হত সরকারের পক্ষ থেকে তবে দেখতেন এই মানুষগুলোর ভেতরে বাংলাদেশ নিয় কি বিশাল একটা গর্ব কাজ করত।

বিগত সরকারগুলো দেশ বিক্রি করার কাজে ব্যাস্ত ছিল, তাই এই সরকারের উচিত ইয়াং ম্রোর এই ডেডিকেশনকে স্বীকৃতি দেয়া উচিত। সাথে এধরনের ভাষায় আরও যারা আছে তাদেরকে দেশ এবং দেশের বীর সেনাদের ইতিহাস এবং বীরত্ব জানানোর আয়জন করা উচিত। এরা আমাদের মানুষ, এরা বাংলাদেশকে ধারন করে। এদের কাছে আমাদের যাওয়া উচিত।

The dynasty of corruption started to fall from Bangladesh to the UK.
14/01/2025

The dynasty of corruption started to fall from Bangladesh to the UK.

লাজ লজ্জা বলতে কিছু নাই এই লোকের। ১৫ বছর ধরে ঈদের পর ঈদের পর করতে করতে এক পা কবরে চলে গেছে। এখন দেশকে আরও বেশি ধ্বংস করে...
14/01/2025

লাজ লজ্জা বলতে কিছু নাই এই লোকের।
১৫ বছর ধরে ঈদের পর ঈদের পর করতে করতে এক পা কবরে চলে গেছে।
এখন দেশকে আরও বেশি ধ্বংস করে দেয়ার জন্য মাঠে নেমেছে। স্বপ্ন দেখছে ঈদের আগেই ক্ষমতায় যেতে।

তার কথার সাথে ভারতের আর্মি চিপের কথার সিরিয়াস মিল আছে। দুই জনেই মনে করছে আওমী দোসরে ভর্তি প্রশাসনে নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে।

সিরিয়াসলি সন্দেহ হচ্ছে এই লোক কি আসলে বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে?

তালেবান ভারতের পা চাঁটা শুরু করছে শুধু মাত্র পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গিয়ে। আবার ভারতও এখন তালেবানকে খুব গুরত্ত দিয়ে দে...
11/01/2025

তালেবান ভারতের পা চাঁটা শুরু করছে শুধু মাত্র পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গিয়ে।
আবার ভারতও এখন তালেবানকে খুব গুরত্ত দিয়ে দেখতে শুরু করেছে।

মজার ব্যাপার দেখেন পালকি শর্মা ২৪ ঘন্টা তোতা পাখির মত বকবক করে ইস্লামিস্ট, এক্সট্রিমিস্ট, টেররিস্ট বলে। তালেবানকে ভয়ংকর সন্ত্রাস হিসাবে ব্যাক্ষা করতে এক বিন্দুও ছাড় দেয়না।

আবার সেই পালকি এবার তালেবানকে ব্যাক্ষা করছে স্ট্যাটিজ্যাকিল্লি ইম্পর্টেন্ট পার্টনার হিসাবে।

কিন্তু বাংলাদেশে এধরনের কোন কিছুই ঘটেনি, একটা অভ্যুত্থানের পড়ে সরকার ক্ষমতায় এসেছে ।
কিন্তু পাল্কির চিল্লাপাল্লা এমন পর্যায়ে গেছে যেন পারেনা ডঃ ইউনুসকে জোর করে জঙ্গি বানিয়ে দেয়।

কি বুঝলেন?

ভারত নিজের সার্থে স্লাটের পাচা চুষতেও দ্বিধা করেনা। সেটা যত জঘন্যই হোক। একই পথ অনুসরণ করছে তালেবানও, ইসলাম তো একটা চুতো মাত্র তাদের কাছে।

আবার নিজের সার্থে যে কাউকে বা যেকোন দেশকে শত্রু বানাতে বা কোন ট্যাগ লাগাতে কোন রকম দ্বিধা নেই ভারতের, যার সবচেয়ে উদাহরন বাংলাদেশের সাথে তাদের আচরন।

মানে এই জায়গায় সানি নিয়ন আর পালকি শর্মা (ভারত) একই, একজন সবার সামনে কাপর খোলে, আরেকজন কাপর পড়েই লেংটা হয়ে যায়।

নয়ন ভাই Nater Guru  আপনি সেরা 🤟 সাথে আপনার চেয়েও সেরা এই তিনটা এঞ্জেল  ❤️❤️এভাবেই চালিয়ে যান প্লিজ, সুস্থ ধারার বিনোদন প...
10/01/2025

নয়ন ভাই Nater Guru আপনি সেরা 🤟 সাথে আপনার চেয়েও সেরা এই তিনটা এঞ্জেল ❤️❤️

এভাবেই চালিয়ে যান প্লিজ, সুস্থ ধারার বিনোদন পাওয়ার যায়গার খুবই অভাব।

বাংলার নাট্যপাড়ার অপসংস্কৃতি চর্চা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি অনেক বছর আগে। এখন আপনার মত কিছু কনটেন্ট ক্রিয়েটরদেরকেই আমি আমার বিনোদনের খোরাক হিসাবে দেখি। আর যাই করেন এই সুস্থ কনটেন্ট ক্রিয়েশন বন্ধ কইরেন না।

আমি নিজেও "মিসইনফরমেশন" "ডিজ-ইনফর্মেশনের" বিরুদ্ধে দাড়াতে গিয়ে Eagle Eyes এর মত চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট করেছি এবং কনটেন্ট ক্রিয়েটর হয়েছি। এবং বুঝতে পেরেছি মানুষ কি ভীষণ ভাবে এটার অভাব ফিল করে। এবং নিশ্চিত ভাবেই বলতে পারি আপনি এই ক্ষেত্রে অনেকের ভরসা। তাই কিপ গুইং ম্যান।

লাস্টলি এই তিন এঞ্জেলের জন্য রইল আমার ভালোবাসা ❤️❤️

ভারত আইএমডির (India Meteorological Department IMD) ১৫০ বছর পুর্তি উপলক্ষে দক্ষিন এশিয়ার সব দেশকে আমন্ত্রন জানিয়েছে। এখন ...
10/01/2025

ভারত আইএমডির (India Meteorological Department IMD) ১৫০ বছর পুর্তি উপলক্ষে দক্ষিন এশিয়ার সব দেশকে আমন্ত্রন জানিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ ছাড়া প্রায় সব দেশ সেই ইনভাইটেশন এক্সেপ্ট করে ফেলেছে। এমন কি পাকিস্তানও এক্সেপ্ট করেছে।
আমি বলব বাংলাদেশের এই ইনভাইটেশনে এটেন্ড করা ঠিক হবেনা। ভারত মূলত IMDকে অখন্ড ভারত প্লানের অংশ হিসাবে ব্যাবহার করছে এবং প্রচারও করছে সেভাবে।

সময়ের ব্যাবধানে তারা একটা বিশাল নেরেটিভ বিল্ড করার চেষ্টা করে যাচ্ছে যে অখন্ড ভারত যায়েজ এবং এটা বুঝাতে চাচ্ছে যে অনেক দেশ সেটা মেনে নিচ্ছে।
আমেরিকাতে যেমনটা ট্রাম্প গ্রিনল্যান্ড এবং কানাডা নিয়ে করে যাচ্ছে। সো ভারতে সুদূর প্রসারী প্লান বুঝা আমাদের জরুরী। IMD একটা মুলা মাত্র, এটার পিছনের প্লান ভয়ংকর।

ভারত অনেক কিছু চাইবে, আমরা তাকে সেই সুযোগ দিব কেন?

IMD এর অল্টারনেটিভ আমাদের তৈরি করতে হবে, দুনিয়ার যে প্রান্তে IMD নাই সেখানে কি মানুষ অনিরাপদ? তাহলে আমরা কেন IMD চাতার নিছে থাকতে হবে?

আচ্ছা, এই গ্রাফিতিতে এখনো জুতা নিক্ষেপ প্রতিযোগিতা হয়নাই ক্যান?
10/01/2025

আচ্ছা, এই গ্রাফিতিতে এখনো জুতা নিক্ষেপ প্রতিযোগিতা হয়নাই ক্যান?

Address

Shahzadpur

Alerts

Be the first to know and let us send you an email when Sumon Kais posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumon Kais:

Videos

Share