28/03/2022
ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়৷
রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। অল্প ব্যাথায় কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়৷
বকবক করা মেয়েটাও একটা সময় নিশ্চুপ হয়ে যায়৷ হাস্যজ্বল মেয়েটার মুখের হাসিও একটা সময় মলিন হয়ে যায়৷ দায়িত্ব নিতে ভয় পাওয়া মেয়েটাও একটা সময় দায়িত্বশীল হয়ে যায়। প্রচন্ড ভালোবাসতে পারা মেয়েটাও একটা সময় প্রচন্ড ঘৃণা করতে পারে।
পার্থক্যটা শুধু সময়ের। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
মেয়েরা সব রকম পরিস্থিতিতেও জয়ী হয়! ❣️