Afsana Akhter Mim

Afsana Akhter Mim ভিন্ন সঙ্গ, ভিন্ন গল্প, ভিন্ন জীবন!

28/03/2022

ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়৷
রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। অল্প ব্যাথায় কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়৷

বকবক করা মেয়েটাও একটা সময় নিশ্চুপ হয়ে যায়৷ হাস্যজ্বল মেয়েটার মুখের হাসিও একটা সময় মলিন হয়ে যায়৷ দায়িত্ব নিতে ভয় পাওয়া মেয়েটাও একটা সময় দায়িত্বশীল হয়ে যায়। প্রচন্ড ভালোবাসতে পারা মেয়েটাও একটা সময় প্রচন্ড ঘৃণা করতে পারে।

পার্থক্যটা শুধু সময়ের। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
মেয়েরা সব রকম পরিস্থিতিতেও জয়ী হয়! ❣️

27/03/2022

❝ এই পথ তোমার একার, একা মানে চাঁদের মতো একা, এখানে সবাই তোমার সাথে হাঁটবে কিন্তু কেউ তোমার জন্য হাঁটবে না ❞

- মুহাম্মদ আরাফাত রহমান

12/03/2022

আমি বোধহয় আর খুব বেশিদিন স্বাভাবিক থাকবো না। আমার মাঝেমাঝে মনে হয় আমি পাগল হয়ে যাবো। আমার মস্তিষ্ক একদমই কাজ করেনা এতো ডিপ্রেশন এতো প্যাড়া আমার মাথা একদম জ্যাম হয়ে গেছে, আমি বোধহয় আর খুব বেশিদিন স্বাভাবিক থাকবো না।

09/03/2022

আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব, ভালো লাগা, খারাপ লাগার স্মৃতি নিয়ে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা। কোন এক ক্লান্ত বিকেলে গোধূলির আলো আধারে বেলকুনিতে বেতের চেয়ারে চায়ের চুমুকের পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবব " জীবনটা আসলে খারাপ ছিল না "।।🌸

~ কবি

07/03/2022

আমরা যাদের ভালোবাসি তাদের কারো উপর বিরক্তি বা ক্ষোভ জন্মালে নিজেকে শাস্তি দেওয়ার মধ্যে একটা পৈশাচিক আনন্দ থাকে। পেইন কিলার হিসাবে কাজ করে বোধ হয়।😊

07/03/2022

বিদায় দিয়েই দরজা বন্ধ কইরেন না। দাঁড়ায়ে থাকেন, যতক্ষণ সে চোখে পড়ে। অথবা বিদায় দিয়েই বন্ধ করেন কিন্তু খেয়াল রাখেন কপাটের শব্দ তার কানে না পৌঁছায়।🌼🦋

06/03/2022

মেয়েরাও ভাবে, যদি একটা জব পাইতাম! তাহলে ফ্যমিলির কিছুটা হেল্প হইতো!🤍

05/03/2022

নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করোনা কারণ একটি পাথর তার ওজনের কারণেই ডুবে যায় 🖤

হ্যাঁ.....💗
04/03/2022

হ্যাঁ.....💗

একবেলায় এসো লক্ষ দোলনচাঁপা হাতে,🌺আমি নাহয় কফি হাতে কয়েকশো বেলা অপেক্ষায় রইলাম?☕
28/02/2022

একবেলায় এসো লক্ষ দোলনচাঁপা হাতে,🌺
আমি নাহয় কফি হাতে কয়েকশো বেলা অপেক্ষায় রইলাম?☕

পরিনিতা মুভিটাতে মেয়েটা লাষ্টে বলে, " আমাকে ভালােবাসলে কি হতাে বাবাইদা? আমাকে ভালােবাসলেতাে জীবনটা আজ অন্যরকম হতাে"।আমা...
28/02/2022

পরিনিতা মুভিটাতে মেয়েটা লাষ্টে বলে, " আমাকে ভালােবাসলে কি হতাে বাবাইদা? আমাকে ভালােবাসলেতাে জীবনটা আজ অন্যরকম হতাে"।

আমারাে একজনের চোখের দিকে তাকাইয়া বলতে ইচ্ছা করে, " আমারে কেন ভালােবাসলানা? আমারে ভালােবাসলে কি ক্ষতি হইতাে? যুদ্ধ লেগে যাইতাে? মানুষ মরতাে? 🙂❤️

20/02/2022

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ, সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।

চাণক্য

20/02/2022

খুব হৈ-হুল্লোড় করে চলাফেরা করা মানুষ যদি হঠাৎ কখনো চুপ হয়ে যায় বুঝে নিতে হবে; আঘাত টা বিশ্বাসের উপরেই পরেছে। 💔

20/02/2022

কিচ্ছু চাইনি আমি,আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা।

20/02/2022

বিশ্বাস ভেঙে গেলে নিরুপায় হয়ে যায় মানুষ🙂।

19/02/2022

যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নিরব হয়ে যায়!❤️

19/02/2022

একদিন নিজের নিশ্বাস টাও দেহের সাথে বেঈমানী করবে।
সেখানে তুমিতো মানুষ; তাহলে মেনে নিতে পারছিনা কেনো?

18/02/2022

ধুলোর আস্তরণে জমে থাকা ডায়রিটির প্রতিটি পৃষ্ঠায় ঠাঁই নিয়েছে একটি অপূর্ণ ভালোবাসার আর্তনাদ। যা হয়তো কখনো পূর্ণতা পেতে চেয়েছিলো, কিন্তু অবহেলায় আর অভিমানে সেটা আজ অপ্রকাশিত হয়ে ধুলোয় মিশে ধূসর বর্ণ ধারণ করেছে।

16/02/2022

যেকোনো দিকে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলেl আর তোমার আমার দূরত্বের একককে অভিমান বলে!

15/02/2022

Dua and struggle is enough for fulfilling your dreams.♥️✨

12/02/2022

খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছেই 'অতো স্পেশাল' না।'🖤

12/02/2022

পাঁচ দশবছর কোনো মেটার না!
তোমার চেয়ে বেটার কাউকে পেলে অবশ্যই তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববেই, তোমাকে ছেড়ে যাবেইইই!

অসুস্থ কিংবা অতি আবেগীরাই শুধু থেকে যায়!

সুস্থ স্বার্থপর বাস্তববাদী মানুষগুলো শুধু সময় সুযোগ আর বেটার অপশনের জন্যে অপেক্ষা করে!! কারণ এরা জানে, "অল্পতে সুখ কম, আবেগে পৃথিবী অচল!"❤️

11/02/2022

🙂💔

09/02/2022

'আল্লাহু আকবার' উচ্চারণ দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে, তার চেয়ে শ্রেষ্ঠ ও কল্যাণকর।
- উমর ইবনুল খাত্তাব রা.

Salute her courage || Beauty of Islam ❤️
09/02/2022

Salute her courage || Beauty of Islam ❤️

Happy Rose Day💗
07/02/2022

Happy Rose Day💗

৫০ টাকার মুদ্রাটি প্রচলিত হবে না, এটি একটি স্মারক মুদ্রা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের এই...
05/02/2022

৫০ টাকার মুদ্রাটি প্রচলিত হবে না, এটি একটি স্মারক মুদ্রা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের এই স্মারক স্বর্ণমুদ্রাটি গত ডিসেম্বরেই ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রাপ্ত কোন ব্যক্তি, প্রতিষ্ঠান,স্থান ও ঘটনাসমূহকে স্মরণীয় করে রাখার জন্য কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক যে প্রতীকী মুদ্রা বা নোট ছাপে, তাই স্মারক মুদ্রা।

৫০টাকার স্বর্ণ মুদ্রাটি
২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি ও ১০ গ্রাম ওজনের স্মারক মুদ্রাটির মূল্য স্মারক বাক্সসহ ৬৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত রৌপ্য স্মারক মুদ্রাটির ওজন ৩০ গ্রাম।
স্মারক বাক্সসহ রৌপ্য স্মারক মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা।

তবে ডিসেম্বরে প্রকাশিত সেই মুদ্রা সম্প্রতি 'স্মারক মুদ্রা' শব্দটি উল্লেখ না রেখেই প্রচার করা হচ্ছে। ফলে অনেকেই প্রচলিত মুদ্রা ভেবে বিভ্রান্ত হচ্ছেন।

©A R Khan

যদি স্মৃতিগুচ্ছ মুছে যেতো!!...🖤🌼
04/02/2022

যদি স্মৃতিগুচ্ছ মুছে যেতো!!...🖤🌼

28/01/2022

🦋 ✿•𝐁𝐞𝐬𝐭 𝐋𝐢𝐧𝐞❥•࿐ 🦋
🖤
لا إله إلا الله محمد رسول اللّه
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"
🌸"𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡"🌸
🖤

19/01/2022

যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয়, সেখানে কি আসলেও ভালোবাসা থাকে??

যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হবে, তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে!

যে মানুষ টার কাছে সবসময় তার সময় মত নিজের জন্য সময় পেতে হবে, সে মানুষটা কি আসলে সময় করতে পারবে আপনার জন্য??

যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্ট গুলোকে বুঝতে পারে না, সে কি আদৌ আপনাকে বুঝবে?

এই প্রশ্ন গুলো আগে নিজের মনের ভেতর বারবার করুন, দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে...

যদি উত্তর গুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয়, তবে ঐ মানুষ টার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন...
আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন অথচ মানুষটা আপনার এতো টুকু মূল্যায়নও করে না....

ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায়, তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না...

মনে রাখবেন---
কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া , কিন্তু মনের ভেতর শান্তি পাওয়া যায় না..

~ আফসানা জামান তুলতুলি 🌸.

তুমি ভুল কিংবা ফুল, আমিতো তোমারই🌻🌼
13/01/2022

তুমি ভুল কিংবা ফুল, আমিতো তোমারই🌻🌼

04/01/2022

*আমার কোন আচরণে যদি অস্বাভাবিকতা দেখেন, তাহলে বুঝে নিবেন সমস্যার শুরুটা হয়েছে আপনাদের কাছ থেকেই।

*যদি আমি আপনার সাথে পূর্বের তুলনায় কম কথা বলি, তাহলে বুঝে নিবেন আপনাদের কোন কথা বা কাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে।

*যদি আমার মায়া-টান আপনাদের ওপর থেকে কমে যায়, তাহলে বুঝে নিবেন আপনাদের স্বার্থপরতা আমাকে বহুবার ক্ষত করেছে।

*যদি আমার কোনো কথাকে খোঁচা দেয়া মনে হয়, তাহলে বুঝতেই পারছেন এমন খোঁচামার্কা কথা আপনারাও বহুবার বলেছেন। তাই নিজেও ফেরত পাচ্ছেন।

*যদি আমি আগের মত আপনাদের সাথে মিশতে না পারি তাহলে বুঝে নিবেন আপনাদের দেয়া কোন আঘাত আমি আজও ভুলতে পারিনি।

*যদি দেখেন আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে আমার বাঁধছে না তাহলে বুঝে নিবেন আপনাদের চরম খারাপ ব্যবহারের কারনেই আমার ভদ্রতা লোপ পেয়েছে।

দুনিয়ায় সব সম্পর্কের কিছু সীমাবদ্ধতা আছে। তা অতিক্রম হলেই মানুষের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়।🖤

#সংগৃহীত🖤

🌻
19/12/2021

🌻

17/12/2021

শুভ দৃষ্টির বিনিময় হলে ভালোবাসায় হয় ♥

15/12/2021

নিজেরে ঠিকঠাক আবিষ্কার করতে না পারা প্রত্যেকটা মানুষও একেকজন ব্যর্থ বিজ্ঞানী!

Address

Senbag
3821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afsana Akhter Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afsana Akhter Mim:

Videos

Share

Category



You may also like