অনুশোচনা-Regret

অনুশোচনা-Regret হয়তো ঘুমের আড়ালে
লুকিয়ে থাকা কোনো এক
অস্পষ্ট স্বপ্নে,
তুমি আমার ছিলে।
(1)

29/03/2024

আমরা প্রত্যেকটা মানুষই
কোনো না কোনো দিক থেকে অপূর্ণ।
ভীষণ রকম অপূর্ণ।
এই যে এত লোকজন, এত হৈচৈ,
এর মাঝেও শূন্যতায় ডুবে রই।
এই শূন্যতা পূরণ করতে করতে
একটা সময় নিজেরাই শূন্যস্থানে পরিণত হই।

আমরা যাদেরকে চাই
তারা আমাদেরকে চায় না।
আবার আমাদেরকে যারা চায়
আমরা তাদেরকে চাই না।

আমার মনে হয় কি জানেন–
আসলে পৃথিবীটা গোল হলেও,
আমাদের অনুভূতিগুলো ত্রিভুজ।

কবিতা : ত্রিভুজ অনুভূতি

28/03/2024

কেউ নেই জেনেও জানলা খুলে রাখি
বাতাসে ভর করে উড়ে যায় অচেনা পাখি
দূরের আকাশ বলে; কেউ নেই শুনবার
কেনো তবে বুক ভার— এত ডাকাডাকি!

07/03/2024

ছুঁয়ে দেখার সাধ্য নেই....
অনুভবে রাখি তারে🙂🌺
দূরত্ব যতই হোক....
ভীষণ ভালোবাসি তারে,,!❤️🥰^_^

28/02/2024

- মেয়েটি এসে বলল 'আচ্ছা আমাদের ধর্মে বিয়ের পূর্বে রিলেশন সম্পর্কে হুকুম কি? '

বললাম-'হারাম।'

সে জিজ্ঞেস করল-'আমি যদি আল্লাহর ভয়ে হারাম থেকে চলে আসি তিনি আমাকে কি দিবেন?'

ওতোটা গভীরভাবে তার বিষয়টি নিইনি,তবুও বলেছিলাম-
ولمن خاف مقام ربه جنتن

"আর যে ব্যক্তি তার প্রতিপালকের নিকট উপস্থিত হওয়ার ভয় রাখে,তার জন্য রয়েছে দু'টি (জান্নাতে) বাগান।'(সূরা আর - রাহমানঃ৪৬)

ওয়াল্লাহি আমি কখনো ভাবতে পারিনি মেয়েটি হারাম ছেড়ে বেলা ফুরাবার আগে তার আসল নীড়ে ফিরবে।

পরদিন ক্লাসে সে নিরবে পাশে এসে আমার দু-হাত শক্ত করে ধরে কান্নাভেজা কণ্ঠে বলল-'আমি আল্লাহর ভয়ে ৮ বছরের সম্পর্ক ছেড়ে দিয়েছি,প্লিজ বল আল্লাহ কি আমাকে সে দু'টি বাগান দিবেন?'
অনুশোচনা-Regret

27/02/2024

- 𝗗𝗲𝗮𝗿 𝗥𝗮𝗺𝗮𝗱𝗮𝗻 “আমাদের দূ'র্বল হৃদয়ে হেদায়াতের নূর হয়ে এসো”🌸

𝗔𝗺𝗶𝗻🤲💞🤲🥺🫶🥀

অনুশোচনা-Regret

ভেজা চুল শুকোতে দিলে শুকিয়ে যায় রোদ ;প্রিয় দীর্ঘশ্বাস! তুমি বিহিন মন খারাপের বারান্দাটায় আমি ভিজি রোজ! মুঠো মুঠো রোদ্দুর...
26/02/2024

ভেজা চুল শুকোতে দিলে
শুকিয়ে যায় রোদ ;
প্রিয় দীর্ঘশ্বাস! তুমি বিহিন
মন খারাপের বারান্দাটায় আমি ভিজি রোজ!

মুঠো মুঠো রোদ্দুর
অনুশোচনা-Regret

25/02/2024

হে আমার প্রতিপালক!
হিসাব গ্ৰহনের দিন আমাকে, আমার পিতামাতাকে আর মু'মিনদেরকে ক্ষমা করে দিও।
সূরা ইব্রাহীম-৪১
অনুশোচনা-Regret

24/02/2024

"‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎⎯͢⎯⃝🩷🌻💚😽

___ 🌺 আমার মতো তুমি বহু জনকে পাবে কিন্তু,
তাদের মধ্যে তুমি কখনো আমাকে পাবে না।!!”💙🦋🙂

"‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎
অনুশোচনা-Regret

24/02/2024

─༅༎༅💙🌼🩷༅༎༅─

__মনের মানুষ এমন খোঁজো__🌸🌸

"যার অর্থের অভাব হলেও....!!
__ভালোবাসার অভাব কোনদিনও হবে না.....!!

23/02/2024

আমি বললাম পাপ করায় আমি অভ্যস্ত হয়ে গেছি,
আল্লাহ বললেন আমি বার বার তওবা করার সুযোগ দিয়েছি! 🤲

- আলহামদুলিল্লাহ ❣️

20/02/2024

"যে জানালা তোমাকে কষ্ট দেয়, সেই জানালা বন্ধ করো; দৃশ্যটা যতই সুন্দর হোক না কেন।" 💜
ুশোচনা-Regret

19/02/2024

︵ღ᭄🌺༊࿐💙
____ღ۵-🌺🦋_মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয়— তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়..!🍁🍂
︵ღ᭄🌺༊࿐💙😍❤️

16/02/2024

মায়া তো সবার প্রতি আসে _"
❣️🥀
_"না..!য়ার প্রতি "_
"_ আসে সে কখনো বুজে না"_

অনুশোচনা-Regret

14/02/2024

১৪ ফেব্রুয়ারি যদি ভালোবাসা🐰🥀

দিবস হয় তাহলে,,,❤️❤️🥰

আমার সব টুকু ভালোবাসা🤴👈🥀

আমার বাবা- মার জন্য 🥀💞🤴👸

অনুশোচনা-Regret

13/02/2024

নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না।
– কারণ আল্লাহর সৃষ্টি কখনো
অসুন্দর হয় না। 🙂🥀🖤

অনুশোচনা-Regret

আমি তার শ্বশুরবাড়িতে,😐 সে আমার শ্বশুরবাড়িতে।🙂এইডা কোন জীবন হলো.!!😑😕  অনুশোচনা-Regret
12/02/2024

আমি তার শ্বশুরবাড়িতে,😐
সে আমার শ্বশুরবাড়িতে।🙂

এইডা কোন জীবন হলো.!!😑😕

অনুশোচনা-Regret

12/02/2024

১৪ই ফেব্রুয়ারিতে আমি ফ্রি আছি //🙂
কারো
-- couple pic তোলা লাগলে আমারে বইলো -🐸

---পার পিস ৫ টাকা ---😁😑

অনুশোচনা-Regret

11/02/2024

ফেইসবুকে এখন চার ধরনের মানুষ আছে!

একদল : ট্যুরে যাচ্ছে!

একদল : Exams নিয়ে দুশ্চিন্তা করছে,

একদল : বিয়ে করছে!

আর একদল : উপরের সবার রঙ্গতামাশা দেখছে।

আপনি কোনটি?🙂

আমি কিন্তু রঙ্গতামাশা দেখতেছি 👀🐸

অনুশোচনা-Regret

Address

Savar

Alerts

Be the first to know and let us send you an email when অনুশোচনা-Regret posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অনুশোচনা-Regret:

Videos

Share

Nearby media companies