Bangla TV

Bangla TV Bangla TV is a bangla news channel. you will see here 100% true and current bangla news.

আশা করি আপনারা সবাই এই মুভিটি উপভোগ করবেন, যদি আপনি এটি উপভোগ করেন তবে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যা...
29/11/2022

আশা করি আপনারা সবাই এই মুভিটি উপভোগ করবেন, যদি আপনি এটি উপভোগ করেন তবে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।🙂

মুচি থেকে বিশ্ব জয়ী ফুটবলার জিতে যায় জিঙ্গা স্টাইল! Pele: Birth of A Legend! Block Buster BanglaPele lives in a poor Brazilian neighbourhood and does menial...

গ্রাফিক ডিজাইনের সবগুলো প্রোজেক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ লোগো ডিজাইন। গুগলের মতে, পরিচয় বহনকারী এই সিম্বল বা টাইপোগ্...
31/08/2022

গ্রাফিক ডিজাইনের সবগুলো প্রোজেক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কাজ লোগো ডিজাইন।
গুগলের মতে, পরিচয় বহনকারী এই সিম্বল বা টাইপোগ্রাফি ক্রিয়েটরদের চাহিদা আমাদের দেশে এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে সর্বোচ্চ এবং এক জরিপে দেখা যায়, ভালো একটা লোগোর জন্য একটি ছোট প্রতিষ্ঠানও ৫০০ ডলার পর্যন্ত খরচ করে থাকে।
তাই আর দেরি কেন?
আমাদের এডভান্স লোগো ডিজাইন কোর্সের বিস্তারিত তথ্য জানতে ইনবক্স করুন

আলহামদুলিল্লাহ ১২৩৪০০টাকা ইনকাম হয়ে গেল ন্যাশন আইটির বিলাশিয়ান মার্কেটপ্লেস থেকে😍😍আর গত কয়েকদিনের ইনকাম ২৪০০টাকা🥰কষ্ট কর...
31/08/2022

আলহামদুলিল্লাহ ১২৩৪০০টাকা ইনকাম হয়ে গেল ন্যাশন আইটির বিলাশিয়ান মার্কেটপ্লেস থেকে😍😍আর গত কয়েকদিনের ইনকাম ২৪০০টাকা🥰কষ্ট করছি তাই সাফল্য পাচ্ছি 😊😊যারা এখনো কিছু না করে বেকার ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি সময়টাকে কাজে লাগান কাজ শিখে কাজ করেন ইনশাআল্লাহ একদিন আমার থেকেও বেশি ইনকাম করতে পারবেন😍ধন্যবাদ জানাই ন্যাশন আইটির এমডি স্যারকে যিনি ছাত্র-ছাত্রী এবং বেকার যুবকদের জন্য বাসায় বসে অনলাইনে কাজ করার এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দিয়েছে
Nation IT❤️❤️
Happy Freelancing❤️❤️

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের...
28/08/2022

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এই যুগে গ্রাফিক্স ডিজাইন ব্যাতিত পুরো মার্কেটিং ডিপার্টমেন্টই অচল। এর কারনও বিদ্যমান চোখের সামনেই। ডিজিটাল মার্কেটিং এর জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশির ভাগই বানায় গ্রাফিক্স ডিজাইনাররা।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে গ্রাফিক ডিজাইনের উচ্চতর চাহিদা হওয়ায় এই প্ল্যাটফর্মে কম্পিটেটরও অনেক। তাই, আপনার প্রোফাইল রাঙ্কিং করাতে যা যা প্রয়োজন সবই রয়ছে আমাদের কোর্সে।
বিস্তারিত জানতে এখনি ইনবক্স করুন😊

24/08/2022
নোটটি সংগ্রহে রাখতে পারেন। ☺️
24/08/2022

নোটটি সংগ্রহে রাখতে পারেন। ☺️

🤩আসসালামু আলাইকুম কাজের পাশাপাশি বেকার সময় কাজে লাগাতে চান?বাসায় বসে বা আড্ডা দিয়ে সময় নষ্ট না করে।মোবাইলে অযথা সময় নষ্ট...
17/08/2022

🤩আসসালামু আলাইকুম
কাজের পাশাপাশি বেকার সময় কাজে লাগাতে চান?বাসায় বসে বা আড্ডা দিয়ে সময় নষ্ট না করে।মোবাইলে অযথা সময় নষ্ট না করে। ওই মোবাইলকে কাজে লাগান📱।এর মাধ্যমে ফ্রিলেন্সিং শিখে ভালো ইনকাম করতে পারেন।
যারা নতুন Freelancing শেখার জন্যে বিশ্বস্ত প্ল্যাটফর্ম আর expert mentor খুঁজছেন তারা Upcoming Freelancer এ যোগাযোগ করুন।খুবই অল্প টাকায় ফুল সি পি এ/ডিজিটাল মার্কেটিং a to z শেখানো হবে এছাড়াও কোর্স শেষে থাকছে নিজস্ব মার্কেটপ্লেস এ ফিক্সড সেলারী তে জব করার আকর্ষণীও সুযোগ।💯
আমাদের Nation It institute এ এই মাসে অবিশাস্য অফার এ ভর্তি চলছে 🤩ভর্তির পূর্বে পাবেন ফ্রি সেমিনারে অংশ নেবার সুযোগ💓

একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷ ২ মিনিট পর ৫ স্টা...
12/08/2022

একটি ফ্রিল্যান্সার ভাইয়ের কথা 👇
ক্লাইন্ট থেকে কাজ নিয়ে ১৭ মিনিটে কাজ টি কমপ্লিট করে ক্লাইন্ট কে দিয়েছি৷ ২ মিনিট পর ৫ স্টার রিভিউ সহ ক্লাইন্ট কাজ একসেপ্ট করেছে!
কাজটি করতে ১৭ মিনিট লেগেছে, আর এই ১৭ মিনিটের মধ্যে কাজ কমপ্লিট করার দক্ষতা অর্জন করতে লেগেছে পাক্কা ৫.৫ বছর ❤️
ফ্রিলান্সিং ক্যারিয়ারে একটা কথা আছে, যত Learn তত Earn.
আমরা অনেকেই অনেক সময় দেখি, অমুক ভাই ১ঘন্টায় ৭/৮ হাজার ইনকাম করেছে। প্রতি সপ্তাহে ইনকাম ২০/২৫ হাজার টাকা৷ মাসে লাখের উপর ইনকাম!
দেখে অনেকেই ইন্সপায়ারেশন না নিয়ে উলটো ডিমটিভেট হয়ে যাই! আফসোস করি! হিংসা করি!
অথচ কখনোই, এর পিছনের গল্প শুনতে চাই না৷ জানতে চাইনা সে কত বছর ধৈর্য ধরে লেগে আছে, কত বছর ধরে শিখেছে, কি পরিমান হার্ড-ওয়ার্ক করেছে!
৪/৫মাস কোন রকম শিখে মার্কেটপ্লেস থেকে ১০/১৫ দিনের মধ্যে কাজ না পেলেই ফ্রাস্টেড হয়ে যাই! মেন্টর ভালো শিখায় নাই, তাবিজ দেয় নাই, ফ্রিলান্সিং ভুয়া এসব বলি 😅।
অথচ, নিজের দক্ষতা কতটুক যাচাই করি না৷ কোথায় আমার অদক্ষতা তা খুঁজে দক্ষ হতে চাই!
#ফ্রিল্যান্সিং
#ক্যারিয়ার_গড়ুন

অত্যন্ত শিক্ষণীয় পোস্ট😇
11/08/2022

অত্যন্ত শিক্ষণীয় পোস্ট😇

নিজস্ব মার্কেটপ্লেস এ সিপিএ মার্কেটিং জব করে এভাবেই ইনকাম করছে আমাদের স্টুডেন্টরা🥰
10/08/2022

নিজস্ব মার্কেটপ্লেস এ সিপিএ মার্কেটিং জব করে এভাবেই ইনকাম করছে আমাদের স্টুডেন্টরা🥰

09/08/2022

আপনি শুধুমাত্র কম্পিউটার এর বেসিক কাজ করতে পারেন ?প্রতিদিন কিছু সময় অনলাইন এ ব্যয় করে আপনি ও যেকোনো কাজের পাশাপাশি ইনকা...
05/08/2022

আপনি শুধুমাত্র কম্পিউটার এর বেসিক কাজ করতে পারেন ?
প্রতিদিন কিছু সময় অনলাইন এ ব্যয় করে আপনি ও যেকোনো কাজের পাশাপাশি ইনকাম করতে পারেন।
সি পি এ/ডিজিটাল মার্কেটিং এর কোর্সে আমরা দিচ্ছি ইনকাম গ্যারান্টি । আপনাকে অবশ্যই ৯৫% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
সাথে থাকছেঃ
১. আইটি সেক্টর ক্যারিয়ার গড়ার পরামর্শ।
2. এডভান্স ফ্রিল্যান্সিং কনসালটেন্সি।
আমাদের কাছে কোর্স করলে পাবেন
1. ১৫ টি লাইভ ক্লাস
2. ব্যাক আপ ক্লাস এর সুযোগ
3. লাইফ টাইম সাপোর্ট
4. ৫ বছর অভিজ্ঞ ইন্সট্রাক্টর
5. কোর্স শেষে নিজস্ব কোম্পানিতে ফিক্সড সেলারি জব

রেজিস্ট্রেশন করতে "ইনবক্স" করুন অথবা অফিসে এসে আপনার সিটটি বুক করুন।

☎01753939264
Head Office:
B-1/1, Rupkatha Plaza (4th & 5th Floor) Savar Bus Stand, Savar, Dhaka 1340

ফ্রিল্যান্সিং কি ? (What Is Freelancing In Bangla) সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বা...
05/08/2022

ফ্রিল্যান্সিং কি ? (What Is Freelancing In Bangla)
সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা অনলাইন কাজ করে টাকা আয় করতে পারবেন। এমনিতে, একটি চাকরি (job) করা ব্যক্তিকে সকাল ১০ থেকে বিকেল ৬ অব্দি অফিসে গিয়ে এক ধরণের কাজ করতেই হবে।
কিন্তু, freelancing এর মাধ্যমে কাজ করা লোকেরা স্বনির্ভর (self-employed) থাকেন। তাই, ফ্রিল্যান্সিং এর মানেই হলো স্বাধীন ভাবে কাজ করা বা মুক্তপেশা। এটাও এক ধরণের ব্যবসা বললে আমি ভুল হবোনা।
এই প্রক্রিয়াতে লোকেরা, অনলাইন বিভিন্ন সূত্রের (sources) মাধ্যমে কাজ খুঁজে নিজের ইচ্ছে হিসেবে কাজ করেন। এক্ষেত্রে, যারা এভাবে স্বাধীন হয়ে freelancing এর কাজ করেন, তাদের “freelancer” বলা হয়।
আজ, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট গুলির মাধ্যমে, এই ফ্রিল্যান্সাররা (freelancer) নানান ধরণের কাজ, প্রজেক্ট বা সার্ভিস খুঁজে, সেগুলি তারা তাদের ক্লায়েন্টস (clients) দেড় জন্য নির্ধারিত সময়ে পুরো করছেন। এবং, কাজ বা প্রজেক্ট পুরো করার বিনিময়ে তাদের ক্লায়েন্টরা তাদেরকে টাকা দিচ্ছেন।
অবশ্যই, আপনি যেই প্রজেক্ট বা কাজ করবেন বলে ভাবছেন, তার জন্য কত টাকা নিবেন, সেটা আপনার ক্লায়েন্ট (client) এর সাথে আগেই ঠিক করে নিতে পারবেন। এবং, সঠিক ভাবে কাজ শেষ হওয়ার পর, আপনার টাকা আপনাকে দিয়ে দেয়া হয়।
এই মাধ্যমে কাজ করার সুবিধে অনেক। ফ্রিল্যান্সিং এর কাজে আপনি নিজেই ঠিক করতে পারবেন যে, আপনি কতটা সময় কাজ করতে চান, কতটুকু কাজ করতে চান এবং এই কাজ আপনি পার্ট টাইম (part-time) করবেন না ফুল টাইম (full-time).
তাছাড়া, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নেয়া কাজ গুলি করার জন্য আপনার কোনো বিশেষ জায়গার প্রয়োজন হবেনা। কারণ, প্রায় সব ধরণের কাজ করার জন্য আপনার কেবল একটি ল্যাপটপ (laptop) বা কম্পিউটারের (computer) এবং তার সাথে ইন্টারনেট কানেক্শনের প্রয়োজন।
তাই, সবটাই আপনি নিজের ঘরে বোসে বোসেই করতে পারবেন।
ফ্রিল্যান্সিং কে আমরা একটি বিসনেস (business) হিসেবেও নিয়ে কাজ করতে পারি।

নিয়োগ বিজ্ঞপ্তি.......কাজের ধরণ: সি পি এ/ডিজিটাল মার্কেটিং।.........মাসিক বেতন: ৮০০০-১৫০০০ টাকা।............যা প্রয়োজন: ...
05/08/2022

নিয়োগ বিজ্ঞপ্তি.......কাজের ধরণ: সি পি এ/ডিজিটাল মার্কেটিং।.........মাসিক বেতন: ৮০০০-১৫০০০ টাকা।............যা প্রয়োজন: ইন্টারনেট, স্মার্ট ফোন/ কম্পিউটার।.................অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণের সুযোগ আছে।

রেজিস্ট্রেশন করতে এখনই ইনবক্স করুন❗️

১০০% কাজ পাওয়ার নিশ্চয়তা। ৬০%অথবা৪০% স্কলারশিপে সি পি এ/ ডিজিটাল মার্কেটিং। স্বনির্ভর এবং দক্ষ জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে  ...
04/08/2022

১০০% কাজ পাওয়ার নিশ্চয়তা। ৬০%অথবা৪০% স্কলারশিপে সি পি এ/ ডিজিটাল মার্কেটিং। স্বনির্ভর এবং দক্ষ জনশক্তি বৃদ্ধির লক্ষ্যে নারী ও পুরুষ পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কোর্স । ফ্রিল্যান্সিং শিখুন, নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন। ঘরে বসেই উপার্জন করুন।
৬০%অথবা৪০% স্কলারশিপে যে কোর্স করতে পারবেন:

CPA/Digital Marketing, Data entry

প্রতিটি কোর্সের মেয়াদঃ লাইভ ক্লাসঃ 15টি, ৭ দিন ইন্টার্নশিপ , অনলাইন ক্লাসঃ জুম/ গুগল মিটের মাধ্যমে অনলাইন ক্লাসপরিচালিত হবে কোর্স সপ্তাহে ৩ দিন ক্লাস। আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার পরামর্শ + নিজস্ব কোম্পানিতে ৮০০০-১৫০০০ ফিক্সড সেলেরি জব । লাইফ টাইম সাপোর্ট।
হেল্পলাইন:
01753939264
হেড অফিস :B-1/1, Rupkatha Plaza (5th & 6th Floor), Savar Bazar Bus Stand, Savar Union, Savar-1340.

Congratulation Maruf Hasan 😍! We are truly grateful to Nation IT🥰
04/08/2022

Congratulation Maruf Hasan 😍! We are truly grateful to Nation IT🥰

ভাইয়া আমি ফ্রিল্যান্সার হবো।আমার খুব ইচ্ছা ভাই।আমার ছোট বেলা থেকেই খুব ইচ্ছে আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবো।ভাইয়া...
04/08/2022

ভাইয়া আমি ফ্রিল্যান্সার হবো।
আমার খুব ইচ্ছা ভাই।
আমার ছোট বেলা থেকেই খুব ইচ্ছে আমি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবো।
ভাইয়া আমার জন্য একটা ব্যবস্থা করে দিন।
আমরা টাকা ইনকাম করতে চাই অনলাইন দিয়ে, কিন্তু মজার বিষয় হলো যে,ক্লাস করার সময় পায়না।
আবার, কিছু কিছু ক্ষেত্রে সেক্রিফাইজ করতে হয় সেইটা সে পারবে না।
কিন্তু সে ফ্রিল্যান্সিং শিখবে।
কথা গুলো ভাবলেই হাসারও মুড থাকে না।
ভাইয়া, তুমি তো মাঠে নামার আগেই আউট।
বলবো ভাই আপনার ইচ্ছাশক্তি টা ফ্রেম করে যাদুঘরে রেখে আসুন।
আর যেখান থেকে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো, মজার বিষয় হলো সেখানে ফ্রি ফ্রি শিখতে চায়
কথায় আছে না, ধরি মাছ না ছুঁই পানি এমন একটা ব্যাপার।
ভাই কিছু পেতে হলে কিছু তো দিতেই হবে।
আপনি যদি ফ্রিলান্সার হতে চান তাহলে অবশ্যই আপনাকে দূঢ় ইচ্ছাশক্তি নিয়ে শুরু করতে হবে শেখার মতো মনমানসিকতা নিয়ে।

29/07/2022
26/07/2022
26/07/2022
26/07/2022

Address

B-1/1, Rupkatha Plaza (5th & 6th Floor), Savar Bazar Bus Stand, Savar Union
Savar
SAVAR-1340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies