LTD Unlimited

LTD Unlimited thanks watching my page Videos �

09/02/2024

পরিক্ষার হলে গোপন ডিভাইস নিয়ে ধরা হয়েছে।

09/02/2024

পরিক্ষার হলে গোপন ডিভাইস নিয়ে ধরা।

পাঠান’-এর পর ইতিহাস গড়ার পথে জওয়ানও। শাহরুখ খানের জওয়ানের সাফল্যের মুকুটে লেগে গেল নতুন পালক। দ্বিতীয় শুক্রবার, নবম দিন...
25/09/2023

পাঠান’-এর পর ইতিহাস গড়ার পথে জওয়ানও। শাহরুখ খানের জওয়ানের সাফল্যের মুকুটে লেগে গেল নতুন পালক। দ্বিতীয় শুক্রবার, নবম দিনে এসে অ্যাটলির এই অ্যাকশন ড্রামা পা রাখল ৪০০ কোটির ঘরে। যা বলিউডের কোনও সিনেমার ক্ষেত্রে এই প্রথম।

আজ শনিবার ও রোববার ব্যবসা দিয়েই ৫০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘জওয়ান’, এমন আশা করছেন সংশ্লিষ্টরা।

জওয়ানের বক্স অফিস রিপোর্ট

স্যাকনিল্ক ডটকম (sacnilk.com) এর রিপোর্ট বলছে, জওয়ান শুক্রবার দেশের বাজারে ব্যবসা করেছে ২১ কোটির। তবে শনি আর রবিতে যে আবার একটা জওয়ান ঝড়ের মুখোমুখি হতে চলেছে দেশ, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত চলচিত্র বানিজ্য বিশ্লেষকরা। প্রথম সপ্তাহের শেষে এই ছবির আয়ের অঙ্ক ছিল ৩৮৯.৮৮ কোটি। আর ২১ কোটি যোগ হওয়ার পর তা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৪১০.৮৮ কোটিতে।

আর যদি বিশ্বব্যপী হিসেব ধরা হয়, ৮ দিনেই ৭০০ কোটির ক্লাবে সিনেমাখানা। দুবাই, কানাডা, আমেরিকার মতো দেশগুলিতে বেশ ভালো ব্যবসা করছে এই বলিউডের সিনেমা।

গত ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন মুক্তি পায় জওয়ান। এই সিনেমায় বলিউডের বাদশা শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারা, ভিলেন চরিত্রে দেখা মেলে বিজয় সেতুপতির। আরও রয়েছেন- প্রিয়ামানি, সানিয়া মলহোত্রাসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছিল এই সিনেমার প্রযোজনার দায়িত্বে।

জওয়ানের সাফল্যে খুশি হয়ে শাহরুখ ইতোমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন তাঁর দর্শকদের এক্স-এ (আগের টুইটার)। যেখানে কিং খান লেখেন, ‘জওয়ানকে এত ভালোবাসা আর প্রশংসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন আর খুশিতে থাকুন। আর এভাবেই আপনাদের জওয়ান দেখতে যাওয়ার ছবি, ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করে নিতে থাকুন। আর আমি জলদি এসে সেগুলো দেখে যাব… ততক্ষণ জওয়ানের সঙ্গে পার্টি করুন হলে! অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই সকলকে। ’

Sacnilk provide latest News About Box Office Collection And Combat Sports (Wrestling,WWE,UFC,AEW)

বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পরবিরোধী অবস্থানের জের ধরে এখন পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন...
22/09/2023

বাংলাদেশে নির্বাচনকালীন সরকার নিয়ে পরস্পরবিরোধী অবস্থানের জের ধরে এখন পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি।

তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনেকের মধ্যে।

আওয়ামী লীগ অবশ্য বলছে তারা কোন পাল্টা কর্মসূচি দেয়নি, বরং তাদের কর্মসূচির মূল লক্ষ্য হলো জনমনে ‘ভীতি দূর করে নির্বাচনের আবহ’ তৈরি করা।

তবে সরকারের পদত্যাগের যে দাবি বিরোধী দল করছে তাতে কোন আপোষ তারা করবে না বলেই জানিয়েছেন দলটির নেতারা।

অন্যদিকে বিএনপি বলছে ‘নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের বক্তব্যকে ধর্তব্যেই’ আনতে রাজী নয় তারা। দলটির একজন নেতা বলছেন ‘সরকারের চাওয়া-না চাওয়ার গুরুত্ব এখন আর নেই’ বরং 'গ্রহণযোগ্য নির্বাচন' ছাড়া আর কিছুই তারা গ্রহণ করবেন না।

আর আওয়ামী লীগের আপোষ না করা কিংবা বিএনপির সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচন নয়- এমন মুখোমুখি পরিস্থিতির মধ্যে দেশব্যাপী পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে উভয় দল, যা আরও বেগবান হতে পারে নভেম্বরের শেষ নাগাদ।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু মজুমদার বলছেন উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ব্যর্থ হলে অক্টোবরে নভেম্বরে কেউ না চাইলেও মনে হচ্ছে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে না।

তবে সব মিলিয়ে পরিস্থিতি সহিংস হোক আর না হোক- আবারো একটি একতরফা নির্বাচনের পরিস্থিতির আশংকাও করছেন অনেকে।

কানাডায় শিখ নেতা হত্যার সাথে ভারতকে জড়ালেন জাস্টিন ট্রুডোছবির উৎস,SIKH PAছবির ক্যাপশান,৪৫ বছর বয়সী হারদিপ সিং নিজ্জারকে...
22/09/2023

কানাডায় শিখ নেতা হত্যার সাথে ভারতকে জড়ালেন জাস্টিন ট্রুডো



ছবির উৎস,SIKH PA

ছবির ক্যাপশান,

৪৫ বছর বয়সী হারদিপ সিং নিজ্জারকে জুন মাসে গুলি করে হত্যা করা হয়

১৯ সেপ্টেম্বর ২০২৩

কানাডার শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ই জুন গুলি করে হত্যা করা হয় হারদিপ সিং নিজ্জারকে।

সোমবার কানাডার হাউজ অব কমন্সের সভায় মি. ট্রুডো বলেন, কানাডার গোয়েন্দা সংস্থা মি. নিজ্জারের হত্যার সাথে ভারত সরকারের সংশ্লিষ্টতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ খুঁজে পেয়েছে।

ভারত এ অভিযোগকে 'অযৌক্তিক' বলে নাকচ করে দিয়েছে।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মি. ট্রুডোর মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে এবং এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে: “আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।”

ভারতের ঐ বিবৃতিতে বলা অভিযোগ তোলা হয় যে কানাডা দীর্ঘ সময় ধরে ভারতের নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ‘খালিস্তানি সন্ত্রাসী ও চরমপন্থীদের’ আশ্রয় দিয়ে আসছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়: “কানাডার মাটিতে চলতে থাকা সব ধরণের ভারত বিরোধী কাযর্কলাপরে বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নেয়ার জন্য কানাডিয়ান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।”

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ মঙ্গলবার এক বিবৃতিতে মন্তব্য করেছে যে মি. ট্রুডোর অভিযোগের বিষয়ে তারা ‘গভীরভাবে উদ্বিগ্ন।’

হোয়োইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, “আমাদের কানাডিয়ান সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি আমরা। কানাডার তদন্ত যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং দোষীরা বিচারের আওতায় আসে, তা নিশ্চিত করা জরুরি।”

তবে, কয়েকদিন আগে শেষ হওয়া জি২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনায় বিষয়টি উত্থাপন করেন মি. ট্রুডো।

মি. ট্রুডোর সাম্প্রতিক এই মন্তব্যের পরপরই কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানান, এই ঘটনার জের ধরে কানাডা পবন কুমার নামের একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ভারতে অবস্থিত সিনিয়র কানাডিয়ান কূটনৈতিককে বহিষ্কারের আদেশ দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে সমকালের প্রধান শিরোনাম, “নির্বাচন ঘিরে সংঘাত দেখছে ইইউ, পাঠাবে না পর্যবেক্ষক...
22/09/2023

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে সমকালের প্রধান শিরোনাম, “নির্বাচন ঘিরে সংঘাত দেখছে ইইউ, পাঠাবে না পর্যবেক্ষক”। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সংঘাতের শঙ্কা করে পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন।

প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচনে পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইইউ। বুধবার সরকারকে এ বিষয়ক চিঠি দিয়েছে তারা।

বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানিয়েছে যে, তাদের নির্বাচন মূল্যায়ন মিশন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করছে না।

তবে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ঢাকায় থাকা ইইউ সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে বলে জানা গিয়েছে।

ঢাকায় টিকফার বৈঠক নিয়ে কালের কণ্ঠের প্রথম পাতার খবর, “জিএসপি চালু হলে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চিন্তা”। প্রতিবেদনে জানানো হয়েছে, যখন জিএসপি চালু হবে তখন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার কথা চিন্তা করবে যুক্তরাষ্ট্র।

বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা দিয়ে তৈরি পোশাকে দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়া যায় কি না তা ভেবে দেখা হবে বলে জানিয়েছে সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল।

বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) সপ্তম কাউন্সিলের বৈঠক শেষে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ এসব কথা সাংবাদিকদের জানান।

এক দশক আগে ২০১৩ সালে দেশের শিল্প খাতের বড় দুর্ঘটনা সাভারের রানা প্লাজা ধসের পর জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়। এখন যুক্তরাজ্যের সাথে রপ্তানি আয় বাড়াতে দীর্ঘদিন ধরে দেশটির বাজারে অগ্রাধিকার সুবিধা (জিএসপি) পুনর্বহালের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

22/09/2023
05/04/2023

Bangla funny natok🤪

04/04/2023

কে আমি ছিল মারা চোর ২০২৩ ড্রামা নাটক

04/04/2023

Girlfriend_Er_Ma___

04/04/2023

Baby_And_Babu___

Address

Savar

Telephone

+8801810213817

Website

Alerts

Be the first to know and let us send you an email when LTD Unlimited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LTD Unlimited:

Videos

Share



You may also like