25/09/2023
পাঠান’-এর পর ইতিহাস গড়ার পথে জওয়ানও। শাহরুখ খানের জওয়ানের সাফল্যের মুকুটে লেগে গেল নতুন পালক। দ্বিতীয় শুক্রবার, নবম দিনে এসে অ্যাটলির এই অ্যাকশন ড্রামা পা রাখল ৪০০ কোটির ঘরে। যা বলিউডের কোনও সিনেমার ক্ষেত্রে এই প্রথম।
আজ শনিবার ও রোববার ব্যবসা দিয়েই ৫০০ কোটির ঘরে প্রবেশ করবে ‘জওয়ান’, এমন আশা করছেন সংশ্লিষ্টরা।
জওয়ানের বক্স অফিস রিপোর্ট
স্যাকনিল্ক ডটকম (sacnilk.com) এর রিপোর্ট বলছে, জওয়ান শুক্রবার দেশের বাজারে ব্যবসা করেছে ২১ কোটির। তবে শনি আর রবিতে যে আবার একটা জওয়ান ঝড়ের মুখোমুখি হতে চলেছে দেশ, সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত চলচিত্র বানিজ্য বিশ্লেষকরা। প্রথম সপ্তাহের শেষে এই ছবির আয়ের অঙ্ক ছিল ৩৮৯.৮৮ কোটি। আর ২১ কোটি যোগ হওয়ার পর তা বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৪১০.৮৮ কোটিতে।
আর যদি বিশ্বব্যপী হিসেব ধরা হয়, ৮ দিনেই ৭০০ কোটির ক্লাবে সিনেমাখানা। দুবাই, কানাডা, আমেরিকার মতো দেশগুলিতে বেশ ভালো ব্যবসা করছে এই বলিউডের সিনেমা।
গত ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন মুক্তি পায় জওয়ান। এই সিনেমায় বলিউডের বাদশা শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা নয়নতারা, ভিলেন চরিত্রে দেখা মেলে বিজয় সেতুপতির। আরও রয়েছেন- প্রিয়ামানি, সানিয়া মলহোত্রাসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট ছিল এই সিনেমার প্রযোজনার দায়িত্বে।
জওয়ানের সাফল্যে খুশি হয়ে শাহরুখ ইতোমধ্যেই ধন্যবাদ জানিয়েছেন তাঁর দর্শকদের এক্স-এ (আগের টুইটার)। যেখানে কিং খান লেখেন, ‘জওয়ানকে এত ভালোবাসা আর প্রশংসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন আর খুশিতে থাকুন। আর এভাবেই আপনাদের জওয়ান দেখতে যাওয়ার ছবি, ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করে নিতে থাকুন। আর আমি জলদি এসে সেগুলো দেখে যাব… ততক্ষণ জওয়ানের সঙ্গে পার্টি করুন হলে! অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই সকলকে। ’
Sacnilk provide latest News About Box Office Collection And Combat Sports (Wrestling,WWE,UFC,AEW)