26/02/2024
আমরা মিলাদ উদযাপন ছেড়ে দিয়েছি। অতপর একে একে ছাড়লাম শবে বরাত, শবে মেরাজ, আশুরা, ফাতেহা ই ইয়াজদাহুম। সব ছেড়ে আমরা যখন সহিহ সেজে বসলাম তখন চোখ ফিরিয়ে দেখি নিজ আঙ্গিনায় পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স , ইস্টার ফ্রাইডে, হ্যাপি নিউ ইয়ার, দূর্গাপুজা, রাস পূর্নিমা।
আমরা আজ ঈদের দিন অলস হয়ে ঘুমাই আর পহেলা বৈশাখে সারা দুপুর রোদে পুড়ে বেহায়াপনা করি। আফসোস আমাদের দৈন্যতার প্রতি। আফসোস আমাদের উদাসীনতার প্রতি। আল্লাহ আমাদের মধ্যে আবার ইসলামের সোনালী অতীত আর ফরজ এবং নফল আমল, ঈদ এর আনন্দ গুলো সঠিক নিয়মে ফিরিয়ে আনুন। পরবর্তী প্রজন্ম যেনো উৎসব আর সংস্কৃতির দৈন্যতার ফলে ইমানহারা না হয়ে যায়। দ্বীন ইসলামের মধ্যে যেনো বেদ্বীনের সংস্কৃতি প্রবেশ না করে। আগের দিন গুলো আসলেই অনেক ভালো ছিলো।
সংগৃহীত।